তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা mcq || বহুনির্বাচনি প্রশ্ন (২০+)

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা  mcq

নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কবিতাটি ১৯৭১ সালের পটভূমিতে রচিত। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বহুনির্বাচনি প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষাসহ মাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা MCQ:

১. "তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা" কে এই কবিতাটির লেখক ? [ বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০২০-২১, সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা - ২০২১, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ - ২০১৯, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২০১৮, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা-২০১৬, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার - ২০০৬]
(ক) শামসুর রাহমান ✓
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) মোহাম্মদ মনিরুজ্জামান

২. কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে “তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা” কবিতাটি নেওয়া হয়েছে ? [পিএসসি কৃর্তক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) নিয়োগ পরীক্ষা ২০২৩, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অফিস সহায়ক ২০২২, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) নিয়োগ পরীক্ষা- ২০২১]
(ক) বন্দী শিবির থেকে ✓
(খ) কারাগারের রোজনামচা
(গ) একাত্তরের দিনগুলি
(ঘ) আমার দেখা নয়াচীন

৩.শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক কে “তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা" কবিতায় কিসের সাথে তুলনা করা হয়েছে —
(ক) যুদ্ধ
(খ) বীরত্ব
(গ) দানব ✓
(ঘ) গণহত্যার

৪.'খই ফোটাল শব্দ দ্বারা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' কবিতায় কী বুঝিয়েছেন ?
(ক) বিকট আওয়াজ
(খ) বিভৎস অবস্থা
(গ) প্রচণ্ড গুলি বর্ষণ ✓
(ঘ) প্রবল আক্রমণ

৫. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' কবিতায় কাকে ঢাকার রিকশাওয়ালা বলা হয়েছে ?
(ক) কেষ্ট দাস
(খ) রুস্তম শেখ ✓
(গ) মতলব মিয়া
(ঘ) সগীর আলী

৬. কে গাজী গাজী বলে নৌকা চালাতো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' কবিতায় ?
(ক) সগীর আলী
(খ) মতলব মিয়া ✓
(গ) কেষ্ট দাস
(ঘ) রুস্তম শেখ

৭. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' কবিতায় কার সিঁথির সিঁদুর মুছে গেছে ?
(ক) সাকিনা বিবির
(খ) মোল্লাবাড়ির বিধবার
(গ) হরিদাসীর ✓
(ঘ) সুমিতা রাণীর

৮. বনে জঙ্গলে রাইফেল কাঁধে কে ঘুরে বেড়ায় ?
(ক) জোয়ান কৃষক
(খ) সাহসী লোক
(গ) তেজি তরুণ ✓
(ঘ) দক্ষ মাঝি

৯. কাকে মেঘনা নদীর দক্ষ মাঝি বলা হয়েছে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় ?
(ক) কেষ্ট দাস
(খ) সগীর আলী
(গ) মতলব মিয়া ✓
(ঘ) রুস্তম শেখ

১০. ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতাটিতে কেমন ছিল মোল্লাবাড়ির বিধবার ?
(ক) খড়ের
(খ) দগ্ধ ✓
(গ) টিনের
(ঘ) পরিপাটি

১১. স্বাধীনতার প্রতীক্ষায় কোথায় বসে আছেন থুত্থুরে বুড়ো ?
(ক) বৃদ্ধাশ্রমে
(খ) ঘরের দাওয়ায় ✓
(গ) পথের ধারে
(ঘ) বিধ্বস্ত বাস্তুভিটায়

১২.‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কার কপাল ভাঙল স্বাধীনতা আসবে বলে ?
(ক) হরিদাসীর
(খ) অনাথ কিশোরীর
(গ) সাকিনা বিবির ✓
(ঘ) মোল্লাবাড়ির বিধবার

১৩. নিচের কার ফুসফুস এখন পােকার দখলে বলা হয়েছে “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ?
(ক) সগীর আলীর
(খ) রুস্তম শেখের ✓
(গ) মতলব মিয়ার
(ঘ) কেষ্ট দাসের

১৪. কুকুরের আর্তনাদ দ্বারা নিচের কী বােঝানাে হয়েছে “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ?
(ক) নবীন রন্তে প্রাণস্পন্দন
(খ) সতর্ক সংকেত
(গ) প্রাকৃতিক প্রতিবাদ ✓
(ঘ) হানাদারদের প্রতি ঘৃণা

১৫. “তােমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায়কাদের লাশের উপর “অবুঝ শিশু হামাগুড়ি দেয় ?
(ক) পিতা-মাতার লাশের ✓
(খ) মামা-মামির লাশের
(গ) ভাই-বোনের লাশের
(ঘ) কাকা-কাকির লাশের

১৬. কোন রঙের ট্যাঙ্ক এলো শহরের বুকে ?
(ক) কালো
(খ) গজলপাই ✓
(গ) লাল
(ঘ) জাম

১৭. কী ছাই হয়ে গেল স্বাধীনতা আসবে বলে ?
(ক) শহরের পর শহর
(খ) বনের পর বন
(গ) গ্রামের পর গ্রাম ✓
(ঘ) মাঠের পর মাঠ

১৮. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে কে আর্তনাদ করল স্বাধীনতা আসবে বলে?
(ক) ঘোড়া
(খ) বিড়াল
(গ) কুকুর ✓
(ঘ) হাতি

১৯. থুত্থুরে বুড়োর ঘরের দাওয়ায় বসে থাকারসময়কাল নিচের কোনটি তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় উল্লেখ্য রয়েছে ?
(ক) সকাল
(খ) সন্ধ্যা
(গ) বিকেল ✓
(ঘ) রাত

২০. থুত্থুরে বুড়োর বাতাসয়ে উদাস দাওয়ায় বসে কি নড়ছে ?
(ক) চুল ✓
(খ) রুমাল
(গ) দাড়ি
(ঘ) গামছা

২১. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটি নাম কী ?
(ক) হরিশংকর জলদাস
(খ) কেষ্ট দাস ✓
(গ) নিত্যানন্দ দাস
(ঘ) নিত্য দাস
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement