মমতাদি গল্পের mcq। মমতাদি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (২১+)
নবম - দশম শ্রেণীর পাঠ্য বইয়ের মমতাদি গল্পের mcq অনেক গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় (SSC) নিয়মিত মমতাদি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন এসে থাকে।
মমতাদি গল্পের MCQ:
১. কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল মমতাদির ? [নবম-দশম শ্রেণি (SSC) ঢাকা বোর্ড]
(ক) ১০ টাকা
(খ) ১৫ টাকা ✓
(গ) ১২ টাকা
(ঘ) ১৮ টাকা
(খ) ১৫ টাকা ✓
(গ) ১২ টাকা
(ঘ) ১৮ টাকা
২. কেন লেখক দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন 'মমতাদি' গল্পে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) মমতাদি কথা না বলায়
(খ) মমতাদি কাজ ছেড়ে দেবে বলে
(গ) মমতাদির বরের চাকরির জন্য ✓
(ঘ) মমতাদির গালে আঙ্গুলের দাগ দেখে
(খ) মমতাদি কাজ ছেড়ে দেবে বলে
(গ) মমতাদির বরের চাকরির জন্য ✓
(ঘ) মমতাদির গালে আঙ্গুলের দাগ দেখে
৩. 'মমতাদি' গল্পে কার গালে মাস্টারের চড় খেয়ে আঙ্গুলের দাগ হয়েছিল ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) অবনীর ✓
(খ) বামুনদির
(গ) মমতাদির
(ঘ) জীবনময়ের
(খ) বামুনদির
(গ) মমতাদির
(ঘ) জীবনময়ের
৪. 'মমতাদি' গল্পে বয়স ছিল কত মমতাদির ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ২৩ বছর ✓
(খ) ২২ বছর
(গ) ২৪ বছর
(ঘ) ২০ বছর
(খ) ২২ বছর
(গ) ২৪ বছর
(ঘ) ২০ বছর
৫. মমতাদি' গল্পে মমতাদির প্রতি ছেলেটির বাড়ির সকলে খুশি হলেন কেন ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) তার শৃঙ্খলা দেখে ✓
(খ) তার ধৈর্য দেখে
(গ) তার পরিশ্রম দেখে
(ঘ) তার ব্যবহার দেখে
(খ) তার ধৈর্য দেখে
(গ) তার পরিশ্রম দেখে
(ঘ) তার ব্যবহার দেখে
৬. 'মমতাদি' গল্পে আচরণে কোন দিকটা প্রকাশ পেয়েছে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সামাজিক
(খ) নিষ্ঠুর
(গ) মানবিক ✓
(ঘ) অর্থনৈতিক
(খ) নিষ্ঠুর
(গ) মানবিক ✓
(ঘ) অর্থনৈতিক
৭. স্কুল পড়ুয়া ছেলেটির মা তার কাছে বসে কী কাজ করেছিল 'মমতাদি গল্পে ? [দাখিল স্তর নবম-দশম শ্রেণি (দাখিল)]
(ক) বই পড়ছেন
(খ) রান্না করছে
(গ) ফুলকপি কুটছেন ✓
(ঘ) মসলা বাটছেন
(খ) রান্না করছে
(গ) ফুলকপি কুটছেন ✓
(ঘ) মসলা বাটছেন
৮. কত টাকা মাইনে মমতাদি আশা করেছিল ? [নবম-দশম শ্রেণি (SSC) ঢাকা বোর্ড]
(ক) ১২ টাকা ✓
(খ) ১০ টাকা
(গ) ১৫ টাকা
(ঘ) ১৮ টাকা
(খ) ১০ টাকা
(গ) ১৫ টাকা
(ঘ) ১৮ টাকা
৯. ‘উনি তো রাগ করে’– ‘মমতাদি' গল্পে 'উনি' বলতে কাকে বোঝানো হয়েছে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) গৃহকর্ত্রী
(খ) মমতাদির স্বামী ✓
(গ) মমতাদির ছেলে
(ঘ) ছোটকর্তা
(খ) মমতাদির স্বামী ✓
(গ) মমতাদির ছেলে
(ঘ) ছোটকর্তা
১০. ‘মমতাদি' গল্পে ' কয়টি লেবু কিনেছিল মমতাদি ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) একটি
(খ) তিনটি
(গ) দুটি ✓
(ঘ) চারটি
(খ) তিনটি
(গ) দুটি ✓
(ঘ) চারটি
১১. মমতাদি কী কারণে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ঘরে ঢুকেই ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ছেলেটি অসুস্থ ছিল বলে ✓
(খ) ছেলেটি ঘরে একা ছিল
(গ) ছেলেটি সারারাত ঘুমায়নি
(ঘ) ছেলেটিকে কমলালেবু খাওয়াবে বলে
(খ) ছেলেটি ঘরে একা ছিল
(গ) ছেলেটি সারারাত ঘুমায়নি
(ঘ) ছেলেটিকে কমলালেবু খাওয়াবে বলে
১২. কেন বিশৃঙ্খলতার অন্ত নেই মমতাদির ঘরে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) আলো-বাতাসের দীনতা
(খ) সযত্নে গুছিয়ে না রাখা
(গ) সংকীর্ণতা
(ঘ) শ্রীহীনতা ✓
(খ) সযত্নে গুছিয়ে না রাখা
(গ) সংকীর্ণতা
(ঘ) শ্রীহীনতা ✓
১৩. কী এসেছিলো বাড়িতে কুটুমের সাথে ‘মমতাদি' গল্পে ? [নবম-দশম শ্রেণি (দাখিল)]
(ক) রসগোল্লা ও সন্দেশ ✓
(খ) চাকলেট
(গ) ফুল ও ফল
(ঘ) জিনিসপত্র
(খ) চাকলেট
(গ) ফুল ও ফল
(ঘ) জিনিসপত্র
১৪. “ঘরে আর একটি জিনিস ছিল”- এ বাক্যে জিনিস বলতে 'মমতাদি' গল্পে কি বুঝানো হয়েছে- [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) টাইমপিস
(খ) মেরামত করা আর্সি
(গ) ভাঙ্গা টেবিল
(ঘ) বছর পাঁচেকের ছেলে ✓
(খ) মেরামত করা আর্সি
(গ) ভাঙ্গা টেবিল
(ঘ) বছর পাঁচেকের ছেলে ✓
১৫. "আমায় বামুনদি বলো না খোকা। শুধু নিদি বোলো।"-কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে এ কথাটি দ্বারা মমতাদি চরিত্রের ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) স্নেহশীলতা
(খ) সংকোচ ভাব
(গ) সরলতা
(ঘ) আত্মমর্যাদা বোধ ✓
(খ) সংকোচ ভাব
(গ) সরলতা
(ঘ) আত্মমর্যাদা বোধ ✓
১৬. কেমন দেখতে ছিল মমতাদির কপালের ক্ষত চিহ্নটি ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) আন্দাজে পরা টিপের মতাে
(খ) সিঁদুরের মতো
(গ) রক্তজবার মতো
(ঘ) পোড়া দাগের মতো
(খ) সিঁদুরের মতো
(গ) রক্তজবার মতো
(ঘ) পোড়া দাগের মতো
১৭. মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটির কোন রকমের আচরণে কৃতার্থ হয়েছিলেন ? [নবম-দশম শ্রেণি (SSC) যশোর বোর্ড]
(ক) গালে হাত বুলিয়ে দেয়ায়
(খ) বাড়ি যেতে চাওয়ায়
(গ) লেবু চেয়ে খাওয়ায় ✓
(ঘ) দিদি সম্বোধন করায়
(খ) বাড়ি যেতে চাওয়ায়
(গ) লেবু চেয়ে খাওয়ায় ✓
(ঘ) দিদি সম্বোধন করায়
১৮. মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে মমতাদি' গল্পের লেখককে কী খাওয়াতে চেয়েছিল ? [নবম-দশম শ্রেণি (SSC) কুমিল্লা বোর্ড]
(ক) বাতাসা
(খ) রসগোল্লা
(গ) সন্দেশ ✓
(ঘ) কমলালেবু
(খ) রসগোল্লা
(গ) সন্দেশ ✓
(ঘ) কমলালেবু
১৯. কেন চড় খাওয়ার কথাটি মমতাদি গোপন রেখেছিলেন ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) লজ্জা পেয়ে
(খ) বিপদের আশঙ্কা
(গ) আত্মসম্মানের জন্য ✓
(ঘ) চাকরি যাওয়ার ভয়ে
(খ) বিপদের আশঙ্কা
(গ) আত্মসম্মানের জন্য ✓
(ঘ) চাকরি যাওয়ার ভয়ে
২০. মমতাদি গল্পটি কে রচনা করেছেন ?
(ক) মানিক বন্দোপাধ্যায় ✓
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২১. মমতাদি' গল্পের মমতাদির ছেলের কত বছর বয়স ছিল ?
(ক) পাঁচ বছর ✓
(খ) সাত বছর
(গ) ছয় বছর
(ঘ) আট বছর
(খ) সাত বছর
(গ) ছয় বছর
(ঘ) আট বছর