জুতা আবিষ্কার কবিতার mcq
নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো জুতা আবিষ্কার। এই কবিতা থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তাই নিচে জুতা আবিষ্কার কবিতার mcq সংযুক্ত করা হলো।
জুতা আবিষ্কার কবিতার MCQ:
১. জুতা-আবিষ্কার' কবিতায় জগৎ ধূলায় ভরপুর হয়ে গেলে সকলে কী নিয়ে ছুটল? [নবম-দশম শ্রেণি (SSC) কুমিল্লা বোর্ড]
(ক) সতেরো লক্ষ ঝাঁটাখ
(খ) মাদুর, ফরাস
(গ) একুশ লাখ ভিস্তি ✓
(ঘ) উচিত-মতো চর্ম
(খ) মাদুর, ফরাস
(গ) একুশ লাখ ভিস্তি ✓
(ঘ) উচিত-মতো চর্ম
২. কার পাকা দাড়ি চোখের জলে ভেসেছিল ‘জুতা-আবিষ্কার' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSc)]
(ক) গোবুর ✓
(খ) হবুর
(গ) পন্ডিতের
(ঘ) চামারের
(খ) হবুর
(গ) পন্ডিতের
(ঘ) চামারের
৩. ‘রাজ্যে মোর একি এ অনাসৃষ্টি! শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর।'- রাজার এই কথায় ‘জুতা-আবিষ্কার' কবিতায় কার মুখ চুন হয়েছিল? [নবম-দশম শ্রেণি (SSC) দিনাজপুর বোর্ড]
(ক) গোবুর
(খ) হবুর
(গ) পণ্ডিতের ✓
(ঘ) বিজ্ঞানীর
(খ) হবুর
(গ) পণ্ডিতের ✓
(ঘ) বিজ্ঞানীর
৪. ‘জুতা-আবিষ্কার' কবিতায় হবু কে ছিলেন ?
(ক) রাজা ✓
(খ) পণ্ডিত
(গ) মন্ত্রী
(ঘ) চর্মকার
(খ) পণ্ডিত
(গ) মন্ত্রী
(ঘ) চর্মকার
৫. ‘জুতা-আবিষ্কার' কবিতায় কাকে ডেকে রাজা হবু পায়ে ধুলা লাগার কথা বলেন?
(ক) গোবুরায়কে ✓
(খ) মনুরায়কে
(গ) রবুরায়কে
(ঘ) পণ্ডিতকে
(খ) মনুরায়কে
(গ) রবুরায়কে
(ঘ) পণ্ডিতকে
৬. মলিন ধুলা লাগবে কোথায় চরণ ফেলা মাত্র?
(ক) ঘরের মাঝে
(খ) রাস্তার মাঝে
(গ) ধরণি মাঝে ✓
(ঘ) রাজ্যের মাঝে
(খ) রাস্তার মাঝে
(গ) ধরণি মাঝে ✓
(ঘ) রাজ্যের মাঝে
৭. ‘জুতা-আবিষ্কার' কবিতায় কে ভেবে ভেবে খুন হলো রাজার কথা শুনে ?
(ক) হবু
(খ) বৈজ্ঞানিক
(গ) গোবু ✓
(ঘ) পণ্ডিত
(খ) বৈজ্ঞানিক
(গ) গোবু ✓
(ঘ) পণ্ডিত
৮. ‘জুতা-আবিষ্কার' কবিতায় রাজার মন্ত্রী-পাত্রদের রাতে কী নেই?
(ক) খাওয়া
(খ) চিন্তা
(গ) ঘুম ✓
(ঘ) ভয়
(খ) চিন্তা
(গ) ঘুম ✓
(ঘ) ভয়
৯. ‘জুতা-আবিষ্কার' কবিতায় কার পাকা দাড়ি অশ্রুজলে ভাসে?
(ক) রাজার
(খ) পাত্রদের
(গ) মন্ত্রীর ✓
(ঘ) চামারের
(খ) পাত্রদের
(গ) মন্ত্রীর ✓
(ঘ) চামারের
১০. ‘জুতা-আবিষ্কার' কবিতায় রাজা কী আগে বিদায় করতে বললেন ?
(ক) ধুলা ✓
(খ) ফটক দুয়ার
(গ) পানি
(ঘ) জলের জীব
(খ) ফটক দুয়ার
(গ) পানি
(ঘ) জলের জীব
১১. মন্ত্রী কাদের আনেন দেশ-বিদেশ থেকে?
(ক) মন্ত্রীদের
(খ) রাঁধুনিদের
(গ) শিক্ষকদের
(ঘ) যন্ত্রীদের ✓
(খ) রাঁধুনিদের
(গ) শিক্ষকদের
(ঘ) যন্ত্রীদের ✓
১২. ‘জুতা-আবিষ্কার' কবিতায় ধরা থেকে মাটি গেলে নিচের কোনটি হবে না ?
(ক) ঘর
(খ) শস্য ✓
(গ) বৃষ্টি
(ঘ) নস্যি
(খ) শস্য ✓
(গ) বৃষ্টি
(ঘ) নস্যি
১৩. ‘জুতা-আবিষ্কার' কবিতায় কাকে শূল বিদ্ধ করে রাখতে মন্ত্রী আদেশ দেয় ?
(ক) পণ্ডিতকে
(খ) চামার-কুলপতিকে ✓
(গ) যন্ত্রীকে
(ঘ) রানিকে
(খ) চামার-কুলপতিকে ✓
(গ) যন্ত্রীকে
(ঘ) রানিকে
১৪. কী ঢাকতে হবে না রাজার চরণ ঢাকলেই হবে ?
(ক) রাজদরবার
(খ) রাজবাড়ি
(গ) ধরণি ✓
(ঘ) গাছপালা
(খ) রাজবাড়ি
(গ) ধরণি ✓
(ঘ) গাছপালা
১৫. ‘জুতা-আবিষ্কার' কবিতায় কে এদিক সেদিক ছুটে বেড়ায় চামার খুঁজে?
(ক) মন্ত্রী
(খ) চর ✓
(গ) হবু
(ঘ) পাত্ররা
(খ) চর ✓
(গ) হবু
(ঘ) পাত্ররা
১৬. ‘জুতা-আবিষ্কার' কবিতায় কী মাটি হবে মাটির ভয়ে ?
(ক) রাজা
(খ) পরিষদ
(গ) পণ্ডিতরা
(ঘ) রাজ্য ✓
(খ) পরিষদ
(গ) পণ্ডিতরা
(ঘ) রাজ্য ✓
১৭. ‘জুতা-আবিষ্কার' কবিতায় সবাই মিলে যুক্তি করে কী কিনে ছিল ?
(ক) পানির কল
(খ) জুতা
(গ) চামড়া
(ঘ) ঝাঁটা ✓
(খ) জুতা
(গ) চামড়া
(ঘ) ঝাঁটা ✓
১৮. সবাই কী কারণে চোখ মেলতে পারেনি ?
(ক) ধুলার ✓
(খ) চোখ জ্বালার
(গ) আলোর
(ঘ) ভয়ের
(খ) চোখ জ্বালার
(গ) আলোর
(ঘ) ভয়ের
১৯. ‘জুতা-আবিষ্কার' কবিতায় কোনটি ঢাকা পড়ে ধুলার মেঘে ?
(ক) রাজদরবার
(খ) চন্দ্র
(গ) সূর্য ✓
(ঘ) বাগান
(খ) চন্দ্র
(গ) সূর্য ✓
(ঘ) বাগান
২০. ‘করিতে ধুলা দূর’ এর পরের লাইন কী হবে ?
(ক) জগৎ হলো ধুলায় ভরপুর ✓
(খ) ধুলার মাঝে পড়িল ঢাকা সূর্য
(গ) ধুলার মাঝে নগর হলো উহ্য
(ঘ) ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ
(খ) ধুলার মাঝে পড়িল ঢাকা সূর্য
(গ) ধুলার মাঝে নগর হলো উহ্য
(ঘ) ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ
২১. “ধুলারে মারি করিয়া দিল কাদা” -‘জুতা-আবিষ্কার' কবিতায় উক্তিটি কে করেছেন ?
(ক) হবুর ✓
(খ) চামারের
(গ) গোবুর
(ঘ) লোকের
(খ) চামারের
(গ) গোবুর
(ঘ) লোকের
২২. ‘জুতা-আবিষ্কার' কবিতায় কী দিয়ে ঢাকতে বলা হয়েছে পৃথিবী ?
(ক) চাদর
(খ) শামিয়ানা
(গ) মাদুর ✓
(ঘ) কাপড়
(খ) শামিয়ানা
(গ) মাদুর ✓
(ঘ) কাপড়
২৩. ‘জুতা-আবিষ্কার' কবিতায় বয়সে কেমন ছিল চামার কুলপতি ?
(ক) তরুণ
(খ) কিশোর
(গ) যুবক
(ঘ) বৃদ্ধ ✓
(খ) কিশোর
(গ) যুবক
(ঘ) বৃদ্ধ ✓
২৪. জুতা আবিষ্কার কবিতাটির লেখক কে ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর ✓
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
২৫. কহিল রাজা, ‘এত কি হবে সিধে ! এর পরের লাইনটি কী হবে ?
(ক) ভাবিয়া ম'ল সকল দেশসুদ্ধ !” ✓
(খ) রাজার পদ চরম- আবরণে
(গ) কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ।'
(ঘ) ধরণী আর ঢাকিতে নাহি হবে।'
(খ) রাজার পদ চরম- আবরণে
(গ) কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ।'
(ঘ) ধরণী আর ঢাকিতে নাহি হবে।'
২৬. কহিল রাজা, ‘এত কি হবে সিধে! এ বাক্যেটি দ্বারা কী প্রকাশ পেয়েছে রাজার ?
(ক) রাগ
(খ) অবহেলা
(গ) ক্ষোভ
(ঘ) সংশয় ✓
(খ) অবহেলা
(গ) ক্ষোভ
(ঘ) সংশয় ✓