মানুষ কবিতার mcq। মানুষ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন (২১+)

মানুষ কবিতার mcq

মানুষ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষাসহ (SSC) বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিচে মানুষ কবিতার mcq দেওয়া হয়েছে।

মানুষ কবিতার mcq:

১. নিচের অংশটুকু কোন কবিতার অংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের " আঁশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা' বলে বন্ধ করোনি প্রভু' " ? [পিএসসি কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিবিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা- ২০১৮]
(ক) বিদ্রোহ
(খ) মানুষ ✓
(গ) প্রার্থনা
(ঘ) আবেদন

২. কবি "মানুষ" কবিতায় কেন 'কালাপাহাড়'--কে স্মরণ করেছেন ? [৩৭ তম বিসিএস প্রিলিমিনারি]
(ক) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
(খ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
(গ) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
(ঘ) প্রচলিত সংস্কার ও ধর্ম বিদ্বেষী ছিলেন বলে ✓

৩. "মানুষ" কবিতায় কে মসজিদে তালা দিল গোস্ত-রুটি নিয়ে ?
(ক) মােল্লা ✓
(খ) পূজারি
(গ) ভুখারি
(ঘ) দেবতা

৪. 'মানুষ' কবিতায় কী বন্ধ হলো সহসা ?
(ক) মন্দির ✓
(খ) মসজিদ
(গ) দ্বার
(ঘ) পথ

৫. নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি। "মানুষ" কবিতার এই চরণটি দ্বারা কী প্রকাশ পেয়েছে ?
(ক) অসাম্প্রদায়িকতা
(খ) জাতিভেদ ✓
(গ) সাম্যবাদ
(ঘ) বর্ণবৈষম্য

৬. কবি কার জয়গান গেয়েছেন 'মানুষ' কবিতায় ?
(ক) মানুষের ✓
(খ) তারণ্যের
(গ) ধর্মভীরুতার
(ঘ) শ্রমিকের

৭. 'মানুষ' কবিতায় কালাপাহাড় বলতে যাকে বোঝানো হয়েছে তার প্রকৃত নাম কী ?
(ক) রাজনারায়ণ ✓
(খ) সুনীতিকুমার
(গ) হরপ্রসাদ
(ঘ) কৃষ্ণচন্দ্র

৮. কবি কিসের জয়গান করেছেন 'মানুষ' কবিতায় ?
(ক) তারুণ্যের
(খ) ধর্মভীরুতার
(গ) সাম্যের ✓
(ঘ) স্বার্থপরতার

৯. 'মানুষ' কবিতার লেখক কাজী নজরুল ইসলাম মৃত্যু বরণ করেন কত সালে ? [ রাজশাহী কৃষি ব্যাংকের ক্যাশিয়ার নিয়োগ পরীক্ষা ২০১৭]
(ক) ১৯৪১
(খ) ১৯৭৬ ✓
(গ) ১৯৭১
(ঘ) ১৯২১

১০. ‘তা হলে শালা সোজা পথ দেখ’— 'মানুষ' কবিতায় কাকে উক্তিটি করা হয়েছে ?
(ক) মোল্লাকে
(খ) দেবতাকে
(গ) ভুখারিকে ✓
(ঘ) পূজারিকে

১১. কিসের চেয়ে বড় কিছু নেই বলেছেন কবি ‘মানুষ’ কবিতায় ?
(ক) ধর্মের
(খ) গোত্রের
(গ) মানুষের ✓
(ঘ) বর্ণের

১২. মানুষ কবিতাটি কে রচনা করেছেন ?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কাজী নজরুল ইসলাম ✓

১৩. ‘মানুষ’ কবিতায় ভুখারি কত দিনের অনাহারী ছিলেন ?
(ক) চার দিনের
(খ) পাঁচ দিনের
(গ) ছয় দিনের
(ঘ) সাত দিনের ✓

১৪. কে হেসে কুটিকুটি হয়েছে ‘মানুষ’ কবিতায় ?
(ক) পূজারি
(খ) ভুখারি
(গ) দেবতা
(ঘ) মোল্লা ✓

১৫. মসজিদে কী দেওয়া হয়েছিল শিরনি হিসেবে ?
(ক) গোস্ত-রুটি ✓
(খ) ভাত
(গ) মাংস
(ঘ) সবজি

১৬. কি প্রশ্ন করেছিল মোল্লা সাহেব মুসাফির কে ?
(ক) “নমাজ পড়িস বেটা" ✓
(খ) ভাত খাবে
(গ) তোমার নাম
(ঘ) শিরনি দিবো

১৭. ‘মানুষ’ কবিতায় পূজারি কী দেখে ভজনালয় খুললেন ?
(ক) দেবতা
(খ) ঠাকুর
(গ) মানুষ
(ঘ) স্বপন ✓

১৮. মানুষ কবিতায় কাকে স্বার্থপর বলা হয়েছে ?
(ক) মোল্লা সাহেব ✓
(খ) ভুখারি
(গ) পূজারি
(ঘ) দেবতা

১৯. মানুষ কবিতায় কত বছর ভুখারি প্রভুকে ডাকেনি ?
(ক) ৬০
(খ) ৯০
(গ) ৮০ ✓
(ঘ) ৭০

২০. কোন কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি নেওয়া হয়েছে ?
(ক) সনেট
(খ) রুদ্র মঙ্গল
(গ) বঙ্গবাণী
(ঘ) সাম্যবাদী ✓

২১. ‘ভ্যালা হলো দেখি লেঠা’ – কে উক্তিটি করেছেন ?
(ক) ভুখারি
(খ) মোল্লা সাহেব ✓
(গ) পূজারি
(ঘ) দেবতা

২২. মুসাফিরকে কী বলে মোল্লা গালি দিল ?
(ক) শালা ✓
(খ) কুত্তা
(গ) বদমাশ
(ঘ) বেইমান
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url