বিভিন্ন চাকরি পরীক্ষায় মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। তাই গুরুত্বসহকারে মেট্রোরেলের প্রশ্নত্তরগুলো পড়া প্রয়োজন।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ
১.কত তারিখে মেট্রোরেল উদ্বোধন করা হয় ? [পিএসসি কর্তৃক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ ২০২৩, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা ২০২২]
(ক) ২৮ ডিসেম্বর, ২০২২ ✓
(খ) ৬ জুন, ২০২২
(গ) ২৮ নভেম্বর, ২০২২
(ঘ) ১০ জানুয়ারি, ২০২২
২. কোন মন্ত্রণালয়ের অধীন মেট্রোরেল ? [নার্সিং(Diploma Nursing) ২০২২-২৩]
(ক) রেল মন্ত্রণালয়
(খ) যোগাযোগ মন্ত্রণালয়
(গ) প্রধানমন্ত্রী কার্যালয়
(ঘ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ✓
৩. প্রধান সহায়তাকারী দেশ কোনটি বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের ? [নার্সিং(Bsc Nursing) ভর্তি পরীক্ষা ২০২০-২১]
(ক) চীন
(খ) রাশিয়া
(গ) ভারত
(ঘ) জাপান ✓
৪. বাংলাদেশে মেট্রোরেল বিশ্বের কততম দেশ হিসেবে চালু হয় ?
(ক) ৩৬ তম ✓
(খ) ৪০ তম
(গ) ৩৪ তম
(ঘ) ৫৪ তম
৫. ঢাকার কোন কোন অঞ্চলে প্রথম মেট্রোরেল প্রকল্প সংযুক্ত করেছে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিট (অ-বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা ২০২০-২১]
(ক) মতিঝিল-গুলশান
(খ) সায়েদাবাদ-আগুলিয়া
(গ) মতিঝিল-উত্তরা ✓
(ঘ) গুলিস্তান-গুলশান
৬. কোন উদ্যোগে বাংলাদেশের মেট্রোরেল প্রকল্প জাপান অংশ নেয় ?
(ক) বিগ-বি ✓
(খ) রাশি-বি
(গ) হিগ-বি
(ঘ) জা-বি
৭. অফিসিয়াল নাম কী ঢাকার মেট্রোরেল ব্যবস্থার ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০১৮-১৯]
(ক) ম্যাস র্যাপিড ট্রানজিট ✓
(খ) কমিউটার র্যাপিড ট্রানজিট
(গ) প্যাসেঞ্জার র্যাপিড ট্রানজিট
(ঘ) পাসারবাই র্যাপিড ট্রানজিট
৮. দেশের মেট্রোরেল প্রকল্পের দ্বিতীয় নাম কি ?
(ক) MRT Line-1 ✓
(খ) MRT Line-3
(গ) MRT Line-2
(ঘ) MRT Line-4
৯. কোন শিল্পের অন্তর্ভুক্ত মেট্রোরেল ?
(ক) যৌগিক
(খ) নির্মান ✓
(গ) সেবা
(ঘ) সংযোজন
১০. সাধারণ যাত্রীদের জন্য বাংলাদেশের মেট্রোরেল কবে উন্মুক্ত করা হয় ?
(ক) ২৭ ডিসেম্বর ২০২২
(খ) ২৯ ডিসেম্বর ২০২২ ✓
(গ) ২৮ ডিসেম্বর ২০২২
(ঘ) ৩০ ডিসেম্বর ২০২২
১১. প্রতি ঘন্টায় মেট্রোরেলের যাত্রী ধারণক্ষমতা কত ? [পিএসসি এর অধীনে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয় (ওসিএজি) এর অডিটর নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) ৬০,০০০ যাত্রী ✓
(খ) ৭০,০০০ যাত্রী
(গ) ৪০,০০০ যাত্রী
(ঘ) ৩০,০০০ যাত্রী
১২. বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে কত টাকা মূল্যমানের স্মারক নোট ছাপিয়েছে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, A unit (মানবিক) গ্রুপ-৩ এর ভর্তি পরীক্ষা (২০২২-২৩)]
(ক) ৫০ টাকা ✓
(খ) ১০ টাকা
(গ) ২০ টাকা
(ঘ) ১০০ টাকা
১৩. নিচের কোন প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করে ছিল ?
(ক) বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার
(খ) চীন ও এডিবি
(গ) জাইকা ও বাংলাদেশ সরকার ✓
(ঘ) চীন ও বাংলাদেশ সরকার
১৪. মেট্রোরেল প্রথম কোন শহরে চালু হয় ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (মানবিক) গ্রুপ-৪ এর ভর্তি পরীক্ষা (২০২২-২৩)]
(ক) লন্ডন ✓
(খ) বার্লিন
(গ) প্যারিস
(ঘ) রোম
১৫. মেট্রোরেলের অর্থায়নের প্রধান উৎস কী ? [পিএসসি এর অধীনে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) - অডিটর নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) বাংলাদেশ ও এডিবি
(খ) বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক
(গ) বাংলাদেশ ও চীন
(ঘ) বাংলাদেশ ও জাপান ✓
১৬. পরীক্ষামূলক মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের কত তারিখে চালু করেন ? [সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০২৩]
(ক) ৭ জুলাই ✓
(খ) ১২ জুলাই
(গ) ৮ জুলাই
(ঘ) ১৬ জুলাই
১৭. মোট দৈর্ঘ্য কত কিলোমিটার মেট্রোরেলের ? [Faculty of Business Studies (FBS), BUP Admission 2020-21]
(ক) ২২.১ km
(খ) ২১.২৬ km ✓
(গ) ২০ km
(ঘ) ২৫.৮ km
১৮. কতটি মেট্রোরেল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে নির্মাণকাজ চলছে ?
(ক) ৪টি
(খ) ৬টি ✓
(গ) ৫টি
(ঘ) ৭টি
১৯. উড়াল পথে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলটির দূরত্ব কত কিলোমিটার ? [প্রা. বিদ্যা. সহ. শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০২২]
(ক) ২৫
(খ) ২০.১০ ✓
(গ) ২৫.১০
(ঘ) ২০.৫০
২০. প্রথম নারী চালকের নাম কী মেট্রোরেলের ? [উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষা, পরিবেশ অধিদপ্তর - ২০২৩]
(ক) মরিয়ম আফিজা ✓
(খ) ছাদিয়া খাতুন
(গ) মারিয়া হাসান
(ঘ) সাকিলা শিকদার
২১. বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের চালু লাইন কোনটি ? [সহকারী প্রশিক্ষক নিয়োগ পরীক্ষা, সমবায় অধিদপ্তর - ২০২৩]
(ক) এমআরটি-১
(খ) এমআরটি-৬ ✓
(গ) এমআরটি-৪
(ঘ) কোনটিই নয়
২২. নিচের কোন মেট্রোরেলটি বিশ্বের প্রথম মেট্রোরেল ?
(ক) লন্ডন আন্ডারগ্রাউন্ড ✓
(খ) টোকিও সাবওয়ে
(গ) সাংহাই মেট্রো
(ঘ) মস্কো মেট্রো
২৩. কে ডিজাইন করে বাংলাদেশের মেট্রোরেলের লোগো ? [কাস্টম হাউস আইসিডি এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ ২০২৩]
(ক) আলী আহসান নিশান ✓
(খ) আলী মহাবুব
(গ) লন্ডন সরকার
(ঘ) আলী হাসান নিশান
২৪. নিচের কোন ইউনিট মেট্রোরেলের জন্য গঠিত বিশেষ পুলিশ বাহিণী ?
(ক) মেট্রো পুলিশ
(খ) এমআরটি পুলিশ ✓
(গ) রেলওয়ে পুলিশ
(ঘ) সিটি পুলিশ