লালসালু উপন্যাসের mcq | বিগত সালের প্রশ্ন (৩৯+)

লালসালু উপন্যাসের mcq

১. 'লালসালু' উপন্যাস রচনা করেছেন কে? [পিএসসি কর্তৃক বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষা ২০১৮, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর -১৭, পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী-১৬, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ -১৫, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -১৩, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ নিয়োগ -০৭, ২১ তম বিসিএস প্রিলিমিনারি]
(ক) নজীর আহমদ
(খ) রফিক আযাদ
(গ) ইমদাদুল হক
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ ✓

২. ফরাসি ভাষায় অনুবাদকৃত লালসালু উপন্যাসের নাম কী ? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা D Unit ২০১৯-২০]
(ক) ল্য অল্পবরে সাথ মায়েমে ✓
(খ) ট্রি উইথ আউট রুটস
(গ) আরবরে শামস্ লি
(ঘ) ট্রি আউট রুটস

৩. ‘লালসালু’ উপন্যাসটির প্রকৃত প্রতিপাদ্য কি? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট (গ্রুপ-১) মানবিক ২০২১-২২]
(ক) মাজার ব্যবসা
(খ) গ্রামীণ জীবন
(গ) সামাজিক অনাচার ✓
(ঘ) ব্যক্তির অস্তিত্বের সংকট

৪. লালসালু উপন্যাসে 'প্রাণধর্মের সহজ প্রকাশের প্রতীক হিসেবে ফুটে উঠেছে কোন নারীচরিত্র- [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০২১-২২]
(ক) রহিমা
(খ) আমেনা বিবি
(গ) জমিলা ✓
(ঘ) হাসুনির মা

৫. ' লালসালু ' উপন্যাসের কোনটি শেষ বাক্য? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D১ unit ২০২২-২৩ (২৫-০৫-২৩), চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D ইউনিট-(সকাল) ২০২১-২২, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ১৯৯৮-১৯৯৯, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ১৯৯৬-১৯৯৭]
(ক) বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ ✓
(খ) খোদার উপর তোয়াক্কা রাখ
(গ) ধান দিয়ে কি হইব;মানুষের জান যদি না থাকে
(ঘ) দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা কেন্দ্র

৬. “লালসালু” উপন্যাসের চরিত্র নয় কোনটি ? [পিএসসি কর্তৃক দুদক কোর্ট পরিদর্শক নিয়োগ পরীক্ষা ২০২২, তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্স অফিসার -২০০৬]
(ক) জমিলা
(খ) মজিদ
(গ) মাজেদা ✓
(ঘ) আমেনা

৭. 'লালসালু' উপন্যাসটির মূল উপজীব্য কি? [পিএসসি কর্তৃক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা - ২০০৭]
(ক) চাষী জীবনের করুণ চিত্র
(খ) ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত টিত্র ✓
(গ) নারীর বন্দীদশার করুণ চিত্র
(ঘ) ধর্মীয় মূল্যবোধ বিসাতরের চিত্র

৮. 'লালসালু' উপন্যাসের রচনাকাল নিচের কোনটি? [প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা ২০১৯]
(ক) ১৯৪৩
(খ) ১৯৫২
(গ) ১৯৪৮ ✓
(ঘ) ১৯৭০

৯. কোনটি লালসালু' উপন্যাসের চরিত্র? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D ১-২ ইউনিট : ২০১৬-১৭]
(ক) জাহেদা
(খ) কালু মিয়া
(গ) রাহেলা
(ঘ) ধলা মিয়া ✓

১০. 'লালসালু' উপন্যাসে কোন দিকটি ফুটে উঠেছে? [(BUP) Faculty of Security and Strategic Studies (FSSS) ২০২১-২২]
(ক) ধর্মের নামে ব্যবসা ✓
(খ) অন্ধবিশ্বাস
(গ) বহুবিবাহ
(ঘ) ভাগ্যান্বেষণ

১১. প্রথম প্রকাশিত হয় 'লালসালু' উপন্যাসটি কত সালে? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা C Unit (Set code: G) ২০২১-২২, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা D Unit ২০১৮-১৯]
(ক) ১৯৬৪
(খ) ১৯৪৮ ✓
(গ) ১৯৬২
(ঘ) ১৯৪৯

১২. ‘লালসালু’ উপন্যাস কোন পটভূমিতে রচিত?
(ক) রাজনীতি
(খ) উদ্বাস্ত্র সমাজ
(গ) ধর্মনীতি ✓
(ঘ) গ্রামীন সমাজ

১৩. লালসালু উপন্যাসের মজিদ মহব্বতনগর গ্রামে প্রথম তাহের ও কাদের নামের দু’ ব্যক্তির নজরে পড়ে। মজিদকে দেখতে পাবার সময় তারা কি করছিল? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা গ ইউনিট ১৯৯১-৯২]
(ক) একটি গাছের নিচে বসে গল্প করছিল
(খ) হাটের দিকে হেটে যাচ্ছিল
(গ) মাছ ধরছিল ✓
(ঘ) জমি চাষ করছিল

১৪. ‘লালসালু ’ উপন্যাসে পানি পড়া এনেছিল কে পীর সাহেবের কাছ থেকে? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D ইউনিট-(বিকেল) ২০২০-২১]
(ক) রহিমা
(খ) জমিলা
(গ) আমেনা ✓
(ঘ) তানুবিবি

১৫. 'লালসালু উপন্যাসে পীর সাহেবের নিকট থেকে কোন চরিত্রটি সন্তান ধারণের উদ্দেশ্যে পানিপড়া খেতে চায়? [কুমিল্লা বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট ২০২২-২৩]
(ক) আমেনা ✓
(খ) জমিলা
(গ) রহিমা
(ঘ) তানু বিবি

১৬. ‘লালসালু’ উপন্যাসটির ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কী? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট (গ্রুপ-১) মানবিক ২০১৯-২০]
(ক) The Tree Without Roots
(খ) The Tree Without Root
(গ) The Rootless Tree
(ঘ) Tree Without Roots ✓

১৭. লালসালু উপন্যাসের মজিদ, মহব্বতনগর গ্রামে আসার পূর্বে, তার ভাষ্যমতে আগে যেখানে ছিল তার নাম - [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা গ ইউনিট ১৯৯৪-১৯৯৫]
(ক) মধুপুর গড়
(খ) মোদাচ্ছের পীরের মাজার
(গ) মতিগঞ্জ
(ঘ) গারো পাহাড় ✓

১৮. লালসালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে কিসের তুলনা করা হয়েছে - [ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা : ২০২২-২৩ ( কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট)]
(ক) আওয়ালপুরের পীর সাহেবকে
(খ) জমিলাকে
(গ) রহিমাকে
(ঘ) মজিদকে ✓

১৯. কোন অঞ্চলের জীবনের চিত্র 'লালসালু' উপন্যাসে প্রতিফলিত হয়েছে ? [পিএসসি কর্তৃক বাংলাদেশ নির্বাচন কমিশন স্টোর কিপার নিয়োগ ২০২৩]
(ক) চট্টগ্রাম
(খ) ময়মনসিংহ
(গ) সিলেট
(ঘ) নোয়াখালী ✓

২০. ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ কোন প্রদর্শনী কর্তৃক ‘Tree without Roots’ নামক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল [বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা G ইউনিট]
(ক) Editions du Seuil ✓
(খ) Pluto Press
(গ) Lynne Rienner Publishers
(ঘ) Chatto and Windus Ltd

২১. কি উন্মোচন করেছেন 'লালসালু' উপন্যাসের লেখক? [ (BUP) Faculty of Arts and Social Science (FASS) ২০২২-২৩]
(ক) রক্ষণশীলতার মুখোশ
(খ) প্রতারণার মুখোশ
(গ) ধর্মান্ধতার মুখোশ
(ঘ) কুসংস্কারের মুখোশ ✓

২২. কে ছিলেন 'লালাসালু' উপন্যাসের ধলা মিয়া? [গুচ্ছ বিশ্ব. (GST) ভর্তি পরীক্ষা C Unit : ২০২১-২২]
(ক) জমিলার বড় ভাই
(খ) খালেক ব্যাপারীল বড় ভাই
(গ) জমিলার ছোট ভাই
(ঘ) তানু বিবির বড় ভাই ✓

২৩. তানু বিবির স্বামীর নাম ‘লালসালু’ উপন্যাসে কী ছিল? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৯-২০ সেট-১ ]
(ক) ধলা মিয়া
(খ) খালেক ব্যাপারী ✓
(গ) কালু মিয়া
(ঘ) রতন

২৪. কে’লালসালু’ উপন্যাসে প্রতিবাদের প্রতীক? [বেগম রোকেয়া বিশ্ব. ভর্তি পরীক্ষা C ইউনিট]
(ক) মজিদ
(খ) রহিমা
(গ) মজিলা ✓
(ঘ) মাতব্বর

২৫. নিচের কোনটি 'লালসালু' উপন্যাসে চরিত্র ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট : ২০১৩-১৪]
(ক) হরিপদ
(খ) শওকত ওসমান
(গ) সুদীপ্ত শাহিন
(ঘ) খালেক বেপারী ✓

২৬. “লালসালু” উপন্যাসে নিচের কোন চরিত্রটি নেই? [পিএসসি কর্তৃক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা- নিয়োগ ২০০৬]
(ক) রহীমা
(খ) আমেনা বিবি
(গ) জমিলা
(ঘ) করিমা বিবি ✓

২৭. 'লালসালু' উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ্ জন্মগ্রহণ করেন কত সালে ? [(BUP) Faculty of Security and Strategic Studies (FSSS) ২০১৮-১৯]
(ক) ১৯৪০
(খ) ১৯৩০
(গ) ১৯২০
(ঘ) ১৯২২ ✓

২৮. ‘নিরাক পড়া’ কি অর্থে ’লালসালু’ উপন্যাসে ব্যাবহৃত হয়েছে? [বেগম রোকেয়া বিশ্ব. ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) গ্রীষ্মের গরম আবহাওয়া
(খ) নিস্তব্ধ গুমোট আবহাওয়া ✓
(গ) অস্পষ্ট বিবর্ণ দিন
(ঘ) ঝিমধরা দুপুর

২৯. নিচের কোনটি লালসালু উপন্যাসের মজিদ চরিত্র সম্পর্কে সঠিক নয় - [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০২০-২১]
(ক) শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান
(খ) অন্তহীন নৈঃসঙ্গ্য
(গ) সংসার ঔদাসীন্য ✓
(ঘ) মানুষিক অন্তর্দ্বন্দ

৩০. লালসালু' উপন্যাসটিতে কে অশীতিপর বৃদ্ধ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) পির সাহেব
(খ) সলেমনের বাপ ✓
(গ) আক্কাসের বাপ
(ঘ) তাহের-কাদেরের বাপ

৩১. 'বাহে মুলুকে ' বলতে কি বুঝিয়েছে লালসালু' উপন্যাসে? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা E ইউনিট : ২০১৮-১৯]
(ক) উত্তরআখন্ডিকে
(খ) উত্তর কোরিয়াকে
(গ) উত্তর প্রদেশকে
(ঘ) উত্তরবঙ্গকে ✓

৩২. 'লালসালু' উপন্যাসের এই উক্তিটি দ্বারা কি বুঝিয়েছে? - 'মাজারটি তার শক্তি মূল' [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা D Unit ২০১৯-২০]
(ক) বিশ্বাস
(খ) ভীতি
(গ) আনুগত্য ✓
(ঘ) অনুরাগ

৩৩. মহব্বতনগর গ্রামে মজিদ আসে কোথা থেকে? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা B Unit (Set code: I) ২০২১-২২]
(ক) মতিগঞ্জ
(খ) গারো পাহাড় ✓
(গ) আওয়ালপুর
(ঘ) নাসিরনগর

৩৪. ‘লালসালু’ উপন্যাসের মজিদের স্ত্রী রহিমার পেটে কত প্যাচ বেড়ি রয়েছে?
(ক) পাঁচ
(খ) এগারো
(গ) সাত
(ঘ) চৌদ্দ ✓

৩৫. ”কলমা জানো মিঞা?” প্রশ্নটি কাকে করেছে কে? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা C Unit (Set Code: H) ২০২১-২২]
(ক) মজিদ, খালেক, ব্যাপারীকে
(খ) মজিদ, দুদু মিঞাকে ✓
(গ) খালেক ব্যাপারী, দুদু মিঞাকে
(ঘ) দুদু মিঞা, খালেক ব্যাপারীকে

৩৬. 'লালসালু' উপন্যাসে কে চেষ্টা করেছিল স্কুল প্রতিষ্ঠার জন্য ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা C ইউনিট]
(ক) মোদাব্বের
(খ) ধলা
(গ) তাহের
(ঘ) আক্কাস ✓

৩৭. কে মজিদের মুখে থুতু ফেলেছিল ? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা D Unit ২০১৯-২০]
(ক) জমিলা ✓
(খ) খ্যাংটা বুড়ি
(গ) রহিমা
(ঘ) হাসুনির মা

৩৮. 'লালসালু' উপন্যাসে মজিদ কেন মিথ্যার আশ্রয় নিয়েছিল? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা D ইউনিট : ২০১৮-১৯]
(ক) ধর্মকে প্রতিষ্ঠা
(খ) আধিপত্য বিস্তার
(গ) অর্থলালসা
(ঘ) আপন অস্তিত্ব রক্ষা ✓

৩৯. লালসালু উপন্যাসের গ্রামবাসী সম্পর্কে লেখকের "বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ" এ মন্তব্যের তাৎপর্য- [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০১৮-১৯]
(ক) আত্মবিধ্বংসী ধর্মাবন্ধতা ✓
(খ) বিশ্বাস ও যুক্তির দ্বান্দ্বিকতা
(গ) যুকতিইনষ্ঠ আসুগত্য
(ঘ) অপরিসী বিনয়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement