সুভা গল্পের mcq | সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (২০+)
.jpg)
নবম-দশম শ্রেণীর গুরত্বপূর্ণ একটি গল্প হলো "সুভা"। বোর্ড পরীক্ষায় নিয়মিত প্রশ্ন এসে থাকে এই গল্পটি থেকে। তাছা চাকরি পরীক্ষাতেও মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায়। নিচে গুরুত্বপূর্ণ সুভা গল্পের mcq সংযুক্ত করা হয়েছে।
সুভা গল্পের MCQ:
১. সুভার মনের ভাব চোখের ভাষার মর্মার্থ প্রকাশ পেয়েছে 'সুভা' গল্পের কোন উক্তিটিতে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (২০২৩)]
(ক) কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না
(খ) তাহার সুদীর্ঘ পল্লববিশিষ্ট বড়ো দুটি চোখ ছিল
(গ) যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম
(ঘ) মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ✓
(খ) তাহার সুদীর্ঘ পল্লববিশিষ্ট বড়ো দুটি চোখ ছিল
(গ) যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম
(ঘ) মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ✓
২. 'গভীর নিস্তব্ধ পাতালপুরী' দেখতে কেমন ছিল সুভা গল্পে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (২০২৩)]
(ক) ঝিল্লিরবপূর্ণ
(খ) বিষাদশান্ত
(গ) তরুচ্ছায়াঘন
(ঘ) মণিদীপ্ত ✓
(খ) বিষাদশান্ত
(গ) তরুচ্ছায়াঘন
(ঘ) মণিদীপ্ত ✓
৩. সুভা গল্পে কার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (২০২২)]
(ক) সুভাষিণীর
(খ) সুকেশিনীর
(গ) বাণীকন্ঠের
(ঘ) প্রতাপের ✓
(খ) সুকেশিনীর
(গ) বাণীকন্ঠের
(ঘ) প্রতাপের ✓
৪. 'সুভা' গল্পে কে সর্বদাই পিতামাতার মনে জাগরূক ছিল ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (২০২৩)]
(ক) সুকেশিনী
(খ) সুহাসিনী
(গ) সুভাষিণী ✓
(ঘ) প্রতাপ
(খ) সুহাসিনী
(গ) সুভাষিণী ✓
(ঘ) প্রতাপ
৫. সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে-- এই উক্তিটি ধারা 'সুভা' গল্পের লেখক কী অনুভব করার কথা বুঝিয়েছেন ? [দাখিল স্তর নবম-দশম শ্রেণি (২০২৩)]
(ক) সুভার বয়স বৃদ্ধির বিষয়টি ✓
(খ) প্রতাপের প্রতি সুভার আকর্ষণ
(গ) সুভার বিবাহের আলোচনার বিষয়টি
(ঘ) তার প্রতি প্রতাপের আকর্ষণহীনতা
(খ) প্রতাপের প্রতি সুভার আকর্ষণ
(গ) সুভার বিবাহের আলোচনার বিষয়টি
(ঘ) তার প্রতি প্রতাপের আকর্ষণহীনতা
৬. 'সুভা' গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন কত খ্রিষ্টাব্দে? [পিএসসি এর অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্টের প্রোগ্রাম সহকারী থানা মাধ্যমকিক শিক্ষা কর্মকর্তা ২০১৫]
(ক) ১৮৬২
(খ) ১৮৬০
(গ) ১৮৬১ ✓
(ঘ) ১৮৬৫
(খ) ১৮৬০
(গ) ১৮৬১ ✓
(ঘ) ১৮৬৫
৭. সুভার বাবার নাম 'সুভা' গল্পে কী ছিল ? [নবম-দশম শ্রেণি (SSC-2023)]
(ক) বাণীকন্ঠ ✓
(খ) মানিক
(গ) প্রতাপ
(ঘ) রবীন্দ্র
(খ) মানিক
(গ) প্রতাপ
(ঘ) রবীন্দ্র
৮. পিতা-মাতার নারব হৃদয়ভার এই উক্তিটি ধারা 'সুভা' গল্পে সুভার মা-বাবার হৃদয়ের কোন অনুভূতিকে বোঝানো হয়েছে? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (২০২৩)]
(ক) মমতা
(খ) ব্যাকুলতা
(গ) ভালোবাসা
(ঘ) দুশ্চিন্তা ✓
(খ) ব্যাকুলতা
(গ) ভালোবাসা
(ঘ) দুশ্চিন্তা ✓
৯. 'সুভা' গল্পে সুভার গ্রামটির নাম কী ছিল ? [নবম-দশম শ্রেণি (২০২২)]
(ক) কমলাপুর
(খ) রতনপুর
(গ) চণ্ডীপুর ✓
(ঘ) পলাশপুর
(খ) রতনপুর
(গ) চণ্ডীপুর ✓
(ঘ) পলাশপুর
১০. সুভা কার কাছে গেলে মুক্তির আনন্দ পায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সর্বশী ও পাঙ্গুলি
(খ) রুদ্র মহাকাশ
(গ) প্রতাপ
(ঘ) নির্বাক প্রকৃতি ✓
(খ) রুদ্র মহাকাশ
(গ) প্রতাপ
(ঘ) নির্বাক প্রকৃতি ✓
১১. সুভা কেন নিজেকে "বিধাতার অভিশাপ' ভাবতেন শিশুকাল থেকে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) সমবয়সীদের আচরণে
(খ) সকলের দৃশ্চিন্তা প্রকাশে ✓
(গ) কথা বলতে পারে না বলে
(ঘ) মায়ের বিরক্তি প্রদর্শনে
(খ) সকলের দৃশ্চিন্তা প্রকাশে ✓
(গ) কথা বলতে পারে না বলে
(ঘ) মায়ের বিরক্তি প্রদর্শনে
১২. সুভা কখন শষ্পশয্যায় লুটিয়ে পড়তেন নদীতটে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পূর্ণিমা রাতে
(খ) শুল্কাদ্বাদশী রাতে ✓
(গ) তৃতীয়া চতুর্দশীতে
(ঘ) বিজয়া দশমীতে
(খ) শুল্কাদ্বাদশী রাতে ✓
(গ) তৃতীয়া চতুর্দশীতে
(ঘ) বিজয়া দশমীতে
১৩. 'সুভা' গল্পে কে সুভার একমাত্র মর্যাদা বুঝত? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বাণীকন্ঠ
(খ) সুভার মা
(গ) প্রতাপ ✓
(ঘ) সুকেশিনী
(খ) সুভার মা
(গ) প্রতাপ ✓
(ঘ) সুকেশিনী
১৪. কোন স্থানে দিনে তিনবার করে সুভা যেত ? [নবম-দশম শ্রেণি (দাখিল) মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৩]
(ক) নদীর ধারে
(খ) গোয়াল ঘরে ✓
(গ) তেঁতুল তলায়
(ঘ) গোসাইদের বাগানে
(খ) গোয়াল ঘরে ✓
(গ) তেঁতুল তলায়
(ঘ) গোসাইদের বাগানে
১৫. কিসের মতো করে সুভার ওষ্ঠাধর কেঁপে উঠত ?
(ক) হরিণের মতো
(খ) নির্জীবের মতো
(গ) কচি কিশলয়ের মতো ✓
(ঘ) অসহায়ের মতো
(খ) নির্জীবের মতো
(গ) কচি কিশলয়ের মতো ✓
(ঘ) অসহায়ের মতো
১৬. 'সুভা' গল্পে সমভাষা কাদের মধ্যে ছিল না ?
(ক) কাঙালী ও অভাগী
(খ) সুভা ও প্রতাপ ✓
(গ) কাঙালী ও অধর
(ঘ) সুভা ও সর্বশী
(খ) সুভা ও প্রতাপ ✓
(গ) কাঙালী ও অধর
(ঘ) সুভা ও সর্বশী
১৭. সুহাসিনী, সুকেশিনী ও সুভাষিণী তারা হলো তিন—
(ক) বান্ধবী
(খ) বোন ✓
(গ) লেখিকা
(ঘ) নেত্রী
(খ) বোন ✓
(গ) লেখিকা
(ঘ) নেত্রী
১৮. 'সুভা' গল্পে বাণীকণ্ঠের কেমন অবস্থা ছিল ?
(ক) সচ্ছল
(খ) মধ্যবিত্ত ✓
(গ) অসচ্ছল
(ঘ) ধনাঢ্য
(খ) মধ্যবিত্ত ✓
(গ) অসচ্ছল
(ঘ) ধনাঢ্য
১৯. কোথায় লুটিয়া পরিত 'সুভা শয়নগৃহ থেকে বাহির হইয়া' ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি]
(ক) গোয়াল ঘরে
(খ) ঢেঁকিশালায়
(গ) তেঁতুল তলায়
(ঘ) নদীতটে ✓
(খ) ঢেঁকিশালায়
(গ) তেঁতুল তলায়
(ঘ) নদীতটে ✓
২০. “আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো”- এই কথাটি সুভা কাকে বলেছিলেন ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) তার মাকে
(খ) বাল্য-সখীকে
(গ) প্রকৃতিকে
(ঘ) নদীতটকে ✓
(খ) বাল্য-সখীকে
(গ) প্রকৃতিকে
(ঘ) নদীতটকে ✓