ঝর্ণার গান কবিতার mcq

ঝর্ণার গান কবিতার mcq

ঝর্ণার গান কবিতাটি নবম-দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতা থেকে SSC বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই নিচে ঝর্ণার গান কবিতার mcq দেওয়া হয়েছে।

ঝর্ণার গান কবিতার MCQ:

১. কে ভয় দেখায় 'ঝর্ণার গান' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSC) চট্টগ্রাম বোর্ড]
(ক) পরী
(খ) বিজন দেশ
(গ) কূজন
(ঘ) ঝুম পাহাড় ✓

২. ঝুম পাহাড় কেমন ছিল “ঝরনার গান' কবিতার- [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) নীরব পাহাড় ও নির্জন পাহাড় ✓
(খ) নীরব পাহাড় ও হিম পাহাড়
(গ) হিম পাহাড় ও নির্জন পাহাড়
(ঘ) কালো পাহাড় ও নির্জন পাহাড়

৩. মূল বক্তব্য কোনটি "ঝরনার গান' কবিতার ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সৌন্দর্যের তৃষ্ণা জাগানো
(খ) প্রকৃতির চজ্জ্বলতা ও গতির বর্ণনা
(গ) ঝরনার গতিপ্রকৃতির সৌন্দর্য বর্ণনা ✓
(ঘ) তৃষ্ণার্ত পথিকের কখন

৪. 'অচল-ঠাঁট' বলতে ‘ঝর্ণার গান' কবিতায় কোনটিকে বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC) কুমিল্লা বোর্ড]
(ক) পাহাড় ✓
(খ) শিলা
(গ) টিলা
(ঘ) থল-ঝঝি

৫. ‘ঝর্ণার গান' কবিতায় নিজের পায়ে 'ঝরনা কী বাজায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) তাল ✓
(খ) বোল
(গ) সুর
(ঘ) ঘুঙুর

৬. 'ঝরনার গান' কবিতায় কত চরণ রয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ৫০টি
(খ) ৫২টি ✓
(গ) ৫১টি
(ঘ) ৫৩টি

৭. নিচের কোন পাখির নাম 'ঝরনার গান' কবিতায় উল্লেখ নেই ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) শালিক
(খ) বুলবুলি
(গ) মাছরাঙ্গা ✓
(ঘ) চকোর

৮. গরজ' বলতে 'ঝরনার গান' কবিতায় কী বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সামর্থ্য
(খ) তৃষ্ণা
(গ) ইচ্ছা
(ঘ) প্রয়োজন ✓

৯. দুপুর-ভোর কার গান ঝরনা শুনতে পায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ঝিঁঝিঁর ✓
(খ) বুলবুলির
(গ) পরীর
(ঘ) শালিকের

১০. কে মুগ্ধ চোখে চায় থাকে ঝরনার গান' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) চাতক
(খ) ঝরণা ✓
(গ) শুক পাখি
(ঘ) কালসার

১১. 'গান' শব্দটি ঝরনার গান' কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) এক ✓
(খ) তিন
(গ) দুই
(ঘ) চার

১২. কিসের সংবাদ ঝরনা পায়নি ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পরীর হার ছেঁড়ার ✓
(খ) টগর ফুলের নূপুর পরার
(গ) কালসারের দল চরার
(ঘ) চাতকের ডাকার

১৩. ঝরনার গান' কবিতায় ‘শিথিল' শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি কে বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) অবসন্নতা ✓
(খ) শীতলতা
(গ) বিষণ্ণতা
(ঘ) চঞ্চলতা

১৪. ঝরনার গান' কবিতায় ঝরনা কী করে ঝুম পাহাড়ের চোখ পাকানো দেখে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পালিয়ে যায়
(খ) সামনে এগিয়ে চলে ✓
(গ) ভয় পায়
(ঘ) স্থির থাকে

১৫. আমরা ধাই তার আশেই'— এই চরণটিতে কাকে বোঝানো হয়েছে 'তার' বলতে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সৌন্দর্যপ্রেমিক ✓
(খ) ফটিক জল
(গ) বুলবুলি
(ঘ) তৃষ্ণার্ত

১৬. শালিক শুক বুলায় মুখ— এই চরণের পরের চরণ কোনটি ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ছিলার গায় ডালিম-ফাট
(খ) অঙ্গ মোর ঝলমলে
(গ) থল-ঝাঁঝির মখমলে ✓
(ঘ) বিলাই তান— তরল শ্লোক

১৭. ‘ঝর্ণার গান' কবিতায় কোথায় কালসারের দল চড়ে বেড়ায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) টিলার গায়
(খ) ঝাউয়ের ঝোপে ✓
(গ) বিজন দেশে
(ঘ) শিথিল শিলার উপর

১৮. কোন পাখি "ঝরনার গান' কবিতায় মখমলে মুখ বুলায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) চকোর
(খ) চাতক
(গ) শালিক ✓
(ঘ) বুলবুলি

১৯. 'ফটিক জল' বলতে "ঝরনার গান' কবিতায় কোন পাখিকে বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) শালিক
(খ) চাতক ✓
(গ) চকোর
(ঘ) শুক

২০. কোন পাখির ডাকের সাথে "ঝরনার গান' কবিতায় ঝরনার জলরাশির চমৎকার ধ্বনিমাধুর্যকে তুলনা করা হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বুলবুলি ✓
(খ) শুক
(গ) শালিক
(ঘ) চকোর

২১. কোথায় পুলক লাগে ঝরনার ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) প্রাণে
(খ) গায়ে ✓
(গ) চরণে
(ঘ) ললাটে

২২. ঝরনার গান' কবিতায় কতটি পাখির নাম উল্লেখ করা হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ৩টি
(খ) ৫টি ✓
(গ) ৪টি
(ঘ) ৬টি

২৩. 'বিজন দেশ কৃজন নাই' এই বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে 'ঝর্ণার গান' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSC) যশোর বোর্ড]
(ক) অচেতন প্রাণ
(খ) শঙ্কাহীন চলা
(গ) নীরব পরিবেশ ✓
(ঘ) বাধাহীন চলা

২৪. 'ঝর্ণার গান' কবিতায় ঝরনা কোনো ঝিলিক দেয়- [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বনে
(খ) বৃক্ষপত্রে
(গ) পাহাড়ে
(ঘ) পাথরের আঘাতে ✓

২৫. 'গতিময়তা' ফুটে উঠেছে নিচের কোন চরণটির মধ্যে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পুলক মোর সকল গায়
(খ) চরণ দুই দোদুল মন ✓
(গ) নিজের পায় বাজাই তাল
(ঘ) চপল পায় কেবল ধাই

২৬. 'ঝর্ণার গান' কবিতায় কোথায় ঝরনা ঝিলমিলায় করে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পাহাড়ের চূড়ায়
(খ) দিগ্বিনিক ✓
(গ) চারপাশে
(ঘ) বিজ্ঞান দেশে

২৭. কোন ফুলের নূপুর ঝরনা পায়ে পরে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) জুঁই
(খ) টগর ✓
(গ) কদম
(ঘ) কেয়া

২৮. পরীর গান বলতে 'ঝরনার গান' কবিতায় কী বোঝানো হয়েছে ?
(ক) নান্দনিক সৌন্দর্য
(খ) স্বপ্নলোকের ছবি ✓
(গ) লক্ষহীন চিত্ত
(ঘ) নিরবচ্ছিন্ন গতি

২৯. 'ঝরনার গান' কবিতাটি কে রচনা করেছেন ?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত ✓
(খ) জীবনানন্দ দাশ
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) সুকুমার রায়

৩০. 'ঝরনার গান' কবিতার লেখক জন্মগ্রহণ করেন কত সালে ?
(ক) ১৮৮০
(খ) ১৮৮২
(গ) ১৮৮১ ✓
(ঘ) ১৮৮৩

৩১. 'ঝরনার গান' কবিতায় দুপুর-ভোরে কেমন অবস্থা থাকে পথের ?
(ক) ঝিমানো ✓
(খ) কখনো নীরব কখনো সরব
(গ) চঞ্চল
(ঘ) সরব

৩২. কেমন করে আছে ঝুম-পাহাড় ?
(ক) ঘাড় ঝুঁকিয়ে ✓
(খ) ঘাড় উঁচিয়ে
(গ) রাগ করে
(ঘ) হাসিমুখ হয়ে

৩৩. কার হার টুটল 'ঝরনার গান' কবিতায় ?
(ক) ঝরণার
(খ) পরির ✓
(গ) কবির
(ঘ) টগরের
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url