সুকান্ত ভট্টাচার্য এর রচিত 'রানার' কবিতাটি গুরুত্বপূর্ণ একটি কবিতা। রানার কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্ন নিয়মিত বোর্ড পরীক্ষা এসে থাকে। তাছাড়া মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের ভর্ভি পরীক্ষাসহ বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায়। নিচে গুরুত্বপূর্ণ 'রানার' কবিতার mcq সংযুক্ত করা হয়েছে।
রানার কবিতার MCQ:
১. 'রানার' কবিতাটি কে রচনা করেছেন ? [পিএসসি এর অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, স্টোরম্যান পদের নিয়োগ পরীক্ষা ২০১৮, চট্রগ্রাম, পূর্বাঞ্চল এর পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ের পোস্টাল অপারেটর নিয়োগ ২০১৬, জাহাঙ্গীরনগর বিশ্ব. F ইউনিটের ভর্তি পরীক্ষা]
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) সুকান্ত ভট্টাচার্য ✓
(গ) যতীন্দ্রমোহন বাগচী
(ঘ) বন্দে আলী মিয়া
২. 'রানার' কবিতায় কাকে সবচেয়ে বেশি রানার ভয় পায় ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) দস্যুকে
(খ) সূর্য ওঠাকে ✓
(গ) নির্জন রাতকে
(ঘ) ক্ষুধার ক্লান্তিকে
৩. কোন কাব্যগ্রন্থ থেকে 'রানার' কবিতাটি নেওয়া হয়েছে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পূর্বাভাস
(খ) অভিযান
(গ) ছাড়পত্র ✓
(ঘ) ঘুম নেই
৪. দুঃখ কেবল কে জানবে 'রানার' কবিতায় রানারের ? [নবম-দশম শ্রেণি (SSC) বরিশাল বোর্ড]
(ক) আকাশের তারা
(খ) পথের তৃণ ✓
(গ) পথের ধুলা
(ঘ) শহর ও গ্রামের লোকে
৫. কে মিটি মিটি করে 'রানার' কবিতায় চায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) প্রকৃতি
(খ) জোনাকিরা
(গ) তারারা ✓
(ঘ) হরিণ
৬. 'রানার' কবিতায়, রানার দস্যুর চেয়ে কাকে বেশি ভয় পায় বলা হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC]
(ক) রাতকে
(খ) সূর্যাস্তকে
(গ) সূর্য ওঠাকে ✓
(ঘ) ক্লান্তিকে
৭. সহানুভূতির চিঠি কে রানারকে পাঠাবে ? [নবম-দশম শ্রেণি (SSC]
(ক) পথের তৃণ
(খ) ভোরের আকাশ ✓
(গ) রাতের তারা
(ঘ) কালো রাত্রি
৮. কোন কথায় ‘নতুন দিনের প্রত্যাশা' ‘রানার' কবিতায় প্রকাশ পেয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সহানুভূতির চিঠি
(খ) আকাশ হয়েছে লাল
(গ) শপথের চিঠি
(ঘ) দেখা দেবে বুঝি প্ৰভাত এখুনি ✓
৯. "রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ?" এখানে কী অর্থে 'রাত' শব্দটি ব্যবহৃত হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC) রাজশাহী বোর্ড]
(ক) আলোর অভাব
(খ) শোষণ-বঞ্চনা
(গ) অসহায় জীবন
(ঘ) দুঃখ-দুর্দশা ✓
১০. কী কাজ রানার নিয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) খবর আনার ✓
(খ) বাড়ি তৈরির
(গ) পানি আনার
(ঘ) শিক্ষাকের
১১. “ভোরতো হয়েছে আকাশ হয়েছে লাল” কী বোঝানো হয়েছে এই লাইনটি দ্বারা ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) দুঃখ শেষে সুখ এসেছে
(খ) কাজে যাওয়ার সময় হয়েছে
(গ) বরাদ্দকৃত সময় শেষ হয়েছে
(ঘ) দুঃখের দিন শুরু হয়েছে ✓
১২. "কাজ নিয়েছে সে নতুন খবর আনার" কোন কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে ?
(ক) রানার ✓
(খ) মানুষ
(গ) বই পড়া
(ঘ) সুভা
১৩. কিসের মতো করে রানার ছোটেন ?
(ক) স্টিমারের মতো
(খ) ঘোড়ার মতো
(গ) ট্রেনের মতো
(ঘ) হরিণের মতো ✓
১৪. কী ফুটে উঠেছে রানারের চরিত্রে ?
(ক) দায়িত্বশীলতা ✓
(খ) দারিদ্র্য
(গ) কঠোর পরিশ্রম
(ঘ) কাজের প্রতি নিষ্ঠা
১৫. কিসে ঢাকা পড়ে রানারের দুঃখের কথা ?
(ক) পাঁচ পাতায়
(খ) কালো রাত্রির খামে ✓
(গ) চোখের জলে
(ঘ) পথের ভাঁজে
১৬. ‘জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে’- এই উক্তিটি দ্বারা কী ব্যক্ত করা হয়েছে ?
(ক) দারিদ্র্য
(খ) বৈষম্য ✓
(গ) যন্ত্রণা
(ঘ) নিষ্ঠুরতা
১৭. কবি কী বুঝিয়েছেন নতুন খবর’ বলতে ?
(ক) নতুন জীবন
(খ) শুভদিন
(গ) নতুন আশা ✓
(ঘ) নয়া ফরমান
১৮. হতে কী নিয়ে 'রানার' কবিতায় রানার ছুটছে ?
(ক) লণ্ঠন ✓
(খ) কলম
(গ) মোমবাতি
(ঘ) পানি
১৯. কবি চেতনার কোন পরিচয় রানার’ কবিতায় বিধৃত হয়েছে ?
(ক) বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
(খ) গণমানুষের প্রতি মমত্ব
(গ) শ্রমজীবী মানুষের প্রতি দরদ ✓
(ঘ) ধনিক শ্রেণির প্রতি ঘৃণা
২০. এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, এই লাইনটি পরের লাইন কী হবে ?
(ক) পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে' ✓
(খ) ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে
(গ) শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;
(ঘ) এই বোঝা বয়ে বেড়ানোর দিন কবে শেষ হবে
২১. রানার’ কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন কত সালে ?
(ক) ১৯২৬ ✓
(খ) ১৯২৯
(গ) ১৯২০
(ঘ) ১৯৪৩