জিওন রিসোর্ট - Jiyon Resort (খরচ, বুকিং ও ভ্রমণের তথ্য)

জিওন রিসোর্ট
চিত্র: জিওন রিসোর্ট

জিওন রিসোর্ট
ঠিকানা: জিয়ন, মধুমতি মডেল টাউন, আমিনবাজার, ঢাকা
জিওন রিসোর্টে ফোন নাম্বার:
+8801321-129066
+8801708-123458

জিওন রিসোর্ট - Jiyon Resort

প্রত্যেকেরই রিফ্রেশমেন্টের জন্য তার জীবনে বিরতি প্রয়োজন। ভিড় এবং শহর থেকে কিছুটা দূরে বিনোদনের জন্য ঘরোয়া পরিবেশ এবং সুযোগ-সুবিধা সহ একটি জায়গা দরকার। আর এমনই একটি  জায়গা "জিওন রিসোর্ট"। এই রিসোর্টি ঢাকা থেকে মাত্র ১৭.৪ কি.মি. দূরেই আমিনবাজারে অবস্থিত। রিসোর্টটির মূল্য আকর্ষণ হলো সুইমিং পুল। যে কেউ চাইলে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন। সুইমিং পুল ছাড়াও রয়েছে একটি মিনি চিড়িয়াখানা, বিভিন্ন ধরনের ফুল গাছ এবং কৃত্রিম ঝর্ণা। এছাড়াও রয়েছে ১০ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা। এখানে দিন বা রাত্রি যাপনের জন্য ১০টি রুম রয়েছে যেখানে পর্যটকরা থাকতে পারবেন। পরিবার, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে ঢাকার কাছে কোথায়ও ঘোরার জন্য জিওন রিসোর্টি একদম আদর্শ স্থান।

জিওন রিসোর্টের খরচ

রেগুলার রুম ভাড়া:
  • ২৪ ঘন্টার জন্য রুম ভাড়া - 7500 টাকা।
  • দিনব্যাপী রুম ভাড়া - 5500 টাকা।
ডিলাক্স রুম ভাড়া:
  • ২৪ ঘন্টার জন্য ভাড়া - 9000 টাকা
  • দিনব্যাপী রুম ভাড়া - 7000 টাকা
প্রিমিয়াম রুম ভাড়া:
  • ২৪ ঘন্টার জন্য ভাড়া -  12000 টাকা
  • দিনব্যাপী রুম ভাড়া - 9000 টাকা
প্রতিটি রুমে সর্বোচ্চ ৭ জন করে থাকার অনুমতি দেওয়া হয়। অতিরিক্ত বেড নিতে চাইলে প্রতি বেডের জন্য ২০০০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে।

জিওন রিসোর্টে দুপুর খাবারের মূল্য: জনপ্রতি ৭০০ টাকা। খাবারের সময় দুপুর ১.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত। এই ৭০০ টাকা মেনু সেটে থাকবে-
  • সাফরান রাইস,
  • রুই মাছের দোপেয়াজা,
  • চিকেন মাসালা,
  • ডাল বাটা ফ্রাই,
  • মৌসুমি সবজি,
  • সালাদ,
  • ফুট কাটেল।
এছাড়াও আপনার পছন্দমতো খাবারের মেনু বাছাই করে নিতে পারবেন। সর্বাধিক জনপ্রিয় ৭০০ টাকার মেনুর তথ্য উপরে তুলে ধরা হয়েছে।

জিওন রিসোর্টে কি কি অনুষ্ঠান করা যাবে

জিওন রিসোর্টে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। চাইলে দিনে বা রাতে যেকোনো সময় অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। আর যেসকল অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন-

  • বিয়ে,
  • বার্থডে পার্টি,
  • গায়ে হলুদ,
  • মেহেদির অনুষ্ঠান,
  • পারিবারিক গেট-টুগেদার।
এছাড়া যেকোনো পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।

জিওন রিসোর্টে কিভাবে যাবেন

ঢাকা থেকে বের হয়ে গাবতলীর আমিনবাজার ব্রিজ থেকে মাত্র ৪ কি.মি. দূরে সাদিপুর ব্রিজ। এই সাদিপুর ব্রিজ থেক ২ কি.মি. সামনে আগলে হাতের বামে মধুমতি হাউজিং এর দিকে একটি রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে ৫০০ মিটার সামনে আগালে জিওন রিসোর্টের প্রথম ফটক দেখতে পাবেন। ঢাকা থেকে জিওন রিসোর্টে আসতে প্রায় ২০-৩০ মিনিট সময় লাগে।

জিওন রিসোর্টের সুযোগ-সুবিধা

জিওন রিসোর্টের সুযোগ-সুবিধাগুলো হলো-

  • রাত্রিকালীন অতিথিদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট,
  • সুইমিং পুল এবং পার্ক এলাকায় অ্যাক্সেস,
  • টিভি, ওয়াই ফাই, মিনি বার এবং ফলের ঝুড়ি,
  • পার্সোনাল কেয়ার কিট,
  • সুসজ্জিত শাওয়ার-রেডি ওয়াশ রুম
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement