একাত্তরের দিনগুলি mcq। একাত্তরের দিনগুলি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (২৫+)

একাত্তরের দিনগুলি mcq

”একাত্তরের দিনগুলি” গ্রন্থটি অনেক গুরুত্বপূর্ণ । এই গ্রন্থ থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। পিএসসির বিভন্ন নিয়োগ পরীক্ষাসহ সিনিয়র স্টাফ নার্স /মেডিক্যাল/ ইন্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও একাত্তরের দিনগুলি বহুনির্বাচনি প্রশ্ন এসে থাকা। তাই এখানে একাত্তরের দিনগুলি mcq সংযুক্ত করা হয়েছে।

একাত্তরের দিনগুলি MCQ:

১. ”একাত্তরের দিনগুলি” গ্রন্থটির লেখক কে ? [পিএসসি কর্তৃক সংসদ সচিবালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা নিয়োগ পরীক্ষা ২০২৩, বাংলাদেশ ডাক বিভাগের পোস্টম্যান ২০২৩, সিনিয়র স্টাফ নার্স ২০২৩, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২১, রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা- B ইউনিট (অ-বাণিজ্য) ২০১৯-২০২০, সিজিডিএফ এর জুনিয়র অডিটর নিয়োগ ২০১৯, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স ২০১৬, Janata Bank Ltd Asst. Executive Officer - 2015]
(ক) শাহরিয়ার কবির
(খ) জাহানারা ইমাম ✓
(গ) সুফিয়া কামাল
(ঘ) সেলিনা হোসেন

২. কী ধরনের রচনা ‘একাত্তরের দিনগুলি’ ? [পিএসসি কর্তৃক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহকারী ইঞ্জিনিয়ার 2022]
(ক) উপন্যাস
(খ) দিনলিপি ✓
(গ) স্মৃতিকথা
(ঘ) প্রবন্ধ সংকলন

৩. 'একাত্তরের দিনগুলি' লেখকের কোনজাতীয় গ্রস্থ ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008]
(ক) স্মৃতিকথা ✓
(খ) প্রবন্ধ
(গ) দিনলিপি
(ঘ) উপন্যাস

৪. জাহানারা ইমামের রচিত ‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থটি কি নামে অনূদিত হয়েছে ইংরেজিতে ? [খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা- B ইউনিট]
(ক) In Blissful Hell
(খ) Of Blood and Fire
(গ) The date of 1971 ✓
(ঘ) Womb of Fire

৫. লেখিকার 'মনে পাষাণভার' এর কারণ কী 'একাত্তরের দিনগুলি' রচনায়? [নবম-দশম শ্রেণি (SSC) কুমিল্লা বোর্ড]
(ক) দেশের যুদ্ধাবস্থা থাকায়
(খ) বাগানে যেতে না পারায়
(গ) ঢাকা অবরুদ্ধ হওয়ায় ✓
(ঘ) জামীর স্কুল বন্ধ হওয়ায়

৬. ডায়েরিমূলক লেখা নিচের কোনটি জাহানারা ইমাম রচিত? [পিএসসি কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক -2017]
(ক) দুর্দিনের দিনলিপি
(খ) একাত্তরের স্মৃতি
(গ) একাত্তরের ডায়রি
(ঘ) একাত্তরের দিনগুলি ✓

৭. মিথ্যা প্রচার বোঝাতে ‘একাত্তরের দিনগুলি' প্রবন্ধে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? [নবম-দশম শ্রেণি (SSC) দিনাজপুর বোর্ড]
(ক) তাজজব
(খ) গোয়েবলস ✓
(গ) উদ্ভট
(ঘ) দুর্বুদ্ধি

৮. 'একাত্তরের দিনগুলি'দিনলিপি লেখা শুরু করেন কত তারিখ থেকে জাহানারা ইমাম - [আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা : ২০২২-২৩ (চারুকলা ইউনিট]
(ক) ১৩ এপ্রিল
(খ) ১ মার্চ ✓
(গ) ২৫ মার্চ
(ঘ) ৭ মার্চ

৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধ নির্ভর রচনা ? [বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ৩২ তম (বিশেষ)]
(ক) এইসব দিন রাত্রি
(খ) একাত্তরের দিনগুলি ✓
(গ) নূরলদীনের সারা জীবন
(ঘ) সৎ মানুষের খোঁজে

১০. “তাই করা হোক”- 'একাত্তরের দিনগুলি' প্রবন্ধে লেখকের এ কথাটি দ্বারা কোন ধরনের অনুভূতি ব্যক্ত হয়েছে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) স্বদেশপ্রীতি
(খ) মায়ের উৎকণ্ঠা
(গ) মুক্তির আকাঙ্ক্ষা
(ঘ) বাৎসল্য প্রেম ✓

১১. নিচের কোনটি জাহানামা ইমাম স্মৃতিকথামূলক রচনা? [পিএসসি কর্তৃক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর নিয়োগ - ২০১৮]
(ক) একাত্তরের স্মৃতি
(খ) একাত্তরের দিনগুলি ✓
(গ) আমার একাত্তর
(ঘ) জাহানামা ইমাম

১২. ‘পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ।’এই উক্তিটি দ্বারা ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে ওঠে ?
(ক) পাকিস্তানিদের ভালোবাসা
(খ) মুক্তিযোদ্ধাদের ভালোবাসা
(গ) পাকিস্তানিদের নিষ্ঠুরতা ✓
(ঘ) মুক্তিযোদ্ধাদের নিষ্ঠুরতা

১৩.নিচের কোন ক্ষেত্রে ‘মুষলধারে’ শব্দটি ব্যবহৃত হয় ?
(ক) ঝড়-বৃষ্টি হলে
(খ) একাধারে বৃষ্টি হলে ✓
(গ) শিলা-বৃষ্টি হলে
(ঘ) টাপুর-টুপুর বৃষ্টি হলে

১৪. কোন গায়কের নাম ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লেখ রয়েছে ?
(ক) কামরুল হাসান
(খ) রবীন্দ্রনাথ
(গ) ফয়েজ আহমদ
(ঘ) অজিত রায় ✓

১৫. কয়টা পর্যন্ত ১৬ ডিসেম্বর : বৃহস্পতিবার ১৯৭১ সালে আকাশযুদ্ধ বাড়ানো হয়েছে ?
(ক) বারোটা
(খ) দুইটা
(গ) তিনটা ✓
(ঘ) চারটা

১৬.‘একাত্তরের দিনগুলি’ প্রবন্ধে কী ছিল মঞ্জুরের গাড়িতে ?
(ক) গ্রেনেড
(খ) মিষ্টি
(গ) বন্দুক
(ঘ) পতাকা ✓

১৭.কত তারিখে মতিয়ুর রহমানের ফ্যামিলি করাচি থেকে ঢাকায় এসেছে ?
(ক) ২৩ সেপ্টেম্বর
(খ) ২৭ সেপ্টেম্বর
(গ) ২৫ সেপ্টেম্বর
(ঘ) ২৯ সেপ্টেম্বর ✓

১৮. ‘একাত্তরের দিনগুলি’ প্রবন্ধেরুমীর মা ও বাবার সিদ্ধান্ত কিসের পরিচয় দেয় ?
(ক) স্বার্থপরতার
(খ) দেশবিরোধীর
(গ) স্বজনপ্রীতির
(ঘ) স্বাধিকারের ✓

১৯. শরীফ আর লেখিকা কী নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় ?
(ক) রুমীর উদ্ধার প্রসঙ্গ ✓
(খ) জামীর পড়াশোনা
(গ) বাড়ি ছেড়ে পালানোর
(ঘ) আত্মরক্ষা করা

২০. ‘শফিকুল ইসলাম ‘মুক্তবাক’ নামে পত্রিকায় কলাম লেখেন।’ ‘একাত্তরের দিনগুলি’ প্রবন্ধে কী যে দিকটি ধারণ করেছেন শফিকুল ইসলাম -
(ক) ছদ্মনাম ✓
(খ) ছোট নাম
(গ) গোপন নাম
(ঘ) অন্যজনের নাম

২১. কত তারিখে লেখিকার বাগান সম্পর্কিত বর্ণনা বর্ণিত হয়েছে ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায়?
(ক) ১০ই মে ✓
(খ) ১২ই মে
(গ) ১১ই মে
(ঘ) ১৩ই মে

২২.বাগানে বেশ কটা কী গাছ রয়েছে ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় ?
(ক) রজনীগন্ধা
(খ) জুঁই
(গ) বেলি ফুল
(ঘ) গোলাপ ✓

২৩.কে বলেছিল- ‘খুব দামি কথা বলেছেন ফুফুজান’ ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় ?
(ক) রশীদ
(খ) রুমী
(গ) জামী
(ঘ) করিম ✓

২৪. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় একটানা বৃষ্টি হয়েছিল সারা দিনভর কী বারে ?
(ক) শনিবারে
(খ) সোমবারে
(গ) রোববারে ✓
(ঘ) মঙ্গলবারে

২৫. কত দিন ধরে ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় বৃষ্টি হচ্ছিল?
(ক) দুই দিন
(খ) চার দিন ✓
(গ) তিন দিন
(ঘ) পাঁচ দিন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement