বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার mcq | বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (২০+)

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার mcq

একাদশ- দ্বাদশ শ্রেণির গুরত্বপূর্ণ একটি কবিতা হচ্ছে "বিভীষণের প্রতি মেঘনাদ‍‍‌"। এই কবিতা থেকে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসতে দেখা যায়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। নিচে গুরুত্বপূর্ণ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার mcq সংযুক্ত করা হয়েছে।

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার MCQ:

১. কাদের রাঘব বলা হয়েছে ’বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ? [বেগম রোকেয়া বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- A ইউনিট]
(ক) রাবণ, রাম
(খ) মেঘনাদ, বিভীষণ
(গ) রাম, লহ্মণ ✓
(ঘ) রাম, বিভীষণব

২. 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার অন্তর্নিহিত ভাব নিচের কোনটি? [জাহাঙ্গীরনগর বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- C ইউনিট]
(ক) মাতৃভূমির প্রতি ভালবাসা
(খ) জাতিসত্তার সংহতির প্রতি গুরুত্ব
(গ) দেশদ্রোহীর প্রতি ঘৃণা
(ঘ) সবকটি ✓

৩. কাকে বাসবত্রাস বলা হয়েছে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় ? [ঢাকা বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- ক ইউনিট (২০১৯), ঢাকা বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- ক ইউনিট ২০১৬-২০১৭]
(ক) বিভীষণকে
(খ) রাবণকে
(গ) রামকে
(ঘ) মেঘনাদকে ✓

৪. কবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাটি নেওয়া হয়েছে ? [ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (BUP) ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (FSSS) ২০১৭-১৮]
(ক) সংস্ক্রিয়া
(খ) বধো ✓
(গ) অভিষেক
(ঘ) অস্ত্রলাভ

৫. মেঘনাদবধ কাব্যের কত তম সর্গ থেকে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটুকু নেওয়া হয়েছে ? [গুচ্ছ বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- B Unit : 2021-2022]
(ক) দ্বিতীয়
(খ) ষষ্ঠ ✓
(গ) চতুর্থ
(ঘ) অষ্টম

৬. কোন ছন্দে ’বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাটি রচিত ? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- B Group]
(ক) মাত্রাবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) স্বরবৃত্ত
(ঘ) অমিত্রাক্ষর ✓

৭. 'লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। 'আহব' কোন অর্থ ''বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় ব্যবহৃত হয়েছে ? [ঢাকা বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- ক ইউনিট ২০১৮-২০১৯]
(ক) রাবণ
(খ) লক্ষ্মণ
(গ) যুদ্ধ ✓
(ঘ) বিভীষণ

৮. ‘নিজ কর্ম-দোষে হায়, মজাইলা/ এ কণক-লঙ্কা রাজা, মজিলা আপনি।’ এই উক্তিটি কে করেছেন ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (বিকাল) ২০১৯-২০২০]
(ক) মেঘনাদ
(খ) রাবণ
(গ) রাম
(ঘ) বিভীষণ ✓

৯. কাকে 'রক্ষোরথি বলা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় ' ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি (HSC)]
(ক) লক্ষণ
(খ) কুম্ভকৰ্ণ
(গ) মেঘনাদ
(ঘ) বিভীষণ ✓

১০. ‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে’- এখানে কাকে অরিন্দম বলা হয়েছে ? [রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- B ইউনিট (অ-বাণিজ্য) ২০২০-২০২১]
(ক) বিভীষণ
(খ) লক্ষণ
(গ) রাম
(ঘ) মেঘনাদ ✓

১১. বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় কুম্ভকর্ণ কে ? [রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- A ইউনিট (Group-1) মানবিক ২০১৯-২০২০]
(ক) রাবণের সৎ ভাই
(খ) রাবণের ছোট ভাই
(গ) রানণের বড় ভাই
(ঘ) রাবণের মাধ্যম ভাই ✓

১২. ‘নিজ গৃহপথ তাত দেখাও তস্করে? চন্ডালে বসাও আনি রাজার আলয়ে?’- কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয়েছে ? [চট্টগ্রাম বিশ্ব. এর কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা- 'B'-ইউনিট ২০২০-২০২১]
(ক) রাম
(খ) মেঘনাদ
(গ) রাবণ
(ঘ) বিভীষণ ✓

১৩. কে ’বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার ’বাসবত্রাস’ ? [ঢাকা বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- ক ইউনিট ২০১৬-২০১৭]
(ক) রাবন
(খ) লক্ষ্মণ
(গ) মেঘনাদ ✓
(ঘ) বিভীষণ

১৪. 'গুণবান যদি পরজন, গুণহীন স্বজন', তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ কে উক্তিটি করেছেন ? [চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- D ইউনিট (সকাল) ২০১৯-২০২০]
(ক) রাবণ
(খ) মেঘনাদ ✓
(গ) রাম
(ঘ) বিভীষণ

১৫. নিচের কোনটি রাবণের জ্যেষ্ঠপুত্রের নাম ?
(ক) মেঘনাদ ✓
(খ) বিভীষণ
(গ) মাইকেল
(ঘ) লক্ষণ

১৬. কাকে 'বাসববিজয়ী বলা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় - [একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) বীরবাহু
(খ) মেঘনাদ ✓
(গ) কুম্ভকর্ণ
(ঘ) বিভাষণ

১৭. কাকে বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রক্ষোরথি বলে সম্বোধন করা হয়েছে ?
(ক) বিভীষণকে ✓
(খ) রামকে
(গ) সীতাকে
(ঘ) মেঘনাদকে

১৮. 'নিজ কর্ম- দোষে, হায়, মজাইলা/এ কনক-লঙ্কা রাজা' উদ্ধৃতিতে ‘নিজ কর্ম-দোষ' বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় কোন প্রসঙ্গে ব্যবহৃত ? [একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) সীতাকে অপহরণ
(খ) রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
(গ) সৃপর্ণখার নাক কর্তন
(ঘ) রামের বনবাস যাত্রা

১৯. বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের 'কোন কাব্যে থেকে নেওয়া হয়েছে ?
(ক) মেঘনাদবধ✓
(খ) নিমন্ত্রণ
(গ) খেয়া পারের তরণী
(ঘ) তরণী

২০. ’বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাটির লেখক কে ?
(ক) মাইকেল মধুসূদন দত্ত ✓
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) সুকুমার রায়
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement