আমি কিংবদন্তির কথা বলছি mcq | বিগত সালের প্রশ্ন (২০+)

আমি কিংবদন্তির কথা বলছি mcq

আবু জাফর ওবায়দুল্লাহ এর লেখা আমি কিংবদন্তির কথা বলছি কবিতার mcq অনেক গুরত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও সরকারি চাকুরি পরীক্ষার জন্য।

নিচে আমি কিংবদন্তির কথা বলছি mcq:

১. ”আমি কিংবদন্তীর কথা বলছি” এটি কি ধরণের গ্রন্থ? [পিএসসি এর অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বধায়ক ২০২২, বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা ২০১৭]
(ক) উপন্যাস
(খ) নাটক
(গ) কাব্যগ্রন্থ ✓
(ঘ) গল্পগ্রন্থ

২. ‘কিংবদন্তি’ কিসের প্রতীক হিসেবে ব্যাবহৃত হয়েছে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (বিকাল) ২০২১-২২]
(ক) গৌরবের
(খ) ঐতিহ্যের ✓
(গ) আনন্দের
(ঘ) বেদনার

৩. ' আমি কিংবদন্তীর কথা বলছি' ----কবিতাটির লেখক কে? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২২, (BUP) Faculty of Arts and Social Science (FASS) ২০১৯-২০, ৩৬ তম ও ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক পরীক্ষা ২০০৫]
(ক) শামসুর রাহমান
(খ) আবুল ফজল
(গ) আল মাহমুদ
(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ ✓

৪. কোন ছন্দে রচিত হয়েছে ‘আমি কিংবদন্তির কথা বলছি’? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৯-২০ সেট-১, চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট : ২০১৯-২০]
(ক) স্বরবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) মাত্রাবৃত্ত
(ঘ) গদ্য ✓

৫. আমি কিংবদন্তির কথা বলছি” কবিতাটি শুন্ধতার প্রতীক হিসেবে ব্যাবহৃত হয়েছে - [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D ইউনিট : ২০১৬-১৭]
(ক) ঘাটি
(খ) আগুন ✓
(গ) পর্বত
(ঘ) পানি

৬. 'আমি কিংবদন্তির কথা বলছি- কবিতায় কে দীর্ঘায়ু হবে জননীর আশীর্বাদে? [একাদশ- দ্বাদশ শ্রেণি বরিশাল বোর্ড]
(ক) যে কর্ষণ করে
(খ) মৎস্য লালনকারী
(গ) গাভির পরিচর্যাকারী ✓
(ঘ) লৌহখণ্ড প্রজ্বালনকারী

৭. আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটিতে ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) পৌহখণ্ড প্রজ্বলনকারী ✓
(খ) মৎস্য লালনকারী
(গ) গাভির পরিচর্যাকারী
(ঘ) কর্ষণকারী

৮. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতায় কোন ঐতিহাসিক পটভূমি কথা উল্লেখ রয়েছে? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (সকাল) ২০২১-২২]
(ক) ভাষা আন্দোলন
(খ) মুক্তিযুদ্ধ ✓
(গ) গণ-অভ্যুথান
(ঘ) নব্বইয়ের গণ-আন্দোলন

৯. “যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে" উক্তিটি কোন কবিতা থেকে নেয়া হয়েছে? [পিএসসি কর্তৃক পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম এর পোস্টাল অপারেটর নিয়োগ ২০২৩, চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (হালদা) ২০২০-২১]
(ক) আমি কিংবদন্তির কথা বলছি ✓
(খ) রক্তে আমার অনাদি অস্থি
(গ) লোক লোকান্তর
(ঘ) কবিতা, তোমার দরজায়

১০. 'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' উক্তিটি কোন কবির?
(ক) আবু জাফর ওবায়দুল্লাহ ✓
(খ) আবু ইসাহক
(গ) আবু জাফর শামসুদ্দীন
(ঘ) শামসুদ্দীন আবুল কালাম

১১. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কীসের মতো ক্ষত ছিল কবির পূর্ব পুরুষের পিঠে?- [একাদশ- দ্বাদশ শ্রেণি যশোর বোর্ড]
(ক) কৃষ্ণচূড়া
(খ) পশুর থাবা
(গ) রক্তজবা ✓
(ঘ) শ্বাপদের

১২. ‘রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ’ কোন লেখকের কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D ইউনিট (বিকেল) ২০২১-২২]
(ক) আবু জাফর ওবায়দুল্লাহ ✓
(খ) আল মাহমুদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) শহীদ কাদরী

১৩. রক্তজবার প্রসঙ্গ কি অর্থে "আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ব্যবহৃত হয়েছে- [একাদশ- দ্বাদশ শ্রেণি সিলেট বোর্ড ২০২৩]
(ক) অস্তমিত রক্তিম সূর্য
(খ) রক্তের প্রয়োজনীয়তা
(গ) জাতীয় চেতনা
(ঘ) অত্যাচারের ভাজা আঘাত ✓

১৪. ‘সুন্দরের অনিবার্য অভ্যুথান কবিতা’ - উক্তিটি কোন কবিতার চরণ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (বিকাল) ২০১৯-২০]
(ক) ঐকতান
(খ) আমি কিংবদন্তির কথা বলছি ✓
(গ) রক্তে আমার অনাদি অস্থি
(ঘ) ফেব্রুয়ারি ১৯৬৯

১৫. আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়—যে গাভীর পরিচর্যা কারীকে জননীর আশীর্বাদ কী করে? [একাদশ- দ্বাদশ শ্রেণি দিনাজপুর বোর্ড ২০২৩]
(ক) দীর্ঘায়ু ✓
(খ) বলিষ্ঠ
(গ) দীর্ঘদেহী
(ঘ) সমৃদ্ধ

১৬. শূন্যস্থানে কী হবে ‘তার পিঠে রক্তজবার মতো---- ছিলো’ ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (সকাল) ২০২১-২২]
(ক) ফুল
(খ) বেদনা
(গ) রঙ
(ঘ) ক্ষত ✓

১৭. কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১০ (ইছামতি-০৩)]
(ক) মানুষের মানচিত্র
(খ) নারিন্দা লেন
(গ) নির্বাসিত নায়ক
(ঘ) সাতনরী হার ✓

১৮. ‘কিংবদন্তি’ শব্দটি কি অর্থ বহন করে ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট (Group-2) মানবিক ২০২০-২১]
(ক) বীরকাহিনী
(খ) বীরত্বগাথা
(গ) লোককথা
(ঘ) জনশ্রুতি ✓

১৯. "তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল”— আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চরণটি দ্বারা পূর্বপুরুষদের কি বোঝানো হয়েছে — [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি ২০২৩]
(ক) দাসত্ব
(খ) ভূমিনির্ভরতা
(গ) ধর্মনিষ্ঠা
(ঘ) মৃত্তিকা সংলগ্নতা ✓

২০. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যুদ্ধ আসে কীভাবে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি ময়মনসিংহ বোর্ড ২০২৩]
(ক) মায়ের মৃত্যুতে
(খ) ত্যাগে
(গ) গর্ভবতী বোনের মৃত্যুতে
(ঘ) ভালোবেসে ✓

২১. 'আমি যেখানেই থাকি, যেমনি থাকি, সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি - উল্লিখিত অংশ নিচের কোন মনোভাব প্রকাশ পেয়েছে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি রাজশাহী বোর্ড ২০২৩]
(ক) শেকড়সন্ধানী ✓
(খ) প্রকৃতি চেতনা
(গ) দেশদরদি
(ঘ) স্বাধীনতার
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url