আম আঁটির ভেঁপু mcq | আম আঁটির ভেঁপু বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (২৫+)

আম আঁটির ভেঁপু mcq

মাধ্যমিক শ্রেণীর (নবম-দশম) জন্য আম আঁটির ভেঁপু গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর অনেক গুরত্বপূর্ণ। এস.এস.সি বোর্ড পরীক্ষায় এই গল্পটি থেকে প্রতিবছরেই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে।

১. কী ফুটে উঠেছে 'আম-আঁটির ভেঁপু" গল্পে -
(ক) প্রকৃতির বৈচিত্র্যা
(খ) মুক্ত জীবনের প্রতি আসক্তি
(গ) সামাজিক জীবন
(ঘ) প্রকৃতির সাথে জীবনের মিল ✓

২. মূল সুর কী ‘আম-আঁটির ভেঁপু" গল্পের ?
(ক) জীবনঘনিষ্ঠতা
(খ) প্রকৃতিঘনিষ্ঠতা
(গ) দারিদ্র্য
(ঘ) চিরায়ত শৈশব ✓

৩. টোল খাওয়া ভেঁপু বাঁশিটির দাম কত ছিল 'আম-আঁটির ভেঁপু" গল্পে ?
(ক) পাঁচ পয়সা
(খ) চার পয়সা ✓
(গ) ছয় পয়সা
(ঘ) সাত পয়সা

৪. কী এড়িয়ে গেছেন 'আম-আঁটির ভেঁপু' গল্পের লেখক -
(ক) শৈশবে দারিদ্র্যের কষ্ট ✓
(খ) প্রকৃতি ও মানুষের জীবন
(গ) অপু ও দুর্গার দুরন্তপনা
(ঘ) ফল-ফলাদি গ্রহণের আনন্দ

৫. আম-আঁটির ভেঁপু’গল্পটির কে রচনা করেছেন ?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ✓
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৬. নিচের কার উক্তিতে ‘আম-আঁটির ভেঁপু' গল্পে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায় ?
(ক) সেজ ঠাকরুণ ✓
(খ) রাধা বোষ্টমের বউ
(গ) ভুবন মুখুয্যে
(ঘ) নীলমণি রায়

৭. দুর্গা অপুকে উঠানের কোন জায়গা থেকে ডাকছিল ?
(ক) আমতলা
(খ) কাঁঠালতলা ✓
(গ) বটতলা
(ঘ) জামতলা

৮. ‘আম-আঁটির ভেঁপু' গল্পে দুর্গার বয়স কত ?
(ক) নয়-দশ
(খ) আট-নয়
(গ) সাত-আট
(ঘ) দশ-এগারো ✓

৯. তেলের ভাঁড় ছুঁলে দুর্গাকে মারার কারণ কী ?
(ক) দাম বেশি
(খ) অপচয়
(গ) কুসংস্কার ✓
(ঘ) না জানানো

১০. হরিহর রাজ্যের আম-আঁটির ভেঁপু' গল্পে কে হরিহর জ্ঞাতি ভ্রাতা ছিলেন ?
(ক) ভুবন মুখুযো
(খ) অন্নদা রায়
(গ) নীলমণি রায় ✓
(ঘ) রাধা বোষ্টম

১১. কাদের ডোবার ধারের আম গাছে 'আম-আঁটির ভেঁপু" গল্পে গুটি ধরেছে ? [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) বরিশাল বোর্ড]
(ক) শটলিদের ✓
(খ) গোপদের
(গ) রায়দের
(ঘ) হরিহরের

১২. কত মাস অন্তর অন্তর হরিহর বেতন পায় ?
(ক) দু-তিন ✓
(খ) এক-দুই
(গ) তিন-চার
(ঘ) চার-পাচঁ

১৩. হরিহরকে মাতবর ধাঁচের লোকটি কী মনে করে ?
(ক) সাধারণ লোক
(খ) গুরুতুল্য লোক
(গ) গুণী লোক ✓
(ঘ) অসহায় লোক

১৪. কার বাড়ি ছিল হরিহরের পাশের ?
(ক) ভুবন মুখুয্যের
(খ) ঠাকুর ঝির
(গ) নীলমণি রায়ের ✓
(ঘ) কমল রায়ের

১৫. 'আম-আঁটির ভেঁপু" গল্পে অপু দিদির নাম কি ছিল ?
(ক) দুর্গা ✓
(খ) লক্ষী
(গ) তপু
(ঘ) অনু

১৬. হরিহর রায় কার বাড়িতে কাজ করতেন ?
(ক) লক্ষী রায়ের
(খ) নীলমণি রায়ের
(গ) অন্নদা রায়ের ✓
(ঘ) অনু রায়ের

১৭. 'আম-আঁটির ভেঁপু" গল্পে অপুর কাছে কত টাকা দামের পিস্তল ছিল ?
(ক) তিন পয়সা
(খ) দুই পয়সা ✓
(গ) এক পয়সা
(ঘ) চার পয়সা

১৮. 'আম-আঁটির ভেঁপু" গল্পে হরিহর রায় কি কাজ করতেন ?
(ক) কাঠমিস্ত্রী
(খ) রাজমিস্ত্রি
(গ) শিক্ষক
(ঘ) গোমস্তার ✓

১৯. কোন উপন্যাসের অন্তর্ভুক্ত “আম-আঁটির ভেঁপু” গল্পটি ?
(ক) পথের পাঁচালী ✓
(খ) ছাড়পত্র
(গ) রুদ্র মঙ্গল
(ঘ) বঙ্গমাতা

২০. দুর্গার হাতের নারিকেল মালায় কী ছিল ?
(ক) কচি জাম
(খ) কচি আম কাটা ✓
(গ) লিচু
(ঘ) কাঠাঁল

২১. আম আঁটির ভেঁপু গল্পে অপুর মায়ের নাম কি ?
(ক) তপু
(খ) লক্ষ্মী
(গ) সর্বজয়া ✓
(ঘ) অন্না

২২. সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় কী কাটতে বসল ?
(ক) শসা ✓
(খ) আম
(গ) কলা
(ঘ) মাংস

২৩. “আম-আঁটির ভেঁপু” গল্পে কে দূর্গাদের গাই দুইতে এলাে ?
(ক) সর্বজয়া
(খ) অন্নদা
(গ) হাসি
(ঘ) স্বর্ণ গােয়ালিনী ✓

২৪. “আম-আঁটির ভেঁপু” গল্পে অপুর চোখগুলাে দেখতে কেমন ?
(ক) ছোট ছোট
(খ) ডাগর ডাগর ✓
(গ) বড় বড়
(ঘ) অনেক সুন্দর

২৫. কী ছিল দুর্গাদের বাড়ির চারদিকে ?
(ক) জল
(খ) পাহাড়
(গ) জঞ্জাল ✓
(ঘ) রাস্তা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url