আমি কিংবদন্তির কথা বলছি mcq | বিগত সালের প্রশ্ন (২০+)

আবু জাফর ওবায়দুল্লাহ এর লেখা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার mcq অনেক গুরত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও সরকারি চাকুরি পরীক্ষার জন্য।
নিচে আমি কিংবদন্তির কথা বলছি mcq:
১. ”আমি কিংবদন্তীর কথা বলছি” এটি কি ধরণের গ্রন্থ? [পিএসসি এর অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বধায়ক ২০২২, বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা ২০১৭]
(ক) উপন্যাস
(খ) নাটক
(গ) কাব্যগ্রন্থ ✓
(ঘ) গল্পগ্রন্থ
(খ) নাটক
(গ) কাব্যগ্রন্থ ✓
(ঘ) গল্পগ্রন্থ
২. ‘কিংবদন্তি’ কিসের প্রতীক হিসেবে ব্যাবহৃত হয়েছে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (বিকাল) ২০২১-২২]
(ক) গৌরবের
(খ) ঐতিহ্যের ✓
(গ) আনন্দের
(ঘ) বেদনার
(খ) ঐতিহ্যের ✓
(গ) আনন্দের
(ঘ) বেদনার
৩. ' আমি কিংবদন্তীর কথা বলছি' ----কবিতাটির লেখক কে? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২২, (BUP) Faculty of Arts and Social Science (FASS) ২০১৯-২০, ৩৬ তম ও ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক পরীক্ষা ২০০৫]
(ক) শামসুর রাহমান
(খ) আবুল ফজল
(গ) আল মাহমুদ
(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ ✓
(খ) আবুল ফজল
(গ) আল মাহমুদ
(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ ✓
৪. কোন ছন্দে রচিত হয়েছে ‘আমি কিংবদন্তির কথা বলছি’? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৯-২০ সেট-১, চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট : ২০১৯-২০]
(ক) স্বরবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) মাত্রাবৃত্ত
(ঘ) গদ্য ✓
(খ) অক্ষরবৃত্ত
(গ) মাত্রাবৃত্ত
(ঘ) গদ্য ✓
৫. আমি কিংবদন্তির কথা বলছি” কবিতাটি শুন্ধতার প্রতীক হিসেবে ব্যাবহৃত হয়েছে - [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D ইউনিট : ২০১৬-১৭]
(ক) ঘাটি
(খ) আগুন ✓
(গ) পর্বত
(ঘ) পানি
(খ) আগুন ✓
(গ) পর্বত
(ঘ) পানি
৬. 'আমি কিংবদন্তির কথা বলছি- কবিতায় কে দীর্ঘায়ু হবে জননীর আশীর্বাদে? [একাদশ- দ্বাদশ শ্রেণি বরিশাল বোর্ড]
(ক) যে কর্ষণ করে
(খ) মৎস্য লালনকারী
(গ) গাভির পরিচর্যাকারী ✓
(ঘ) লৌহখণ্ড প্রজ্বালনকারী
(খ) মৎস্য লালনকারী
(গ) গাভির পরিচর্যাকারী ✓
(ঘ) লৌহখণ্ড প্রজ্বালনকারী
৭. আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) পৌহখণ্ড প্রজ্বলনকারী ✓
(খ) মৎস্য লালনকারী
(গ) গাভির পরিচর্যাকারী
(ঘ) কর্ষণকারী
(খ) মৎস্য লালনকারী
(গ) গাভির পরিচর্যাকারী
(ঘ) কর্ষণকারী
৮. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতায় কোন ঐতিহাসিক পটভূমি কথা উল্লেখ রয়েছে? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (সকাল) ২০২১-২২]
(ক) ভাষা আন্দোলন
(খ) মুক্তিযুদ্ধ ✓
(গ) গণ-অভ্যুথান
(ঘ) নব্বইয়ের গণ-আন্দোলন
(খ) মুক্তিযুদ্ধ ✓
(গ) গণ-অভ্যুথান
(ঘ) নব্বইয়ের গণ-আন্দোলন
৯. “যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে" উক্তিটি কোন কবিতা থেকে নেয়া হয়েছে? [পিএসসি কর্তৃক পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম এর পোস্টাল অপারেটর নিয়োগ ২০২৩, চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (হালদা) ২০২০-২১]
(ক) আমি কিংবদন্তির কথা বলছি ✓
(খ) রক্তে আমার অনাদি অস্থি
(গ) লোক লোকান্তর
(ঘ) কবিতা, তোমার দরজায়
(খ) রক্তে আমার অনাদি অস্থি
(গ) লোক লোকান্তর
(ঘ) কবিতা, তোমার দরজায়
১০. 'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' উক্তিটি কোন কবির?
(ক) আবু জাফর ওবায়দুল্লাহ ✓
(খ) আবু ইসাহক
(গ) আবু জাফর শামসুদ্দীন
(ঘ) শামসুদ্দীন আবুল কালাম
(খ) আবু ইসাহক
(গ) আবু জাফর শামসুদ্দীন
(ঘ) শামসুদ্দীন আবুল কালাম
১১. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কীসের মতো ক্ষত ছিল কবির পূর্ব পুরুষের পিঠে?- [একাদশ- দ্বাদশ শ্রেণি যশোর বোর্ড]
(ক) কৃষ্ণচূড়া
(খ) পশুর থাবা
(গ) রক্তজবা ✓
(ঘ) শ্বাপদের
(খ) পশুর থাবা
(গ) রক্তজবা ✓
(ঘ) শ্বাপদের
১২. ‘রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ’ কোন লেখকের কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D ইউনিট (বিকেল) ২০২১-২২]
(ক) আবু জাফর ওবায়দুল্লাহ ✓
(খ) আল মাহমুদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) শহীদ কাদরী
(খ) আল মাহমুদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) শহীদ কাদরী
১৩. রক্তজবার প্রসঙ্গ কি অর্থে "আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ব্যবহৃত হয়েছে- [একাদশ- দ্বাদশ শ্রেণি সিলেট বোর্ড ২০২৩]
(ক) অস্তমিত রক্তিম সূর্য
(খ) রক্তের প্রয়োজনীয়তা
(গ) জাতীয় চেতনা
(ঘ) অত্যাচারের ভাজা আঘাত ✓
(খ) রক্তের প্রয়োজনীয়তা
(গ) জাতীয় চেতনা
(ঘ) অত্যাচারের ভাজা আঘাত ✓
১৪. ‘সুন্দরের অনিবার্য অভ্যুথান কবিতা’ - উক্তিটি কোন কবিতার চরণ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (বিকাল) ২০১৯-২০]
(ক) ঐকতান
(খ) আমি কিংবদন্তির কথা বলছি ✓
(গ) রক্তে আমার অনাদি অস্থি
(ঘ) ফেব্রুয়ারি ১৯৬৯
(খ) আমি কিংবদন্তির কথা বলছি ✓
(গ) রক্তে আমার অনাদি অস্থি
(ঘ) ফেব্রুয়ারি ১৯৬৯
১৫. আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়—যে গাভীর পরিচর্যা কারীকে জননীর আশীর্বাদ কী করে? [একাদশ- দ্বাদশ শ্রেণি দিনাজপুর বোর্ড ২০২৩]
(ক) দীর্ঘায়ু ✓
(খ) বলিষ্ঠ
(গ) দীর্ঘদেহী
(ঘ) সমৃদ্ধ
(খ) বলিষ্ঠ
(গ) দীর্ঘদেহী
(ঘ) সমৃদ্ধ
১৬. শূন্যস্থানে কী হবে ‘তার পিঠে রক্তজবার মতো---- ছিলো’ ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (সকাল) ২০২১-২২]
(ক) ফুল
(খ) বেদনা
(গ) রঙ
(ঘ) ক্ষত ✓
(খ) বেদনা
(গ) রঙ
(ঘ) ক্ষত ✓
১৭. কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (ইছামতি-০৩)]
(ক) মানুষের মানচিত্র
(খ) নারিন্দা লেন
(গ) নির্বাসিত নায়ক
(ঘ) সাতনরী হার ✓
(খ) নারিন্দা লেন
(গ) নির্বাসিত নায়ক
(ঘ) সাতনরী হার ✓
১৮. ‘কিংবদন্তি’ শব্দটি কি অর্থ বহন করে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট (Group-2) মানবিক ২০২০-২১]
(ক) বীরকাহিনী
(খ) বীরত্বগাথা
(গ) লোককথা
(ঘ) জনশ্রুতি ✓
(খ) বীরত্বগাথা
(গ) লোককথা
(ঘ) জনশ্রুতি ✓
১৯. "তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল”— আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চরণটি দ্বারা পূর্বপুরুষদের কি বোঝানো হয়েছে — [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি ২০২৩]
(ক) দাসত্ব
(খ) ভূমিনির্ভরতা
(গ) ধর্মনিষ্ঠা
(ঘ) মৃত্তিকা সংলগ্নতা ✓
(খ) ভূমিনির্ভরতা
(গ) ধর্মনিষ্ঠা
(ঘ) মৃত্তিকা সংলগ্নতা ✓
২০. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যুদ্ধ আসে কীভাবে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি ময়মনসিংহ বোর্ড ২০২৩]
(ক) মায়ের মৃত্যুতে
(খ) ত্যাগে
(গ) গর্ভবতী বোনের মৃত্যুতে
(ঘ) ভালোবেসে ✓
(খ) ত্যাগে
(গ) গর্ভবতী বোনের মৃত্যুতে
(ঘ) ভালোবেসে ✓
২১. 'আমি যেখানেই থাকি, যেমনি থাকি, সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি - উল্লিখিত অংশ নিচের কোন মনোভাব প্রকাশ পেয়েছে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি রাজশাহী বোর্ড ২০২৩]
(ক) শেকড়সন্ধানী ✓
(খ) প্রকৃতি চেতনা
(গ) দেশদরদি
(ঘ) স্বাধীনতার
(খ) প্রকৃতি চেতনা
(গ) দেশদরদি
(ঘ) স্বাধীনতার