কাকতাড়ুয়া উপন্যাসের mcq | কাকতাড়ুয়া উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন (২৫+)

কাকতাড়ুয়া উপন্যাসের mcq

মাধ্যমিক স্তরের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কাকতাড়ুয়া উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরত্বপূর্ণ। নিচে কাকতাড়ুয়া উপন্যাসের mcq সংযুক্ত করা হয়েছে।

কাকতাড়ুয়া উপন্যাসের MCQ:

১. 'কাকতাড়ুয়া' উপন্যাসে নিচের কোনটি দ্রোহী চরিত্র ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) হরিকাকু
(খ) জয়নাল চাচা
(গ) মতিউর
(ঘ) সাহাবুদ্দিন ✓

২. নিচের কোনটি কেন্দ্রীয় চরিত্র 'কাকতাড়ুয়া' উপন্যাসে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) মতিউর
(খ) আহাদ মুন্সি
(গ) বুধা ✓
(ঘ) শাহাবুদ্দিন

৩. 'কাকতাড়ুয়া' উপন্যাসে নতুন প্রজন্মের কাছে এর সার্থকতা হলো- [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বুধা সম্পর্কে জ্ঞান লাভ
(খ) 'কাকতাড়ুয়া' উপন্যাস সম্পর্কে জানা
(গ) মুক্তিযুদ্ধ সম্পর্কে সার্বিক ধারণা লাভ ✓
(ঘ) দেশবাসীর দেশপ্রেম সম্পর্কে জানা

৪. বুধার চরিত্র ‘কাকতাড়ুয়া' উপন্যাসে কী লক্ষ করা যায়— [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) দেশের মানুষের প্রতি মমত্ববোধ
(খ) মিলিটারিদের প্রতি ঘৃণা ✓
(গ) দেশের প্রতি কৃতজ্ঞতা
(ঘ) চাচির প্রতি শ্রদ্ধা

৫. মিঠুর লুকিয়ে থাকার কারণ কী 'কাকতাড়ুয়া' উপন্যাসে — [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) পাকবাহিনী জোয়ানদের ধরে নিয়ে যায়
(খ) রাজাকাররা তাকে ধরিয়ে দিতে পারে ✓
(গ) সে যুদ্ধকে ভয় পায়
(ঘ) মিলিটারিরা তাকে গুলি করতে পারে

৬. কাকতাড়ুয়া খেলতে রানি বুধাকে নিষেধ করার কারণ কী ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) অসুখ করতে পারে
(খ) রানির ভালো লাগে না বলে
(গ) রোদে পুড়ে যেতে পারে
(ঘ) মিলিটারি গুলি করবে বলে ✓

৭. 'কাকতাড়ুয়া' উপন্যাসে কত বছর বয়স ছিল তিনুর ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) দেড় ✓
(খ) আড়াই
(গ) দুই
(ঘ) তিন

৮. কোন বিষয়টি কাকতাড়ুয়া উপন্যাসে বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (মাধ্যমিক]
(ক) গেরিলা আক্রমণ
(খ) রাজাকারদের দৌরাত্ম্য
(গ) বুধার দেশপ্রেম ✓
(ঘ) পাক বাহিনীর নিপীড়ন

৯. মিঠুর ভাইয়ের নাম কী ছিল 'কাকতাড়ুয়া' উপন্যাসে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) মধু ✓
(খ) তিনু
(গ) বুধা
(ঘ) হরি

১০. কী মনে হতো বিনু হাসলে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে ✓
(খ) সবাই ভয় পেতো
(গ) পুকুরে জল খেলা করছে
(ঘ) নদীর জলে ঢেউ বয়ে যাচ্ছে

১১. “তোমার ভয় নেই যা আমরা প্রতিবাদ করতে জানি।”— উক্তিটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে মিল রয়েছে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) মতিউর
(খ) কুন্তি
(গ) বুধা ✓
(ঘ) আলি

১২. কার চোখ অপূর্ব ছিল 'কাকতাড়ুয়া' উপন্যাসে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বিনু ✓
(খ) বুধা
(গ) কুন্তি
(ঘ) তিনু

১৩. কে মুক্তিবাহিনীর কমান্ডার ছিল ‘কাকতাড়ুয়া' উপন্যাসে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) শাহাবুদ্দিন ✓
(খ) আলি
(গ) মতিউর
(ঘ) মিঠু

১৪. বুধা কী ধরে রেখেছে তার বুকের ভিতরে ? [নবম-দশম শ্রেণি (SSC) রাজশাহী বোর্ড]
(ক) প্রতিশোধ
(খ) আত্মবিশ্বাস
(গ) মুক্তিযুদ্ধ ✓
(ঘ) দেশপ্রেম

১৫. 'কাকতাড়ুয়া' উপন্যাসে কাকে ছবি আঁকার মানুষ বলা হয়েছে ? [নবম-দশম শ্রেণি (SSC) ]
(ক) শাহাবুদ্দিন ✓
(খ) ফুলকলি
(গ) মতিউর
(ঘ) কুন্তি

১৬. বুধাকে গাঁয়ের মানুষ কী নাম ডাকে ? [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) কাকতাড়ুয়া ✓
(খ) জয় বাংলা
(গ) ছন্নছাড়া
(ঘ) মানিক রতন

১৭. কোন শব্দটি বুধা তার চাচির মুখে শুনে হোঁচট খায় ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) মুক্তি ✓
(খ) রাজাকার
(গ) মুক্তিবাহিনী
(ঘ) মিলিটার

১৮. “মনে হয় তুই আমার মুরব্বি"- বাক্যটি কে বলেছেন ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বুধার মায়ে
(খ) নোলক জুয়া
(গ) বুধার চাচি ✓
(ঘ) হরি কাকু

১৯. কেন লাল হয়ে যায় বুধার চোখ ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) আগুনের ধোঁয়ায়
(খ) মরিচের ঝালে
(গ) মনের ক্ষোভে ✓
(ঘ) চোখে বালি পড়ায়

২০. নিচের কোন ফুল গাছগুলো বুধার বাবা-মার কবরে ছিল - [মাধ্যমিক স্তর নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) আকন্দ, গন্ধরাজ
(খ) ভাটফুল, জবাফুল ✓
(গ) ভাটফুল, ধুতরা
(ঘ) ধুতরা, মল্লিকা

২১. ভিতুর ডিম বুধা কাকে বলেছিল ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) কুন্তিকে
(খ) মধুকে
(গ) রানিকে ✓
(ঘ) ফুলকলিকে

২২. কার বোঝা বুধা এগিয়ে দিয়েছিল ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) রানি
(খ) হরিকাকু ✓
(গ) নোলক ৰুয়া
(ঘ) চাচি

২৩. কোন দিকটি ফুটে উঠেছে বুধাকে কাজে নেয়ায় ফজু মিয়া চরিত্রের ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) দেশপ্রেম
(খ) মমতা ✓
(গ) করুণা
(ঘ) পরোপকারিতা

২৪. 'পথ ওকে ডাকে আয় । ও হেসে বলে, এইতো এসেছি।' এই উক্তিটিতে কাকে বোঝানো হয়েছে? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) কুন্তি
(খ) মিঠু
(গ) বুধা ✓
(ঘ) আলি

২৫. তিনু ঘুমিয়ে যেত কার কাঁধে মাথা রেখে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) বিনু
(খ) তালেব
(গ) শিলু
(ঘ) বুধা ✓

২৬. 'কাকতাড়ুয়া' উপন্যাসে কুন্তির দৃষ্টি চকচক করে ওঠে কেন বুধাকে দেখে ? [নবম-দশম শ্রেণি (SSC)]
(ক) ভয়ে
(খ) অপ্রত্যাশিতভাবে
(গ) খুশিতে ✓
(ঘ) শাপলা দেখে ফেলায়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url