জীবন সঙ্গীত কবিতার mcq | জীবন সঙ্গীত কবিতার বহুনির্বাচনি প্রশ্ন (২৬+)
জীবন সঙ্গীত কবিতার বহুনির্বাচনি প্রশ্ন বোর্ড (SSC) পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাদের জন্য নিম্নে জীবন সঙ্গীত কবিতার mcq সংযুক্ত করা হলো।
জীবন সঙ্গীত কবিতার MCQ:
১. কোনটি দুঃখের ফাঁসি পরার শামিল বলে মনে করেন 'জীবন-সঙ্গীত' কবিতার কবি ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সুখের আশা করা ✓
(খ) সময় অপচয় করা
(গ) জীবনকে বৃথা ভাবা
(ঘ) অতীতকে ডেকে আনা
(খ) সময় অপচয় করা
(গ) জীবনকে বৃথা ভাবা
(ঘ) অতীতকে ডেকে আনা
২. কোনটিকে শৈবালের নীরের সাথে 'জীবন-সঙ্গীত' কবিতায় তুলনা করা হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বল
(খ) সম্পদ
(গ) সহায়
(ঘ) আয়ু ✓
(খ) সম্পদ
(গ) সহায়
(ঘ) আয়ু ✓
৩. জীবন সঙ্গীত কবিতায় কবি কীসের উন্নতির জন্যে নিত্য নিজ কাজ করে যেতে বলেছেন ? [দাখিল স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) নিজের
(খ) জাতির
(গ) ভবের ✓
(ঘ) সংসারের
(খ) জাতির
(গ) ভবের ✓
(ঘ) সংসারের
৪. জীবন সঙ্গীত কবিতাটির লেখক কে ?
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ✓
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
৫. কোনটি মূল প্রতিপাদ্য বিষয় ‘জীবন–সংগীত’ কবিতায় ?
(ক) জীবন ও প্রকৃতি
(খ) জীবনের তাৎপর্য ✓
(গ) প্রকৃতির সৌন্দর্য
(ঘ) সন্ন্যাসজীবন
(খ) জীবনের তাৎপর্য ✓
(গ) প্রকৃতির সৌন্দর্য
(ঘ) সন্ন্যাসজীবন
৬. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি কিসে মুক্তি নেই বলেছেন ?
(ক) সংসারে
(খ) সংগ্রামে
(গ) বৈরাগ্যে ✓
(ঘ) পরিবারে
(খ) সংগ্রামে
(গ) বৈরাগ্যে ✓
(ঘ) পরিবারে
৭. ‘জীবন–সংগীত’ কবিতার কবির মতে, কীভাবে মানুষ অমর হবে ?
(ক) মহৎ কর্ম করে ✓
(খ) সংসারধর্ম পালন করে
(গ) যুদ্ধ জয় করে
(ঘ) ক্রন্দন না করে
(খ) সংসারধর্ম পালন করে
(গ) যুদ্ধ জয় করে
(ঘ) ক্রন্দন না করে
৮. কী করে মানুষকে বেঁচে থাকতে হবে ?
(ক) কাজ করে
(খ) আপস করে
(গ) সংগ্রাম করে ✓
(ঘ) অন্যায় করে
(খ) আপস করে
(গ) সংগ্রাম করে ✓
(ঘ) অন্যায় করে
৯. কবির মতে, কোনটি অত্যন্ত মূল্যবান ?
(ক) স্বপ্ন-সাধনা
(খ) মানব-জন্ম ✓
(গ) সত্য-প্রতিষ্ঠা
(ঘ) নুষের প্রাণ
(খ) মানব-জন্ম ✓
(গ) সত্য-প্রতিষ্ঠা
(ঘ) নুষের প্রাণ
১০. "জীবন সঙ্গীত" কবিতাটি কোন কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে ?
(ক) A Psalm of Life ✓
(খ) Bere in There
(গ) AHappiness
(ঘ) There is Another Sky
(খ) Bere in There
(গ) AHappiness
(ঘ) There is Another Sky
১১. ‘A Paslm of life’ কবিতাটি কে রচনা করেছেন ?
(ক) Willium words worth
(খ) Henry wordworth longfellow ✓
(গ) Robert Herrick
(ঘ) Willium Shakespeare
(খ) Henry wordworth longfellow ✓
(গ) Robert Herrick
(ঘ) Willium Shakespeare
১২. কবি কী করতে নিষেধ করেছেন ‘জীবন সঙ্গীত’ কবিতায় ?
(ক) হাসতে
(খ) যুদ্ধ করতে
(গ) ক্রন্দন করতে ✓
(ঘ) সংসার করতে
(খ) যুদ্ধ করতে
(গ) ক্রন্দন করতে ✓
(ঘ) সংসার করতে
১৩. জীবাত্মা কী বলা হয়েছে ‘জীবন সঙ্গীত’ কবিতায় ?
(ক) অনিত্য ✓
(খ) আকিঞ্চন
(গ) নিত্য
(ঘ) আদিত্য
(খ) আকিঞ্চন
(গ) নিত্য
(ঘ) আদিত্য
১৪. মিথ্যা সুখের কল্পনা করলে কী হবে ‘জীবন সঙ্গীত’ কবিতা অনুসারে ?
(ক) দুঃখ কমে
(খ) সুখ বাড়ে
(গ) দুঃখ বাড়ে ✓
(ঘ) সুখ আসে
(খ) সুখ বাড়ে
(গ) দুঃখ বাড়ে ✓
(ঘ) সুখ আসে
১৫. কোন বিষয়টিকে জীবনের উদ্দেশ্য বলে জীবন সঙ্গীত’ কবিতায় মনে করা হয় না ?
(ক) দুঃখের আশা
(খ) মানবকল্যাণ
(গ) সুখের আশা ✓
(ঘ) সংসার
(খ) মানবকল্যাণ
(গ) সুখের আশা ✓
(ঘ) সংসার
১৬. সহায় সম্পদকে কবি কী বলেছেন ‘জীবন সঙ্গীত’ কবিতায় ?
(ক) মূল্যবান
(খ) ক্ষণিকের ✓
(গ) চিরস্থায়ী
(ঘ) প্রয়োজনীয় বস্তু
(খ) ক্ষণিকের ✓
(গ) চিরস্থায়ী
(ঘ) প্রয়োজনীয় বস্তু
১৭. নিচের কোন চরণটি ‘জীবন সঙ্গীত’ কবিতার প্রথম চরণ ?
(ক) দারা পুত্র পরিবার
(খ) কর যত্ন হবে জয়
(গ) মানব-জনম সার
(ঘ) বলো না কাতর স্বরে ✓
(খ) কর যত্ন হবে জয়
(গ) মানব-জনম সার
(ঘ) বলো না কাতর স্বরে ✓
১৮. কবি কাতর হতে নিষেধ করেছেন কেন -
(ক) অতীতের সুখের দিন চিন্তা করে ✓
(খ) সফলতা না পেয়ে
(গ) ভয়ে ভীত হয়ে
(ঘ) অতীতের দুঃখের কথা চিন্তা না করে
(খ) সফলতা না পেয়ে
(গ) ভয়ে ভীত হয়ে
(ঘ) অতীতের দুঃখের কথা চিন্তা না করে
১৯. ‘শৈবালের নীর’ শব্দটি দ্বারা নিচের কোনটি বুঝানো হয়েছে ?
(ক) ক্ষণস্থায়ী ✓
(খ) দুর্লভ
(গ) দীর্ঘস্থায়ী
(ঘ) সহজলভ্য
(খ) দুর্লভ
(গ) দীর্ঘস্থায়ী
(ঘ) সহজলভ্য
২০. ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি সুখের আশা করে কী পরতে নিষেধ করেছেন ?
(ক) দামি পোশাক
(খ) সংসারী সাজ
(গ) দুখের ফাঁস ✓
(ঘ) যুদ্ধের পোশাক
(খ) সংসারী সাজ
(গ) দুখের ফাঁস ✓
(ঘ) যুদ্ধের পোশাক
২১. কবি কিসের কথা বলেছেন "জীবন সঙ্গীত" কবিতায় ?
(ক) মাতৃভাষার
(খ) জীবনের ✓
(গ) কুসংস্কারের
(ঘ) মুক্তিযুদ্ধের
(খ) জীবনের ✓
(গ) কুসংস্কারের
(ঘ) মুক্তিযুদ্ধের
২২. "জীবন সঙ্গীত" কবিতায় কবি মন ভোলাতে নিষেধ করেছেন কোন দৃশ্যে ?
(ক) বাহ্যদৃশ্যে ✓
(খ) হাস্যদৃশ্যে
(গ) ক্রন্দনদৃশ্যে
(ঘ) মৃত্যুদৃশ্যে
(খ) হাস্যদৃশ্যে
(গ) ক্রন্দনদৃশ্যে
(ঘ) মৃত্যুদৃশ্যে
২৩. ‘দারা, পুত্র, পরিবার কে কার’ - কবি এই কথাটি দ্বারা কী করতে নিষেধ করেছেন?
(ক) আনন্দ
(খ) দান
(গ) ক্রন্দন ✓
(ঘ) উল্লাস
(খ) দান
(গ) ক্রন্দন ✓
(ঘ) উল্লাস
২৪. ‘মানব-জনম সার, এমন পাবে না আর’ - এই পঙক্তিটির পরের পঙক্তি কোনটি ?
(ক) ওহে জীব করো আকিঞ্চন
(খ) কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়
(গ) বাহ্যদৃশ্যে ভুলো না রে মন ✓
(ঘ) রাত যায় দিন যায়, সময় কাহারো নয়
(খ) কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়
(গ) বাহ্যদৃশ্যে ভুলো না রে মন ✓
(ঘ) রাত যায় দিন যায়, সময় কাহারো নয়
২৫. কবি সংসারে কী সাজার কথা বলেছেন ‘জীবন সঙ্গীত’ কবিতায় ?
(ক) জ্ঞানীী
(খ) সংসারী ✓
(গ) বৈরাগী
(ঘ) মহান
(খ) সংসারী ✓
(গ) বৈরাগী
(ঘ) মহান
২৬. জীবন সঙ্গীত কবিতায় কবি কীভাবে পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে বলেছেন?
(ক) ভীরুর মতো
(খ) সাহসী যোদ্ধার মতো ✓
(গ) স্বার্থপরের মতো
(ঘ) আত্মচিন্তায় মগ্ন থেকে
(খ) সাহসী যোদ্ধার মতো ✓
(গ) স্বার্থপরের মতো
(ঘ) আত্মচিন্তায় মগ্ন থেকে