মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq প্রশ্ন ও উত্তর (২৪+)

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq

বিভিন্ন চাকরি পরীক্ষায় মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। তাই গুরুত্বসহকারে মেট্রোরেলের প্রশ্নত্তরগুলো পড়া প্রয়োজন।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ

১.কত তারিখে মেট্রোরেল উদ্বোধন করা হয় ? [পিএসসি কর্তৃক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ ২০২৩, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা ২০২২]
(ক) ২৮ ডিসেম্বর, ২০২২ ✓
(খ) ৬ জুন, ২০২২
(গ) ২৮ নভেম্বর, ২০২২
(ঘ) ১০ জানুয়ারি, ২০২২

২. কোন মন্ত্রণালয়ের অধীন মেট্রোরেল ? [নার্সিং(Diploma Nursing) ২০২২-২৩]
(ক) রেল মন্ত্রণালয়
(খ) যোগাযোগ মন্ত্রণালয়
(গ) প্রধানমন্ত্রী কার্যালয়
(ঘ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ✓

৩. প্রধান সহায়তাকারী দেশ কোনটি বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের ? [নার্সিং(Bsc Nursing) ভর্তি পরীক্ষা ২০২০-২১]
(ক) চীন
(খ) রাশিয়া
(গ) ভারত
(ঘ) জাপান ✓

৪. বাংলাদেশে মেট্রোরেল বিশ্বের কততম দেশ হিসেবে চালু হয় ?
(ক) ৩৬ তম ✓
(খ) ৪০ তম
(গ) ৩৪ তম
(ঘ) ৫৪ তম

৫. ঢাকার কোন কোন অঞ্চলে প্রথম মেট্রোরেল প্রকল্প সংযুক্ত করেছে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিট (অ-বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা ২০২০-২১]
(ক) মতিঝিল-গুলশান
(খ) সায়েদাবাদ-আগুলিয়া
(গ) মতিঝিল-উত্তরা ✓
(ঘ) গুলিস্তান-গুলশান

৬. কোন উদ্যোগে বাংলাদেশের মেট্রোরেল প্রকল্প জাপান অংশ নেয় ?
(ক) বিগ-বি ✓
(খ) রাশি-বি
(গ) হিগ-বি
(ঘ) জা-বি

৭. অফিসিয়াল নাম কী ঢাকার মেট্রোরেল ব্যবস্থার ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০১৮-১৯]
(ক) ম্যাস র‍্যাপিড ট্রানজিট ✓
(খ) কমিউটার র‍্যাপিড ট্রানজিট
(গ) প্যাসেঞ্জার র‍্যাপিড ট্রানজিট
(ঘ) পাসারবাই র‍্যাপিড ট্রানজিট

৮. দেশের মেট্রোরেল প্রকল্পের দ্বিতীয় নাম কি ?
(ক) MRT Line-1 ✓
(খ) MRT Line-3
(গ) MRT Line-2
(ঘ) MRT Line-4

৯. কোন শিল্পের অন্তর্ভুক্ত মেট্রোরেল ?
(ক) যৌগিক
(খ) নির্মান ✓
(গ) সেবা
(ঘ) সংযোজন

১০. সাধারণ যাত্রীদের জন্য বাংলাদেশের মেট্রোরেল কবে উন্মুক্ত করা হয় ?
(ক) ২৭ ডিসেম্বর ২০২২
(খ) ২৯ ডিসেম্বর ২০২২ ✓
(গ) ২৮ ডিসেম্বর ২০২২
(ঘ) ৩০ ডিসেম্বর ২০২২

১১. প্রতি ঘন্টায় মেট্রোরেলের যাত্রী ধারণক্ষমতা কত ? [পিএসসি এর অধীনে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয় (ওসিএজি) এর অডিটর নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) ৬০,০০০ যাত্রী ✓
(খ) ৭০,০০০ যাত্রী
(গ) ৪০,০০০ যাত্রী
(ঘ) ৩০,০০০ যাত্রী

১২. বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে কত টাকা মূল্যমানের স্মারক নোট ছাপিয়েছে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, A unit (মানবিক) গ্রুপ-৩ এর ভর্তি পরীক্ষা (২০২২-২৩)]
(ক) ৫০ টাকা ✓
(খ) ১০ টাকা
(গ) ২০ টাকা
(ঘ) ১০০ টাকা

১৩. নিচের কোন প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করে ছিল ?
(ক) বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার
(খ) চীন ও এডিবি
(গ) জাইকা ও বাংলাদেশ সরকার ✓
(ঘ) চীন ও বাংলাদেশ সরকার

১৪. মেট্রোরেল প্রথম কোন শহরে চালু হয় ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (মানবিক) গ্রুপ-৪ এর ভর্তি পরীক্ষা (২০২২-২৩)]
(ক) লন্ডন ✓
(খ) বার্লিন
(গ) প্যারিস
(ঘ) রোম

১৫. মেট্রোরেলের অর্থায়নের প্রধান উৎস কী ? [পিএসসি এর অধীনে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) - অডিটর নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) বাংলাদেশ ও এডিবি
(খ) বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক
(গ) বাংলাদেশ ও চীন
(ঘ) বাংলাদেশ ও জাপান ✓

১৬. পরীক্ষামূলক মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের কত তারিখে চালু করেন ? [সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২৩]
(ক) ৭ জুলাই ✓
(খ) ১২ জুলাই
(গ) ৮ জুলাই
(ঘ) ১৬ জুলাই

১৭. মোট দৈর্ঘ্য কত কিলোমিটার মেট্রোরেলের ? [Faculty of Business Studies (FBS), BUP Admission 2020-21]
(ক) ২২.১ km
(খ) ২১.২৬ km ✓
(গ) ২০ km
(ঘ) ২৫.৮ km

১৮. কতটি মেট্রোরেল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে নির্মাণকাজ চলছে ?
(ক) ৪টি
(খ) ৬টি ✓
(গ) ৫টি
(ঘ) ৭টি

১৯. উড়াল পথে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলটির দূরত্ব কত কিলোমিটার ? [প্রা. বিদ্যা. সহ. শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২২]
(ক) ২৫
(খ) ২০.১০ ✓
(গ) ২৫.১০
(ঘ) ২০.৫০

২০. প্রথম নারী চালকের নাম কী মেট্রোরেলের ? [উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষা, পরিবেশ অধিদপ্তর - ২০২৩]
(ক) মরিয়ম আফিজা ✓
(খ) ছাদিয়া খাতুন
(গ) মারিয়া হাসান
(ঘ) সাকিলা শিকদার

২১. বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের চালু লাইন কোনটি ? [সহকারী প্রশিক্ষক নিয়োগ পরীক্ষা, সমবায় অধিদপ্তর - ২০২৩]
(ক) এমআরটি-১
(খ) এমআরটি-৬ ✓
(গ) এমআরটি-৪
(ঘ) কোনটিই নয়

২২. নিচের কোন মেট্রোরেলটি বিশ্বের প্রথম মেট্রোরেল ?
(ক) লন্ডন আন্ডারগ্রাউন্ড ✓
(খ) টোকিও সাবওয়ে
(গ) সাংহাই মেট্রো
(ঘ) মস্কো মেট্রো

২৩. কে ডিজাইন করে বাংলাদেশের মেট্রোরেলের লোগো ? [কাস্টম হাউস আইসিডি এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ ২০২৩]
(ক) আলী আহসান নিশান ✓
(খ) আলী মহাবুব
(গ) লন্ডন সরকার
(ঘ) আলী হাসান নিশান

২৪. নিচের কোন ইউনিট মেট্রোরেলের জন্য গঠিত বিশেষ পুলিশ বাহিণী ?
(ক) মেট্রো পুলিশ
(খ) এমআরটি পুলিশ ✓
(গ) রেলওয়ে পুলিশ
(ঘ) সিটি পুলিশ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement