মুক্তির প্রথম দিনেই পাইরেসির কবলে ‘জাওয়ান’ বিস্তারিত পড়ুন...

জাওয়ান

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭ই সেপ্টেম্বর, মুক্তির প্রথম দিনেই পাইরেসির কবলে পড়েছে ‘জাওয়ান’ সিনেমাটি। পাইরেসি বন্ধ করার সর্বোচ্চ চেষ্টার পরও ভারতে চলা প্রথম শো প্রদর্শিত হওয়ার মাত্র কয়েক ঘন্টা পার না হতেই বিভিন্ন ওয়েবসাইটে সিনেমাটির ক্যামেরা প্রিন্ট (সিনেমা হল থেকে বিনা অনুমতিতে ধারণ করা) চলে এসেছে। বেশকিছু পাইরেসি ওয়েবসাইটেও ডাউনলোড করা যাচ্ছে ‘জাওয়ান’ সিনেমার পূর্ণ এইচডি কোয়ালিটির ক্লিয়ার ভিডিও প্রিন্ট।

শাহরুখ খানের বিগ বাজেটের মুভি জওয়ান মুক্তি পায় বিশ্বব্যাপি ১০ হাজারের বেশি হলে। মুক্তির প্রথম দিনেই মুভিটির পাইরেসি হয়ে যায়। কেউ একজন পুরো মুভির HD ভিডিও ধারণ করে ইউটিউবে ছেড়ে দেয়। মূহূর্তেু মধ্যেই দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে। পাইরেসি বন্ধ করতে ইতোমধ্যে "জওয়ান টিম কাজ শুরু করে দিয়েছে। ইউটিউব, ফেজবুক কিংবা টুইটারে আর পাওয়া যাবেনা ধারণা সবার। তবে এখনো কিছু কিছু ওয়েবসাইটে এখনো পাওয়া যাচ্ছে। যেমন এই লিংকে https://www.movied.link/2023/09/jawan-movie-download-link.html আমরা খুজে পেয়েছি জওয়ানের পাইরেসি কপি। এমন আরো অনেক সাইটে জওয়ানের পাইরেসি কপি দেখা যাচ্ছে।

ছবিটির পাইরেসি নিয়ে শাহরুখভক্তদের অনেকে রেগে বেগে আগুন, প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন সাইটে ও ইউটিউবে। কিছু সংখ্যক লোক হুরমুড়িয়ে পড়েছেন ডাউনলোড করতে।

একইভাবে শাহরুখের আগের ছবি পাঠানো পাইরেসির কবলে পড়েছিল মুক্তির মাত্র চার ঘন্টা পড়েই। সেসময় অনলাইন মুভি ওয়াচ, ফিল্মি জিলা, , তামিল রকার্স,  ১২৩মুভিরুলজ,১২৩মুভিস, , ফিল্মিওয়াপ-এর মতো অনেক সাইটে সাইটে পাওয়া যাচ্ছিল সিনেমাটি। তবে শক্ত হাতে কর্তুপক্ষ পাইরেসি বন্ধ করতে সক্ষম হয়।

সিনেমা সংশ্লিষ্টদের দাবি, পাইরেসি বন্ধে সকলের একযোগে কাজ করা উচিৎ। তানাহলে সংকটে পড়বে সিনেমাখাত।

জওয়ান রিভিও:

সারা বিশ্বে জওয়ার দেখার পর সবাই ভালো ফিডব্যাক দিচ্ছেন। অনেকেতো শাহরুখের পাঁচটি ভিন্ন ভিন্ন লুকের প্রশংসায় পন্চমুখ হয়েছেন। আজ ০৮ই সেপ্টেম্ব বাংলাদেশেও মুক্তি পেতে চলেছে জওয়ান। তাই বাংলাদেশিরাও আজ ভাসতে চলেছে জওয়ানের শ্রোতে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement