সমব্যথী প্রকল্প কি? কারা পাবেন? কীভাবে পাবেন?
যে প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের কোনো সদস্য মারা গেলে তার শেষকৃত্যের জন্য ২০০০ টাকা করে এককালিন আর্থিক সুবিধা প্রদান করে থাকে রাজ্য সরকার তাকে সমব্যথী প্রকল্প বলা হয়।
কারা পাবেন সমব্যথী প্রকল্পের টাকা?
- মৃত ব্যাক্তির পরিবারের যে কেউ তুলতে পারবেন টাকা
- মৃতের পরিবারে কেউ না থাকলে আত্মীয় অথবা নিকটবর্তী প্রতিবেশি সমব্যথী প্রকল্পের অর্থ তুলতে পারবেন।
- হিন্দু এবং মুসলমান উভয় ধর্মাবলম্বীগণ এই অর্থ পাবেন।
কি কি শর্ত রয়েছে?
- স্থায়ী বাসিন্দা হতে হবে।
- মৃত ব্যাক্তি বা তার পরিবারকে অসচ্ছল হতে হবে। সাবলম্বি পরিবার এই অর্থ পাবেননা।
- মৃত হিন্দু হলে শেষকৃত্যের যাবতীয় কাজ পশ্চিম বঙ্গেই করতে হবে।
- মুসলমান হলে পশ্চিমবঙ্গেই কবর দিতে হবে। অন্য কোথাও দিলে এই প্রকল্পের অর্থ পাবেননা।
কীভাবে পাবেন?
- পঞ্চায়েত এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, তার নিকটাত্মীয়কে গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন করতে হবে।
- পৌরসভা এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, তার নিকটাত্মীয়কে পৌরসভা অফিসে আবেদন করতে হবে।
কি কি লাগবে আবেদন করতে?
- স্থায়ী বাসিন্দার প্রমাণসরূপ আপনার আধার কার্ড/ ভোটার কার্ড লাগবে।
- মৃত ব্যাক্তির ক্ষেত্রেও স্থায়ী বাসিন্দার প্রমাণসরূপ আধার কার্ড/ ভোটার কার্ড লাগবে।
- মৃতের ডেথ সার্টিফিকেট লাগবে।
- আবেদনকারীর উত্তরাধিকার শংসাপত্রের ফটোকপি এবং
- আবেদনকারীর নিজের ব্যাঙ্কের পাস বইয়ের পাতার স্ব-প্রত্যয়িত ফোটো কপি, যে এক্যাউন্টে টাকা নিতে চান সেটা দিবেন।