লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প:
একনজরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে চলুন জেনে নিই....
- লক্ষীর ভান্ডার প্রকল্প চালু হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে
- সুবিধা পাচ্ছেন: পশ্চিমবঙ্গের ১ কোটি ৮৭ লক্ষ ৬৩ হাজার ৬২ মহিলা
- বাজেট: ১২,৯০০ কোটি
- আবেদনের বয়সসীমা: ২৫ বছরের বেশি হতে হবে।
- আবেদনের স্থান: অনলাইনে অথবা "দুয়ারে সরকার" ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। (পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ দুয়ারে সরকার ১লা ডিসেম্বর, ২০২০-এ আউটরিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য চালু করেছিলেন। গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে এই শিবিরগুলির আয়োজন করা হয়৷ এই শিবিরগুলি পরিষেবা প্রদানকারী এবং কল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদনপত্র সংগ্রহের জন্য নোড হিসাবে কাজ করে।)
পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ২৫ বছরের বেশি বয়সী যে কেউ আবেদন করতে পারবেন। তবে যাদের বয়স ৬০ বছরের বেশি তারা আবেদনের যোগ্য নয়। এছাড়া যারা অন্য কোনো প্রকল্পের সুবিধা পান, সরকারি চাকরি করেন কিংবা আয়কর দেন তাদের কেউ আবেদন করতে পারবে না। যারা এখনও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করুন। দুয়ারে সরকারি ক্যাম্পে যান এবং খোঁজ নেন, কর্মরত কর্মকর্তারা আপনাকে সাহায্য করবে।
আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারবেন আপনার নাম তালিকায় আছে কিনা।
লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে যে অর্থ প্রদান করা হয় তা তাদের জীবণ-যাপন করতে সহায়তা করে। রাজ্য সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে, বছরে মোট ৬,০০০ টাকা প্রদান করেন। SC এবং ST শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে, বছরে মোট ১২,০০০ টাকা প্রদান করেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করতে যা যা প্রয়োজন হয়:
- আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি,
- আঞ্চলিক কার্যালয় থেকে আয়ের সনদ সংগ্রহ,
- আঁধার কার্ডের জেরক্স,
- হেলথ কার্ডের জেরক্স,
- ব্যাঙ্ক পাশবই এর জেরক্স,
- মোবাইল নম্বর,
- ভোটার কার্ড (যদি না থাকে) রেশন কার্ডের জেরক্স,
- জাতিগত শংসাপত্র এর Self Attested ফটোকপি (কাস্ট সার্টিফিকেট),
- নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার।
কারা আবেদন করতে পারবেন:
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স ২৫ - ৬০ বছরের মধ্যে থাকতে হবে।
- সরকারি চাকরিতে কর্মরত নারীরা আবেদনের করতে পারবেন না।
- পরিবারের কেউ যদি আয়করের আওতায় থাকে, তবে সেই পরিবারের কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
- এছাড়া সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সবচেয়ে সফল।