রেইনকোট এর mcq । রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (৩৫+)

রেইনকোট এর mcq

‘রেইনকোট' গল্পটি একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে গঠিত। এই গল্পে পাকিস্তান বাহিনীর অত্যাচারের কাহিনী ফুটে উঠেছে। বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ রেইনকোট' গল্পের mcq.

রেইনকোট এর MCQ:

১. রেইনকোট কে ‘রেইনকোট' গল্পে কিসের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা- ঘ ইউনিট (২০২১-২০২২), গুচ্ছ বিশ্ব. (GST) ভর্তি পরীক্ষা- বি ইউনিট (2020-2021)]
(ক) সহিষ্ণুতা
(খ) সাহস ও দেশপ্রেম ✓
(গ) ধৈর্য ও ক্ষমা
(ঘ) মৃত্যু

২. ‘রেইনকোট’ গল্পের মূল বিষয় বস্তু নিচের কোনটি ? [চট্টগ্রাম বিশ্ব.কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট (২০২১-২০২২)]
(ক) দেশ বিভাগ
(খ) মুক্তিযুদ্ধ ✓
(গ) ভাষা-আন্দোলন
(ঘ) গণ-আন্দোলন

৩. কে রেইনকোট’ গল্পের কথক ? [রাজশাহী বিশ্ব. এর A ইউনিট (Group-1) মানবিক ভর্তি পরীক্ষা- ( ২০২১-২২), ঢাকা বিশ্ব. কর্তৃক ২০২২-২৩ (চারুকলা ইউনিট, আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষা]
(ক) আব্দুস সাত্তার মৃধা
(খ) আখতারুজ্জামান ইলিয়াস
(গ) ড. আফাজ আহমদ
(ঘ) নুরুল হুদা ✓

৪. “রেইনকোট' গল্প কোন পটভূমিতে রচিত ? [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা- D Unit 2019-20]
(ক) বায়ান্নর ভাষা আন্দোলন
(খ) চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন
(গ) একাত্তরের মুক্তিযুদ্ধ ✓
(ঘ) ঊনসত্তরের গনঅভ্যুত্থান

৫. কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপন কার হয় 'রেইনকোট' গল্পে ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২১-২২]
(ক) কলেজ জিমন্যাশিয়ামে ✓
(খ) কলেজ অডিটোরিয়ামে
(গ) কলেজ লাইব্রেরীতে
(ঘ) কলেজ অফিস কক্ষে

৬. কোন বিষয়ের লেকচারার ছিলেন নুরুল হুদা রেইনকোট গল্পে ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদ ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট(বিকাল) ২০১৯-২০২০]
(ক) কেমিস্ট্রি ✓
(খ) বাংলা
(গ) ইংরেজি
(ঘ) জিওগ্রাফি

৭. কোন ঋতুর কথা ’রেইনকোট’ গল্পে উল্লেখ করা হয়েছে ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের ভর্তি পরীক্ষা]
(ক) শীত
(খ) হেমন্ত
(গ) বর্ষা ✓
(ঘ) শরৎ

৮. পিয়নের নাম কি ছিল 'রেইনকোট' গল্পে ? [Bangladesh University of Professionals (BUP) Faculty of Security and Strategic Studies(FSSS) 2018-2019, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা- ক ইউনিট (২০১৬-২০১৭)]
(ক) ইলিয়াস
(খ) ইসহাক মিয়া ✓
(গ) নুরুলহুদা
(ঘ) জমিরউদ্দিন

৯. কোন প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্পটি রচিত ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর | ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) | ১২.০৩.২০১৮]
(ক) ঊনসত্তরের গনঅভ্যত্থান
(খ) একাত্তরের মুক্তিযুদ্ধ ✓
(গ) ভাষা আন্দোলন
(ঘ) সিপাহী বিদ্রোহ

১০. ‘রেইনকোট’ গল্পে নিচের কোন চরিত্রটি প্রধান ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট(সকাল) ২০২১-২০২২]
(ক) আমানত
(খ) নরুচ্ছফা
(গ) নুরুলহুদা ✓
(ঘ) নুরুলদীন

১১. রেইনকোটটি কার ছিল ‘রেইনকোট’ গল্পে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- A ইউনিট (Group-2) মানবিক (২০২১-২০২২), একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC) ঢাকা বোর্ড]
(ক) আব্দুস সাত্তার মৃধার
(খ) নুরুল হুদার
(গ) ইসহাকের
(ঘ) মিন্টূর ✓

১২. ‘রেইনকোট’ গল্পে কোন মাস থেকে ইসহাক বাংলা বলা বাদ দিয়েছেন ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- B ইউনিট (অ-বাণিজ্য) ২০২১-২০২২]
(ক) মার্চ
(খ) মে ✓
(গ) এপ্রিল
(ঘ) জুন

১৩. নিচের কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন 'রেইনকোট' গল্পের প্রেক্ষাপটে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC) বরিশাল বোর্ড]
(ক) রাজাকারের দৌরাত্ম্য
(খ) নুরুল হুদার দেশপ্রেম ✓
(গ) গেরিলাদের আক্রমণ
(ঘ) হানাদারদের নিপীড়ন

১৪. নিচের কোনটি সবচেয়ে সঙ্গতিপূর্ণ রেইনকোট" গল্পের সাথে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা- D ইউনিট (২০১৮-২০১৯)]
(ক) স্বার্থপরতা ও প্রতিহিংসা
(খ) সাহস ও দেশপ্রেম ✓
(গ) আত্মপ্রেম ও আত্মত্যাগ
(ঘ) ক্ষমতা ও প্রতিপত্তি

১৫. নুরুল হুদার মধ্যে কোন কোন অনুভূতির সঞ্চার হয় রেইনকোট গায়ে দিয়ে ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা- C Unit (Set Code: B) (2020-21)]
(ক) উষ্ণতা, সাহস ও ভ্রাতৃপ্রীতি
(খ) উষ্ণতা, গর্ব ও দেশপ্রেম
(গ) উষ্ণতা, সাহস ও দেশপ্রেম ✓
(ঘ) উষ্ণতা, দ্রোহ ও মুক্তির আকাঙ্খা

১৬. ‘রেইনকোট” গল্পে কোন ঋতুর শেষের বৃষ্টিতে নুরুল হুদার শীত শীত ভাব হয় ? [একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC) কুমিল্লা বোর্ড]
(ক) শেষ শরতের
(খ) শেষ শীতের
(গ) শেষ বর্ষার
(ঘ) শেষ হেমন্তের ✓

১৭. কতবার বাড়ি বদল করেছেন নুরুল হুদা ‘রেইনকোট’ গল্পে ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট(হালদা) ২০২০-২০২১]
(ক) দুইবার
(খ) চারবার ✓
(গ) তিনবার
(ঘ) পাঁচবার

১৮. 'রেইনকোট' গল্পে মাঠ পেরিয়ে কোনদিকে প্রিন্সিপালের কোয়ার্টার ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা- বি ইউনিট (Set code: I) 2021-22]
(ক) বাঁ দিকে ✓
(খ) সামনে
(গ) ডান দিকে
(ঘ) একটু সামনে গিয়ে সোজা

১৯. 'শোনেন, মিলিটারি যাদের ধরে, মিছেমিছি ধরে না।' “রেইনকোট” গল্পে এই বাক্যটি কে বলেছেন ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- A unit (মানবিক) গ্রুপ-২ (২০২২-২০২৩)।। (30-05-2023]
(ক) আকবর সাজিদ
(খ) নুরুল হুদা
(গ) আবদুস সাত্তার মৃধা
(ঘ) আফাজ আহমদ ✓

২০. ‘রেইনকোট’ গল্পটি কীসের উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে ? [বঙ্গবন্ধু শে.মু. রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা- D ইউনিট]
(ক) মুক্তিযুদ্ধের শুরুর পর্যায়
(খ) মুক্তিযুদ্ধের মধ্যবর্তী পর্যায়
(গ) মুক্তিযুদ্ধের শেষের পর্যায় ✓
(ঘ) ‘৭৫-এর পরবর্তী পর্যায়

২১. 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে ‘রেইনকোট’ গল্পে কী বুঝানো হয়েছে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- A ইউনিট (মানবিক) ২০২১-২০২২]
(ক) গেরিলা যোদ্ধা
(খ) শহীদ মিনার ✓
(গ) নূরল হুদা
(ঘ) রেইনকোট

২২. কোন গ্রন্থ থেকে 'রেইনকোট' গল্পটি নেওয়া হয়েছে ? [Bangladesh University of Professionals (BUP) Faculty of Arts and Social Science (FASS) 2020-2021]
(ক) খোয়ারি
(খ) জাল স্বপ্ন স্বপ্নের জাল ✓
(গ) দোজখের ওম
(ঘ) দুধে ভাতে উৎপাত

২৩. ’বর্ষাকালেই তো জুৎ।’ এই কথাটি কতবার ‘রেইনকোট’ গল্পে বলা হয়েছে ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা- B ইউনিট (২০১৭-২০১৮)]
(ক) একবার
(খ) তিনবার
(গ) দুইবার ✓
(ঘ) চারবার

২৪. "রেইনকোট" গল্পটি কে রচনা করেছেন ? [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব. ভর্তি পরীক্ষা- ইউনিট : (AL)]
(ক) আখতারুজ্জামান ইলিয়াস ✓
(খ) শওকত আলী
(গ) মোপাসা
(ঘ) শওকত ওসমান

২৫. ‘রাশিয়ার ছিল জেনারেল উইন্টার' ‘রেইনকোট’ গল্পে, আমাদের জেনারেল মনসুন, এই কথাটি উত্থাপিত হয়েছে কোথায় ? [খুলনা বিশ্ব. ভর্তি পরীক্ষা- B ইউনিট]
(ক) ওয়েল্ডিং ওয়ার্কশপ ক্যাম্পে
(খ) প্রিন্সিপালের কামরায়
(গ) পাশের ফ্লাটের গোলগাল মুখের মহিলার কথায়
(ঘ) স্টাফরুমে ফিসফিস করে কারো কথায় ✓

২৬. প্রিন্সিপালের নাম কী ছিল ‘রেইনকোট’ গল্পে ? [যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা- D ইউনিট]
(ক) প্রফেসর আকবর সাজিদ
(খ) প্রফেসর নূরুল হুদা
(গ) আখতারুজ্জামান ইলিয়াস
(ঘ) ড. আফাজ আহমদ ✓

২৭. কত সালে ‘রেইনকোট' গল্পটি প্রথম প্রকাশিত হয় ? [একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC)]
(ক) ১৯৯৫ সালে ✓
(খ) ১৯৯৭ সালে
(গ) ১৯৯৬ সালে
(ঘ) ১৯৯০ সালে

২৮. স্টেট ঘাসের রং কেমন ছিল ‘রেইনকোট' গল্পে ? [আন্ডার.গ্র্যা. (বিজ্ঞান ইউনিট) ভর্তি পরীক্ষা (সাত কলেজ) ২০২২-২৩]
(ক) সাদা
(খ) লাল ✓
(গ) জলপাই
(ঘ) সবুজ

২৯. কেন মসজিদের মাইক্রোফোন অফ ছিল 'রেইনকোট' গল্পে ? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা- C Group]
(ক) কর্নেলর হুকুমে
(খ) গুলি লেগেছিল
(গ) নষ্ট হওয়ায়
(ঘ) বিদ্যুৎ না থাকায় ✓

৩০. কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য ‘রেইনকোট’ গল্পে বর্ণিত জেনারেল ইউন্টার ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা- D ইউনিট-(বিকেল)-২০১৯-২০২০]
(ক) জার্মানী
(খ) রাশিয়া ✓
(গ) ইংল্যান্ড
(ঘ) পাকিস্তান

৩১. ‘রেইনকোট' গল্পে কী জিনিস ছিল মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC)]
(ক) খাদ্য
(খ) সাহায্য
(গ) অস্ত্র ✓
(ঘ) আলমারি

৩২. 'রেইনকোট' গল্পে কত তারিখে মিন্টু মগবাজারের ফ্ল্যাট থেকে চলে যায় ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা- C Unit (Set Code: A) 2019-20]
(ক) ২৩ জুন ✓
(খ) ২৩ মার্চ
(গ) ২৩ জুলাই
(ঘ) ২৩ এপ্রিল

৩৩. কোথায় মিলিটারি ক্যাম্পের অবস্থান ছিল রেইনকোট গল্পে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC) ময়মনসিংহ বোর্ড]
(ক) প্রিন্সিপালের অফিস
(খ) ফুটবল মাঠ
(গ) প্রিন্সিপালের কোয়ার্টার
(ঘ) জিমন্যাশিয়াম ✓

৩৪. ‘আন অথারাইজড কনস্ট্রাকশন' বলতে ‘রেইনকোট' গল্পে কী বুঝানো হয়েছে— [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC)]
(ক) কলেজ কম্পাউন্ড
(খ) স্মৃতিসৌধ
(গ) জিমনেশিয়াম
(ঘ) শহিদ মিনার ✓

৩৫. ‘রেইনকোট' গল্পে নুরুল হুদার ভীতু প্রকৃতির অপসারণে কোন বিশেষ তাৎপর্যে চিহ্নিত করা হয়েছে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- C ইউনিট : 2021-2022]
(ক) রূপক
(খ) প্রতীক ✓
(গ) সংকেত
(ঘ) কোনটিই নয়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url