তিশা এন্ড মুশতাক - Tisha And Mushtak
বইয়ের নাম: তিশা এন্ড মুশতাক
লেখক: খন্দকার মুশতাক আহমেদ
পাবলিকেশন: মিজান পাবলিশার্স
প্রকাশকাল: ২০২৪ এর বইমেলা
তিশা এন্ড মুশতাক বইটির বিষয়বস্তু: বহুল আলোচিত ও সমালোচিত খন্দকার মুশতাক আহমেদ এবং তার স্ত্রী তিশার প্রেমকাহিনী নিয়ে রচিত হয়েছে এই বইটি। কিভাবে তাদের মধ্যে পরিচয় হয় এবং কিভাবে বিবাহ হয় এবিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেছেন লেখন খন্দকার মু্শতাক আহমেদ।
তিশা এন্ড মুশতাক বইটির মূল্য কত এবং কোথায় পাওয়া যাবে?
তিশা এন্ড মুশতাক বইটির বিক্রয়মূল্য ধার্য করা হয়েছে ৪০০ টাকা তবে ৩০০ টাকাতে কিন্তে পারবেন বইমেলা এবং অনলাইন বই এর প্লাটফর্মগুলো থেকে।
২০২৪ সালের বই মেলায় তিশা এন্ড মুশতাক বইটি প্রকাশিত হয়। প্রকাশ হবার পর থেকেই নানারকম আলোচনা এবং সমালোচনা দেখা দিয়েছে। বিশেষ করে লেখকের নিজস্ব পোস্ট ও ভিডিও/ ফটো ফেজবুক ও টিকটকে ভাইরাল হবার ফলে খুব সহজেই সবার কাছে পৌছে গিয়েছে বইটির নাম। অনেক পাঠন বইটিকে পছন্দ করছেননা বা কিন্তে আগ্রহ নেই বলে জানালেও এই বইটি অন্য সব বইয়ের তুলনাল বেশ ভালো বিক্রি হয়েছে। এবং স্টক আউট হয়ে গিয়েছে। এতে খুব সহজেই ধারণা করা যাচ্ছে পাঠকেরা বইটি আগ্রহ নিয়ে কিনছেন।
একনজরে চলুন জেনে নেয়া যাক বইটিতে কি কি তথ্য বা লেখা তুলে ধরেছেন লেখক।
তিশা এন্ড মুশতাকলেখক: খন্দকার মুশতাক আহমেদপাবলিকেশন: মিজান পাবলিশার্স
এই বইটির সাথে আরো একটি বি প্রকাশিত হয়েছে একি সাথে। সেই বইটির নাম: তিশার ভালোবাসা। দুইটি বইই বেশ আলোচিত হয়েছে।