প্রবাস বন্ধু গল্পের mcq। প্রবাস বন্ধু গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (২১+)

প্রবাস বন্ধু গল্পের mcq

'প্রবাস বন্ধু' গল্পটি নবম-দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ গল্প। প্রবাস বন্ধু গল্পের বহুনির্বাচনি প্রশ্ন নিয়মিত আসতে দেখা যায় (SSC) র্বোড পরীক্ষায়। নিচে গুরুত্বপূর্ণ 'প্রবাস বন্ধু' গল্পের mcq সংযুক্ত করা হয়েছে।

প্রবাস বন্ধু গল্পের MCQ:

১. 'প্রবাস বন্ধু' গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) 'দেশে-বিদেশে'✓
(খ) রুদ্র মঙ্গল
(গ) সনেট
(ঘ) প্রবাসী

২. 'প্রবাস বন্ধু' গল্পে আবদুর রহমানকে নরদানব বলেছেন কেন লেখক ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) আচরণের জন্য
(খ) বেশি রান্নার জন্য
(গ) শারীরিক গঠনের জন্য ✓
(ঘ) বেশি খাওয়ার জন্য

৩. পাগমান পাহাড়ের রং দেখতে কেমন 'প্রবাস বন্ধু' গল্পে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সাদা
(খ) নীল ✓
(গ) কালো
(ঘ) ধূসর

৪. 'এবার তুমি গিয়ে ভাল করে খাও।' 'প্রবাস বন্ধু' গল্পের এ উক্তিটি দ্বারা কোন ভাব ফুঠে উঠেছে লেখকের ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বিদ্বেষ
(খ) ক্ষোভ
(গ) বিরক্তি ✓
(ঘ) ঘৃণা

৫. কাবুল থেকে খাজামোল্লা গ্রামটি কত মাইল দূরে অবস্থিত ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) দেড় মাইল
(খ) আড়াই মাইল ✓
(গ) দুই মাইল
(ঘ) তিন মাইল

৬. 'প্রবাস বন্ধু' গল্পটি কে রচনা করেছেন ?
(ক) সৈয়দ মুজতবা আলী ✓
(খ) জীবনানন্দ দাশ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

৭.'প্রবাস বন্ধু' গল্পে পানশিরের হাওয়ার সাথে কিসের সাদৃশ্য রয়েছে ?
(ক) ধারালো ছুরি ✓
(খ) ঠান্ডা বরফ
(গ) ঘোড়ার তেজ
(ঘ) ময়লাহীন ফুল

৮. 'প্রবাস বন্ধু' গল্পের লেখক খাজামোল্লা গ্রামের বাসায় উঠেছিলেন কোন ঋতুতে ?
(ক) গ্রীষ্মকাল ✓
(খ) বর্ষাকাল
(গ) শীতকাল
(ঘ) বসন্তকাল

৯. ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’ —এ কাজগুলো কে করে দেবে ?
(ক) জিরার সাহেব
(খ) লেখকের বন্ধু
(গ) আবদুর রহমান ✓
(ঘ) প্রবাস বন্ধু

১০. 'প্রবাস বন্ধু' গল্পে কয় পেয়ালা কাবুলি সবুজ চা খেয়ে কাবুলের মানুষ অভ্যস্ত ?
(ক) তিন–চার পেয়ালা
(খ) এক–দুই পেয়ালা
(গ) দুই–তিন পেয়ালা
(ঘ) পাঁচ–ছয় পেয়ালা ✓

১১. আবদুর রহমানের সাথে কে লেখককে আলাপ করিয়ে দিয়েছেন ?
(ক) অধ্যক্ষ জিরার ✓
(খ) লেখকের বন্ধু
(গ) হরফন–মৌলা
(ঘ) প্রবাস বন্ধু

১২. বাসার সাথে সাথে লেখক কী পেলেন ?
(ক) আসবাব
(খ) বাগান
(গ) চাকর ✓
(ঘ) গাড়ি

১৩. প্রবাস বন্ধু' গল্পে ‘হরফন–মৌলা’ বলা হয়েছে কেন আবদুর রহমানকে ?
(ক) ভালো রান্না জানেন বলে
(খ) অত্যন্ত বিনয়ী স্বভাবের বলে
(গ) বিশাল দেহের অধিকারী বলে
(ঘ) বহুমুখী কাজে পারদর্শী বলে ✓

১৪. আবদুর রহমানের পরনে কোন রকমের পোশাক ছিল ?
(ক) সিলাওয়ার, কুর্তা আর ওয়াসকিট ✓
(খ) পাঞ্জাবি ও লুঙ্গি
(গ) লুঙ্গি ও গেঞ্জি
(ঘ) সিলাওয়ার আর ওয়াসকিট

১৫. লেখক ‘পাণ্ডুয়ার’ সঙ্গে আবদুর রহমানের চোখ দুটোকে তুলনা করেছেন কেন ?
(ক) ডাগর ও ভাসা বলে ✓
(খ) কালো ও বড় বলে
(গ) আয়তলোচন বলে
(ঘ) ছোট ও মিনমিনে বলে

১৬. আবদুর রহমানকে কার সাথে লেখক তুলনা করে ছিলেন ?
(ক) কুস্তিগির
(খ) ভীমসেন ✓
(গ) বীরযোদ্ধা
(ঘ) পালোয়ান

১৭. খাজামোল্লা গ্রামে গ্রীষ্মকালে বরফ আসে কোথায় থেকে ?
(ক) কাবুল শহর
(খ) পাগমানের পাহাড় ✓
(গ) বরফকল
(ঘ) তুষারপাত

১৮. কোনটির অভাব লক্ষ করা যায় আবদুর রহমানের ভেতর পর্বতপ্রমাণ বোঝা বইবার ক্ষেত্রে ?
(ক) শক্তির
(খ) ধৈর্যের
(গ) বুদ্ধির ✓
(ঘ) সময়ের

১৯. কী হাঁকিয়ে মঁসিয়ে জিরার বাড়ি ফিরছিলেন ?
(ক) টমটম
(খ) টাঙা
(গ) মোটর ✓
(ঘ) রথ

২০. প্রবাস বন্ধু' গল্পে ওপরের বরফ সরিয়ে নিচে কী দেখালেন আবদুর রহমান ?
(ক) আপেল
(খ) ফালুদা
(গ) আঙুর ✓
(ঘ) বেদানা

২১. প্রবাস বন্ধু' গল্পের লেখকের ব্রহ্মরন্ধ্র ঝিনঝিন করে উঠেছিল কোন আঙুর খেতে গিয়ে ?
(ক) প্রচণ্ড মিষ্টি হওয়ায়
(খ) প্রচণ্ড ঠান্ডা হওয়ায় ✓
(গ) প্রচণ্ড টক হওয়ায়
(ঘ) প্রচণ্ড গরম হওয়ায়

২২. কোনটি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আবদুর রহমানের বিবেচনায় ?
(ক) খাজামোল্লা
(খ) কাবুল
(গ) পানশির ✓
(ঘ) পাগমান
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url