আশা কবিতার MCQ

আশা কবিতার mcq

আশা কবিতার MCQ:

১. কিসের অন্তরালে হারিয়ে 'আশা' কবিতার কবি যেতে চান ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বিত্ত-সুখের
(খ) কান্না-হাসির ✓
(গ) নিশুত রাতের
(ঘ) আধার ঘরের

২. "নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই”- এ লাইনটি উপস্থাপিত ভাব নিচের কোনটি ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) গতানুগতিক সুখী হওয়ার প্রবণতা
(খ) অন্যের জন্যে কিছু করতে পারা
(গ) অল্প আশায় অল্প প্রাপ্তি ✓
(ঘ) মানুষের অতিরিক্ত প্রত্যাশা

৩. কোন কাব্যগ্রন্থ থেকে 'আশা' কবিতাটি সংকলিত করা হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) তিমিরান্তিক
(খ) বৃশ্চিক লগ্ন
(গ) মালব কৌশিক ✓
(ঘ) প্রসন্ন প্রহর

৪. প্রতিবেশীর ঘরটি কেমন 'আশা' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) উজ্জ্বল
(খ) আঁধার ✓
(গ) আবছায়া
(ঘ) আলো ভরা

৫. কোন জগতের প্রত্যাশা করেন কবি 'আশা' কবিতায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) যে জগতে মানুষ অর্থের পিছনে ছুটে
(খ) ধনী গরিবের পার্থক্য যেখানে নাই
(গ) যে জগতে অর্থের কোনো অভাব নাই
(ঘ) যে জগতে মানুষ চিন্তাহীন ঘুমিয়ে থাকে ✓

৬. কোনটি ফুটে উঠেছে 'আশা' কবিতায় ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) উচ্চাভিলাষ
(খ) সৌন্দর্য
(গ) দারিদ্র্য
(ঘ) পরোপকার ✓

৭. কাদের মাঝে কবি হারিয়ে যেতে চেয়েছেন 'আশা' কবিতায় ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) প্রতিবেশীর
(খ) দরিদ্র মানুষের
(গ) বিত্তবানদের
(ঘ) সত্যিকারের মানুষদের ✓

৮. এক দিনের আহার্য খুঁজে পায় না সারা দিন পরিশ্রম করে - তারা কারা ? [ নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) দরিদ্র মানুষ ✓
(খ) অসাধারণ মানুষ
(গ) মধ্যবিত্ত মানুষ
(ঘ) ধনী মানুষ

৯. বিত্তসুখের দুর্ভাবনায় কী কমে যায় ‘আশা' কবিতায় ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পারস্পরিক সম্প্রীতি
(খ) রাতের ঘুম
(গ) ভালবাসার অনুভূতি
(গ) মানুষের আয়ু ✓

১০. মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে কোথায় "আশা" কবিতায় ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) প্রতিবেশীর আধার ঘরে
(খ) জীর্ণ বেড়ার ঘরে ✓
(গ) যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে
(ঘ) কান্না-হাসির অন্তরালে

১১. দুরাশা গ্লানি নেই কাদের মনে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) যারা সারা দিন পরিশ্রম করেও খেতে পায় না ✓
(খ) যারা দালান ঘরে ঘুমায়
(গ) যারা অনেক অর্থ সম্পদ জমায়
(ঘ) যারা সোনা-রূপার পাহাড় জমায়

১২. "আশা" কবিতায় অনুসারে মানুষ যেখানে মানুষকে ভালোবাসে সেখানে প্রতিবেশীর আঁধার ঘরে নিচের কোনটি কথা বলা হয়েছে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) জটলা করে
(খ) মারামারি করে
(গ) আলো জ্বালে ✓
(ঘ) ঘৃণা করে

১৩. মানুষকে ভালোবাসতে পারে কোথাকার মানুষ ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) যেখানে দীনতা নেই ✓
(খ) যেখানে হতাশা নেই
(গ) যেখানে অর্থ নেই
(ঘ) যেখানে খাবার নেই

১৪. মানুষের রাতে ঘুম হয় না কিসের চিন্তায় ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) দুঃখের
(খ) সুখের ✓
(গ) কষ্টের
(ঘ) বিলাসিতার

১৫. তুচ্ছ নিয়ে তুষ্ট থাকা ভালো— এই কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সামান্যতেই সন্তুষ্টি ✓
(খ) অপ্রাচুর্যেই সুখী
(গ) অল্পতেই উৎফুল্ল
(ঘ) সহজতায় সুখী

১৬. আমি সেই জগতে হারিয়ে যেতে চাই' এই লাইনটিতে 'আমি' কে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সাধারণ মানুষ
(খ) কবি নিজে ✓
(গ) দরিদ্র মানুষ
(ঘ) মেহনতি মানুষ

১৭. মানুষের মনে কী নেই আশা’ কবিতায় ?
(ক) হতাশা
(খ) সুখ
(গ) দীনতা ✓
(ঘ) ইচ্ছা

১৮. আশা কবিতার লেখক কে?
(ক) সিকান্দার আবু জাফর ✓
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৯. জাগতিক এই পৃথিবী কেমন হয়ে উঠছে ক্রমশ ?
(ক) লােভী
(খ) অহংকারী
(গ) সরল
(ঘ) জটিল ✓

২০. কাদের রাতে ঘুম হয় না সুখের চিন্তায় ?
(ক) পাখির
(খ) পরীর
(গ) পশুর
(ঘ) মানুষের ✓

২১. কিসের পাহাড়ের কথা বলা হয়েছে আশা’ কবিতায় ?
(ক) লােহার
(খ) সােনা-রুপার ✓
(গ) তামার
(ঘ) সিলভারের

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url