অভাগীর স্বর্গ mcq । অভাগীর স্বর্গ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (২০+)

অভাগীর স্বর্গ mcq

অভাগীর স্বর্গ গল্পটি অনেক গুরুত্বপূর্ণ। অভাগীর স্বর্গ বহুনির্বাচনি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে।

অভাগীর স্বর্গ mcq:

১. কোন নদীর তীরে শশ্মান ঘাট অবস্থিত 'অভাগীর স্বর্গ' গল্পে ?
(ক) যমুনা
(খ) গড়াই
(গ) গরুড় ✓
(ঘ) পদ্মা

২. “ক্যাগুলার যার মত সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই”— 'অভাগীর স্বর্গ' গল্পে উক্তিটি কে করেছেন ?
(ক) বিন্দির মার ✓
(খ) নাপিত বউ
(গ) বিন্দির পিসির
(ঘ) রাখালের পিসির

৩. “তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও সগ্যে যেতে পাবো”- কী প্রকাশ পেয়েছে উক্তিতে দ্বারা ?
(ক) ধর্ম বিশ্বাস ✓
(খ) সন্তানবাৎসল্য
(গ) কুসংস্কার
(ঘ) শোককাতরতা

৪. কিসের ভয়ে কাঙালীর গায়ে দারোয়ান হাত দিল না ?
(ক) জমিদারের
(খ) জাত যাওয়ার
(গ) অশৌচের ✓
(ঘ) পেয়াদার

৫. 'ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে'- গোবরজল ছড়িয়ে দেওয়ার দ্বারা এ বাক্যে কী প্রকাশ পেয়েছে ?
(ক) গোবরজল দিয়ে ভালো পরিষ্কার হয়
(খ) কাঙালীকে তাড়িয়ে দেওয়া
(গ) কাঙালীকে অপমান করা
(ঘ) ছোট জাত বলে ঘৃণা করা ✓

৬. অভাগীর স্বর্গ' গল্পে কে কাঙালীকে গলাধাক্কা দিল ?
(ক) অধর রায়
(খ) দারোয়ান
(গ) পাঁড়ে ✓
(ঘ) ঠাকুরদাস

৭. কাঙালীকে কার কাছ থেকে তার মা আলতা আনতে বলেছিল “অভাগীর স্বর্গ” গল্পে ?
(ক) বিন্দির পিসি
(খ) রাখালের মা
(গ) বামুন মা
(ঘ) নাপতে বৌদি ✓

৮. সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়'--- এ বক্তব্যে মধ্যে কোন ভাব ফুটে উঠেছে 'অভাগীর স্বর্গ' গল্পে ?
(ক) বিরক্তি
(খ) ক্রোধ
(গ) বিদ্রূপ ✓
(ঘ) ক্ষোভ

৯. দাও বাবা, দাও একটু পায়ের ধুলো ।- এ উক্তিটি কে করেছেন ?
(ক) কাঙালী
(খ) ঈশ্বর নাপিত
(গ) বিন্দির পিসির ✓
(ঘ) রাখালের মা

১০. বলিসনে মা বলিসনে-- আমার বড্ড ভয় করে- এখানে কারণ কী ভয়ের ?
(ক) শ্মশ্মাশানের দৃশ্য দেখে
(খ) ৰূপকথার গল্প শুনে
(গ) ভূতের গল্প শুনে
(ঘ) মৃত্যুর কথা শুনে ✓

১১. সে যেন একটা উৎসব' বাঁধিয়া গেল— কোন উৎসবের কথা এখানে বলা হয়েছে ?
(ক) শ্রাস্থের
(খ) ব্রাহ্মণ ভোজের
(গ) শবযাত্রার ✓
(ঘ) কাঙালি ভোজের

১২. কত দিনের জ্বরে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী মারা গিয়েছিল 'অভাগীর স্বর্গ' গল্পে ?
(ক) পাঁচ
(খ) সাত ✓
(গ) আট
(ঘ) নয়

১৩. বেলগাছটির অবস্থান কোথায় ছিল "অভাগীর স্বর্গ' গল্পে ?
(ক) বাড়ির বাইরে
(খ) শ্মশানের ধারে
(গ) কুটির প্রাঙ্গণে ✓
(ঘ) নদীর ধারে

১৪. "তোর বাবাকে একবার ধরে আনবি" -- বাক্যটি দ্বারা কোন অনুভূতি প্রকাশ পেয়েছে অভাগীর ?
(ক) রাগ
(খ) অভিমান
(গ) ভালোবাসা
(ঘ) সম্মান ✓

১৫. গ্রামের কে "অভাগীর স্বর্গ' গল্পে নাড়ি দেখতে পারে ?
(ক) ঈশ্বর নাপিত ✓
(খ) ভুবন মুখুজ্যে
(গ) অধর রায়
(ঘ) বিপিন

১৬. কে জমিদারের কাছারির কর্তা ছিলেন অভাগীর স্বর্গ গল্পে ?
(ক) অধর রায় ✓
(খ) ঠাকুরদাস মুখোপাধ্যায়
(গ) রসিক দুলে
(ঘ) কবিরাজ

১৭. দুলের মড়ার কাঠ কি হবে শুনি?'- অভাগীর স্বর্গ গল্পে উক্তিটি কে করেছেন ?
(ক) কাঙালীর
(খ) ভট্টাচার্য মশায়ের
(গ) অধর রায়ের ✓
(ঘ) ঠাকুরদাসের

১৮. অভাগীর স্বর্গ গল্পটির লেখক কে ? [জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড় (2023)]
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ✓
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৯. কে দূর থেকে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রার সঙ্গী হলো ?
(ক) কাঙালী
(খ) রাখালের মা
(গ) অভাগী ✓
(ঘ) রাখাল

২০. 'যা, মুখে একটু নুড়ো জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দে গে--উক্তিটি কে করেছেন ?
(ক) ভট্টাচার্য মহাশয়ের ✓
(খ) মুখোপাধ্যায় মহাশয়ের
(গ) অধর রায়ের
(ঘ) দারোয়ানের

২১. কার হাতে পোঁতা ছিল রসিক বাঘ যে বেলগাছটি কাটতে গিয়েছিল ?
(ক) কাঙালীর
(খ) অভাগীর ✓
(গ) বিন্দির মায়ের
(ঘ) রাখালের পিসির

২২. কার জন্য অভাগীর শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যায় ?
(ক) কবিরাজ
(খ) দারোয়ান
(গ) অধর রায় ✓
(ঘ) রসিক বাঘ

২৩. 'অভাগীর স্বর্গ' গল্পে মুখোপাধ্যায় মহাশয়ের কয় জন ছেলে-মেয়ে ছিল ?
(ক) দুই ছেলে, দুই মেয়ে
(খ) তিনি ছেলে, দুই মেয়ে
(গ) চার ছেলে, তিন মেয়ে ✓
(ঘ) চার ছেলে, চার মেয়ে

২৪. অভাগীর স্বর্গ' গল্পে কি দেখে মনে হয় আরেকবার স্বামিগৃহে যাত্রা করছে ?
(ক) লোকজনের কান্নাকাটি দেখে
(খ) শবদেহের সাজসজ্জা দেখে ✓
(গ) কপালে সিঁদুর দেখে
(ঘ) পায়ের আলতা দেখে

২৫. কাঙালীর কখন খিদে পেয়েছিল 'অভাগীর স্বর্গ' গল্পে ?
(ক) দুপুরে ✓
(খ) সকালে
(গ) রাতে
(ঘ) সন্ধ্যায়

২৬. অভাগীর নাম কে রেখে ছিল 'অভাগীর স্বর্গ' গল্পে ?
(ক) অভাগীর মা
(খ) অভাগীর দাদা
(গ) অভাগীর বাবা ✓
(ঘ) অভাগীর নানা

২৭. "বাঘের অন্য বাঘিনী ছিল"-বাঘিনী  বলতে এখানে কাকে বোঝানো হয়েছে ?
(ক) কাঙালীর মা
(খ) রসিকের দ্বিতীয় স্ত্রী ✓
(গ) মুখোপাধ্যায়ের স্ত্রী
(ঘ) মুখোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় স্ত্রী

২৮. 'অভাগীর স্বর্গ' গল্পে কাঙালীর পিতার নাম কী ?
(ক) রসিক ✓
(খ) রহিদ
(গ) অধর রায়
(ঘ) ভানু

২৯. কিসের কাজ করতে কাঙালী সবেমাত্র আরম্ভ করেছে ?
(ক) বেতের কাজ ✓
(খ) দর্জির কাজ
(গ) কাঠের কাজ
(ঘ) কামারের কাজ

৩০. কোথায় যেতে কাঙালীকে অভাগী নিষেধ করে ছিলেন ?
(ক) কাজে ✓
(খ) মামাবাড়িতে
(গ) শবযাত্রায়
(ঘ) দাদাবাড়িতে

৩১. অভাগী কাঙালীর বাবাকে কেন ধরে আনতে বলেছিল ?
(ক) শাস্তি দেওয়ার জন্য
(খ) সম্পত্তি লিখে দিতে
(গ) টাকা পাবে বলে
(ঘ) পায়ের ধুলো নেওয়ার জন্য ✓

৩২. অভাগীর স্বর্গ' গল্পে কয়টি বড়ি দিয়েছিলেন কবিরাজ ?
(ক) তিনটা
(খ) চারটা ✓
(গ) আটটা
(ঘ) আটটা

৩৩. কাঙালীকে খড়ের আঁটি কেন জ্বেলে দিয়েছিল রাখালের মা ?
(ক) কাঠ পায়নি বলে ✓
(খ) অভাগীর ইচ্ছায়
(গ) ছোট জাত বলে
(ঘ) এতিম বলে

৩৪. 'অভাগীর স্বর্গ' গল্পে কী গাছ লাগানো আছে কুটির প্রাঙ্গণে ?
(ক) তাল
(খ) বেল ✓
(গ) বরই
(ঘ) জলপাই

৩৫. কাঙালী কিছু ছুঁয়ে ফেলেছে কিনা এর জন্য কী ছড়িয়ে দিতে বললেন অধর রায় ?
(ক) গোবরজল ✓
(খ) গোলাপজল
(গ) পুকুরের জল
(ঘ) নলকূপের জল

৩৬. 'অভাগীর স্বর্গ' গল্পে কত টাকা চেয়ে ছিল গাছের দাম অধর রায় ?
(ক) দুই টাকা
(খ) চার টাকা
(গ) তিন টাকা
(ঘ) পাঁচ টাকা ✓

৩৭. 'অভাগীর স্বর্গ' নামক গল্পটি “শরৎ সাহিত্যসমগ্র' গ্রন্থের কোন খণ্ড থেকে সংকলন করা হয়েছে ?
(ক) প্রথম খণ্ড ✓
(খ) দ্বিতীয় খণ্ড
(গ) তৃতীয় খণ্ড
(ঘ) চতুর্থ খণ্ড

৩৮. নিচের কোনটি গতিশীল চরিত্র ‘অভাগীর স্বর্গ' গল্পে ?
(ক) অভাগী
(খ) কাঙালী ✓
(গ) রসিক দুলে
(ঘ) ঠাকুরদাস মুখোপাধ্যায়

৩৯. স্ত্রীকে পায়ের ধুলো দিতে গিয়ে রসিক দুলে কেঁদে ফেলল কেন ?
(ক) নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ হওয়ায়
(খ) স্ত্রীর প্রতি অবহেলার কথা স্মরণ হওয়ায় ✓
(গ) কাঙালীর ভবিষ্যৎ দুঃখ-কষ্টের কথা ভেবে
(ঘ) স্ত্রী হারানোর মর্ম বেদনায়

৪০. কাঙালীর বুকে গিয়ে কার কথাটি তীরের মতো বিধল ?
(ক) রাখালের মায়ের ✓
(খ) দারোয়ানের
(গ) অধর রায়ের
(ঘ) বিন্দির পিসির

৪১. কোনটিকে কাঙালীর মা স্বর্গের রথ ভেবেছিল ?
(ক) আগুনকে
(খ) চিতার কাঠকে
(গ) আলতাকে
(ঘ) ধোঁয়াকে ✓

৪২. কিসের অভাবে কাঙালী তার মায়ের সৎকার করতে পারেনি ?
(ক) চন্দনের অভাবে
(খ) স্থানের অভাবে
(গ) কাঠের অভাবে ✓
(ঘ) ব্রাহ্মণের অভাবে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url