সাকুরা বাস স্কিন ডাউনলোড - Sakura Bus Skin Download

সাকুরা বাস স্কিনগুলোর মধ্যে এই লাল স্কিনটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। উপরের ফটোতে খুব একটা জমকালো মনে নাও হতে পারে। কারণ প্রতিটি বাসের ফটো কম্পেস করে আপলোড করা হয়েছে। তবে বাস স্কিনগুলো হাই কোয়ালিটি তাই যখন গেমে স্কিন ব্যবহার করবে তখন আশা করি অনেক ভালো লাগবে।


আমার আনুমানিক হিসাবমতে বলতে পারি, লাল কালারের পরি সবচেয়ে বেশি জনের সবুজ কালার + স্টাইলের স্কিনগুলো ভালো লেগে থাকে। তাই সবুজ রঙ যাদের পছন্দ তারা ডাউনলোড করে নিতে পারেন উপরের ২ নাম্বার স্কিনটি।




আরো নতুন নতুন স্কিন পেতে কমেন্টে বাসের নাম লিখে জানাতে পারো বন্ধুরা। বন্ধুরা কমেন্টে কেউ বলোনা আমার শেয়ার করা বাস স্কিনগুলো কেমন লাগে। তাই আমিও নতুন নতুন স্কিন কালেকশন আপলোড দিতে আগ্রহ পাইনা। তাই ভালো লাগা কিংবা খারাপ লাগা অবশ্যই শেয়ার করবে। তাহলে আমি বুঝতে পারবো আমার পোস্টগুলোতে কেউ উপকৃত হচ্ছে কিনা এবং নতুন নতুন বাস স্কিন আপলোড দেওয়ার অনুপ্রেরণা পাবো। তাছাড়া আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চলেছি, যেখানে নতুন নতুন বাস মোড এবং স্কিন শেয়ার করবো। সবাই আমার পাশে থাকবেন এবং অনুপ্রেরণা দেবেন এগিয়ে যাবার জন্য। ধন্যবাদ সবাইকে।
সি-লাইন