আমার পথ প্রবন্ধের mcq | আমার পথ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (৩০+)

আমার পথ প্রবন্ধের mcq

আমার পথ প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অনেক বেশি গুরুত্বপূর্ণ HSC বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকুরি পরীক্ষার জন্য।

আমার পথ প্রবন্ধের MCQ:

১. কাজী নজরুল ইসলামের রচিত 'আমার পথ' প্রবন্ধের পথ-প্রদর্শক কে ? [ঢাকা বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- ক ইউনিট ২০১৯-২০২০, রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- E ইউনিট : 2018-2019, ঢাকা বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- খ ইউনিট ২০১৬-২০১৭, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- ইউনিট : C]
(ক) রাষ্ট্র
(খ) তারুণ্য
(গ) মানবধর্ম
(ঘ) সত্য ✓

২. কোনটি সামাজিক ঐক্যের মূল শক্তি বলা হয়েছে কাজী নজরুল ইসলামের রচিত আমার পথ প্রবন্ধের আলোকে ? [ইসলামী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- H ইউনিট]
(ক) স্রষ্টাকে বয়
(খ) সাম্য
(গ) সহনশীলতা
(ঘ) সম্প্রতি ✓

৩. কী ফুটে উঠেছে আমার পথ' প্রবন্ধে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি সিলেট বোর্ড]
(ক) দেশপ্রেম
(খ) মিথ্যার প্রবঞ্ছনা
(গ) সত্যের স্বরূপ ✓
(ঘ) ত্যাগের মহিমা

৪. কোন প্রয়োজনে ‘আমার পথ’ প্রবন্ধে লেখক আত্মাকে চিনতে বলেছেন ? [গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের(GST) ভর্তি পরীক্ষা B Unit : 2020-2021]
(ক) ভন্ডামি দূর করতে
(খ) মিথ্যাকে পরিহার করতে
(গ) স্বাধীন হওয়ার জন্য ✓
(ঘ) দেশের উন্নতির লক্ষ্যে

৫. নিচের কোনটি লেখকের কর্ণধার 'আমার পথ' প্রবন্ধে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি রাজশাহী বোর্ড]
(ক) রাষ্ট্র
(খ) গান্ধীজি
(গ) সরকার
(ঘ) নিজে ✓

৬. কীভাবে 'আমার পথ' প্রবন্ধের লেখক নিজেই নিজেকে কর্ণধার করে গড়ে তুলেছেন? [একাদশ- দ্বাদশ শ্রেণি ঢাকা বোর্ড]
(ক) জ্ঞান অর্জনের মাধ্যমে
(খ) আত্মসত্য অর্জনের মাধ্যমে ✓
(গ) স্পষ্ট মত প্রকাশের মাধ্যমে
(ঘ) অবিনয় প্রকাশের মাধ্যমে

৭. কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ‘আমার পথ’ প্রবন্ধে উল্লেখ আছে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (বিকাল) ২০২১-২০২২]
(ক) মাও সেতুং
(খ) মহাত্মা গান্ধী ✓
(গ) মোজাফফর আহমেদ
(ঘ) হোচিমিন

৮. আমার পথ' প্রবন্ধের লেখকের কথা অনুসারে কোন আমরা পরাধীন - [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) অজ্ঞতার
(খ) মূর্খতার
(গ) স্বাবলম্বনহীনতার ✓
(ঘ) আর্থিক দীনতার

৯. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে 'আমার পথ' প্রবন্ধটি নেওয়া হয়েছে? [৪৫ তম বিসিএস প্রিলিমিনারি, রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- A ইউনিট (Group-3) মানবিক ২০২১-২০২২, চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- D ইউনিট-(বিকেল)-২০২০-২০২১, রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- F ইউনিট : 2015-2016, বেগম রোকেয়া বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- A ইউনিট]
(ক) দুর্দিনের যাত্রী
(খ) রুদ্র-মঙ্গল ✓
(গ) যুগবানী
(ঘ) যৌবনের গান

১০. নিচের কোনটি আমার পথ' প্রবন্ধের মূল উপজীব্য ? [চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- E ইউনিট : ২০১৬-২০১৭]
(ক) ব্যক্তিসত্তার জাগরণ ✓
(খ) শোষণের বিরুদ্ধে প্রতিবাদ
(গ) সাম্য প্রতিষ্ঠা
(ঘ) গণবিপ্রব
(ঙ) গণজাগরণ

১১. দাসত্ব বলতে “আমার পথ' প্রবন্ধে লেখক কী বুঝিয়েছেন ? [চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- D1-2 ইউনিট : ২০১৬-২০১৭, চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- C2 ইউনিট : ২০১৬-২০১৭]
(ক) পরনির্ভরতাকে ✓
(খ) পরচর্চাকে
(গ) পরাধীনতাকে
(ঘ) পরনিন্দাকে

১২. কোনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আমার পথ' প্রবন্ধে লেখক স্বাধীনতা অর্জনের জন্য ? [চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- D3 ইউনিট : ২০১৬-২০১৭]
(ক) সচেতনতা
(খ) আত্মনির্ভরশীলতা ✓
(গ) অসহযোগ
(ঘ) গণ-অত্যুথথান

১৩. “আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য” - কে এই উক্তিটি করেছিলেন? [রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- C ইউনিট : 2021-2022]
(ক) মোতাহের হোসেন চৌধুরী
(খ) আবুল ফজল
(গ) কাজী নজরুল ইসলাম ✓
(ঘ) আবুল হুসেন

১৪. কীভাবে ‘আত্মনির্ভরতা’ অর্জন করার কথা বলা হয়েছে ’আমার পথ’ প্রবন্ধে ? [বেগম রোকেয়া বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- A ইউনিট]
(ক) পরিশ্রম ও সত্য সন্ধঅনের মাধ্যমে
(খ) ধর্মবিশ্বাসের মাধ্যমে
(গ) আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে ✓
(ঘ) অসাম্প্রদায়িক বন্ধনের মাধ্যমে

১৫. “ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।'- কিভাবে সত্যকে পাওয়া যায় ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- C Unit (Set Code: A) 2020-21]
(ক) পুনরায় ভুল করে
(খ) ভুল স্বীকার করে ✓
(গ) ভুল অস্বীকার করে
(ঘ) ভুল থেকে শিক্ষা নিয়ে

১৬. কোন বিশ্বনেতার কথা আমার পথ প্রবন্ধে বলা হয়েছে? [রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- E ইউনিট : 2017-2018]
(ক) নেলসন ম্যান্ডেলা
(খ) জর্জ ওয়াশিংটন
(গ) মহাত্মা গান্ধী ✓
(ঘ) মাও সেতু

১৭. কোন সম্ভে দাম্ভিক হওয়ার কথা ‘আমার পথ’ প্রবন্ধটিতে কাজী নজরুল ইসলাম বলেছেন? [রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- B ইউনিট (অ-বাণিজ্য) ২০২১-২০২২]
(ক) তারুণ্যের দম্ভ
(খ) ন্যায়ের দম্ভ
(গ) সত্যের দম্ভ ✓
(ঘ) ক্ষমতার দম্ভ

১৮. কী হিসেবে লেখক ' আমার পথ ' প্রবন্ধে নিজেকে অভিহিত করেছিলেন ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- C ইউনিট ]
(ক) পথ প্রদর্শনকারী
(খ) অভিশাপ রথের সারথি ✓
(গ) অহংকারী ব্যক্তি
(ঘ) বিনয়ী ব্যক্তি

১৯. খুব বেশি বিনয় ‘আমার পথ' প্রবন্ধের অনুযায়ী আমাদের কী করে? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) আপসকামী
(খ) ছোট ✓
(গ) শান্ত
(ঘ) পরাধীন

২০. লেখক কাকে সালাম জানিয়েছেন ‘আমার পথ' প্রবন্ধে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) সত্যকে ✓
(খ) মিথ্যাকে
(গ) অহংকারকে
(ঘ) ক্ষমতাকে

২১. কোন ধর্মকে কাজী নজরুল ইসলাম 'আমার পথ' প্রবন্ধের সবচেয়ে বড় ধর্ম বলে উল্লেখ করেছেন ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) ইসলাম ধর্ম
(খ) ঐক্য-ধর্ম
(গ) সনাতন ধর্ম
(ঘ) মানুষ-ধৰ্ম ✓

২২. অভিশাপ-রথের সারথি' বলতে "আমার পথ" প্রবন্ধে ' কী বুঝানো হয়েছে ? [রাজশাহী বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- A unit (মানবিক) গ্রুপ-১ (২০২২-২০২৩)]
(ক) সত্যের সন্ধানী
(খ) অভিশপ্ত জীবন
(গ) রথচালক
(ঘ) অন্যায়ের প্রতিবাদী ✓

২৩. কীসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) ভীরুতা
(খ) মিথ্যা বিনয় ✓
(গ) অন্ধ অনুকরণ
(ঘ) পরাধীনতা

২৪. ‘আমার কর্ণধার আমি । আমায় পথ দেখাবে......’-এখানে কে পথ দেখাবার কথা বলা হয়েছে ? [বেগম রোকেয়া বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- A ইউনিট]
(ক) আমার মন
(খ) আমার সত্য ✓
(গ) আমার চিন্তা
(ঘ) আমার ভাগ্য

২৫. নিষ্ক্রিয়তার ফল বলতে 'আমার পথ' প্রবন্ধ কী বোঝানো হয়েছে --- [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) পরাধীনতা
(খ) গোলামী ✓
(গ) ভণ্ডামী
(ঘ) পরনির্ভরতা

২৬. আমার পথ দেখাবে আমার সত্য'—উক্তিটিতে কী ফুটে উঠেছে— [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) আত্ম-দম্ভ
(খ) আত্ম-অহংকার
(গ) আত্ম-চেতনা
(ঘ) আত্ম-প্রত্যয় ✓

২৭. আমি বক্তা নাই, আমি কম বক্তার দলে, সংলাপটি কে বলেছেন ? [কুমিল্লা বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- B ইউনিট]
(ক) প্রথম চৌধুরীর
(খ) বঙ্কিমচন্দ্র চট্রোপ্যাধায়
(গ) কাজী নজরুল ইসলামের ✓
(ঘ) সুকান্ত ভট্রাচার্যের

২৮. ‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে’ এই বাক্যটি নিচের কোন লেখকের রচনার অংশ ? [চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- D ইউনিট-(সকাল)-২০২০-২০২১]
(ক) কাজী নজরুল ইসলাম ✓
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) মোতাহের হোসেন চৌধুরী

২৯. ‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে’ - উক্তিটি কে রচনা থেকে নেওয়া হয়েছে - [ঢাকা বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- খ ইউনিট ২০১৯-২০২০]
(ক) অপরিচিতা
(খ) আহ্বান
(গ) বিড়াল
(ঘ) আমার পথ ✓

৩০. ‘না বুঝে বোঝার ভন্ডামি করে পাচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না । ’ -বা্ক্যটি কে করেছেন ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ 'B'-ইউনিট(বিকাল) ২০১৯-২০২০]
(ক) মোতাহার হোসেন চৌধুরী
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
(গ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
(ঘ) কাজী নজরুল ইসলাম ✓

৩১. “একেই বলে সবচেয়ে বড় দাসত্ব।”—এই বাক্যটি দ্বারা কোন দিকটি নির্দেশ করে "আমার পথ' প্রবন্ধের ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) ভুল স্বীকার
(খ) নিষ্ক্রিয়তা
(গ) ধর্মের বৈষম্য
(ঘ) পরাবলম্বন ✓

৩২. গান্ধীজির শেখানো 'নিজের ওপর অটুট বিশ্বাস' বলতে কী বোঝানো হয়েছে 'আমার পথ' প্রবন্ধে — [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) আত্মঅহংকার
(খ) আত্মপ্রচারণা
(গ) আত্মজাগরণ ✓
(ঘ) আত্মস্বীকারোক্তি

৩৩. “কিন্তু আমরা তাঁর কথা বুঝলাম না।”— এখানে কার সম্পর্কে 'আমার পথ' প্রবন্ধে কথাটি বলা হয়েছে ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) জওহরলাল নেহেরু
(খ) মোহাম্মদ আলী জিন্নাহ
(গ) মহাত্মা গান্ধী ✓
(ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু

৩৪. “আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম 'গান্ধীজি আছেন" । এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললো । একেই বলে সবচেয়ে বড় দাসত্ব” কোন লেখকের প্রবন্ধে থেকে এই বাক্যগুলো নেওয়া হয়েছে ? [চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা- D ইউনিট : ২০১৭-২০১৮]
(ক) কাজী নজরুল ইসলাম ✓
(খ) কাজী মোতাহার হোসেন
(গ) কাজী আবদুল 'ওদুদ
(ঘ) মোতাহের হোসেন চৌধুরী

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement