মাওয়া রিসোর্টের (Mawa Resort) খরচ, বুকিং এবং ভ্রমণের তথ্য

মাওয়া রিসোর্ট
চিত্র: মাওয়া রিসোর্ট

মাওয়া রিসোর্ট
ঠিকানা: কান্দিপাড়া রোড, পুরাতন ফেরি ঘাট, মাওয়া লৌহজং, মুন্সীগঞ্জ
ফোন নাম্বার: 01711057947, 01755592585,
01755592584
ই-মেইল: [email protected]

মাওয়া রিসোর্ট - Mawa Resort

ঢাকা থেকে মাত্র ৩৮ কি.মি দূরে পদ্মা নদীর তীরে মাওয়া রিসোর্ট গড়ে উঠেছে। এই রিসোর্টি প্রকৃতির সংস্পর্শে গড়ে তোলা হয়েছে। তাই নির্জন প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করার জন্য একদম সঠিক স্থান। এই জন্য রিসোর্টি দেশি-বিদেশি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

মাওয়া রিসোর্টটিতে সবুজে মোড়া প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে সারি সারি সুপারি গাছ ও নারিকেল গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর একটি দিঘী। চাইলে বোটে করে দিঘীর শান্ত জলে ঘুরে বেড়াতে পারবেন। দিঘীর পাশেই রয়েছে একটি ক্যাফেটেরি, যেখানে বিভিন্ন ধরনের মজাদার খাবার পাওয়া যায়। দিঘীর পূর্ব পড়ে রয়েছে সারিবদ্ধভাবে ১৮টি কটেজ। কটেজ কাছে যাওয়া জন্য বেশ কয়েকটি রঙিন কাঠের সেতু রয়েছে, যা কটেজগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে প্রতিদিন এখানে বহু মানুষের আগমন ঘটে।

মাওয়া রিসোর্ট প্রবেশ ফ্রি: জনপ্রতি ১০০ টাকা করে। কিন্তু ১০ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ অভিভাবকের সাথে ফ্রি। সকল পর্যটকদের ভ্রমণের সময় থাকবে মাত্র ১ ঘণ্টা।

মাওয়া রিসোর্টের রুম ভাড়া:

সকাল 9:00 টা থেকে সন্ধ্যা 6:00 টা পর্যন্ত অথবা সারাদিনের জন্য রুম ভাড়ার তালিকা-

  • ইকোনমি রুম (নন এ/সি): ৩৫০০ টাকা
  • এক্সিকিউটিভ রুম (নন এ/সি): ৪০০০ টাকা
  • ডিলাক্স রুম (A/C): ৪৫০০ টাকা
  • সিঙ্গেল কটেজ (এ/কি): ৫০০০ টাকা
  • প্রিমিয়াম ভিলা কটেজ: ৬৫০০ টাকা
  • স্যুট কটেজ (A/C): ১১০০০ টাকা

দুপুর 12:00 টা থেকে পরের দিন দুপুর 11:00 টা পর্যন্ত রুম ভাড়ার তালিকা-

  • ইকোনমি রুম (নন এ/সি): ৪০০০ টাকা
  • এক্সিকিউটিভ রুম (নন এ/সি): ৫০০০ টাকা
  • ডিলাক্স রুম (এ/সি): ৬৫০০ টাকা
  • সিঙ্গেল কটেজ (এ/কি): ৭০০০ টাকা
  • প্রিমিয়াম ভিলা কটেজ: ৮৫০০ টাকা
  • স্যুট কটেজ (এ/সি): ১৫,০০০ টাকা

মাওয়া রিসোর্টে কিভাবে যাবেন

গুলিস্তান থেকে ছেড়ে আসা ইলিশ বা গাংচিল বাসে করে সরাসরি লৌহজং থানার মসজিদ ঘাট পর্যন্ত আসতে পারবেন। এতে করে জনপ্রতি ৭০ টাকা বাস ভাড়া পড়বে। যদি ব্যক্তিগত গাড়িতে করে যেতে চান তাহলে মাওয়া গোলচত্তরের ডানদিকে রাস্তার থেকে কিছু দূর আসলে লৌহজং পুলিশ ফাড়ির কাছে পুরানো ফেরী ঘাটের পাশেই মাওয়া রিসোর্টি অবস্থিত। ব্যক্তিগত গাড়িতে আসলে ৬০ টাকা টোল দিতে হবে। লৌহজং থানার সামনে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে।

এছাড়া গ্রেট বিক্রমপুর পরিবহন অথবা গোধুলী পরিবহন করে মাওয়া ঘাট পর্যন্ত আসতে পারবেন। সেক্ষেত্রে মাওয়া ফেরি ঘাটে যাওয়ার আগে লৌহজং থানার যাবার পথে চৌরাস্তায় মোড়ে নেমে রিকশা বা অটোরিকশা করে আসতে পারবেন। এক্ষেত্রে রিকশা বা অটোরিকশা করে আসতে ১৫ মিনিট সময় লাগবে।

মাওয়া রিসোর্টের নিয়ম-কানুন

  • কোনো অবস্থাতেই প্রবেশ ফি না দিয়ে পর্যটকরা ভিতরে প্রবেশ করতে পারবে না।
  • প্রবেশ ফি শুধুমাত্র তাদের জন্য মওকুফ করা হবে যারা রুমের জন্য অগ্রিম অ্যাডভান্স দিয়েছেন।
  • প্রাপ্তবয়স্কদের থাকার  জন্য একটি রুমে ২ জনের বেশি অনুমতি দেওয়া হয় না। তবে ২ জন প্রাপ্তবয়স্কদের সাথে ২ জন শিশু থাকার অনুমতি দেওয়া হয়।
  • স্যুট কটেজে শিশুসহ ৮ জন সদস্যের বেশি থাকার অনুমতি দেওয়া হয় না।
  • বৃদ্ধ ব্যক্তি, প্রতিবন্ধী এবং প্রতিকূল আবহাওয়া ছাড়া রুমে কোন খাবার পরিবেশন করা হয় না।
  • একটি অতিরিক্ত বিছানা প্রদান করা হলে ১,০০০ টাকা চার্জ করা হয়।
  • রাতে ড্রাইভারের বাসস্থান জন্য  ১,৫০০ টাকা চার্জ করা হয়।
  • স্যুট কটেজে এবং ডিলাক্স এ/সি রুম রাত্রি যাপনকারী অতিথিদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়।
  • চেকআউট করতে দেরি হলে তাদের অতিরিক্ত চার্জ করা হবে।
  • রিসোর্টে ভিতরে কোন মাদক বা অ্যালকোহল নেওয়ার অনুমতি নেই।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url