ব্রি ধান ২৮ এর বৈশিষ্ট্য ও চাষ পদ্ধতি
বোরো মৌসুমের আগাম একটি জাত হল ব্রি ধান ২৮ এবং এটি চাষাবাদের জন্য ১৯৯৪ সালে অনুমোদিত হয়েছে। ব্রি ধান ২৮ এর জীবনকাল ব্রি ধান ২৯ এর থেকে প্রায় ৩ সপ্তাহ আগাম। যে কারণে অসচ্ছল কৃষক যারা আছেন এবং যারা আগাম ফসল কাটতে চান তাদের জন্য এ জাতটি বিশেষ ভাবে উপযোগী। যেসব এলাকায় বন্যা প্রবণতা বেশি বা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা থাকে সে সব এলাকার জন্য এই জাতটি অনেক উপযোগী। ব্রি ধান ২৮ এর ফলন হেক্টর প্রতি ৫.৫ টন থেকে ৬ টন পর্যন্ত হয়ে থাকে।
ব্রি ধান ২৮ এর বৈশিষ্ট্য:
- ব্রি ধান ২৮ এর গাছের গড় উচ্চতা ৯০ সে.মি।
- ধান পাকার সময় ধানের পাতা নিচের দিকে থাকে এবং শীষ উপরে থাকে।
- চালের রং সাদা এবং আকার মাঝারি চিকন।
- ভাত সুন্দর ঝর ঝরে হয় এবং খেতেও বেশ সুস্বাদু।
- ব্রি ধান ২৮ এর জীবনকাল ১৪০ দিন।
- স্বাভাবিক ফলন ৫.৫ থেকে ৬.০ টন প্রতি হেক্টরে।
- ব্রি ধান ২৮ এর মুড়ি অনেক ভালো হয় এবং খেতেও অনেক সুস্বাদু।
ব্রি ধান ২৮ চাষ পদ্ধতি:
- বীজ তলায় বীজ বপন: ০১ই অগ্রহায়ণ - ১৫ই অগ্রহায়ণ (১৫ই নভেম্বর - ২৯ই নভেম্বর) পর্যন্ত বীজ তলায় বীজ বপন করার উপযুক্ত সময়।
- চারার বয়স: ৩৫ থেকে ৪০ দিন বয়সী চারা জমিতে রোপন করতে হবে।
- চারা রোপনের সময়: ৭ই মাঘ - ১২ই মাঘ (২০শে জানুয়ারি - ২৫শে জানুয়ারি) পর্যন্ত চারা রোপন করার উপযুক্ত সময়।
- চারার সংখ্যা: ২-৩ টি করে প্রতি গুছিতে।
- রোপণ দুরত্ব: ২০ × ১৫ সে.মি.।
- সার প্রয়োগ বিঘা প্রতি:
- ইউরিয়া- ৩০ থেকে ৪০ কেজি, টিএসপি- ৭ থেকে ১০ কেজি, এমপি- ৮ থেকে ১৬ কেজি, জিপসাম- ৪ থেকে ১১ কেজি ও দস্তা- ০.৭ থেকে ১.০ কেজি।
- ইউরিয়া সার ২বারে প্রয়োগ করতে হবে। প্রথম বার চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর এবং দ্বিতীয় বার চারা রোপণের ৩০ থেকে ৩৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।
- ইউরিয়া প্রয়োগ করার পর মাটির সাথে ভালো ভাবে মিশিয়ে দিতে হবে।
- ইউরিয়া সার প্রয়োগের জন্য এলসিসি (লিফ কালার চার্ট) ব্যবহার করতে হবে।
- আগাছা দমন: চারা রোপণের পর থেকে ৪০ দিন পর্যন্ত আগাছামুক্ত রাখতে হবে।
- সেচ ব্যবস্থাপনা: ধান গাছের থোর আশা থেকে দুধ আশা অবদি জমিতে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে।
- রোগ ও পোকামাকড় দমন: রোগ বা পোকামাকড় দেখা দিলে দেরি না করে বালাই নাশক ব্যবহার করতে হবে।
- ফসল কাটা: ২০ই চৈত্র - ৫ই বৈশাখ (৩ই এপ্রিল - ১৮ই এপ্রিল)।