সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায়
সংযুক্ত আরব আমিরাতের পর এবার বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব। সৌদি আরবের গণমাধ্যমে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, চিকিৎসা, খেলাধুলা, বিজ্ঞান, সংস্কৃতি, আইন ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ মেধাবী এবং দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নির্ধারিত প্রক্রিয়ায় দেশটির নাগরিকত্ব দেওয়া হবে।
এই নাগরিকত্ব ঘোষণা দেবার পরে প্রথমে যে বিদেশি নাগরিক নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি হলেন বাংলাদেশের মুখতার আলম শিকদার। তিনি ২০ বছর ধরে মক্কায় কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্রধান ক্যালিগ্রাফারের কাজ করছেন।
এখন পর্যন্ত যারা নাগরিকত্ব পেযেছেন তাদের সবাইকে মনোনয়নের ভিত্তিতে বেছে নেয়া হয়েছে। তবে দক্ষতা যাচাই বাচাই করে নাগরিকত্ব দেওয়া হয়েছে।
আপনার যদি জানতে চান কি কি শর্ত মেনে চললে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া যাবে তাহলে এই আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায়
- আবেদনকারী বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
- তার আচার - আচরণ ভালো হতে হবে।
- তাকে আরবি ভাষায় অনর্গল কথা বলতে জানতে হবে।
- যদি ছয় মাসের বেশি কেউ কারাদণ্ড ভোগ করে সে কখনো নাগরিকত্ব পাবেন না।
- দেশটির অভ্যন্তরে বিরতিহীনভাবে সর্বনিম্ন পাঁচ বছর বসবাসের জন্য তার ইকামা (Iqama) বা পারমানেন্ট রেসিডেন্ট পারমিট থাকতে হবে।
- অবশ্যই তার আচার - আচরণ ভালো হতে হবে।
- তার ভালো বেতনের একটি বৈধ চাকরি থাকতে হবে।
- কখনও ফৌজদারি মামলায় ছয় মাসের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে সেই ব্যক্তি নাগরিকত্ব পাবে না।
- আসল সৌদি,
- সৌদি বংশোদ্ভূত,
- জন্মসূত্রে নাগরিক,
- বিবাহসূ্ত্রে নাগরিক,
- বিদেশী কাউকে নাগরিকত্ব অর্পণ এর মাধ্যমে।
বৈবাহিক ও জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উপায়
- কোনো ব্যক্তি সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার ১ বছরের মধ্যে তার স্ত্রী সৌদি আরবের নাগরিকত্ব নিতে হবে। ১ বছরের বেশি হলে নাগরিকত্ব পাবে না। তবে চাইলে পরে নাগরিকত্ব জন্য দরখস্ত করতে পারবেন।
- এক্ষেত্রে তাদের ছেলে - মেয়ে যদি তাদের সাথে সৌদি আরবেই বসবাস করে থাকে তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার ১ বছরের মধ্যে নাগরিকত্ব জন্য আবেদন জানাতে হবে।
- কোনো বিদেশি নারী যদি সৌদির ছেলেকে বিবাহ করেন তাহলে সে তার স্বামীর দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন।
- কোনো বিদেশি নারী যদি সৌদি আরবের ছেলেকে বিবাহ করার পরে সৌদির নাগরিকত্ব পাওয়ার আগে যদি বিধবা হয়ে যান, তারপরও এই বিদেশি নারী নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে বলে নতুন আইনে ঘোষণা দেওয়া হয়েছে।
- কোনো সৌদির নারী বিদেশি ছেলেকে বিবাহ করার পরে সৌদির নাগরিকত্ব নিয়ে থাকতে পারবেন। কিন্তু তার স্বামী তার নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না।
এছাড়াও কোনো সৌদি নারী যদি বিদেশি কোনো ছেলেকে বিবাহ করেন তাহলে তার স্বামীর দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন আবার চাইলে সৌদি নাগরিকত্বেও থাকতে পারবেন।
এক্ষেত্রে যদি কোনো সৌদি নারী তার স্বামীর নাগরিকত্ব গ্রহণ করেন এবং তার স্বামীর মৃত্যুর পর বা বিবাহ বিচ্ছেদের পর তিনি চাইলে আবারো সৌদির নাগরিকত্ব ফিরে পেতে পারবেন।
- তাদের বিবাহের কাগজ পত্র থাকতে হবে।
- স্বেচ্ছায় তার পূর্বের জাতি বা ত্যাগের ঘোষণা দিতে হবে।
- বিদেশি নাগরিকে বিবাহ করার সকল শর্ত পূরণ করতে হবে।
- পূর্বের কোনো অপরাধমূলক কাজের রের্কড থাকা যাবেনা।
- আবেদনকারীকে অবশ্যই সৌদি আরবে বসবাস করতে হবে।
- বিবাহের সম্পর্ক নূন্যতম ৫ বছরের স্থায়ী হতে হবে।