ঝর্ণার গান কবিতার mcq
ঝর্ণার গান কবিতাটি নবম-দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতা থেকে SSC বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই নিচে ঝর্ণার গান কবিতার mcq দেওয়া হয়েছে।
ঝর্ণার গান কবিতার MCQ:
১. কে ভয় দেখায় 'ঝর্ণার গান' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSC) চট্টগ্রাম বোর্ড]
(ক) পরী
(খ) বিজন দেশ
(গ) কূজন
(ঘ) ঝুম পাহাড় ✓
(খ) বিজন দেশ
(গ) কূজন
(ঘ) ঝুম পাহাড় ✓
২. ঝুম পাহাড় কেমন ছিল “ঝরনার গান' কবিতার- [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) নীরব পাহাড় ও নির্জন পাহাড় ✓
(খ) নীরব পাহাড় ও হিম পাহাড়
(গ) হিম পাহাড় ও নির্জন পাহাড়
(ঘ) কালো পাহাড় ও নির্জন পাহাড়
(খ) নীরব পাহাড় ও হিম পাহাড়
(গ) হিম পাহাড় ও নির্জন পাহাড়
(ঘ) কালো পাহাড় ও নির্জন পাহাড়
৩. মূল বক্তব্য কোনটি "ঝরনার গান' কবিতার ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সৌন্দর্যের তৃষ্ণা জাগানো
(খ) প্রকৃতির চজ্জ্বলতা ও গতির বর্ণনা
(গ) ঝরনার গতিপ্রকৃতির সৌন্দর্য বর্ণনা ✓
(ঘ) তৃষ্ণার্ত পথিকের কখন
(খ) প্রকৃতির চজ্জ্বলতা ও গতির বর্ণনা
(গ) ঝরনার গতিপ্রকৃতির সৌন্দর্য বর্ণনা ✓
(ঘ) তৃষ্ণার্ত পথিকের কখন
৪. 'অচল-ঠাঁট' বলতে ‘ঝর্ণার গান' কবিতায় কোনটিকে বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC) কুমিল্লা বোর্ড]
(ক) পাহাড় ✓
(খ) শিলা
(গ) টিলা
(ঘ) থল-ঝঝি
(খ) শিলা
(গ) টিলা
(ঘ) থল-ঝঝি
৫. ‘ঝর্ণার গান' কবিতায় নিজের পায়ে 'ঝরনা কী বাজায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) তাল ✓
(খ) বোল
(গ) সুর
(ঘ) ঘুঙুর
(খ) বোল
(গ) সুর
(ঘ) ঘুঙুর
৬. 'ঝরনার গান' কবিতায় কত চরণ রয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ৫০টি
(খ) ৫২টি ✓
(গ) ৫১টি
(ঘ) ৫৩টি
(খ) ৫২টি ✓
(গ) ৫১টি
(ঘ) ৫৩টি
৭. নিচের কোন পাখির নাম 'ঝরনার গান' কবিতায় উল্লেখ নেই ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) শালিক
(খ) বুলবুলি
(গ) মাছরাঙ্গা ✓
(ঘ) চকোর
(খ) বুলবুলি
(গ) মাছরাঙ্গা ✓
(ঘ) চকোর
৮. গরজ' বলতে 'ঝরনার গান' কবিতায় কী বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সামর্থ্য
(খ) তৃষ্ণা
(গ) ইচ্ছা
(ঘ) প্রয়োজন ✓
(খ) তৃষ্ণা
(গ) ইচ্ছা
(ঘ) প্রয়োজন ✓
৯. দুপুর-ভোর কার গান ঝরনা শুনতে পায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ঝিঁঝিঁর ✓
(খ) বুলবুলির
(গ) পরীর
(ঘ) শালিকের
(খ) বুলবুলির
(গ) পরীর
(ঘ) শালিকের
১০. কে মুগ্ধ চোখে চায় থাকে ঝরনার গান' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) চাতক
(খ) ঝরণা ✓
(গ) শুক পাখি
(ঘ) কালসার
(খ) ঝরণা ✓
(গ) শুক পাখি
(ঘ) কালসার
১১. 'গান' শব্দটি ঝরনার গান' কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) এক ✓
(খ) তিন
(গ) দুই
(ঘ) চার
(খ) তিন
(গ) দুই
(ঘ) চার
১২. কিসের সংবাদ ঝরনা পায়নি ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পরীর হার ছেঁড়ার ✓
(খ) টগর ফুলের নূপুর পরার
(গ) কালসারের দল চরার
(ঘ) চাতকের ডাকার
(খ) টগর ফুলের নূপুর পরার
(গ) কালসারের দল চরার
(ঘ) চাতকের ডাকার
১৩. ঝরনার গান' কবিতায় ‘শিথিল' শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি কে বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) অবসন্নতা ✓
(খ) শীতলতা
(গ) বিষণ্ণতা
(ঘ) চঞ্চলতা
(খ) শীতলতা
(গ) বিষণ্ণতা
(ঘ) চঞ্চলতা
১৪. ঝরনার গান' কবিতায় ঝরনা কী করে ঝুম পাহাড়ের চোখ পাকানো দেখে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পালিয়ে যায়
(খ) সামনে এগিয়ে চলে ✓
(গ) ভয় পায়
(ঘ) স্থির থাকে
(খ) সামনে এগিয়ে চলে ✓
(গ) ভয় পায়
(ঘ) স্থির থাকে
১৫. আমরা ধাই তার আশেই'— এই চরণটিতে কাকে বোঝানো হয়েছে 'তার' বলতে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সৌন্দর্যপ্রেমিক ✓
(খ) ফটিক জল
(গ) বুলবুলি
(ঘ) তৃষ্ণার্ত
(খ) ফটিক জল
(গ) বুলবুলি
(ঘ) তৃষ্ণার্ত
১৬. শালিক শুক বুলায় মুখ— এই চরণের পরের চরণ কোনটি ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ছিলার গায় ডালিম-ফাট
(খ) অঙ্গ মোর ঝলমলে
(গ) থল-ঝাঁঝির মখমলে ✓
(ঘ) বিলাই তান— তরল শ্লোক
(খ) অঙ্গ মোর ঝলমলে
(গ) থল-ঝাঁঝির মখমলে ✓
(ঘ) বিলাই তান— তরল শ্লোক
১৭. ‘ঝর্ণার গান' কবিতায় কোথায় কালসারের দল চড়ে বেড়ায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) টিলার গায়
(খ) ঝাউয়ের ঝোপে ✓
(গ) বিজন দেশে
(ঘ) শিথিল শিলার উপর
(খ) ঝাউয়ের ঝোপে ✓
(গ) বিজন দেশে
(ঘ) শিথিল শিলার উপর
১৮. কোন পাখি "ঝরনার গান' কবিতায় মখমলে মুখ বুলায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) চকোর
(খ) চাতক
(গ) শালিক ✓
(ঘ) বুলবুলি
(খ) চাতক
(গ) শালিক ✓
(ঘ) বুলবুলি
১৯. 'ফটিক জল' বলতে "ঝরনার গান' কবিতায় কোন পাখিকে বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) শালিক
(খ) চাতক ✓
(গ) চকোর
(ঘ) শুক
(খ) চাতক ✓
(গ) চকোর
(ঘ) শুক
২০. কোন পাখির ডাকের সাথে "ঝরনার গান' কবিতায় ঝরনার জলরাশির চমৎকার ধ্বনিমাধুর্যকে তুলনা করা হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বুলবুলি ✓
(খ) শুক
(গ) শালিক
(ঘ) চকোর
(খ) শুক
(গ) শালিক
(ঘ) চকোর
২১. কোথায় পুলক লাগে ঝরনার ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) প্রাণে
(খ) গায়ে ✓
(গ) চরণে
(ঘ) ললাটে
(খ) গায়ে ✓
(গ) চরণে
(ঘ) ললাটে
২২. ঝরনার গান' কবিতায় কতটি পাখির নাম উল্লেখ করা হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ৩টি
(খ) ৫টি ✓
(গ) ৪টি
(ঘ) ৬টি
(খ) ৫টি ✓
(গ) ৪টি
(ঘ) ৬টি
২৩. 'বিজন দেশ কৃজন নাই' এই বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে 'ঝর্ণার গান' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSC) যশোর বোর্ড]
(ক) অচেতন প্রাণ
(খ) শঙ্কাহীন চলা
(গ) নীরব পরিবেশ ✓
(ঘ) বাধাহীন চলা
(খ) শঙ্কাহীন চলা
(গ) নীরব পরিবেশ ✓
(ঘ) বাধাহীন চলা
২৪. 'ঝর্ণার গান' কবিতায় ঝরনা কোনো ঝিলিক দেয়- [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বনে
(খ) বৃক্ষপত্রে
(গ) পাহাড়ে
(ঘ) পাথরের আঘাতে ✓
(খ) বৃক্ষপত্রে
(গ) পাহাড়ে
(ঘ) পাথরের আঘাতে ✓
২৫. 'গতিময়তা' ফুটে উঠেছে নিচের কোন চরণটির মধ্যে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পুলক মোর সকল গায়
(খ) চরণ দুই দোদুল মন ✓
(গ) নিজের পায় বাজাই তাল
(ঘ) চপল পায় কেবল ধাই
(খ) চরণ দুই দোদুল মন ✓
(গ) নিজের পায় বাজাই তাল
(ঘ) চপল পায় কেবল ধাই
২৬. 'ঝর্ণার গান' কবিতায় কোথায় ঝরনা ঝিলমিলায় করে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পাহাড়ের চূড়ায়
(খ) দিগ্বিনিক ✓
(গ) চারপাশে
(ঘ) বিজ্ঞান দেশে
(খ) দিগ্বিনিক ✓
(গ) চারপাশে
(ঘ) বিজ্ঞান দেশে
২৭. কোন ফুলের নূপুর ঝরনা পায়ে পরে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) জুঁই
(খ) টগর ✓
(গ) কদম
(ঘ) কেয়া
(খ) টগর ✓
(গ) কদম
(ঘ) কেয়া
২৮. পরীর গান বলতে 'ঝরনার গান' কবিতায় কী বোঝানো হয়েছে ?
(ক) নান্দনিক সৌন্দর্য
(খ) স্বপ্নলোকের ছবি ✓
(গ) লক্ষহীন চিত্ত
(ঘ) নিরবচ্ছিন্ন গতি
(খ) স্বপ্নলোকের ছবি ✓
(গ) লক্ষহীন চিত্ত
(ঘ) নিরবচ্ছিন্ন গতি
২৯. 'ঝরনার গান' কবিতাটি কে রচনা করেছেন ?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত ✓
(খ) জীবনানন্দ দাশ
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) সুকুমার রায়
(খ) জীবনানন্দ দাশ
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) সুকুমার রায়
৩০. 'ঝরনার গান' কবিতার লেখক জন্মগ্রহণ করেন কত সালে ?
(ক) ১৮৮০
(খ) ১৮৮২
(গ) ১৮৮১ ✓
(ঘ) ১৮৮৩
(খ) ১৮৮২
(গ) ১৮৮১ ✓
(ঘ) ১৮৮৩
৩১. 'ঝরনার গান' কবিতায় দুপুর-ভোরে কেমন অবস্থা থাকে পথের ?
(ক) ঝিমানো ✓
(খ) কখনো নীরব কখনো সরব
(গ) চঞ্চল
(ঘ) সরব
(খ) কখনো নীরব কখনো সরব
(গ) চঞ্চল
(ঘ) সরব
৩২. কেমন করে আছে ঝুম-পাহাড় ?
(ক) ঘাড় ঝুঁকিয়ে ✓
(খ) ঘাড় উঁচিয়ে
(গ) রাগ করে
(ঘ) হাসিমুখ হয়ে
(খ) ঘাড় উঁচিয়ে
(গ) রাগ করে
(ঘ) হাসিমুখ হয়ে
৩৩. কার হার টুটল 'ঝরনার গান' কবিতায় ?
(ক) ঝরণার
(খ) পরির ✓
(গ) কবির
(ঘ) টগরের
(খ) পরির ✓
(গ) কবির
(ঘ) টগরের