রেইনকোট এর mcq । রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (৩৫+)
‘রেইনকোট' গল্পটি একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে গঠিত। এই গল্পে পাকিস্তান বাহিনীর অত্যাচারের কাহিনী ফুটে উঠেছে। বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ রেইনকোট' গল্পের mcq.
রেইনকোট এর MCQ:
১. রেইনকোট কে ‘রেইনকোট' গল্পে কিসের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা- ঘ ইউনিট (২০২১-২০২২), গুচ্ছ বিশ্ব. (GST) ভর্তি পরীক্ষা- বি ইউনিট (2020-2021)]
(ক) সহিষ্ণুতা
(খ) সাহস ও দেশপ্রেম ✓
(গ) ধৈর্য ও ক্ষমা
(ঘ) মৃত্যু
(খ) সাহস ও দেশপ্রেম ✓
(গ) ধৈর্য ও ক্ষমা
(ঘ) মৃত্যু
২. ‘রেইনকোট’ গল্পের মূল বিষয় বস্তু নিচের কোনটি ? [চট্টগ্রাম বিশ্ব.কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট (২০২১-২০২২)]
(ক) দেশ বিভাগ
(খ) মুক্তিযুদ্ধ ✓
(গ) ভাষা-আন্দোলন
(ঘ) গণ-আন্দোলন
(খ) মুক্তিযুদ্ধ ✓
(গ) ভাষা-আন্দোলন
(ঘ) গণ-আন্দোলন
৩. কে রেইনকোট’ গল্পের কথক ? [রাজশাহী বিশ্ব. এর A ইউনিট (Group-1) মানবিক ভর্তি পরীক্ষা- ( ২০২১-২২), ঢাকা বিশ্ব. কর্তৃক ২০২২-২৩ (চারুকলা ইউনিট, আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষা]
(ক) আব্দুস সাত্তার মৃধা
(খ) আখতারুজ্জামান ইলিয়াস
(গ) ড. আফাজ আহমদ
(ঘ) নুরুল হুদা ✓
(খ) আখতারুজ্জামান ইলিয়াস
(গ) ড. আফাজ আহমদ
(ঘ) নুরুল হুদা ✓
৪. “রেইনকোট' গল্প কোন পটভূমিতে রচিত ? [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা- D Unit 2019-20]
(ক) বায়ান্নর ভাষা আন্দোলন
(খ) চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন
(গ) একাত্তরের মুক্তিযুদ্ধ ✓
(ঘ) ঊনসত্তরের গনঅভ্যুত্থান
(খ) চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন
(গ) একাত্তরের মুক্তিযুদ্ধ ✓
(ঘ) ঊনসত্তরের গনঅভ্যুত্থান
৫. কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপন কার হয় 'রেইনকোট' গল্পে ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২১-২২]
(ক) কলেজ জিমন্যাশিয়ামে ✓
(খ) কলেজ অডিটোরিয়ামে
(গ) কলেজ লাইব্রেরীতে
(ঘ) কলেজ অফিস কক্ষে
(খ) কলেজ অডিটোরিয়ামে
(গ) কলেজ লাইব্রেরীতে
(ঘ) কলেজ অফিস কক্ষে
৬. কোন বিষয়ের লেকচারার ছিলেন নুরুল হুদা রেইনকোট গল্পে ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদ ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট(বিকাল) ২০১৯-২০২০]
(ক) কেমিস্ট্রি ✓
(খ) বাংলা
(গ) ইংরেজি
(ঘ) জিওগ্রাফি
(খ) বাংলা
(গ) ইংরেজি
(ঘ) জিওগ্রাফি
৭. কোন ঋতুর কথা ’রেইনকোট’ গল্পে উল্লেখ করা হয়েছে ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের ভর্তি পরীক্ষা]
(ক) শীত
(খ) হেমন্ত
(গ) বর্ষা ✓
(ঘ) শরৎ
(খ) হেমন্ত
(গ) বর্ষা ✓
(ঘ) শরৎ
৮. পিয়নের নাম কি ছিল 'রেইনকোট' গল্পে ? [Bangladesh University of Professionals (BUP) Faculty of Security and Strategic Studies(FSSS) 2018-2019, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা- ক ইউনিট (২০১৬-২০১৭)]
(ক) ইলিয়াস
(খ) ইসহাক মিয়া ✓
(গ) নুরুলহুদা
(ঘ) জমিরউদ্দিন
(খ) ইসহাক মিয়া ✓
(গ) নুরুলহুদা
(ঘ) জমিরউদ্দিন
৯. কোন প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্পটি রচিত ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর | ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) | ১২.০৩.২০১৮]
(ক) ঊনসত্তরের গনঅভ্যত্থান
(খ) একাত্তরের মুক্তিযুদ্ধ ✓
(গ) ভাষা আন্দোলন
(ঘ) সিপাহী বিদ্রোহ
(খ) একাত্তরের মুক্তিযুদ্ধ ✓
(গ) ভাষা আন্দোলন
(ঘ) সিপাহী বিদ্রোহ
১০. ‘রেইনকোট’ গল্পে নিচের কোন চরিত্রটি প্রধান ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট(সকাল) ২০২১-২০২২]
(ক) আমানত
(খ) নরুচ্ছফা
(গ) নুরুলহুদা ✓
(ঘ) নুরুলদীন
(খ) নরুচ্ছফা
(গ) নুরুলহুদা ✓
(ঘ) নুরুলদীন
১১. রেইনকোটটি কার ছিল ‘রেইনকোট’ গল্পে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- A ইউনিট (Group-2) মানবিক (২০২১-২০২২), একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC) ঢাকা বোর্ড]
(ক) আব্দুস সাত্তার মৃধার
(খ) নুরুল হুদার
(গ) ইসহাকের
(ঘ) মিন্টূর ✓
(খ) নুরুল হুদার
(গ) ইসহাকের
(ঘ) মিন্টূর ✓
১২. ‘রেইনকোট’ গল্পে কোন মাস থেকে ইসহাক বাংলা বলা বাদ দিয়েছেন ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- B ইউনিট (অ-বাণিজ্য) ২০২১-২০২২]
(ক) মার্চ
(খ) মে ✓
(গ) এপ্রিল
(ঘ) জুন
(খ) মে ✓
(গ) এপ্রিল
(ঘ) জুন
১৩. নিচের কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন 'রেইনকোট' গল্পের প্রেক্ষাপটে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC) বরিশাল বোর্ড]
(ক) রাজাকারের দৌরাত্ম্য
(খ) নুরুল হুদার দেশপ্রেম ✓
(গ) গেরিলাদের আক্রমণ
(ঘ) হানাদারদের নিপীড়ন
(খ) নুরুল হুদার দেশপ্রেম ✓
(গ) গেরিলাদের আক্রমণ
(ঘ) হানাদারদের নিপীড়ন
১৪. নিচের কোনটি সবচেয়ে সঙ্গতিপূর্ণ রেইনকোট" গল্পের সাথে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা- D ইউনিট (২০১৮-২০১৯)]
(ক) স্বার্থপরতা ও প্রতিহিংসা
(খ) সাহস ও দেশপ্রেম ✓
(গ) আত্মপ্রেম ও আত্মত্যাগ
(ঘ) ক্ষমতা ও প্রতিপত্তি
(খ) সাহস ও দেশপ্রেম ✓
(গ) আত্মপ্রেম ও আত্মত্যাগ
(ঘ) ক্ষমতা ও প্রতিপত্তি
১৫. নুরুল হুদার মধ্যে কোন কোন অনুভূতির সঞ্চার হয় রেইনকোট গায়ে দিয়ে ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা- C Unit (Set Code: B) (2020-21)]
(ক) উষ্ণতা, সাহস ও ভ্রাতৃপ্রীতি
(খ) উষ্ণতা, গর্ব ও দেশপ্রেম
(গ) উষ্ণতা, সাহস ও দেশপ্রেম ✓
(ঘ) উষ্ণতা, দ্রোহ ও মুক্তির আকাঙ্খা
(খ) উষ্ণতা, গর্ব ও দেশপ্রেম
(গ) উষ্ণতা, সাহস ও দেশপ্রেম ✓
(ঘ) উষ্ণতা, দ্রোহ ও মুক্তির আকাঙ্খা
১৬. ‘রেইনকোট” গল্পে কোন ঋতুর শেষের বৃষ্টিতে নুরুল হুদার শীত শীত ভাব হয় ? [একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC) কুমিল্লা বোর্ড]
(ক) শেষ শরতের
(খ) শেষ শীতের
(গ) শেষ বর্ষার
(ঘ) শেষ হেমন্তের ✓
(খ) শেষ শীতের
(গ) শেষ বর্ষার
(ঘ) শেষ হেমন্তের ✓
১৭. কতবার বাড়ি বদল করেছেন নুরুল হুদা ‘রেইনকোট’ গল্পে ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট(হালদা) ২০২০-২০২১]
(ক) দুইবার
(খ) চারবার ✓
(গ) তিনবার
(ঘ) পাঁচবার
(খ) চারবার ✓
(গ) তিনবার
(ঘ) পাঁচবার
১৮. 'রেইনকোট' গল্পে মাঠ পেরিয়ে কোনদিকে প্রিন্সিপালের কোয়ার্টার ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা- বি ইউনিট (Set code: I) 2021-22]
(ক) বাঁ দিকে ✓
(খ) সামনে
(গ) ডান দিকে
(ঘ) একটু সামনে গিয়ে সোজা
(খ) সামনে
(গ) ডান দিকে
(ঘ) একটু সামনে গিয়ে সোজা
১৯. 'শোনেন, মিলিটারি যাদের ধরে, মিছেমিছি ধরে না।' “রেইনকোট” গল্পে এই বাক্যটি কে বলেছেন ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- A unit (মানবিক) গ্রুপ-২ (২০২২-২০২৩)।। (30-05-2023]
(ক) আকবর সাজিদ
(খ) নুরুল হুদা
(গ) আবদুস সাত্তার মৃধা
(ঘ) আফাজ আহমদ ✓
(খ) নুরুল হুদা
(গ) আবদুস সাত্তার মৃধা
(ঘ) আফাজ আহমদ ✓
২০. ‘রেইনকোট’ গল্পটি কীসের উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে ? [বঙ্গবন্ধু শে.মু. রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা- D ইউনিট]
(ক) মুক্তিযুদ্ধের শুরুর পর্যায়
(খ) মুক্তিযুদ্ধের মধ্যবর্তী পর্যায়
(গ) মুক্তিযুদ্ধের শেষের পর্যায় ✓
(ঘ) ‘৭৫-এর পরবর্তী পর্যায়
(খ) মুক্তিযুদ্ধের মধ্যবর্তী পর্যায়
(গ) মুক্তিযুদ্ধের শেষের পর্যায় ✓
(ঘ) ‘৭৫-এর পরবর্তী পর্যায়
২১. 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে ‘রেইনকোট’ গল্পে কী বুঝানো হয়েছে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- A ইউনিট (মানবিক) ২০২১-২০২২]
(ক) গেরিলা যোদ্ধা
(খ) শহীদ মিনার ✓
(গ) নূরল হুদা
(ঘ) রেইনকোট
(খ) শহীদ মিনার ✓
(গ) নূরল হুদা
(ঘ) রেইনকোট
২২. কোন গ্রন্থ থেকে 'রেইনকোট' গল্পটি নেওয়া হয়েছে ? [Bangladesh University of Professionals (BUP) Faculty of Arts and Social Science (FASS) 2020-2021]
(ক) খোয়ারি
(খ) জাল স্বপ্ন স্বপ্নের জাল ✓
(গ) দোজখের ওম
(ঘ) দুধে ভাতে উৎপাত
(খ) জাল স্বপ্ন স্বপ্নের জাল ✓
(গ) দোজখের ওম
(ঘ) দুধে ভাতে উৎপাত
২৩. ’বর্ষাকালেই তো জুৎ।’ এই কথাটি কতবার ‘রেইনকোট’ গল্পে বলা হয়েছে ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা- B ইউনিট (২০১৭-২০১৮)]
(ক) একবার
(খ) তিনবার
(গ) দুইবার ✓
(ঘ) চারবার
(খ) তিনবার
(গ) দুইবার ✓
(ঘ) চারবার
২৪. "রেইনকোট" গল্পটি কে রচনা করেছেন ? [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব. ভর্তি পরীক্ষা- ইউনিট : (AL)]
(ক) আখতারুজ্জামান ইলিয়াস ✓
(খ) শওকত আলী
(গ) মোপাসা
(ঘ) শওকত ওসমান
(খ) শওকত আলী
(গ) মোপাসা
(ঘ) শওকত ওসমান
২৫. ‘রাশিয়ার ছিল জেনারেল উইন্টার' ‘রেইনকোট’ গল্পে, আমাদের জেনারেল মনসুন, এই কথাটি উত্থাপিত হয়েছে কোথায় ? [খুলনা বিশ্ব. ভর্তি পরীক্ষা- B ইউনিট]
(ক) ওয়েল্ডিং ওয়ার্কশপ ক্যাম্পে
(খ) প্রিন্সিপালের কামরায়
(গ) পাশের ফ্লাটের গোলগাল মুখের মহিলার কথায়
(ঘ) স্টাফরুমে ফিসফিস করে কারো কথায় ✓
(খ) প্রিন্সিপালের কামরায়
(গ) পাশের ফ্লাটের গোলগাল মুখের মহিলার কথায়
(ঘ) স্টাফরুমে ফিসফিস করে কারো কথায় ✓
২৬. প্রিন্সিপালের নাম কী ছিল ‘রেইনকোট’ গল্পে ? [যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা- D ইউনিট]
(ক) প্রফেসর আকবর সাজিদ
(খ) প্রফেসর নূরুল হুদা
(গ) আখতারুজ্জামান ইলিয়াস
(ঘ) ড. আফাজ আহমদ ✓
(খ) প্রফেসর নূরুল হুদা
(গ) আখতারুজ্জামান ইলিয়াস
(ঘ) ড. আফাজ আহমদ ✓
২৭. কত সালে ‘রেইনকোট' গল্পটি প্রথম প্রকাশিত হয় ? [একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC)]
(ক) ১৯৯৫ সালে ✓
(খ) ১৯৯৭ সালে
(গ) ১৯৯৬ সালে
(ঘ) ১৯৯০ সালে
(খ) ১৯৯৭ সালে
(গ) ১৯৯৬ সালে
(ঘ) ১৯৯০ সালে
২৮. স্টেট ঘাসের রং কেমন ছিল ‘রেইনকোট' গল্পে ? [আন্ডার.গ্র্যা. (বিজ্ঞান ইউনিট) ভর্তি পরীক্ষা (সাত কলেজ) ২০২২-২৩]
(ক) সাদা
(খ) লাল ✓
(গ) জলপাই
(ঘ) সবুজ
(খ) লাল ✓
(গ) জলপাই
(ঘ) সবুজ
২৯. কেন মসজিদের মাইক্রোফোন অফ ছিল 'রেইনকোট' গল্পে ? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা- C Group]
(ক) কর্নেলর হুকুমে
(খ) গুলি লেগেছিল
(গ) নষ্ট হওয়ায়
(ঘ) বিদ্যুৎ না থাকায় ✓
(খ) গুলি লেগেছিল
(গ) নষ্ট হওয়ায়
(ঘ) বিদ্যুৎ না থাকায় ✓
৩০. কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য ‘রেইনকোট’ গল্পে বর্ণিত জেনারেল ইউন্টার ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা- D ইউনিট-(বিকেল)-২০১৯-২০২০]
(ক) জার্মানী
(খ) রাশিয়া ✓
(গ) ইংল্যান্ড
(ঘ) পাকিস্তান
(খ) রাশিয়া ✓
(গ) ইংল্যান্ড
(ঘ) পাকিস্তান
৩১. ‘রেইনকোট' গল্পে কী জিনিস ছিল মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC)]
(ক) খাদ্য
(খ) সাহায্য
(গ) অস্ত্র ✓
(ঘ) আলমারি
(খ) সাহায্য
(গ) অস্ত্র ✓
(ঘ) আলমারি
৩২. 'রেইনকোট' গল্পে কত তারিখে মিন্টু মগবাজারের ফ্ল্যাট থেকে চলে যায় ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা- C Unit (Set Code: A) 2019-20]
(ক) ২৩ জুন ✓
(খ) ২৩ মার্চ
(গ) ২৩ জুলাই
(ঘ) ২৩ এপ্রিল
(খ) ২৩ মার্চ
(গ) ২৩ জুলাই
(ঘ) ২৩ এপ্রিল
৩৩. কোথায় মিলিটারি ক্যাম্পের অবস্থান ছিল রেইনকোট গল্পে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC) ময়মনসিংহ বোর্ড]
(ক) প্রিন্সিপালের অফিস
(খ) ফুটবল মাঠ
(গ) প্রিন্সিপালের কোয়ার্টার
(ঘ) জিমন্যাশিয়াম ✓
(খ) ফুটবল মাঠ
(গ) প্রিন্সিপালের কোয়ার্টার
(ঘ) জিমন্যাশিয়াম ✓
৩৪. ‘আন অথারাইজড কনস্ট্রাকশন' বলতে ‘রেইনকোট' গল্পে কী বুঝানো হয়েছে— [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC)]
(ক) কলেজ কম্পাউন্ড
(খ) স্মৃতিসৌধ
(গ) জিমনেশিয়াম
(ঘ) শহিদ মিনার ✓
(খ) স্মৃতিসৌধ
(গ) জিমনেশিয়াম
(ঘ) শহিদ মিনার ✓
৩৫. ‘রেইনকোট' গল্পে নুরুল হুদার ভীতু প্রকৃতির অপসারণে কোন বিশেষ তাৎপর্যে চিহ্নিত করা হয়েছে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- C ইউনিট : 2021-2022]
(ক) রূপক
(খ) প্রতীক ✓
(গ) সংকেত
(ঘ) কোনটিই নয়
(খ) প্রতীক ✓
(গ) সংকেত
(ঘ) কোনটিই নয়