বই পড়া mcq | বই পড়া বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (২১+)

বই পড়া mcq

বই পড়া প্রমথ চৌধুরী রচিত একটি গল্প, এই গল্পটির mcq / বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অনেক গুরুত্বপূর্ণ। বিগত সালের বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন চাকরী পরীক্ষায় নিয়মিত প্রশ্ন এসে থাকে এই গল্প থেকে।

বই পড়া MCQ:

১. কীসের ওপরে ‘বই পড়া' প্রবন্ধের লেখক লাইব্রেরিকে স্থান দিয়েছেন ? [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) হাসপাতালের
(খ) অর্থ-বিত্তের
(গ) স্কুল-কলেজের ✓
(ঘ) জ্ঞানী মানুষের

২. কী বুঝায় স্বশিক্ষিত বলতে ? [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) সৃজনশীলতা অর্জন ✓
(খ) বুদ্ধির জাগরণ
(গ) সার্টিফিকেট অর্জন
(ঘ) উচ্চ শিক্ষা অর্জন

৩. 'বই পড়া' প্রবন্ধটি কে রচনা করেছেন ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার ২০২৩]
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) মোতাহের হোসেন চৌধুরী
(গ) প্রমথ চৌধুরী ✓
(ঘ) হায়াৎ মাহমুদ

৪. জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের কী উপায় ‘বই পড়া' প্রবন্ধ অনুসারে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) উদরপূর্তি করানোর মাধ্যমে
(খ) শিক্ষার উল্টো টান টেনে
(গ) মনকে সজাগ ও সরল রাখা ✓
(ঘ) কাব্যচর্চা করা

৫. শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের 'বই পড়া' প্রবন্ধের আলোকে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) বই পড়া
(খ) অর্থপ্রাপ্তি ✓
(গ) পরীক্ষা পাস
(ঘ) সাহিত্যচর্চা

৬. লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান কেন দিয়েছেন ‘বই পড়া’ প্রবন্ধের লেখক ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) মানসিক সুস্থতার জন্য ✓
(খ) উচ্চশিক্ষা অর্জনের জন্য
(গ) শারীরিক সুস্থতার জন্য
(ঘ) জ্ঞানে বড় হওয়ার জন্য

৭. 'বই পড়া' প্রবন্ধে লেখকের মতে কোথায় বসে নীতির চর্চা করা যায় ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) গুহায়
(খ) মসজিদে
(গ) মন্দিরে
(ঘ) ঘরে ✓

৮. তৎকালীন স্কুল-কলেজের শিক্ষাকে 'বই পড়া' প্রবন্ধে মারাত্মক বলার কারণ কী ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) মুখস্থ বিদ্যা চর্চায় উৎসাহিত করে
(খ) কেবল পাস করতে উদ্বুদ্ধ করে
(গ) সুশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না
(ঘ) স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে দেয় ✓

৯. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' -এই বাক্যটি কে করেছেন ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯]
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) প্রমথ চৌধুরী ✓
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) মমতাজ উদ্দিন আহমেদ

১০. প্রমথ চৌধুরী ডেমোক্রেসির গুরুরা' বলতে কাদের বুঝিয়েছেন ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) ফরাসি
(খ) ইংরেজ ✓
(গ) আমেরিকান
(ঘ) ভারতীয়

১১. 'বই পড়া' প্রবন্ধের লেখক প্রমথ চৌধুরী কী ছদ্মনাম ব্যবহৃর করতেন ? [বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর সিনিয়র ইন্সট্রাক্টর (TTC) নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) হুতোম প্যাঁচা
(খ) টেকচাঁদ ঠাকুর
(গ) বীরবল ✓
(ঘ) অবধূত

১২. কাদের দোষে কাব্যমৃতে উপর আমাদের অরুচি ধরেছে ? [মাধ্যমিক বিদ্যালয় (সরকারি) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০০১]
(ক) আমাদের সকলের
(খ) আমাদের কবিদের
(গ) আমাদের শিক্ষিত ব্যক্তিদের ✓
(ঘ) আমাদের শিক্ষার

১৩. নিচের কোন প্রবন্ধটিতে একটি লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল ? [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) সিলেট বোর্ড]
(ক) শিক্ষা ও মনুষ্যত্ব
(খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
(গ) পল্লিসাহিত্য
(ঘ) বই পড়া

১৪. লেখকের পরামর্শ কী ছিল 'বইপড়া' প্রবন্ধে বইপড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য ? [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক]
(ক) নিয়মিত বই কেনা
(খ) বেশি করে বই প্রকাশ করা
(গ) বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা ✓
(ঘ) বই বেচা-কেনার জন্য সেমিনার করা

১৫. নিচের কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ ?
(ক) সাহিত্যচর্চা ✓
(খ) খবরের কাগজ পড়া
(গ) লাইব্রেরি গড়ে তোলা
(ঘ) অনুশীলন

১৬. বর্তমান কোনটি আমাদের শিক্ষার অবস্থায় মনের হাসপাতাল ?
(ক) গুরুগৃহ
(খ) লাইব্রেরি ✓
(গ) স্কুল
(ঘ) ফুলের বাগান

১৭. কোন গ্রন্থ থেকে বই পড়া প্রবন্ধটি সংকলিত হয়েছে ?
(ক) গল্প-সংগ্রহ
(খ) প্রবন্ধ-সংকলন ✓
(গ) প্রবন্ধ-সংগ্রহ
(ঘ) নির্বাচিত প্রবন্ধ

১৮. শিষ্য নিজের মন নিজে গড়ে তােলে কোন শক্তির বলে ?
(ক) আত্মার ✓
(খ) সাহিত্যের
(গ) গুরুর
(ঘ) ডেমােক্রেসির

১৯. মূল উপজীব্য কি ‘বই পড়া’ প্রবন্ধে ?
(ক) দেশের ভুল শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করা
(খ) জনগণের প্রতি উদ্বুদ্ধ করা
(গ) সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ ✓
(ঘ) ঘরে ঘরে লাইব্রেরী গড়ে তোলা

২০. রেজিস্টারি রাখা হয় না কার মৃত্যুর ?
(ক) আত্মার ✓
(খ) পাখির
(গ) দেহের
(ঘ) পশুর

২১. “কেননা দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না।” এই উক্তিটি নিচের কোন রচনা থেকে নেওয়া হয়েছে ?
(ক) নিরীহ বাঙালি
(খ) বই পড়া ✓
(গ) শিক্ষা ও মনুষ্যত্ব
(ঘ) নিমগাছ

২২. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন কত সালে ?
(ক) ১৮৬৮ খ্রিষ্টাব্দের ✓
(খ) ১৭৬৮ খ্রিষ্টাব্দের
(গ) ১৮৬৭ খ্রিষ্টাব্দের
(ঘ) ১৯৬৮ খ্রিষ্টাব্দের
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement