তাহারেই পড়ে মনে কবিতার mcq | বিগত সালের প্রশ্ন (৩২+)

তাহারেই পড়ে মনে কবিতার mcq

বাংলা সাহিত্যের অন্যতম কবি- সুফিয়া কামালের লেখা "তাহারেই পড়ে মনে" কবিতাটি একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথমপত্রে রয়েছে । তাহারেই পড়ে মনে কবিতার mcq বোর্ড পরীক্ষাসহ বিভিন্ন চাকরী পরীক্ষাতেও এসে থাকে। একারণে তাহারেই পড়ে কবিতার mcq অনেক গুরত্বপূর্ণ।

তাহারেই পড়ে মনে কবিতার MCQ:

১. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রকাশিত হয় কত সালে ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা B Unit (Set code: I) ২০২১-২২, রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট (Group-১) মানবিক ২০২১-২২]
(ক) ১৯৩৫ ✓
(খ) ১৯৪২
(গ) ১৯৩৮
(ঘ) ১৯৪৭

২. তাহারেই পড়ে মনে' কবিতাটি রচিত কোন ছন্দে ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১১-১২, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব. ভর্তি পরীক্ষা F ইউনিট]
(ক) অক্ষরবৃত্ত ✓
(খ) স্বরবৃত্ত
(গ) অমিত্রাক্ষর
(ঘ) মাত্রাবৃত্ত
(ঙ) কোনটি নয়।

৩. ‘তাহারেই পড়ে মনে’ - কবিতাটি কোন গঠনরীতিতে রচিত হয়েছে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট (অ-বাণিজ্য) ২০২০-২১]
(ক) গদ্য কবিতা
(খ) সংলাপ নির্ভর ✓
(গ) নাটকীয়স
(ঘ) প্রকৃতি নির্ভর

৪. ‘তাহারেই পড়ে মনে' কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? [পিএসসি কর্তৃক NSI এর ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষা ২০২৩]
(ক) মায়া কাজল
(খ) উদাত্ত পৃথিবী
(গ) সাঁঝের মায়া ✓
(ঘ) মন ও জীবন

৫. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির বসন্ত বন্দনায় বিমুখতার কারণ-- [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ১৯৯৯-২০০০]
(ক) রাগ
(খ) প্রিয় বিয়োগ ✓
(গ) অভিমান
(ঘ) হতাশা

৬. ‘তাহারেই পড়ে মনে' কবিতাটিতে মাধবী শব্দ ব্যাবহৃত হয়েছে কী অর্থে ? [আন্ডারগ্র্যা. প্রোগ্রাম ভর্তি পরীক্ষা বিজ্ঞান ইউনিট (সাত কলেজ) ২০২২-২৩]
(ক) এক প্রকার ফুল ✓
(খ) বসন্ত
(গ) মধুর
(ঘ) লেবু

৭. সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার সারকথা কী ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা C Unit (Set code: G) ২০২১-২২]
(ক) অতীত ও মানবমনের সম্পর্ক
(খ) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক ✓
(গ) অতীত ও প্রেমের সম্পর্ক
(ঘ) প্রকৃতি ও অতীতের সম্পর্ক

৮. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন পত্রিকায় কত সালে প্রথম প্রকাশিত হয়? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা C Unit (Set Code: C) ২০১৯-২০]
(ক) ১৩৪৭ বঙ্গাব্দে 'প্রবাসী'
(খ) ১৯৩২ সালে, 'বিজলী'
(গ) ১৯৩৫ সালে, ‘মাসিক মোহাম্মদী' ✓
(ঘ) ১৩৩৫ বঙ্গাব্দে, 'নবযুগ'

৯. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কোনটি তুলনীয় কবির অনুভূতির সাথে? [পিএসসি কর্তৃক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর স্টোরম্যান নিয়োগ পরীক্ষা ২০১৮]
(ক) প্রকৃতির সৌন্দর্য
(খ) বসন্তের আমেজ
(গ) প্রকৃতির বিরুপতা
(ঘ) শীতের রিক্ততা ✓

১০. 'তাহারেই মনে পড়ে ভুলিতে পারি না কোনো মতে' - উক্তিটিতে কাকে মনে পড়ে কবির? [জগন্নাথ বিশ্ব. ভর্তি পরীক্ষা C ইউনিট : ২০০৬-০৭, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা গ ইউনিট ১৯৯১-৯২]
(ক) স্বজনদের
(খ) ছেলেবেলাকে
(গ) বসন্ত ঋতুকে
(ঘ) শীত ঋতুকে ✓

১১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় নিচের কোন ঋতুর আগমনের কথা উল্লেখ রয়েছে? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট(বিকাল) ২০১৯-২০, চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১২-১৩]
(ক) শীত
(খ) গ্রীষ্ম
(গ) বসন্ত ✓
(ঘ) বর্ষা

১২. 'তাহারেই পড়ে মনে' কবিতাটির কোন বৈশিষ্ট্য লক্ষণীয় ? [একাদশ- দ্বাদশ শ্রেণি বরিশাল বোর্ড ২০২৩]
(ক) শোকধর্মিতা
(খ) নাটকীয়তা ✓
(গ) বর্ণনাত্মক
(ঘ) মহাকাব্যিক

১৩. তাহারেই পড়ে মনে' কবিতায় কোন দুইটি ঋতুর কথা এসেছে? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৫-১৬]
(ক) গ্রীষ্ম ও বর্ষা
(খ) শীত ও বসন্ত ✓
(গ) শরৎ ও হেমন্ত
(ঘ) হেমন্ত ও শীত

১৪. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির তীব্র বিমুখতা কার প্রতি ? [একাদশ- দ্বাদশ শ্রেণি ঢাকা বোর্ড ২০২৩]
(ক) বসন্তের ✓
(খ) নিজের
(গ) শীতের
(ঘ) ভক্তের

১৫. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কাকে 'মাঘের সন্ন্যাসী' রূপে কবি কল্পনা করেছেন? [একাদশ- দ্বাদশ শ্রেণি যশোর বোর্ড, ইসলামী বিশ্ব. ভর্তি পরীক্ষা H ইউনিট]
(ক) দখিনা সমীর
(খ) বসন্ত
(গ) শীত ✓
(ঘ) মাধবী কুঁড়ি

১৬. ‘তাহারেই পড়ে মনে' কবিতাটিতে নিচের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? [একাদশ- দ্বাদশ শ্রেণি কুমিল্লা বোর্ড]
(ক) প্রকৃতির প্রতি মানবমনের বিরূপতা
(খ) প্রকৃতির প্রতি কবিমনের ভাবান্তর
(গ) মানুষের ব্যক্তিগত জীবনের দুঃখ-কষ্ট
(ঘ) মানবমন ও প্রকৃতির যোগসাদৃশ্য ✓

১৭. ‘কহিল সে পরম হেলায়’ - এর পরের পংক্তিটি কি তাহারেই পড়ে মনে কবিতায় - [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট(বিকাল) ২০২১-২২]
(ক) অলকের পাতার বাহিয়া
(খ) নাইহলোনা হোক এবারে
(গ) দক্ষিণ দুয়ার গেছে
(ঘ) বৃথয কেন? ফাল্গুন বেলায় ✓

১৮. 'তাহারেই পড়ে মনে' কবিতাটিতে কতটি স্তবক রয়েছে? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা E ইউনিট : ২০১৩-১৪, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা খ ইউনিট (২০০৬-২০০৭)]
(ক) চার
(খ) ছয়
(গ) পাঁচ ✓
(ঘ) সাত

১৯. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন কোন ফলের কথা উল্লেখ রয়েছে? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০১১-১২, জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা F ইউনিট]
(ক) আম ও কাঁঠাল
(খ) বাতাবি ও কাঁঠাল
(গ) আম ও জাম
(ঘ) বাতাবি ও আম ✓

২০. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ব্যথা দিয়েছেন কাকে? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি ২০২৩]
(ক) ফাল্গুন
(খ) পাঠক
(গ) প্রকৃতি
(ঘ) ঋতুরাজ ✓

২১. “তাহারেই পড়ে মনে' কবিতায় আচ্ছন্ন করেছে কবিকে- [BUP (Faculty of Arts and Social Science) ভর্তি পরীক্ষা ২০১৮-১৯]
(ক) সোনালি অতীত
(খ) শৈশবের স্মৃতি
(গ) বিষাদময় রিক্ততা ✓
(ঘ) মধুর বর্তমান

২২. 'তাহারেই পড়ে মনে' কবিতায়— 'কোথা তব নব পুষ্পসাজ' – উক্তিটি বলা হয়েছে কার উদ্দেশ্যে? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি ২০২৩]
(ক) বসন্তের
(খ) কবির ✓
(গ) ভক্তের
(ঘ) শীতের

২৩. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীভাবে 'দক্ষিণ দুয়ার' খুলছে? [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব. ভর্তি পরীক্ষা ক ইউনিট]
(ক) কবি নিজে খুলেছেন
(খ) উত্তরের.কুয়াশায় খুলেছে
(গ) ভক্তরা খুলেছে
(ঘ) বসন্ত বাতাসে খুলেছে ✓

২৪. 'তাহারেই পড়ে মনে' কবিতাটিতে কোন ফুলের কুঁড়ির কথা বলা হয়েছে ? [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা ইউনিট : C ]
(ক) চম্পা ফুলের কুঁড়ি
(খ) মাধবী ফুলের কুঁড়ি ✓
(গ) বেলি ফুলের কুঁড়ি
(ঘ) দোলনচাঁপা ফুলের কুঁড়ি

২৫. 'তাহারেই পড়ে মনে' কবিতায় 'উত্তরী' শব্দটি কী অর্থে ব্যাবহৃত হয়েছে? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি ২০২৩]
(ক) কুয়াশা
(খ) চাদর ✓
(গ) উত্তর দিক
(ঘ) শীতের তীব্রতা

২৬. 'তাহারেই পড়ে মনে' কবিতায় মাঘের সন্ন্যাসী কোন পথে চলে গেছে ? [বেগম রোকেয়া বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট ২০২৩]
(ক) শীতের কুয়াশা জড়ানো পথে
(খ) পুষ্পশূন্য দিগন্তের পথে ✓
(গ) বসন্তের ফুল ছড়ানো পথে
(ঘ) এর কোনোটাই নয়

২৭. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়-- [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা গ ইউনিট ২০১৪-১৫, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব. ভর্তি পরীক্ষা ক ইউনিট]
(ক) ভারতী
(খ) কালি-কলম
(গ) কল্লোল
(ঘ) মাসিক মোহাম্মদী ✓

২৮. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি ঋতুর প্রসঙ্গ আছে? [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব. ভর্তি পরীক্ষা ক ইউনিট]
(ক) একট
(খ) তিনটিি
(গ) দুইটি ✓
(ঘ) চারটি

২৯. কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে 'তাহারেই পড়ে মনে' কবিতায় ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি ২০২৩]
(ক) আমের মুকুল
(খ) দখিনা সমীর ✓
(গ) দক্ষিণ দুয়ার
(ঘ) বাতাবি লেবুর ফুল

৩০. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন মুকুলের প্রসঙ্গ এসেছে?
(ক) আম ✓
(খ) জলপাই
(গ) জাম
(ঘ) কোনোটি নয়

৩১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিতে নিচের কোনটির উল্লেখ নেই? [যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা D Unit ২০১৯-২০২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা D ইউনিট ২০২৩]
(ক) আমের মুকুল
(খ) বাতাবি লেবু
(গ) কমল বন ✓
(ঘ) মাধবী কুঁড়ি

৩২. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন কবির লেখা? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০০৬-০৭]
(ক) বেগম রােকেয়া
(খ) জসীম উদ্দীন
(গ) সুফিয়া কামাল ✓
(ঘ) ফররুখ আহমদ
(ঙ) আল মাহমুদ

৩৩. 'কুহেলি উত্তরী' শব্দটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় কী অর্থ বহন করে? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) মাঘের কুয়াশা
(খ) কুয়াশার চাদর ✓
(গ) উত্তরের কুয়াশা
(ঘ) পৌষের কুয়াশা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement