১১ দফা গুলো কি কি ?

স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬৯ সাল "পূর্ব পাকিস্তানে" সরকার বিরোধী বিক্ষোভ রূপ নেয়। ৪ জানুয়ারি ১৯৬৯ সালে "সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ" তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচি পেশ করেন।

"পাকিস্তান রাষ্ট্র" সৃষ্টির পর থেকে এদেশের রাজনীতিতে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্র আন্দোলনের ভূমিকা শুরু হয় ১৯৫২ সালের "ভাষা আন্দোলনের" মধ্য দিয়ে, যা ছিল অত্যন্ত প্রশংসনীয়। পরবর্তীতে ১৯৬২ সালে "হামিদুর রহমান" শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিল খুবই সক্রিয়। এরপর তারা ঐতিহাসিক ১১ দফা পেশ করে। ১৯৬৮ সালের ডিসেম্বর থেকে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রদের দ্বারা সুসমন্বিত ও সফল আন্দোলন শুরু করে যা ইতিহাসে বিরল।

১১ দফা গুলো কি কি ?

নিচে ১১ দফা কর্মসূচী গুলো উল্লেখ করা হল:
  1. শিক্ষা সমস্যার দ্রুত সমাধান। মানে, হামিদুর রহমান শিক্ষা কমিশন এবং সকল বিশ্ববিদ্যালয় আইন, বিশেষ করে কুখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল এবং সকল ছাত্র-ছাত্রীদের মাসিক ফি কমানো।
  2. প্রাপ্তবয়স্কদের ভোটে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংবাদপত্রের স্বাধীনতা প্রদান এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশনার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
  3. ছয় দফা দাবির পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা।
  4. পশ্চিম পাকিস্তানের সমস্ত প্রদেশের (খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, বেলুচিস্তান, সিন্ধু ইত্যাদিতে) স্বায়ত্তশাসন সহ একটি ফেডারেল সরকার গঠন করা।
  5. বীমা, ব্যাংক, পাটকলসহ সকল বড় বড় শিল্পকারখানা জাতীয়করণ।
  6. কৃষকদের খাজনা ও কর কমিয়ে দেওয়া এবং পাটের মূল্য সর্বনিম্ন ৪০ টাকা ধার্য করা।
  7. শ্রমিকদের ন্যায্য মজুরি, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান প্রদান এবং শ্রমিক আন্দোলনের অধিকার প্রদান করা।
  8. পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ করা এবং পানি সম্পদের সার্বিক ব্যবহারের জন্য ব্যবস্থা গ্রহণ।
  9. নিরাপত্তা আইন, জরুরি আইন এবং অন্যান্য নিপীড়নমূলক আইন বাতিল করা।
  10. সিয়াটো, সেন্ট্রোসহ সমস্ত পাক-মার্কিন সামরিক চুক্তি বাতিল করা এবং জোট বহির্ভূত নিরপেক্ষ "পররাষ্ট্রনীতি" গ্রহণ করা।
  11. দেশের বিভিন্ন কারাগারে আটক ছাত্র, কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীসহ আগরতলা মামলার আসামিদের মুক্তি প্রদান করা এবং অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা।

১১ দফা আন্দোলনের পটভূমি:

ছাত্রদের ১১ দফা ভিত্তিক আন্দোলনের পেছনে রয়েছে বাঙালি জাতির দীর্ঘদিনের ক্ষোভ, অধিকার বঞ্চনা ও অবহেলা।
  1. হামিদুর রহমান শিক্ষা কমিশন
  2. ছয় দফা আন্দোলন
  3. আগরতলা ষড়যন্ত্রমূলক মামলা
  4. জাতীয় নেতৃত্বের বিকল্প ছাত্র নেতৃত্ব সৃষ্টি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url