একতা বাস স্কিন - Akota Bus Skin
একতা বাস ফ্যানদের জন্য আরো কিছ নতুন বাস স্কিন কালেকশন নিয়ে হাজির হয়েছি। আমার কাছে অনেকগুলি একক-ডেক, ডাবল-ডেকার এবং আর্টিকুলেটেড স্কিন রয়েছে। তার মধ্য থেকে বাছাইকৃত পাঁচটি বাস স্কিন সবার জন্য উপস্থাপন করতে চলেছি। যদিও আমার কাছে সবগুলি স্কিনি পছন্দ হয়েছে, তবে এর মধ্য থেকে দুইটি স্কিন অনেক বেশি ভাল লেগেছে। এককথায় অনবদ্য বা অসাম লেগেছে। বরাবরের মতো এবারো দুইটি করে ডাউনলোড লিংক থাকবে। অবশ্যই প্রথম লিংক থেকে ডাউনলোড করবেন। তবে যদি কোনো কারণে প্রথম লিংক থেকে সফল না হন সেক্ষেত্রে ২য় লিংক থেকে সফলভাবে ডাউনলোড করতে পারবেন।
সাদা কালোর এক অসাধারণ মিশ্রণ রয়েছে এই স্কিনটিতে। বিশেষ করে পিছন সাইডে X স্টাইলের যে ডিজাইনটা রয়েছে এটা অসাধারণ। তার একটু সামনেই সাদা ও কালার হালকা ডিপ বেশ আকর্ষণীয় করে তুলছে এই বাসটিকে। পাশাপাশি বাসের গায়ে থাকা বাসের নামটি অসাধারণ ফুটে উঠেছে, যা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং একতা বাসের নাম হিসেবে বেশ ফুটে উঠেছে।
এই বাসের চাকার কাছাকাছি গাছের মতো দেখত যে লাল রঙের ডিজাইন করা হয়েছে তা এক কথায় অসাধারণ এবং এর প্রশংসাতো করতেই হবে। তাছাড়া পিছন সাইডের সাদা রঙের ডিজাইনটাও ভালো লাগার মতো। সামনের এবং পিছনের সাইটটা সাদামাটা ধরণের হলেও বাসের নামটা ইংরেজিতে বেশ সুন্দর ফুটে উঠেছে।
এবার যে স্কিনটি দেখছেন এটি আমার পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছে। আমি অনেক পছন্দ করেছি এই স্কিনটিকে। যদিও এই বাসটি প্থম বাসের মতোই প্রায়, তারপরো আমার কাছে এটিই বেশি পছন্দ হয়েছে। এক্ষেত্রে অনেকের কাছে প্রথম বাসটিই বেশি ভাল লাগতে পারে। তো আপনার কাছে কোন স্কিনটি বেশি ভালো লেগেছে তা জানাতে ভুলবেননা।
কমলা রঙের এই বাসটিও অপছন্দ হবার মতো নয়। এই বাসের একটি ভিন্নতা রয়েছে পিছন দিকে। ভালো করে লক্ষ করলে দেখতে পাবেন লতা-পাতার ন্যায় ডিজাইন করা হয়েছে কালো রঙের মাধ্যমে। ভালো লাগলে এই স্কিনটিও আপনার কালেকশনে রেখে দিতে পারেন।
সর্বশেষ যে স্কিনটি উপস্থাপন করতে চলেছি এটি একটি সাদা-মাটা ধরণের মনে হতে পারে। তবে এর স্কিনটি যদি আপনি আপনার বাসে ব্যাবহার করেন তাহলে বুঝতে পারবেন এটি কতটা ইউনিক লুক দিতে সক্ষম। তবে যারা ব্রাইট কালার বেশি পছন্দ করেন তাদের কাছে এটি ভাল নাও লাগতে পারে। কিন্তু যারা একটু হালকা উজ্জ্বলতা বিশিষ্ট বাস পছন্দ করেন, তাদের কাছে এটি হতে পারে প্রথম পছন্দ।
উপরে যে কয়টি Akota Bus Skin শেয়ার করা হয়েছে, প্রত্যেকটার হাই কোয়ালিটি ইমেজ দেয়া হয়েছে। আশা করি আপনাদের কাছেও বেশ ভাল লাগবে। এছাড়াও আরো স্কিন রয়েছে আমার কালেকশনে, যদি আপনারা আরো স্কিন পেতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন।