মমতাদি গল্পের mcq। মমতাদি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (২১+)

মমতাদি mcq

নবম - দশম শ্রেণীর পাঠ্য বইয়ের মমতাদি গল্পের mcq অনেক গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় (SSC) নিয়মিত মমতাদি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন এসে থাকে।

মমতাদি গল্পের MCQ:

১. কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল মমতাদির ? [নবম-দশম শ্রেণি (SSC) ঢাকা বোর্ড]
(ক) ১০ টাকা
(খ) ১৫ টাকা ✓
(গ) ১২ টাকা
(ঘ) ১৮ টাকা

২. কেন লেখক দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন 'মমতাদি' গল্পে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) মমতাদি কথা না বলায়
(খ) মমতাদি কাজ ছেড়ে দেবে বলে
(গ) মমতাদির বরের চাকরির জন্য ✓
(ঘ) মমতাদির গালে আঙ্গুলের দাগ দেখে

৩. 'মমতাদি' গল্পে কার গালে মাস্টারের চড় খেয়ে আঙ্গুলের দাগ হয়েছিল ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) অবনীর ✓
(খ) বামুনদির
(গ) মমতাদির
(ঘ) জীবনময়ের

৪. 'মমতাদি' গল্পে বয়স ছিল কত মমতাদির ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ২৩ বছর ✓
(খ) ২২ বছর
(গ) ২৪ বছর
(ঘ) ২০ বছর

৫. মমতাদি' গল্পে মমতাদির প্রতি ছেলেটির বাড়ির সকলে খুশি হলেন কেন ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) তার শৃঙ্খলা দেখে ✓
(খ) তার ধৈর্য দেখে
(গ) তার পরিশ্রম দেখে
(ঘ) তার ব্যবহার দেখে

৬. 'মমতাদি' গল্পে আচরণে কোন দিকটা প্রকাশ পেয়েছে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সামাজিক
(খ) নিষ্ঠুর
(গ) মানবিক ✓
(ঘ) অর্থনৈতিক

৭. স্কুল পড়ুয়া ছেলেটির মা তার কাছে বসে কী কাজ করেছিল 'মমতাদি গল্পে ? [দাখিল স্তর নবম-দশম শ্রেণি (দাখিল)]
(ক) বই পড়ছেন
(খ) রান্না করছে
(গ) ফুলকপি কুটছেন ✓
(ঘ) মসলা বাটছেন

৮. কত টাকা মাইনে মমতাদি আশা করেছিল ? [নবম-দশম শ্রেণি (SSC) ঢাকা বোর্ড]
(ক) ১২ টাকা ✓
(খ) ১০ টাকা
(গ) ১৫ টাকা
(ঘ) ১৮ টাকা

৯. ‘উনি তো রাগ করে’– ‘মমতাদি' গল্পে 'উনি' বলতে কাকে বোঝানো হয়েছে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) গৃহকর্ত্রী
(খ) মমতাদির স্বামী ✓
(গ) মমতাদির ছেলে
(ঘ) ছোটকর্তা

১০. ‘মমতাদি' গল্পে ' কয়টি লেবু কিনেছিল মমতাদি ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) একটি
(খ) তিনটি
(গ) দুটি ✓
(ঘ) চারটি

১১. মমতাদি কী কারণে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ঘরে ঢুকেই ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ছেলেটি অসুস্থ ছিল বলে ✓
(খ) ছেলেটি ঘরে একা ছিল
(গ) ছেলেটি সারারাত ঘুমায়নি
(ঘ) ছেলেটিকে কমলালেবু খাওয়াবে বলে

১২. কেন বিশৃঙ্খলতার অন্ত নেই মমতাদির ঘরে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) আলো-বাতাসের দীনতা
(খ) সযত্নে গুছিয়ে না রাখা
(গ) সংকীর্ণতা
(ঘ) শ্রীহীনতা ✓

১৩. কী এসেছিলো বাড়িতে কুটুমের সাথে ‘মমতাদি' গল্পে ? [নবম-দশম শ্রেণি (দাখিল)]
(ক) রসগোল্লা ও সন্দেশ ✓
(খ) চাকলেট
(গ) ফুল ও ফল
(ঘ) জিনিসপত্র

১৪. “ঘরে আর একটি জিনিস ছিল”- এ বাক্যে জিনিস বলতে 'মমতাদি' গল্পে কি বুঝানো হয়েছে- [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) টাইমপিস
(খ) মেরামত করা আর্সি
(গ) ভাঙ্গা টেবিল
(ঘ) বছর পাঁচেকের ছেলে ✓

১৫. "আমায় বামুনদি বলো না খোকা। শুধু নিদি বোলো।"-কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে এ কথাটি দ্বারা মমতাদি চরিত্রের ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) স্নেহশীলতা
(খ) সংকোচ ভাব
(গ) সরলতা
(ঘ) আত্মমর্যাদা বোধ ✓

১৬. কেমন দেখতে ছিল মমতাদির কপালের ক্ষত চিহ্নটি ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) আন্দাজে পরা টিপের মতাে
(খ) সিঁদুরের মতো
(গ) রক্তজবার মতো
(ঘ) পোড়া দাগের মতো

১৭. মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটির কোন রকমের আচরণে কৃতার্থ হয়েছিলেন ? [নবম-দশম শ্রেণি (SSC) যশোর বোর্ড]
(ক) গালে হাত বুলিয়ে দেয়ায়
(খ) বাড়ি যেতে চাওয়ায়
(গ) লেবু চেয়ে খাওয়ায় ✓
(ঘ) দিদি সম্বোধন করায়

১৮. মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে মমতাদি' গল্পের লেখককে কী খাওয়াতে চেয়েছিল ? [নবম-দশম শ্রেণি (SSC) কুমিল্লা বোর্ড]
(ক) বাতাসা
(খ) রসগোল্লা
(গ) সন্দেশ ✓
(ঘ) কমলালেবু

১৯. কেন চড় খাওয়ার কথাটি মমতাদি গোপন রেখেছিলেন ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) লজ্জা পেয়ে
(খ) বিপদের আশঙ্কা
(গ) আত্মসম্মানের জন্য ✓
(ঘ) চাকরি যাওয়ার ভয়ে

২০. মমতাদি গল্পটি কে রচনা করেছেন ?
(ক) মানিক বন্দোপাধ্যায় ✓
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২১. মমতাদি' গল্পের মমতাদির ছেলের কত বছর বয়স ছিল ?
(ক) পাঁচ বছর ✓
(খ) সাত বছর
(গ) ছয় বছর
(ঘ) আট বছর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement