ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী ২০২৪
সপ্তম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি পাঠ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটি। বিগত বছরের বইটিকে আপডেট করে নতুন মোড়কে শিক্ষার্থীদের শাতে পৌছে দিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ। অফলাইনের পাশাপাশি অনলাইনে পড়তে সবার জন্য pdf ফাইল আকারে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী বইটি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। pdf লিংক এই পোস্টের নিচে শেয়ার করা হয়েছে।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
সপ্তম শ্রেণী
শিক্ষাবর্ষ: ২০২৪
সূচিপত্র:
বইটির সূচিপত্র এবং পৃষ্ঠা নাম্বার নিচে দেয়া হয়েছে।
- যৌক্তিক সিদ্ধান্ত নেয়া যায় কীভাবে? (পৃষ্ঠা ১ - ১৯)
- অর্থনৈতিক ইতিহাস জানার উপায় (পৃষ্ঠা ২০ - ৩১)
- মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা (পৃষ্ঠা ৩২ - ৪৮)
- বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ: অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে (পৃষ্ঠা ৪৯ - ৬৪)
- হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পৃষ্ঠ ৬৫ - ৭৪)
- মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা (পৃষ্ঠা ৭৫ - ৯২)
- সামাজিক-রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি (পৃষ্ঠা ৯৩ - ১১৮)
- প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা (পৃষ্ঠা ১১৯ - ১৩১)
- টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা (পৃষ্ঠা ১৩২ - ১৫৮)
- সম্পদের কথা (পৃষ্ঠা ১৫৯ - ১৭৫)
বইটির সম্পর্কে কিছু তথ্য:
বইটির শুরুতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অনদান রাখা বিদেশী বন্ধুদের স্মরণ করা হয়েছে এবং তাদের ফটো দেয়া হয়েছে। এখানে ভারতের ততকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীসহ মোট ১৩ জন বিদেশী বন্ধুন নাম স্মরণ করা হয়েছে।
বইটি ডাউনলোড করুন
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী pdf
File size: 18 MB
Type: (.pdf) file
Quality: Original Print Copy
সপ্তম শ্রেণীর এই বইটি রচনা এবং সম্পদনা করেছেন আবুল মোমেন, অধ্যাপক ড. আকসাদুল আলম, প্রফেসর ড. স্বপন চন্দ্র মজুমদারসহ মোট ১৩জন ব্যাক্তি। বইটি প্রথম প্রকাশ হয় ২০২২ সালে এবং পূনর্মুদ্রণ হয় ২০২৩ সালে। সপ্তম শ্রেণীর অন্যান্য বইগুলো পাবেন এখান থেকে।