সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত ? তাদের কি কি নিয়ম মেনে চলতে হয় ?

সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত

আমরা সকলেই জানি সৌদি আরব একটি বৃহত্তম মুসলিম দেশ। দেশটি মুসলিম দেশ হলেও এখানে সনাতন ধর্মের লোকজন বসবাস করতে পারেন। এই আটিকেল থেকে সৌদি আরবের হিন্দু ধর্মের মানুষের বসবাস ও সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত ?

মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব বিশ্বের বৃহত্তম দেশ। দেশটিতে বসবাসরত মানুষের সংখ্যার দিক থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা তৃতীয়তম। সৌদি আরবে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় ৪৫১,৮৯৬ জন যা মোট জনসংখ্যার প্রায় ১.৩% (সর্বশেষ আপডেট ২০২৪)।

সৌদি আরবে অবস্থানরত  হিন্দু ধর্মাবলম্বীদের অধিকাংশই নেপাল ও ভারত থেকে আগত প্রবাসী কর্মী।

সৌদি আরবে অমুসলিমদের কি কি নিয়ম মেনে চলতে হয়

সৌদি আরবে বসবাসরত জনসংখ্যার মধ্যে বিপুল সংখ্যক জনগণ বিদেশী কর্মী। আর এই বিদশী কর্মীদের মধ্যে অনেকেই অমুসলিম। তাদের সৌদি আরবে থাকার জন্য যে সকল নিয়ম মেনে চলতে হয় তা নিচে তুলে ধরা হয়েছে।

  • অমুসলিমরা কখনো প্রকাশ্যে নিজের ধর্মীও উপাসনা করতে পারবে না।
  • অমুসলিমরা পবিত্র শহর মদিনা ও মক্কায় প্রবেশ করতে পারবে না।
  • এছাড়াও সৌদি সরকার মদিনা ও মক্কা কেন্দ্রীয় শহরের ধর্মীয় স্থানগুলোতে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করেছেন।
  • গীতা ও বাইবেল বা ধর্মপুস্তক বইয়ের মতো অমুসলিম ধর্মীয় উপকরণ বিতরণ করা যাবে না।
  • অমুসলমানরা একে অপরকে সাদর সম্ভাষণ জানাতে পারবে না।
  • একজন অমুসলিম কোনো ক্রমে একজন মুসলিম নারীকে বিবাহ করতে পারবে না।
  • একজন অমুসলমান পবিত্র রমজান মাসে কোনো মুসলমানের সামনে দিনের বেলায় খাবার গ্রহণ করতে পারবে না।
  • সৌদি শরিয়া আইন অনুসারে অমুসলমান নারীদের 'আবায়া' পরিধান করে চলাফেরা করতে হয় ('আবায়া' মুসলমান নারীদের একপ্রকার পোশাক)।
  • কোনো অমুসলমান কুকুর ও শুকরের মাংস নিয়ে আলোচনা করতে পারবে না।
  • কারো সাথে উচ্চস্বরে কথা বলতে অথবা হাসতে পারবেন না (অট্টোহাসি ইসলাম ধর্মের লোকদের ক্ষেত্রেও নিশিদ্ধ)।

সৌদিতে অবিবাহিত দম্পতি হিসেবে কীভাবে হোটেল পাবেন

সৌদি আরবে বিদেশি পর্যটকরা অবিবাহিত দম্পতি হলেও হোটেলে এক সাথে থাকতে পারবেন। এর জন্য তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে তার কোনো প্রমাণ দিতে হবে না। নতুন ভিসায় এই প্রক্রিয়ায় ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা অনুসারে যেকোনো নারী একা রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। মূলত বিদেশি পর্যটকদের টানতেই এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের বিবৃতিতে বলেছেন, "সব সৌদি নাগরিকদের পরিচয় পত্র বা সম্পর্কের প্রমাণ পত্র নিয়ে যেতে হবে হোটেলে চেক-ইনের সময়"। তবে এই নিয়মটি বিদেশি পর্যটকদের জন্য প্রযোজ্য হবে না।

নতুন ভিসার নিয়মে আরো বলা হয়েছে বিদেশি পর্যটকরা শরীর সম্পূর্ণ না ঢেকেও পোশাক পরিধান ও চলাফেরা করতে পারবেন। তবে অবশ্যই মার্জিত পোশাক পরিধান করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url