বিলাসী গল্পের mcq | বিগত সালের প্রশ্ন (৩০+)

বিলাসী গল্পের mcq

বিলাসী গল্পের mcq অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং HSC বোর্ড পরীক্ষায় নিয়মিত শরৎচন্দ্রচট্রোপাধ্যায়ের লেখা বিলাসী গল্পের mcq এসে থাকে। নিচে সবচেয়ে গুরত্বপূর্ণ mcq গুলো তুলে ধরা হয়েছে। কোনো প্রশ্নের উত্তর ভুল পেলে অনুগ্রহকরে কমেন্টে জানাবেন।

বিলাসী গল্পের MCQ :

১. কোন পত্রিকায় শরৎচন্দ্রের 'বিলাসী' গল্পটি প্রথম প্রকাশিত হয়? [চট্টগ্রাম,কুমিল্লা ও কাজী নজরুল ইসলাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: ২০১৩-২০১৪]
(ক) প্রবাসী
(খ) ভারতী ✓
(গ) সবুজপত্র
(ঘ) শনিবারের চিঠি

২. কার জবানিতে 'বিলাসী' গল্পটি বিবৃত? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: D ইউনিট : ২০১৭-২০১৮, চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট : ২০১৬-২০১৭, চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: C ইউনিট : ২০১৫-২০১৬, চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট : ২০০৯-২০১০]
(ক) বিলাসী
(খ) ন্যাড়া ✓
(গ) মৃত্যুঞ্জয়
(ঘ) বৃদ্ধ মালো

৩. 'বিলাসী' কার লেখা গল্প? [সোনালি ব্যাংকের ক্যাশ অফিসার নিয়োগ পরীক্ষা ২০১৪]
(ক) শরৎচন্দ্র ✓
(খ) মানিক বন্দোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ
(ঘ) শওকত ওসমান

৪. ভূদেব বাবু হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে 'বিলাসী' গল্পে ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ২০১১-২০১২]
(ক) উনিশ শতকের বাংলার জাগরণের অগ্রদূত ✓
(খ) রাজনীতিবিদ
(গ) বিলাসীর পিতা
(ঘ) মৃত্যুঞ্জয়ের কাকা

৫. হুমায়নের বাপের নাম কী লেখা হয়েছিল শরৎচন্দ্র বিলাসী গল্পে? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ২০০০-২০০১]
(ক) বাবর
(খ) শের খাঁ
(গ) আকবর
(ঘ) তোগলক খাঁ ✓

৬. উনিশ শতকের যে সমাজ সংস্কারকের উল্লেখ আছে 'বিলাসী' গল্পে তাঁর নাম- [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: A ইউনিট : ২০১৫-২০১৬, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ক ইউনিট ২০১২-২০১৩]
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) অক্ষয়কুমার দত্ত
(গ) রামমোহন রায়
(ঘ) ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় ✓

৭. মৃত্যুঞ্জয়য়ের বাগানের আয়তন কত 'বিলাসী' গল্পে ? [ইসলামী বিশ্ব. ভর্তি পরীক্ষা: H ইউনিট]
(ক) ৮/১০ বিঘা
(খ) ১০/১৫ বিঘা
(গ) ১০/১২বিঘা
(ঘ) ২০/২৫ বিঘা ✓

৮. কে মৃত্যুঞ্জয়কে বিলাসী গল্পে অন্নপাপের জন্য দায়ী করেছিল? [জগন্নাথ বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট : ২০০৭-২০০৮]
(ক) মৃত্যুঞ্জয়ের খুড়া ✓
(খ) হরিপুরের সমাজ
(গ) নালতের মিত্তির
(ঘ) মৃত্যুঞ্জয়ের শ্বশুর

৯. প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘনটা কিসের পরিচয় বহন করে বিলাসী গল্পে ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট (২০০৮-২০০৯]
(ক) ঐদার্যের
(খ) দান- ধ্যানের
(গ) মহত্বের
(ঘ) সংকীর্ণতার ✓

১০. বিলাসী গল্পে উল্লেখিত 'ফোর্থ ক্লাস' শব্দটির দ্বারা অবর্তমানে কোন শ্রেনিকে বুঝিয়েছে? [জগন্নাথ বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট : ২০১৩-২০১৪]
(ক) সপ্তম শ্রেণি ✓
(খ) নবম শ্রেনি
(গ) চতুর্থ শ্রেনি
(ঘ) অষ্টম শ্রেনি

১১. 'বিলাসী' গল্পে বিলাসীর মৃত্যু হয়েছিল কিভাবে ? [বরিশাল বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট]
(ক) পুকুরে ডুবে
(খ) সাপের কামড়ে
(গ) নিরুদ্দেশ হয়ে
(ঘ) বিষ পানে ✓

১২. 'বিলাসী' গল্পে কথক হেঁটে স্কুলে যেত কতটা পথ? &৭ [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: D ইউনিট : ২০০৭-২০০৮]
(ক) পাঁচক্রোশ ✓
(খ) তিন ক্রোশ
(গ) চার ক্রোশ
(ঘ) সাত ক্রোশ

১৩. সাপ ধরার বায়না এলে কী করত বিলাসী (বিলাসী গল্পে)? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: গ ইউনিট ২০১২-২০১৩, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ক ইউনিট (২০০৩-২০০৪)]
(ক) উৎসাহ দিত
(খ) বাধা দিত ✓
(গ) নিরুৎসাহিত করত
(ঘ) ভয় দেখাত

১৪. 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় মারা যায় সর্পদংশনের কত মিনিট পর - [ইসলামী বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট]
(ক) ৩০-৪০ মিনিট
(খ) ৫০-৫০ মিনিট
(গ) ৪৫-৫০ মিনিট ✓
(ঘ) ২০-২৫ মিনিট

১৫. শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন 'বিলাসী' গল্পেঃ [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: গ ইউনিট (২০০৪-২০০৫)]
(ক) মানব প্রেমের অপূর্ব মহিমা ✓
(খ) বৈবাহিক সম্পর্কের জটিলতা
(গ) সামজিক সংকীর্ণতা
(ঘ) সাম্প্রদায়িকতার বিষময় ফল
(ঙ) সামাজিক অনৈক্য

১৬. বিলাসী গল্পে অন্নপাপের দায়ে দায়ী করেছে কে, কাকে? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: গ ইউনিট ২০০০-২০০১]
(ক) মৃত্যঞ্জয়ের রোভী খুড়া মৃত্যঞ্জয়কে ✓
(খ) ভুদেব বাবু নারায়ণকে
(গ) মৃত্যুঞ্জয় লোভী খুড়াকে
(ঘ) শ্রীকৃষ্ণ নারায়ণকে

১৭. বিলাসী গল্পে উল্লেখ আছে যে মুল সম্রাটের নাম - [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট ( অ-বাণিজ্য) : ২০১৪-২০১৫]
(ক) আকবর
(খ) শাহজাহান
(গ) হুমায়না ✓
(ঘ) বাবর

১৮. কোন ধরনের শব্দ 'কৃতবিদ্য' যা ব্যাবহৃত হয়েছে 'বিলাসী' গল্পে? [জগন্নাথ বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট : ২০১৫-২০১৬]
(ক) সমাসযোগে গঠিত শব্দ
(খ) প্রত্যয়নিস্পন্ন শব্দ
(গ) সন্ধিযোগে গঠিত শব্দ ✓
(ঘ) যোগরৃঢ় শষ''

১৯. বিলাসী গল্পে কোন শ্রেনীকে "ফাস্ট ক্লাস" বলতে বুঝানো হয়েছে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: E ইউনিট : ২০১৫-২০১৬]
(ক) প্রথম
(খ) অষ্টম
(গ) দশম ✓
(ঘ) নবম

২০. 'বিলাসী' গল্পে কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত ন্যাড়া ? &৭ [ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা:।। বিজ্ঞান ইউনিট (সাত কলেজ) ২০২২-২৩ঢাকা]
(ক) দুই ক্রোশ ✓
(খ) চার ক্রোশ
(গ) তিন ক্রোশ
(ঘ) পাঁচ ক্রোশ

২১. 'বিলাসী' গল্পের উল্লেখিত ন্যাড়ার নাম কি? [কুমিল্লা বিশ্ব. ভর্তি পরীক্ষা: C ইউনিট]
(ক) মৃত্যুঞ্জয়
(খ) কমলাকান্ত
(গ) দুষ্মন্ত
(ঘ) গল্প কথকরূপী লেখক ✓

২২. 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করেছে কে? [একাদশ- দ্বাদশ শ্রেণি দিনাজপুর বোর্ড পরীক্ষা]
(ক) বিষহরি
(খ) জ্ঞাতি খুড়া
(গ) ন্যাড়া
(ঘ) বুড়ো মালো ✓

২৩. বিলাসী' গল্পের ন্যাড়া চরিত্রে জীবনের ছায়াপাত ঘটেছে কোন লেখকের? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট : ২০১২-২০১৩]
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ✓
(ঘ) প্রমথ চৌধুরী
(ঙ) মানিক বন্দ্যোপাধ্যায়।

২৪. বিলাসী গল্পে মৃত্যঞ্জয় শয্যাগত ছিল কতদিন? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: গ ইউনিট ১৯৯৮-১৯৯৯]
(ক) একমাস
(খ) আড়াই মাস
(গ) একমাস সাতদিন
(ঘ) দেড় মাস ✓

২৫. প্রধান চরিত্র কে বিলাসী' গল্পের ?
(ক) বিলাসী
(খ) ধনঞ্জয়
(গ) ন্যাড়া
(ঘ) মৃত্যুঞ্জয় ✓
(ঙ) খুড়া

২৬. 'বিলাসী' গল্পে মৃত্যু্ঞ্জয় থার্ড ক্লাসে পড়তো, এখানে থার্ড ক্লাস বলতে কোন শ্রেণিকে বুঝিয়েছে? [ইসলামী বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট]
(ক) ৩য় শ্রেণি
(খ) ৮ম শ্রেণি ✓
(গ) ৫ম শ্রেণি
(ঘ) ৩য় শ্রেণি

২৭. বিলাসী গল্পে 'কাগজ তো ইঁদুরেও আনতে পারে'-এ উক্তিটি কার ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ক ইউনিট (২০০৩-২০০৪)]
(ক) বিলাসীর
(খ) খুড়ার
(গ) মৃত্যুঞ্জয়ের ✓
(ঘ) মৃত্যুঞ্জয়ের বন্ধুর

২৮. ন্যাড়া কে ? [জগন্নাথ বিশ্ব. ভর্তি পরীক্ষা: D ইউনিট : ২০১০-২০১১]
(ক) মৃত্যুন্জয়
(খ) বিলাসী গল্পের কথক ✓
(গ) অপু
(ঘ) মৃত্যুন্জয়ের খুড়ো

২৯. কোন সালে মাসিক 'ভারতী' পত্রিকায়'বিলাসী' গল্পটি প্রথম প্রকাশিত হয়?
(ক) বৈশাখ ১৩২৫ ✓
(খ) বৈশাখ ১৩২৬
(গ) জ্যৈষ্ঠ ১৩২৫
(ঘ) জ্যৈষ্ঠ ১৩২৬

৩০. 'বিলাসী' গল্পে "রাস্তা পর্যন্ত তোমার রেখে আসব কি?" - কথাটি ‍কার? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ক ইউনিট (২০০৯-২০১০)]
(ক) বিলাসীর ✓
(খ) মৃত্যঞ্জয়ের
(গ) ন্যাড়ার
(ঘ) আত্মীয়ার

৩১. 'বিলাসী' গল্পটিতে উদ্ধত মন্ত্রের শেষ চরণ নিচের কোনটি? [বেগম রোকেয়া বিশ্ব. ভর্তি পরীক্ষা: A ইউনিট]
(ক) কার আজ্ঞা- বিশহরির আজ্ঞা ✓
(খ) ওলটপালট পাতাল- ফোঁড়
(গ) দুধরাজ, মণিরাজ
(ঘ) মনসা দেবী আমার মা

৩২. ন্যাড়াকে বিলাসী কী বলে সম্বোধন করত? [বরিশাল বিশ্ব. ভর্তি পরীক্ষা: ক ইউনিট]
(ক) বাবু
(খ) মশাই
(গ) ঠাকুর ✓
(ঘ) কর্তা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url