কপোতাক্ষ নদ কবিতার mcq || বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (২৩+)
কপোতাক্ষ নদ কবিতাটি অনেক গুরুত্বপূর্ণ। কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ র্বোড পরীক্ষার (SSC) প্রশ্ন এসে থাকে। তাই নিচে কপোতাক্ষ নদ কবিতার mcq দেওয়া হয়েছে।
কপোতাক্ষ নদ কবিতার MCQ:
১. কোন ধরনের কবিতা কপোতক্ষ নদ ? [পিএসসি কর্তৃক তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২০০৫, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা]
(ক) গদ্য কবিতা
(খ) সনেট ✓
(গ) গীতিকবিতা
(ঘ) পয়ার
(খ) সনেট ✓
(গ) গীতিকবিতা
(ঘ) পয়ার
২. কোন চরণের মধ্যেকপোতাক্ষ নদ' কবিতার সংশয়বোধ প্রকাশ পেয়েছে ?
(ক) মানুষের বড় কিছু নহে মহীয়ান
(খ) আর কি হে হবে দেখা?— যত দিন যাবে ✓
(গ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
(ঘ) লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
(খ) আর কি হে হবে দেখা?— যত দিন যাবে ✓
(গ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
(ঘ) লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
৩. কবিকেকোন স্নেহডোরে বেঁধেছে 'কপোতাক্ষ নদ' কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ ?
(ক) হৃদয় কাতরতার
(খ) জন্মভূমির
(গ) বাজ জনের
(ঘ) মায়ের ✓
(খ) জন্মভূমির
(গ) বাজ জনের
(ঘ) মায়ের ✓
৪.'প্রজা' বলতে কাকে বুঝানো হয়েছে 'কপোতাক্ষ নদ' কবিতায় ?
(ক) নদকে ✓
(খ) বারিকে
(গ) সাগরকে
(ঘ) জন্মভূমিকে
(খ) বারিকে
(গ) সাগরকে
(ঘ) জন্মভূমিকে
৫. অষ্টকের মিলবিন্যাস রয়েছে নিচের কোনটি' কপোতাক্ষ নদ' কবিতার ?
(ক) ক খ ঘ ক ক খ খ ক
(খ) ক খ গ ঙ ক খ ক গ
(গ) ক খ ক খ ক খ খক ✓
(ঘ) ক খ ক খ গ খ ক খ
(খ) ক খ গ ঙ ক খ ক গ
(গ) ক খ ক খ ক খ খক ✓
(ঘ) ক খ ক খ গ খ ক খ
৬. নিচের কোনটি মাইকেল মধুসুধন দত্তের রচিত “কপোতাক্ষ নদ" কবিতার শেষ পভুক্তি ?
(ক) লইছে যে নাম তব বঙ্গের সংগীতে ✓
(খ) বঙ্গজ জনের কানে, সথে, সখা রীতে
(গ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
(ঘ) জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে।
(খ) বঙ্গজ জনের কানে, সথে, সখা রীতে
(গ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
(ঘ) জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে।
৭. “কপোতাক্ষ নদ” কোন জাতীয় কবিতা ? [পিএসসি কর্তৃক স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ পরীক্ষা - ২০১৭]
(ক) গীতিধর্মী
(খ) চতুর্দশপদী ✓
(গ) আখ্যানমূলক
(ঘ) অমিত্রাক্ষরা
(খ) চতুর্দশপদী ✓
(গ) আখ্যানমূলক
(ঘ) অমিত্রাক্ষরা
৮. 'কপোতাক্ষ নদ' কবিতাটি লেখক কে ? [জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড় (২০২৩)]
(ক) মাইকেল মধুসুধন দত্ত ✓
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯. কপোতাক্ষ নদের কী মায়া-মন্ত্রধ্বনি বলে, কবির কাছে মনে হয় ?
(ক) চির-চলমানতা
(খ) অম্লান স্মৃতি
(গ) দুগ্ধ রূৌপ স্রোত
(ঘ) কলকল শব্দ ✓
(খ) অম্লান স্মৃতি
(গ) দুগ্ধ রূৌপ স্রোত
(ঘ) কলকল শব্দ ✓
১০. “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে, পাঠশালা পলায়ন"- উক্তিটি সঙ্গে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোথায় সাদৃশ্য রয়েছে ?
(ক) স্মৃতিকাতরতায় ✓
(খ) স্নেহের তৃষ্ণায়
(গ) কল্পনাপ্রবণতায়
(ঘ) সুখের
(খ) স্নেহের তৃষ্ণায়
(গ) কল্পনাপ্রবণতায়
(ঘ) সুখের
১১. কোন গ্রন্থ থেকে "কপোতাক্ষ নদ' কবিতাটি নেওয়া হয়েছে ?
(ক) বীরাঙ্গনা কাব্য
(খ) তিলোত্তমা সম্ভব কাব্য
(গ) বজ্রাঙ্গনা কাব্য
(ঘ) চতুর্দশপদী কবিতাবলী ✓
(খ) তিলোত্তমা সম্ভব কাব্য
(গ) বজ্রাঙ্গনা কাব্য
(ঘ) চতুর্দশপদী কবিতাবলী ✓
১২. কাকে 'রাজা' বলা হয়েছে 'কপোতাক্ষ নদ' কবিতায় ?
(ক) কপোতাক্ষ নদকে
(খ) নদীকে
(গ) সাগরকে ✓
(ঘ) কবির গ্রামকে
(খ) নদীকে
(গ) সাগরকে ✓
(ঘ) কবির গ্রামকে
১৩. কোন পরিচয় পাওয়া যায় কবির কপোতাক্ষ নদের কাছে মিনতির মধ্যে তাঁর মনের ?
(ক) হতাশা
(খ) তীব্র অভিমান ✓
(গ) গভীর অনুরাগ
(ঘ) হাহাকার
(খ) তীব্র অভিমান ✓
(গ) গভীর অনুরাগ
(ঘ) হাহাকার
১৪. কবি কী মিনতি করেছেন কপোতাক্ষ নদের কাছে ?
(ক) তাঁকে মনে রাখতে ✓
(খ) তাঁকে আশীর্বাদ করতে
(গ) তাঁকে ক্ষমা করতে
(ঘ) তাঁকে ভুল না বুঝতে
(খ) তাঁকে আশীর্বাদ করতে
(গ) তাঁকে ক্ষমা করতে
(ঘ) তাঁকে ভুল না বুঝতে
১৫. ‘লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে’—কার নাম নিচ্ছেনকবি ?
(ক) জন্মভূমির নদীর ✓
(খ) সাগরদাঁড়ি গাঁয়ের
(গ) জন্মভূমি বাংলার
(ঘ) বঙ্গোপসাগরের
(খ) সাগরদাঁড়ি গাঁয়ের
(গ) জন্মভূমি বাংলার
(ঘ) বঙ্গোপসাগরের
১৬.কোন দেশে বসে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনা করেছেন ?
(ক) ফ্রান্সে ✓
(খ) যুক্তরাজ্যে
(গ) ভারত
(ঘ) মাদ্রাজে
(খ) যুক্তরাজ্যে
(গ) ভারত
(ঘ) মাদ্রাজে
১৭. কে, কাকে বারিরূপ কর দেয় ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ?
(ক) সাগর নদীকে
(খ) প্রজা রাজাকে
(গ) নদী সাগরকে ✓
(ঘ) খাল নদীকে
(খ) প্রজা রাজাকে
(গ) নদী সাগরকে ✓
(ঘ) খাল নদীকে
১৮. ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে!’ কোন নদের কথা কবির এখানো মনে পড়ে ?
(ক) ব্রহ্মপুত্র
(খ) মেঘনা
(গ) করতোয়া
(ঘ) কপোতাক্ষ ✓
(খ) মেঘনা
(গ) করতোয়া
(ঘ) কপোতাক্ষ ✓
১৯. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ কার কথা বলেছেন কবি ?
(ক) কপোতাক্ষ নদ ✓
(খ) মাতৃভূমি
(গ) সাগরদাঁড়ি গ্রাম
(ঘ) বঙ্গজ জন
(খ) মাতৃভূমি
(গ) সাগরদাঁড়ি গ্রাম
(ঘ) বঙ্গজ জন
২০. কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ভুলের জন্য অনুতাপ ফুটে উঠেছে ?
(ক) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে ✓
(খ) কিন্তু এ সেড়বহের তৃষ্ণা মিটে কার জলে
(গ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
(ঘ) আর কি হে হবে দেখা?
(খ) কিন্তু এ সেড়বহের তৃষ্ণা মিটে কার জলে
(গ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
(ঘ) আর কি হে হবে দেখা?
২১. কবি মাইকেল মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে সেড়বহের তৃষ্ণা মিটে কিসের মাধ্যমে ?
(ক) মেঘনা নদীর জলে
(খ) পদ্মানদীর জলে
(গ) কপোতাক্ষ নদের জলে ✓
(ঘ) যমুনা নদীর জলে
(খ) পদ্মানদীর জলে
(গ) কপোতাক্ষ নদের জলে ✓
(ঘ) যমুনা নদীর জলে
২২. কোন শব্দটি ব্যবহার করেছেন কবি ‘একান্ত নিরিবিলি’ বোঝাতে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ?
(ক) ছলনে
(খ) যেমতি
(গ) বিরলে ✓
(ঘ) সতত
(খ) যেমতি
(গ) বিরলে ✓
(ঘ) সতত
২৩. কবি মায়ের দুধের সঙ্গে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কিসের তুলনা করেছেন ?
(ক) কপোতাক্ষের জলকে ✓
(খ) কবির অশ্রুকে
(গ) গঙ্গার জলকে
(ঘ) ঘ্বদেশের প্রেমরসকে
(খ) কবির অশ্রুকে
(গ) গঙ্গার জলকে
(ঘ) ঘ্বদেশের প্রেমরসকে