ঢালি'স আম্বার নিবাস রিসোর্ট - Dhali's Amber Nivaas Resort

ঢালি'স আম্বার নিবাস রিসোর্ট
চিত্র: ঢালি'স আম্বার নিবাস রিসোর্ট

ঢালি'স আম্বার নিবাস রিসোর্ট
ঠিকানা: বাহেরকুচি, ইছাপুরা রোড, সিরাজদিখান, মুন্সীগঞ্জ
ঢালি'স আম্বার নিবাস রিসোর্টের নাম্বার:
+8801708-590300,
+8801708-590303,
+8801708-590304,
+8801708-590319

ঢালি'স আম্বার নিবাস রিসোর্ট - Dhalis Amber Nivaas Resort

ঢাকা থেকে মাত্র ৫৪.৮ কি.মি. দূরে শ্রীনগর উপজেলার বাহেরকচি গ্রামে ঢালী’স আম্বার নিবাস রিসোর্টি অবস্থিত। প্রায় ১০০ একক জমির উপর গড়ে ওঠা এই রিসোর্টিতে প্রবেশ করলে অন্যরকম এক জগত মনে হবে।

এই রিসোর্ট এর প্রতিটি রাস্তা শৈল্পিক ছোঁয়ায় সাজিয়ে তোলা হয়েছে। এখানে অনেক সুন্দর একটি সুইমিং পুল রয়েছে। যেটা বাংলাদেশের বৃহত্তম সুইমিং পুল গুলোর মধ্যে অন্যতম। আরও রয়েছে ঝুলন্ত সেতু, নীল কাঠ দিয়ে তৈরি পুল, নারীদের জন্য আলাদা সুইমিংপুল, বাচ্চাদের খেলার জায়গা এবং বিশাল একটি লেক। এছাড়াও আছে শান দিয়ে বাঁধানো পুকুর ঘাট যেখানে চাইলে নৌকা অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন।

এখানে প্রাকৃতিকভাবেই শুনতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখির কলরব। এমনকি মাঝেমধ্যে শুনতে পাওয়া যায় বউ কথা কও পাখির মিষ্টি মধুর ডাক এবং কোকিলের কুহু কুহু শব্দ। এইসব মিলিয়ে ঘন অরণ্য ঘেরা এই রিসোর্টি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই প্রতিদিন এখানে বহু মানুষের আগমন ঘটে।

ঢালি'স আম্বার নিবাস রিসোর্টের খরচ

ঢালি'স আম্বার নিবাস রিসোর্টের ২৪ ঘন্টার রুম ভাড়ার তালিকা-

  • কটেজ রুমের ভাড়া - 8000 টাকা
  • ডিলাক্স রুমের ভাড়া (ডাবল/টুইন) - 10000 টাকা
  • সুপার ডিলাক্স রুমের ভাড়া (ডাবল/টুইন) - 12000 টাকা
  • ওয়াটার লিলি সুপার ডিলাক্স রুমের ভাড়া - 12000 টাকা
  • এক্সিকিউটিভ রুমের ভাড়া (ডাবল/টুইন) - 14000 টাকা
  • ওয়াটার লিলি প্রিমিয়াম রুমের ভাড়া - 16000 টাকা
  • ওয়াটার লিলি সুইট রুমের ভাড়া - 22000 টাকা
  • ফ্যামিলি কটেজ রুমের ভাড়া - 24000 টাকা
  • ড্যান অ্যাপার্টমেন্ট রুমের ভাড়া - 45990 টাকা
রিসোর্টে প্রবেশ ফি: জনপ্রতি ২৫০ টাকা।

ঢালি'স আম্বার নিবাস রিসোর্টের খাবার ব্যবস্থা

ঢালি'স আম্বার নিবাস রিসোর্টে মাল্টি-কুইজিন রেস্তোরাঁ ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে প্রতিটি আইটেম সতেজ মাছ, মাংস ও শাকসবজি ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। আর এখানে খাবার তৈরিতে সবসময় বাইরের তেল ব্যবহার করা হয়। এখানে খাবার হিসাবে পাবেন-

  • ওয়েস্টার্ন,
  • কন্টিনেন্টাল,
  • থাই,
  • চাইনিজ।
এছাড়াও ভারতীয় খাবারের সাথে সাথে নিয়মিত বুফে এবং আলা-কার্টে খাবারও পাবেন।

ঢালি'স আম্বার নিবাস রিসোর্টে কিভাবে যাবেন:

গুলিস্তান থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলী অথবা শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে অটোরিকশা, রিকশা অথবা সিএনজিতে করে বাহেরকাচি গ্রামে এসে নামলে ঢালী’স আম্বার নিবাস রিসোর্টির প্রথম ফটক দেখাতে পারবেন।

ঢালি'স আম্বার নিবাস রিসোর্টের অন্যান্য সুযোগ-সুবিধা

প্রতিটি রিসোর্টে কিছু না কিছু সুযোগ-সুবিধা থাকে। আর ঢালি'স আম্বার নিবাস রিসোর্টের সুযোগ-সুবিধাগুলো হলো-

  • মাল্টি কুইজিন রেস্তোরাঁ,
  • সুপার শপ,
  • অ্যাম্বার কফি শপ,
  • কনফারেন্স রুম,
  • রুম সার্ভিস,
  • ইনডোর গেম জোন,
  • 9D মুভি থিয়েটার,
  • বিউটি পার্লার,
  • লন্ড্রি সার্ভিস,
  • বোটিং সুবিধা,
  • হেলিপ্যাড সুবিধা,
  • পিকনিক স্পট,
  • পার্কিং,
  • সুইমিংপুল,
  • খেলার মাঠ,
  • মসজিদ,
  • প্রশস্ত মার্জিত লবি,
  • CCTV এবং নিরাপত্তা কভারেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement