হানিফ বাস গেম ডাউনলোড - Hanif Bus Game download

Hanif Bus Game download

গুগল প্লে স্টোরে হানিফ বাস গেম নামে তেমন কোনো ভালো গেম পাবেননা। তারপরো চেষ্টা করে দেখতে পারেন, যেগুলো আছে সেগুলো যদি আপনার পছন্দ হয় তবে ডাউনলোড করে নিতে পারেন।

তবে আসল হানিফ বাস গেম খেলার স্বাদ পেতে পারেন বাস সিমুলেটর গেম ইন্দোনেশিয়াতে। কারণ এই গেমটিতে আপনি আপনার ইচ্ছামতো যেকোনো বাস, ট্রাকসহ সকল গাড়ী ড্রাইভ করতে পারবেন গেমটির মোড অপশন থেকে। এজন্য আপনি একটি হানিফ বাস মোড ডাউনলোড করে ইন্সটল করবেন। তারপর আপনার পছন্দমতো যেকোনো একটি হানিফ বাসের স্কিন সেট করবেন।

হানিফ বাস গেম ডাউনলোড করবো কিভাবে?

হানিফ বাস গেম ডাউনলোড নয় বরং হানিফ বাস গেম সেট আপ করবো। এজন্য আমাদের তিনটি ধাপে কাজ করতে হবে।
  • সর্বপ্রথম, হানিফ বাস গেম মোড ডাউনলোড করতে হবে।
  • এরপর হানিফ বাস স্কিন ডাউনলোড করতে হবে।
  • সর্বশেষ, "বাস সিমুলেটর ইন্দোনেশিয়া" গেমটি ইন্সটল করে হানিফ বাস সেট-আপ করতে হবে।

১য় ধাপ: হানিফ বাস মোড:

নিচে দুইটি ডাউনলোড বাটন দেওয়া হয়েছে। যেকোনো একটি বাটনে চাপ দিয়ে হানিফ বাস মোড ডাউনলোড করবেন।
হানিফ বাস গেম ডাউনলোড
Hanif Bus Game download
[Bus Mood File]
File Size: 67 MB



২য় ধাপ:

উপরের বাস মোডটি ডাউনলোড করার পর হানিফ বাসের স্কিন পছন্দ করবেন। আপনার পছন্দমতো একটি হানিফ বাসের স্কিন সেট করতে পারবেন।স্কিন কোথায় পাবেন? কি করে ডাউনলোড করবেন? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং বেশ কয়েকটি হানিফ বাসের মডেলের স্কিন ডাউনলোডের লিংক দেওয়া হয়েছে। স্কিনগুলো ডাউনলোড করতে এই পোস্টে ভিজিট করুন।

৩য় এবং শেষ ধাপ:

"বাস সিমুলেটর ইন্দোনেশিয়া" গেমটি ইন্সটল করতে হবে। এজন্য আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে সার্স করুন Bus Simmilator Indoneshia. সার্স রেসাল্টের প্রথম গেমটি ইন্সটল করবেন।

এরপর গেমটির এপেন করে মোড অপশনে যাবেন। ১ম ধাপে ডাউনলোড করা বাস মোডটি সেট-আপ করবেন। তারপর এরপর আপনার পছন্দমতো একটি হানিফ বাসের স্কিন সেট করুন। তাহলেই হয়ে গেল আপনার হানিফ বাস গেম।

কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে না পারলে কমেন্টে জানাবেন সমাধান দেয়ার চেষ্টা করবো।

মোড ফাইল এবং বাসের স্কিন সেট-আপ সংক্রান্ত বিষয়ে আপনি দক্ষ না হয়ে থাকলে অনুগ্রহ করে youtube থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous September 24, 2023 at 1:04 AM

    HiANFBAS

Add Comment
comment url