আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল তৎকালিন পাকিস্তান আমলের একটি ষড়যন্ত্রমূলক মামলা। এই মামলার মাধ্যমে পাকিস্তান সরকার পূর্বপাকিস্তানের ৩৫ জন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে। বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আগরতলা ষড়যন্ত্র মামলা mcq.
আগরতলা ষড়যন্ত্র মামলা MCQ:
১. কে প্রধান আসামি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায় ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) - অডিটর - 22.10.2021, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা ক্রীড়া পরিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ০৭.০৭.২০১৯, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) এম. এ. জি. ওসমানী
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ✓
(গ) তাজউদ্দিন আহমদ
(ঘ) এ.কে ফজলুুল হক
২. আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুসহ মোট কত জন আসামী ছিল - [৪০ তম বিসিএস প্রিলিমিনারি, পিএসসি কর্তৃক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার নিয়োগ পরীক্ষা 2023, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট ও ক্যাশিয়ার 2022, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012, উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক (সকল বিষয়) 2021, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B Unit 2018-19, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ২০১৬-২০১৭, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক পদের (প্রশাসন) নিয়োগ পরীক্ষা 2016]
(ক) ৩৪ জন
(খ) ৩৬ জন
(গ) ৩৫ জন ✓
(ঘ) ৩২ জন
৩. কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? [পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল, রাজশাহী এর পোস্টম্যান পদের নিয়োগ পরীক্ষা 2022, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নিয়োগ 2017, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব / সহকারী পরিচালক (প্রশাসন) 2016, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2012, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2011]
(ক) ১৯৬৬ সালে
(খ) ১৯৬৮ সালে ✓
(গ) ১৯৬৭ সালে
(ঘ) ১৯৭৯ সালে
৪. নিচের কোন আইনজীবী ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায় ? [সহকারী জজ নিয়োগ পরীক্ষা ১৫ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা 2022]
(ক) টমাস উইলিয়ামস ✓
(খ) থোরগুড মার্শাল
(গ) ডগলাস কিংসফোর্ড
(ঘ) অ্যাডওয়ার্ড কোক
৫. ভারতের কোন রাজ্যের রাজধানী বলা হয় আগরতলা কে ? [পিএসসি কর্তৃক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিল্ডিং ওভারশিয়ার নিয়োগ পরীক্ষা ২০১৮]
(ক) পশ্চিম বাংলা
(খ) মিজোরাম
(গ) ত্রিপুরা ✓
(ঘ) মেঘালয়
৬. আগরতলা ষড়যন্ত্র মামলাটির দাপ্তরিক নাম কী দেওয়া হয়েছিল ? [পিএসসি কর্তৃক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ২০২০-২০২১]
(ক) আগরতলা ষড়যন্ত্র
(খ) রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য ✓
(গ) রাষ্ট্র বনাম আগরতলা
(ঘ) সরকার বনাম শেখ মুজিবুর রহমান
৭. বঙ্গবন্ধুর পক্ষে থেকে আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রসিকিউটর হিসেবে কে নিযুক্ত ছিলেন ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৯-২০২০ সেট-১]
(ক) স্যার উইলিয়াম থমাস ✓
(খ) উইলিয়াম হান্টার
(গ) উইলিয়াম কেরি
(ঘ) উইলিয়াম জোন্স
৮. আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসের স্মৃতি বিজড়িত জাদুঘর নিচের কোনটি? [পিএসসি কর্তৃক বাকাশিবো স্টোর কিপার নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) বিজয় কেতন জাদুঘর
(খ) বীরশ্রেষ্ঠ জাদুঘর
(গ) ঢাকা সেনানিবাস জাদুঘর ✓
(ঘ) বঙ্গবন্ধু জাদুঘর
৯. ১৯৬৯ সালের কত তারিখে আগরতলা ষড়যন্ত্র মামলাটি প্রত্যাহার করা হয় ? [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অপারেটর ২০২১]
(ক) ২০ ফেব্রুয়ারি
(খ) ২২ ফেব্রুয়ারি ✓
(গ) ২১ ফেব্রুয়ারি
(ঘ) ২৩ ফেব্রুয়ারি
১০. আগরতলা ষড়যন্ত্র মামলার কোন আসামীকে জেলের ভিতরে হত্যা করা হয়? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B ইউনিট : ২০১৩-২০১৪, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C ইউনিট]
(ক) মোয়াজ্জেম হোসেন
(খ) সার্জেন্ট জহুরুল হক ✓
(গ) আমির হোসেন
(ঘ) সুলতান উদ্দীন
১১. আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়- [ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২০১১-২০১২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা G ইউনিট]
(ক) ২২ শে ফেব্রুয়ারি ১৯৬৯ ✓
(খ) ১৮ ই ফেব্রুয়ারি ১৯৭০
(গ) ২০ শে মার্চ ১৯৬৮
(ঘ) ৫ ই ডিসেম্বর ১৯৬৮
১২. আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে দায়ের করা হয় কবে ? [পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল, রাজশাহী এর| পোস্টম্যান ২০২২, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রম কর্মকর্তা (এটিএম) এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) ০৩ জানুয়ারি, ১৯৬৮ ✓
(খ) ২০ জানুয়ারি, ১৯৬৯
(গ) ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
(ঘ) ২২ জানুয়ারি, ১৯৬৯
১৩. আগরতলা ষড়যন্ত্র মামলা করার মূল কারণ কী ? [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) ময়মনসিংহ বোর্ড ২০২৩]
(ক) বাঙালিদের দমনের জন্য
(খ) বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তানের স্বাধীনতা পরিকল্পনার জন্য ✓
(গ) ছয় দফা দাবি নস্যাৎ করার জন্য
(ঘ) পশ্চিম পাকিস্তানের স্বাধীনতা রক্ষার জন্য
১৪. শুনানি কোথায় হয়ে ছিল ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) ২০২৩]
(ক) ময়নামতি ক্যান্টনমেন্ট
(খ) করাচি ক্যান্টনমেন্ট
(গ) ঢাকা ক্যান্টনমেন্ট ✓
(ঘ) লাহোর ক্যান্টনমেন্ট
১৫. আগরতলা মামলাটির ১৪ নম্বর অভিযুক্তের নাম কী? [বাণিজ্য মন্ত্রণালয়, সাঁট মুদ্রক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২০২৩]
(ক) সুবেদার রাজ্জাক ✓
(খ) বঙ্গবন্ধু
(গ) আমির হোসেন
(ঘ) সার্জেন্ট জহুরুল হক
১৬. আগরতলা মামলার সার্জেন্ট জহরুল হক কত নম্বর আসামী ছিলেন ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি ২০২৩]
(ক) এক
(খ) সাতভ
(গ) পাঁচ
(ঘ) সতের ✓
১৭. আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন রাজসাক্ষী ছিল? [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)]
(ক) ২২৭ জন ✓
(খ) ৪৫৬
(গ) ২১৯
(ঘ) ২১৩
১৮. বাংলাদেশের অস্থায়ী সরকার কোন স্থানে গঠিত হয়? [পিএসসি, গণপূর্ত অধিদপ্তর, উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান নিয়োগ পরীক্ষা ২০১৭]
(ক) মুজিবনগর ✓
(খ) চট্টগ্রাম
(গ) কোলকাতা
(ঘ) আগরতলায়
১৯. আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে স্মৃতিবিজড়িত জাদুঘরের নাম কী ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ২০১৮-২০১৯ ]
(ক) বঙ্গবন্ধু জাদুঘর
(খ) বীরশ্রেষ্ঠ জাদুঘর
(গ) বিজয় কেতন ✓
(ঘ) ঢাকা সেনানিবাস জাদুঘর
নোট: বর্তমানে ঢাকা সেনানিবাস জাদুঘর বিজয় কেতন নামে প্রতিষ্ঠিত।
২০. কত তারিখে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস পালন করা হয় ? [পিএসসি কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক ২০১০]
(ক) ২৪ জানুয়ারি ✓
(খ) ২১ মার্চ
(গ) ১৫ ফেব্রুয়ারি
(ঘ) ২৫ মার্চ
২১. নিচের কোন ব্যক্তি গণঅভ্যুত্থান সম্পর্কিত ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C Unit (Set Code: C) ২০১৯-২০]
(ক) সার্জেন্ট জহুরুল হক ✓
(খ) শহিদ রফিক
(গ) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
(ঘ) শহিদ বরকত
২২. নিচের কোন ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটেছিল ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট (২০১০-২০১১)]
(ক) আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
(খ) ভারত-পাকিস্তান যুদ্ধ ✓
(গ) আগরতলা ষড়যন্ত্র মামলা
(ঘ) ঊনিশ দফা আন্দোলন