জওয়ান মুভি হল লিস্ট - Jawan Movie Hall List

জওয়ান মুভি হল লিস্ট

বহুল আলোচিত সিনেমা জওয়ান ভারতের সাথে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ০৭ই সেপ্টেম্বর। বাংলাদেশ চলচিত্র সেন্সর বোর্ড থেকে অনুমতি পেতে দেরি হওয়ায় ০৮ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের মোট ৪৮টি হলে প্রদর্শিত হচ্ছে জওয়ান। জওয়ানের প্রচারনা ঠিক সেভাবে হয়নি যেভাবে প্রিয়তমার প্রচারণা হয়েছিল। তাছাড়া সিনেপ্লেক্সগুলোতে অগ্রীম টিকিটের জন্য এসে প্রতিদিনি ফিরে গিয়েছেন অনেক দর্শক। যাইহোক শেষ অবধি সেন্সরবোর্ড থেকে অনুমতি পাওয়া গেলে জওয়ানের শো শিডিউল প্রকাশ করেছেন হল মালিকেরা। সর্বশেষ তথ্য থেকে আমরা নিশ্চিত হয়েছি সারাদেশে মোট ৪৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ০৮ই সেপ্টেম্বর থেকে শাহরুখ খানের বহুল আলোচিত জওয়ান।

জওয়ান মুভি হল লিস্ট:

  1. স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি কমপ্লেক্স),
  2. শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা),
  3. স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার),
  4. স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার),
  5. স্টার সিনেপ্লেক্স (সিমান্ত সম্ভার),
  6. স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম),
  7. ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক),
  8. লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ),
  9. আনন্দ (ঢাকা),
  10. মধুমিতা (ঢাকা),
  11. চিত্রামহল (পুরান ঢাকা),
  12. ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি-উত্তরা),
  13. সেনা অডিটোরিয়াম (সাভার),
  14. চন্দ্রিমা (সাভার),
  15. বিজিবি অডিটরিয়াম (ঢাকা),
  16. চন্দ্রিমা (শ্রীপুর)
  17. হাই টেক পার্ক সিনেপ্লেক্স (রাজশাহী),
  18. মধুবন সিনেপ্লেক্স (বগুড়া),
  19. বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম),
  20. স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া),
  21. সিলভার স্ক্রিন (চট্টগ্রাম),
  22. মুভি থিয়েটার গ্রান্ড সিলেট (সিলেট),
  23. রাজ তীলক (রাজশাহী),
  24. রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ),
  25. মম ইন (বগুড়া)
  26. রূপকথা (পাবনা),
  27. তাজ (নওগাঁ),
  28. সুগন্ধা (চট্টগ্রাম),
  29. রাজিয়া (নাগরপুর),
  30. মাধবী (মধুপুর),
  31. ছায়াবানী (ময়মনসিংহ),
  32. শাপলা (রংপুর),
  33. দর্শন (ভৈরব),
  34. নিউ মেট্রো (নারায়ণগঞ্জ),
  35. রাজতিলক (নারায়ণগঞ্জ),
  36. সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)
  37. রাজ (কুলিয়ারচর),
  38. নন্দিতা (সিলেট),
  39. তামান্না (সৈয়দপুর),
  40. মর্ডান (দিনাজপুর),
  41. নবীন (মানিকগঞ্জ),
  42. পূর্বাশা (স্বান্তাহর),
  43. শঙ্খ (খুলনা),
  44. অভিরুচি (বরিশাল)
  45. বনলতা (ফরিদপুর),
  46. লিবার্টি (খুলনা),
  47. উল্কা (গাজীপুর),
  48. মনিহার (যশোর),

বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোর মধ্যে উপরোক্ত তালিকার হলগুলিতে জওয়ান মুক্তি পেয়েছে এবং ০৮ই সেপ্টেম্বর থেকে নিয়মিত শো চলছে। তবে ধারণা করা হচ্ছে আগামী সাপ্তাহের শুরুতে হল সংখ্যা আরো বাড়ানো হতে পাড়ে।

বহির্বিশ্বে জওয়ানের শো

প্রথমে ধারণা করা হয়েছিল, সারা বিশ্বে দেড় হাজারের বেশি পর্দায় মুক্তি পাবে বলিউট বাদশাহর জওয়ান সিনেমা। কিন্তু বাস্তবে ১০ হাজারের বেশি হলে মুক্তি পেয়েছে প্রথম দিনেই। এর মধ্যে শুধু ভারতেই মুক্তি পাবে ৫০০ এর বেশি হলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url