প্রবাসীরা শুধু তাদের পরিবারের আর্থিক অবস্থা সচল করেন না, তার পাশাপাশি দেশে অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রবাসীরা তাদের পরিবারের আর্থিক অবস্থা সচল করতে গিয়ে নিজেরা অনেক কষ্টের সম্মুখীন হয়ে থাকেন। তখন তারা ফেসবুক বা অনলাইনে কষ্টের স্ট্যাটাস খুজে বেড়ান। তাই এই আটিকেলে প্রবাসীদের জন্য অনেক সুন্দর সুন্দর কষ্টের স্ট্যাটাস তুলে ধরা হলো।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
স্বপ্ন ছিল বন্ধুকে নিয়ে বাঁধব ঘর
প্রবাস জীবন আমায় করল পর
জন্ম নিলাম বাংলাদেশে
থাকি এখন প্রবাসে।
শত কষ্ট বুকে মাঝে চেপে রেখে
হাসতে পরার নামেই প্রবাস জীবন।
বুকের ভিতরে শত কষ্ট চেপে রেখে
পরিবারের কাছে আমি ভালো আছি বলার
নামেই প্রবাস জীবন।
প্রবাস জীবনে একা থাকাটা খুব কষ্টকর
যেটা সকলে সাহায্য করতে পারে না।
আমরা প্রবাসী
নিজের বুকের মাঝে
হাজারো কষ্ট চেপে রেখে
আমরা হাসতে জানি।
প্রবাসে একা থাকা যায়
তবে সুখে থাকা যায় না।
প্রবাসীদের যত দিন টাকা থাকে
তত দিন পরিবার ও আত্মীয় স্বজনদের কাছে গুরুত্ব থাকে।
প্রবাসীদের জীবন গল্পটি
বেশির ভাগ সময় সুখময় হয় না।
পরিবার ও আত্মীয় স্বজনদের ছেড়ে দূরে থাকা কতটা কষ্টের
তা শুধুমাত্র একজন প্রবাসীই জানে।
একজন প্রবাসী নিজের দেশে ও বিদেশে
দুই জায়গাতেই অতিথি হয়ে যায়।
আমরা প্রবাসী...
পরিবারের মুখে হাসি ফুটানো জন্য
নিজের সুখ শান্তি বির্সজন দিতে পারি।
বুকে শত ব্যাথা নিয়ে হাসি মুখে কথা বলার
নামই হলো প্রবাস জীবন।
প্রবাসীদের জন্য ঈদ মানেই হলো
মুখে হাসি আর বুকে পাহাড় সমান ব্যথা।
ঈদের দিনে পরিবারের হাসি আড়ালে
প্রবাসীদের বেদনা চাপা পড়ে যাই।
মা-বাবা, ভাই, বোন, বউ ও সন্তান ছাড়া
কত ঈদ আসে যাই প্রবাস জীবনে।
দেশ ছেড়ে প্রবাসে যাওয়ার সময়
সুখের সকল চাবিকাঠি রেখে গেলাম এই শান্তির নগরে।
প্রবাসে যাওয়ার সময় বুঝতে পারলাম
দেশপ্রেম কাকে বলে।
সকলের কাছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি
আর প্রবাসীদের কাছে ঈদ মানে পুরানে সকল স্মৃতি।
প্রবাস জীবনে টাকা আছে
কিন্তু সুখ শান্তি নেই।
প্রবাসে এসে সারাদিন কর্মস্থলে পরে থাকলেও
মন পড়ে থাকে দেশের মাটিতে।
নিজের চেনা পরিচিত স্থান ছেড়ে সুখের আশায়
অন্য অচেনা স্থানে পড়ে থাকার নামেই প্রবাস জীবন।
প্রবাসীরা হলো যোদ্ধা
যারা পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য
হাজারো কষ্ট মুখ বুজে সহ্য করে নেয়।
যারা মানে করেন প্রবাস জীবন মানেই কাড়ি কাড়ি টাকা, সুখ, শান্তি আর অন্দন,
তারা হয়তো জানেন না প্রিয় মানুষ জনকে ছেড়ে থাকা কত কষ্টের।
প্রবাসীরা যাদের জন্য শত কষ্ট সহ্য করে প্রবাসে পরে থাকে
তারাই একদিন প্রয়োজন ফুরিয়ে গেলে ছুরে ফেলে দেয়।
বাহির থেকে প্রবাসীদের জীবন আকর্ষণীয় দেখা
কিন্তু ভিতরে থাকে হাজারো বেদনার গল্প।
প্রবাস জীবনের কষ্ট একজন প্রবাসী এবং সৃষ্টিকর্তা ছাড়া
অন্য কেউ উপলব্ধি করতে পারবে না।
প্রবাসীদের চোখের পানি নীরবে ছাড়ে
তবুও হাজারো কষ্ট সহ্য করে বিদেশে পড়ে থাকে।
কাজে মন নেই, শুধু মনে পরে দেশের কথা
তবু কষ্ট করে প্রবাসে পরে থাকি একুটু সুখের আশায়।