একুশে বাস স্কিন - Ekushey Bus Skin

আপনাদের পছন্দের আরো একটি বাস স্কিন কালেকশন নিয়ে হাজির হলাম। আজ একুশে বাস স্কিন এর বেস্ট কিছু কালেকশন পোস্ট করছি। প্রতিটি স্কিন এর রেজুলেশন অনক হাই। আশাকরি, সবগুলো স্কিনি সবার কাছে ভাল লাগবে। কারণ প্রতিটি স্কিনের মধ্যেই রয়েছে জোস একটা ভাব। Ekushey Bus Skinগুলো সহজে ডাউনলোড করার জন্য আমি দুইটি করে ডাউনলোড লিংক যুক্ত করেছি। 

একুশে বাস স্কিন
Ekushey Bus Skin Download (1)
Skin Color: Blue
File Size: 203 KB

গাড় নীল রঙের এই স্কিনটি অনেক ইউনিক। ধারণা করছি সবার কাছেই অনেক ভালো লাগবে। এই বাস স্কিনটি ডাবল ডেকার ফুল এসি বাসের। বাসের সামনের ডিজাইনটা অনেক সুন্দরভাবে করা হয়েছে। এর চাকার লুকিংটাও অসাধারণ। তাছাড়া বাসের নামটাও অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে বাসের গায়ে।

Ekushey Bus Skin
Ekushey Bus Skin Download (2)
Skin Color: Green
File Size: 455 KB

সবুজ রঙের বাসগুলোর সৌন্দর্যতা সবসময়েই অন্য সব বাসের থেকে বেশি আকর্ষণীয় লাগে। একুশে বাসের ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়। যতগুলো বাস স্কিন ছিল আমার কাছে তার মধ্যে এই স্কিনটাই সবচেয়ে বেশি ভাল লেগেছে। এর যেমন গঠন তেমনি ডিজাইন। এক কথায় বললে বলা যায়, এটি একটি গর্জিয়াস বাস স্কিন। যাইহোক যারা সবুক রঙের স্কিনগুলো পছন্দ করেন, তাদের প্রথম পছন্দের মধ্যে থাকবে এই স্কিনটি ধারণা করছি।

একুশে বাস স্কিন ডাউনলোড
Ekushey Bus Skin Download (3)
Skin Color: Rose
File Size: 463 KB

গোলাপি রঙের এই স্কিনটিও কম সুন্দর নয়। তাছাড়া যদি ভিন্নতা কি আছে জানতে চান, তবে বলা যেতে পারে এর গায়ে থাকা সাদার মাঝে কালো দাগের ফ্রেম। তাছাড়া এটার পিছন দিকে রয়েছে একটি স্টার চিহ্ন। একটুতো ভিন্নই বটে। তাছাড়া সামনের সাইটে দরজার স্টাইল+কালারো কিন্তু কম নয়।

Ekushey Bus Skin Download
Ekushey Bus Skin Download (4)
Skin Color: Chocolate
File Size: 2 MB

চকলেট রঙের উপর তিনটি নারকেল গাছ বেশ ফুটে উঠেছে এই স্কিনটিতে। তাছাড়া চাকার উপর সুন্দর একটি ডিজাইন রয়েছে। গ্লাসের সাইটেও বেশ সুন্দরভাবে ফ্রেমকে সাজানো হয়েছে। ভাল লাগলে এই স্কিনটিও আপনার কালেকশনে রেখে দিতে পারেন।

একুশে বাস স্কিন (৫)
Ekushey Bus Skin Download (5)
Skin Color: Red
File Size: 2 MB

লাল, সাদা ও আকাশী নিলের সুন্দর একটি ডিজাইনের বাস স্কিন এইটা। বাসের গায়ে বাংলায় লেখা রয়েছে বাসের নাম। আমার কাছে অনেক ভাল লেগেছে এই বাস স্কিনটি। তাছাড়া সবসময়েই আমার কাছে লাল রঙের স্কিনগুলো বেশি ভাল লেগে থাকে। এটিও তার ব্যাতিক্রম নয়। 

বন্ধুরা, কার কাছে কোন স্কিনটা বেশি ভালো লাগলো তা জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। যদিও সবগুলো স্কিনিই অনেক সুন্দর। তারপরো একেক জনের পছন্দ একেক রকমের হয়ে থাকে। কারো লাল পছন্দ, আবার কারো নীল, আবার কারো হয়তো সাদা+কালো। 

কোনো স্কিন ব্যাবহার করতে বা ডাউনলোড করতে যদি সমস্যা হয় তবে অবশ্যই মন্তব্য করে জানাবেন। তাহলে পুণরায় নতুন স্কিন লিংক প্রতিস্থাপন করে দেয়া হবে যত দ্রুত সম্ভব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url