নিমগাছ গল্পের mcq | নিমগাছ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (২৪+)

নিমগাছ গল্পের mcq

মাধ্যমিক স্তরের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত 'নিমগাছ' গল্পের বহুনির্বাচনি প্রশ্ন বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ । এই গল্প থেকে বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসে থাকে। নিচে নিমগাছ গল্পের mcq সংযুক্ত করা হয়েছে।

নিমগাছ গল্পের mcq:

১. কবি কি পুরে দিয়েছেন 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যে ?
(ক) নিমগাছের উপকারের কথা
(খ) লক্ষ্মী বউয়ের কষ্টের কথা
(গ) কবির প্রশংসা ✓
(ঘ) সীমাহীন কথার আখ্যান

২. কী কাজে লাগায় নিমগাছের ছাল নিয়ে লোকজন ?
(ক) সিদ্ধ করে খায় ✓
(খ) শুকিয়ে খায়
(গ) ভিজিয়ে খায়
(ঘ) রান্না করে খায়

৩. 'শিকড়' শব্দটি ‘নিমগাছ' গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
(ক) গাছের মূল
(খ) পারিবারিক বন্ধন ✓
(গ) জীবনের বাস্তবতা
(ঘ) নিমগাছের অস্তিত্ব

৪. কেন বিজ্ঞরা খুশি হন বাড়ির পাশে নিমগাছ গজালে ?
(ক) যত্ন করতে হয় না
(খ) পরিবেশ বান্ধব ✓
(গ) বেশ উপকারি
(ঘ) ঔষধি গুণ আছে

৫. নিচের কোনটি চর্মরোগের অব্যর্থ মহৌষধ বলা হয় ?
(ক) নিমগাছের পাতা ✓
(খ) তুলসী পাতা
(গ) নিমগাছের শিকর
(ঘ) বাবুল পাতা

৬. সে আরেক আবর্জনা"- ‘আবর্জনা’ বলতে 'নিমগাছ' গল্পে লেখক কী বোঝাতে চেয়েছেন ?
(ক) ময়লা
(খ) নোংরা
(গ) কষ্ট
(ঘ) জঞ্জাল ✓

৭. কোন গ্রন্থের অন্তর্ভুক্ত 'নিমগাছ' গল্পটি ?
(ক) অদৃশ্যলোক ✓
(খ) বই পড়া
(গ) ছাড়পত্র
(ঘ) রুদ্র মঙ্গল

৮. কী ভালো থাকে নিমগাছের কচি ডাল চিবালে ?
(ক) দাঁত ✓
(খ) হাত
(গ) শরীর
(ঘ) পা

৯. ‘এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে ।’ - নিমগাছে গল্পে 'নক্ষত্র' বলতে কী বোঝানো হয়েছে ?
(ক) কচি পাতাগুলোকে
(খ) ফুলের বাহারকে ✓
(গ) সুন্দর রূপকে
(ঘ) কচি ডালগুলোকে

১০. নিমগাছটি কার প্রতীক 'নিমগাছ' গল্পে ?
(ক) একজন সর্বংসহা নারী ✓
(খ) একজন ব্যথিত নারী
(গ) একটি সাধারণ গাছ
(ঘ) একজন নির্যাতিত নারী

১১. বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে' এখানে 'আবর্জনা' কী প্রতীকী অর্থ গৃহবধূর ক্ষেত্রে প্রকাশ করে ?
(ক) সাংসারিক ঝামেলা
(খ) অসীম আত্মত্যাগ
(গ) সামাজিক গুরুত্ব
(ঘ) পারিবারিক অবহেলা ✓

১২. নিমগাছের রূপ ও গুণের কে প্রশংসা করেন ?
(ক) কবি ✓
(খ) গুণীলোক
(গ) বিজ্ঞনী
(ঘ) শিক্ষাক

১৩. কারা খুশি হয় বাড়ির পাশে নিমগাছ গজালে ?
(ক) বিজ্ঞরা ✓
(খ) গুণীলোক
(গ) শিক্ষাকরা
(ঘ) বড়লোকরা

১৪. কার সাথে নিমগাছটার চলে যেতে ইচ্ছা করল ?
(ক) কবির ✓
(খ) শিক্ষাকের
(গ) বিজ্ঞনীর
(ঘ) অচেনালোকের

১৫. নিমগাছ গল্পটি কে রচনা করেছেন ?
(ক) কামিনী রায়
(খ) বনফুল ✓
(গ) নীল লোহিত
(ঘ) বীরবল

১৬. ‘নিমের হাওয়া ভালো, থাক, কেটো না’—কথাটি কে বলে ?
(ক) নতুন লোক
(খ) কবিরাজ
(গ) কবি
(ঘ) বিজ্ঞরা ✓

১৭. ‘বাহ, কী সুন্দর পাতাগুলি’—উক্তিটি দ্বারা কিসের প্রকাশ ঘটেছে ?
(ক) মায়ার
(খ) স্তুতির
(গ) ব্যঙ্গর
(ঘ) মুগ্ধতার ✓

১৮. কেন গরম তেলে নিমগাছের পাতাগুলো ভাজা হয় ?
(ক) সর্দি-কাশির ওষুধ তৈরিতে
(খ) ওষুধ তৈরিতে ✓
(গ) যকৃতের ওষুধ তৈরিতে
(ঘ) দাঁতের মাজন তৈরিতে

১৯. ‘নিমগাছ’ গল্পটি কী ধরনের গল্প ?
(ক) প্যারডি গল্প
(খ) বিপুল বক্তব্যের গল্প
(গ) প্রতীকী গল্প ✓
(ঘ) ম্যাজিক গল্প

২০. লোকটার সঙ্গে নিমগাছটি কেন যেতে পারল না ?
(ক) বাড়ির মালিকের অনুমতি নেই
(খ) হাঁটতে পারে না
(গ) শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত ✓
(ঘ) লোকটির অনীহা

২১. ‘নিমগাছের হাওয়া কিসের জন্য ভালো ?
(ক) শরীরের জন্য ✓
(খ) ফসলের জন্য
(গ) পরিবেশের জন্য
(ঘ) আবহাওয়ার জন্য

২২. সে আর এক আবর্জনা এই কথাটি দ্বারা কী নির্দেশ করা হয়েছে ?
(ক) উপদ্রব
(খ) অপ্রয়োজন
(গ) নতুন আপদ ✓
(ঘ) বিরক্তি

২৩. লোকজন কী করে নিমগাছের কচি ডাল ভেঙে ?
(ক) চিবোয় ✓
(খ) ভিজিয়ে খায়
(গ) সিদ্ধ করে খায়
(ঘ) রান্না করে খায়

২৪. নিমগাছ গল্পের লেখক বনফুলের প্রকৃত নাম কী ?
(ক) বলাইচাদ মুখোপাধ্যায় ✓
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url