মাসি পিসি গল্পের mcq | মাসি পিসি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (২৯+)

মাসি পিসি গল্পের mcq

১. চৌকিদারের নাম কি ছিল 'মাসি-পিসি' গল্পে ? [ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা ক ইউনিট ২০১৭-২০১৮, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা বি ইউনিট]
(ক) কৈলেশ
(খ) বুড়ো রহমান
(গ) গোকুল
(ঘ) কানাই ✓

২. মূল বিষয় কী ’মাসি-পিসি’ গল্পের ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা C ইউনিট]
(ক) সত্য-মিথ্যার দ্বন্দ্ব
(খ) পুরুষতান্ত্রিক সমাজের বিপরীতে নারীর টিকে থাকার লড়াই
(গ) বিধবা-জীবনের সংকট
(ঘ) স্বামীর নির্মম নির্যাতনের শিকার আহাদির করুন পরিণতি ✓

৩. নিচের কোন চরিত্র গুলো ’মাসি-পিসি’ গল্পের ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা এ ইউনিট]
(ক) কৈলেশ, আহ্নাদি, ঘুঁটি গোয়ালিনী
(খ) গোপাল, কৈলাম, আহ্নাদি
(গ) হাজরা ব্যাটার বৌ, মা-পিসিরা, খুড়ো মশায়
(ঘ) কৈলাশ, রহমান, কানাই ✓

৪. 'মাসি-পিসি' গল্পে খুনে হোক, 'বজ্জাত হোক, জামাই তো।'- এই উক্তিটি ধারা কী প্রকাশ পেয়েছে- [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) কুসংস্কার
(খ) জামাইপ্রীতি
(গ) প্রথানুগত্য ✓
(ঘ) জামাই ভীতি

৫. প্রথম কোন পত্রিকায় 'মাসি-পিসি' গল্পটি প্রকাশিত হয় ? [(BUP - FASS ভর্তি পরীক্ষা 2022-2023, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় D ইউনিট 2019-20, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা E ইউনিট : 2016-2017, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা D ইউনিট]
(ক) নবযুগ
(খ) কল্লোল
(গ) পূর্বাশা ✓
(ঘ) যুগবানী

৬. শকুন কিসের প্রতীক মাসি-পিসি গল্পে ? [ইসলামী বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা H ইউনিট]
(ক) অপশক্তি
(খ) হাহাকার
(গ) দীর্ঘশ্বাস
(ঘ) মম্বন্তর ✓

৭. কেন কাছারি বাড়িতে মাসি-পিসি যেতে রাজি হয়নি ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা D1-2 ইউনিট : ২০১৬-২০১৭]
(ক) উপোস থাকায়
(খ) আহ্ণাদির নিরাপত্তার কথা ভেবে ✓
(গ) শ্রান্তিবশত
(ঘ) নির্যাতনের আশঙ্কায়

৮. শেষ পর্যন্ত মাসি-পিসি' গল্পে কী ঔজ্জ্বল্য লাভ করেছে- [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) মাসি-পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ ✓
(খ) মাসি-পিসির মধ্যকার ঐক্য
(গ) আহ্লাদির জীবন সংগ্রাম
(ঘ) কল্যাণীর প্রতি জগৰ আকৰ্ষণ

৯. কোন চরিত্রের কাহিনীতে “মাসি-পিসি' গল্প মূলত আবহে রচিত? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা C2 ইউনিট : ২০১৬-১৭]
(ক) জগু
(খ) কানাই
(গ) মাসি
(ঘ) আহ্লাদি ✓
(ঙ) পিসি

১০. মুল উপজীব্য কী 'মাসি-পিসি' গল্পে - [জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা এ ইউনিট : 2017-2018]
(ক) পুরুষতান্ত্রিকতা
(খ) নারীর অসহায়ত্ব ✓
(গ) স্বামী কর্তৃক নির্যাতন
(ঘ) নারীর দারিদ্র্য

১১. 'মাসি-পিসি' গল্পে কে নিজ মেয়ের মুখের ছাপ আহ্লাদীর মুখে দেখতে পায় ? [ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা ক ইউনিট ২০১৯-২০২০]
(ক) কৈলেশ
(খ) রহমান ✓
(গ) জগু
(ঘ) কানাই

১২. “মাসি-পিসি' গল্পে 'আয়না বজ্জাত হারামজাদা' এই সংলাপটি কে করেছে- [রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা E ইউনিট : 2016-2017]
(ক) পিসি ✓
(খ) কানাই চৌকিদার
(গ) মাসি
(ঘ) দারোগা বাবু

১৩. মাসি-পিসি' গল্পে কী রোগে আহ্লাদির বাবা মারা গিয়েছিল? [একাদশ- দ্বাদশ শ্রেণি কুমিল্লা বোর্ড]
(ক) প্লেগ
(খ) বসন্ত
(গ) যক্ষ্মা
(ঘ) কলেরা ✓

১৪. দুই বিধবার চরিত্রে 'মাসি-পিসি' গল্পে মিল কিসে? [Bangladesh University of Professionals (BUP - FSSS) 2016-2017]
(ক) জামাইকে ঠকানোর চিন্তায়
(খ) ব্যবসায় বুদ্ধিতে
(গ) দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধে ✓
(ঘ) নৌকা চালানোর পারদর্শিতায়

১৫. কার মাথায় 'মাসি-পিসি' গল্পে ফেটিবাঁধা বাবরি চুল ছিল? [একাদশ- দ্বাদশ শ্রেণি ময়মনসিংহ বোর্ড]
(ক) জপুর
(খ) ওসমানের
(গ) বৈদ্যের ✓
(ঘ) কৈলাশের

১৬. নিচের কোন রোগটি 'মাসি-পিসি' গল্পে মহামারির অন্তর্ভুক্ত ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) টাইফয়েড
(খ) কলেরা ✓
(গ) বসন্ত
(ঘ) জন্ডিস

১৭. নিচের কোন গ্রন্থে থেকে 'মাসি-পিসি' গল্পটি সংকলিত হয়েছে? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) প্রাগৈতিহাসিক
(খ) পরিস্থিতি ✓
(গ) আজ কাল পরশুর গল্প
(ঘ) সরীসৃপ

১৮. পাতা শূন্য গাছে 'মাসি-পিসি' গল্পে কী উড়ে এসে বসেছিল? [রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা C unit (অ- বিজ্ঞান) গ্রুপ-৫ (২০২২-২০২৩)।। (31-05-2023)]
(ক) কবুতর
(খ) শকুন ✓
(গ) চিল
(ঘ) ডাহুক

১৯. নিচের কে মাসি-পিসি গল্পে নির্যাতনের শিকার হয়ে ছিল ? [BUP - FASS ভর্তি পরীক্ষা 2018-2019]
(ক) মাতিলদা
(খ) কল্যানী
(গ) আহ্লাদি ✓
(ঘ) দিগম্বীনি

২০. 'মাসি-পিসি' গল্পে কার মেয়েটি অল্পদিন আগে শ্বশুর বাড়িতে মরেছে ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) কৈলাশের
(খ) গোকুলের
(গ) রহমানের ✓
(ঘ) কানাইয়ের

২১. কিসের জন্য কাঁথা-কম্বল মাসি-পিসি ভিজিয়ে রাখে- [একাদশ- দ্বাদশ শ্রেণি বরিশাল বোর্ড]
(ক) যুদ্ধের আয়োজন হিসেবে ✓
(খ) অনেক দিন অপরিচ্ছন্ন ছিল বলে
(গ) জমিদারদের দেওয়া আগুন নেভাতে
(ঘ) পেয়াদাদের জাপটে ধরতে

২২. 'একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দুরে আরেকটা গাছের দিকে ডাল ছেড়ে উড়তে আর অন্য ডালে গিয়ে বসতে কী তার পাখা ঝাপটানি।' বাক্যটি নিচের কোন রচনা থেকে নেওয়া হয়েছে ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা C ইউনিট (Set Code: A) 2020-21]
(ক) জীবন ও বৃক্ষ
(খ) মাসি-পিসি ✓
(গ) আহ্বান
(ঘ) রেইনকোট

২৩. 'দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে।'—বাক্যটি দিয়ে মাসি-পিসির কী বোঝানো হয়েছে: – [একাদশ- দ্বাদশ শ্রেণি যশোর বোর্ড]
(ক) আত্মীয়তা
(খ) সখ্য
(গ) বোঝাপড়া ✓
(ঘ) আন্তরিকতা

২৪. জণ্ডর কাছে মাসি-পিসি কেন আহ্লাদিকে পাঠাতে চায়নি ? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা ডি ইউনিট ২০১৮-১৯]
(ক) নির্যাতনের ভয়ে ✓
(খ) দারিদ্র্যের কারণে
(গ) স্নেহের আতিশয্যে
(ঘ) আহ্লাদি যেতে চায়নি

২৫. মাসি-পিসি দুজনে মিলে কোন পেশায় নিযুক্ত ছিল? [গুচ্ছ বিশ্ববিদ্যালয় এর(GST) ভর্তি পরীক্ষা B ইউনিট (মানবিক)।। ২০২২-২০২৩]
(ক) অন্যের বাড়িতে শ্রম দেওয়া
(খ) শহরে চা-কিছুট বিক্রি করা
(গ) শহরে কাগজ বিক্রি করা
(ঘ) শহরে শাকসবজি বিক্রি করা ✓

২৬. মাসি-পিসি' 'যুদ্ধের আয়োজন করে তৈরী হয়ে থাকে' কাদের বিরুদ্ধে যুদ্ধের তৈরী কথা বলা হয়েছে মাসি-পিসি' গল্পে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা বি ইউনিট : ২০১৮-২০১৯]
(ক) অত্যাচারী স্বামী ✓
(খ) পাকিস্তানি হানাদার
(গ) গুন্ডা-বদমাশ
(ঘ) দারিদ্র

২৭. 'জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়ে যদি সোয়ামির কাছে না যেতে চায় খুন হবার ভয়ে ? এই সংলাপটি ধারা মাসি-পিসি চরিত্রের কী প্রকাশ পেয়েছে - [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) সাহসিকতা ও বাগাড়ম্বরতা
(খ) আইন সচেতনতা ও বাগাড়ম্বরতা
(গ) সাহসিকতা ও বুদ্ধিমত্তা ✓
(ঘ) আইন সচেতনতা ও বুদ্ধিমত্তা

২৮. মাসি-পিসির আহ্লাদিকে রক্ষা করার জন্য যে প্রচেষ্টা তা তাদের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে - [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) দায়বদ্ধতা থেকে মুক্তি
(খ) মানবিকতা
(গ) সংগ্রামশীলতা ✓
(ঘ) অস্তিত্ব রক্ষা

২৯. নিচের কোন গল্পে কানাই চৌকিদার চরিত্র রয়েছে ? [ইসলামী বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা ইউনিট : C]
(ক) বিলাসী
(খ) সৌদামানী মালো
(গ) কলিমদ্দি
(ঘ) মাসি-পিসি ✓
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url