জোনাকি বাস স্কিন - Jonaki Bus Skin

জোনাকি বাস স্কিনগুলো বেশ সুন্দর লাগে। আজকে তিনটি জোনাকি বাস স্কিন নিয়ে এসেছি। তিনটি স্কিনি সবুজ এবং গাড়ো সবুজ রঙের। জোনাকি বাসগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। ধারণা করছি আপনাদের কাছেও Jonaki Bus Skin ভাল লাগবে। অন্যান্য বাসগুলোর মতো এই বাসের প্রতিটি স্কিনের জন্য দুইটি করে ডাউনলোড লিংক সংযুক্ত করেছি। জোনাকি বাসের নাম শুনে অনেকে মনে করতে পারেন বাসের জিজাইনে জোনাকির ছবি থাকবে বা বাসের গঠন অনেকটা জোনাকির মতো হবে। যদিও আমি নিজেও এমনটি মনে করেছিলাম। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বাসের গায়ে কোনো জোনাকির ছবি নেই। তাছাড়া জোনাকির সাথে মিল রেখে বাসের গঠনও তৈরি করা হয়নি। ধারণা করছি এই বাস কর্তৃপক্ষের মালিকের পরিবারের কোনে সদ্যসের নামের আলোকে এই বাসের নাম রাখা হয়েছে জোনাকি।

জোনাকি বাস স্কিন
Jonaki Bus Skin Download (1)
Skin Color: Light Green
File Size: 1 MB

বাসের গায়ে লেখা রয়েছে: চলো যাই চলো যাই। লেখাটা অবশ্য আমার কাছে মজার লেগেছে। এই বাসের সাইজ দেখতে অনেকটা ছোট মনে হয় এর ডিজাইনের কারণে। তবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। দুই সাইডে থাকা বেলুনগুলো এর সৌন্দর্যতা অনেকটা ফুটিয়ে তুলেছৈ। তাছাড়া চাকার কাছাকাছি একটি পালতোলা নৌকা দেখা যাচ্ছে। এটিও বেশ সুন্দর দেখাচ্ছে।

Jonaki Bus Skin
Jonaki Bus Skin Download (2)
Skin Color: Green
File Size: 328 KB

এই বাসটি দেখতে পুরোপুরি অফিশিয়াল লুকিং বিশিষ্ট। এর সামনে রয়েছে প্রটেক্টর। জানালার কাচে ইংরেজিতে বাসের নাম সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আজকের কালেকশনগুলোর মধ্য থেকে এই স্কিনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে।

জোনাকি বাস স্কিন ডাউনলোড
Jonaki Bus Skin Download (3)
Skin Color: DarkSlateGray
File Size: 1 MB

সর্বশেষ যে স্কিনটি দেখতে পাচ্ছেন এটি উপরের ২য় স্কিনের ন্যায় প্রায় সেম। তবে কিছুটা ভিন্নতা দেখতে পাবেন এর সামনের দিকে। বিশেষ করে এর লুকিং গ্লাসে রয়েছে সাদা রঙ, আর অন্যটিতে রয়েছে গাড় সবুজ। এছাড়াও বাসের মাথার উপর ভিন্নতা দেখতে পাবেন। একটাতে মালামাল আটকানোর বাধা বা স্ট্যান্ট রয়েছে অপরদিকে অন্যটি ফাকা। আমার কাছে এই স্কিনটিও বেশ ভালোলেগেছে। 

জোনাকি বাসের সবকয়টি স্কিনি বেশ সুন্দর। সহজেই যেকারো পছন্দ হয়ে যাবে। তাছাড়া সবুজ রঙের আলাদা একটা আকর্ষণ থাকে যা এই বাসের স্কিনগুলোতে অনেকভালোভাবে ফুটে উঠেছে।

আপনাদের কাছে জোনাকি বাস কেমন লাগে তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তাছাড়া আপনাদের পছন্দ বা ভালোলাগার অন্যকোনো বাস স্কিন থেকে থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের কাছে আপনার তৈরি করা বাস স্কিন পাঠাতে পারেন এই ইমেইলে: [email protected]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url