বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম একটি কবিতা হল "বিদ্রোহী"। ৬ জানুয়ারি ১৯২২ সালে "বিজলী পত্রিকায়" কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কবিতাটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই ব্যাপক জাগরণ সৃষ্টি করে। তেজঃপূর্ণ বিদ্রোহী মানসিকতা এবং অসাধারণ ছন্দ ও শব্দবিন্যাসের জন্য কবিতাটি আজও বাঙালির মনে বিরাজমান।
নোট: বিদ্রোহী কবিতাটির প্রথম প্রকাশনা নিয়ে কিছু মতভেদ রয়েছে। যেমন, প্রাণতোষ চট্টোপাধ্যায়ের মতে, "বিদ্রোহী কবিতাটি প্রথমে "মোসলেম ভারত পত্রিকায়" প্রকাশিত হয়, তার পর "বিজলী পত্রিকায়" প্রকাশ পান।
বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
নিচে বিদ্রোহী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হল:
১। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কত সালে?
উত্তর: ১৮৯৯ সালে।
২। "অগ্নিবীণা" কাব্যগ্রন্থের কততম কবিতা "বিদ্রোহী" কবিতাটি?
উত্তর: দ্বিতীয় কবিতা।
৩। "বিদ্রোহী" কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাসের কথা বলেছেন?
উত্তর: বিধবার।
৪। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উত্তর: বিজলী পত্রিকায়।
৫। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ৬ জানুয়ারি ১৯২২ সালের।
৬। কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে কোন কবিতার মাধ্যমে?
উত্তর: বিদ্রোহী।
৭। "বিদ্রোহী" কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে?
উত্তর: অগ্নিবীণা।
৮। বিদ্রোহী কবিতায় "ইন্দ্রাণী-সুতের" হাতে কী?
উত্তর: চাঁদ
৯। বিদ্রোহী কবিতায় কবি কী মানেন না?
উত্তর: কিছু আইন।
১০। বিদ্রোহী কবিতার "কবির" শির দেখে কী নতশির হয়ে যায়?
উত্তর: হিমালয় শিখর।
১১। বিদ্রোহী কবিতায় কবি শুধুমাত্র কাকে কুর্নিশ করেন?
উত্তর: নিজেকে।
১২।কবি কেন নিজেকে ‘চির-বিদ্রোহী’ বলেছেন?
উত্তর: তাঁর বিদ্রোহ নিরন্তর বলে।
১৩। বিদ্রোহীকবিতায় কবি বিদ্রোহী হিসেবে নিজেকে কি বলে অভিহিত করেছেন?
উত্তর: ক্ষ্যাপা দুর্বাসা।
১৪। কোন কবিতায় কবি নিজেকে কি "ক্ষ্যাপা দুর্বাসা" বলে অভিহিত করেছেন?
উত্তর: বিদ্রোহী কবিতায়।
১৫।'বিদ্রোহী' কবিতায় কোন ঐতিহাসিক চরিত্র ব্যবহৃত হয়েছে?
উত্তর: চেঙ্গিস।
১৬। বিদ্রোহী কবিতায় কবি কততম নরকের কথা বলেছেন?
উত্তর: সপ্তম।
১৭।উক্ত কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা?
উত্তর: গৃহহারা পথিকের।
১৮।বিদ্রোহী কবিতায় কবি বিশ্ব দাহন করতে চেয়েছেন কী দিয়ে?
উত্তর: দাবানল- দাহ।
১৯। বিদ্রোহী কবিতায় কঠোর কুঠারটি কার?
উত্তর: পরশুরামের।
২০। বিদ্রোহী কবিতাটি কোন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়েছে?
উত্তর: অত্যাচারের অবসান।
২১।বিদ্রোহী কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর: বল বীর।
২২।বিদ্রোহী কবিতায় কবি কেন সব ভেঙেচুরে চুরমান করেন?
উত্তর: নতুনের আবাহনে।
২৩।বিদ্রোহী কবিতায় কবি কেমন ঝড়ের সাথে নিজেকে উল্লেখ করেছেন?
উত্তর: এলোকেশে।
২৪। কীসের নটরাজ হিসেবে কবি নিজেকেঘোষণা করেছেন?
উত্তর: মহা-প্রলয়ের।
২৫।"আমি শ্যামের হাতের বাঁশরী" – "শ্যাম" বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: শ্রীকৃষ্ণকে।
২৬।বিদ্রোহী কবিতার কবি কার "কঠোর কুঠারের" সাথে নিজেকে তুলনা করেছেন?
উত্তর: পরশুরামের।
২৭। "চির-উন্নত শির"- কথাটিকাজী নজরুল ইসলাম কোন কবিতার আংশ?
উত্তর: বিদ্রোহী।
২৮।বিদ্রোহী কবিতায় কবি কার দণ্ড বলে নিজেকে অভিহিত করেছেন?
উত্তর: ধর্মরাজের।
২৯। কবি নজরুল কার বিদ্রোহী-সুত বলে নিজেকে ঘোষণা করেছেন?
উত্তর: বিশ্ব-বিধাতার।
৩০।কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালের ২৯ আগস্ট।
বিদ্রোহী কবিতার mcq প্রশ্ন ও উত্তর
নিচে বিভিন্ন সালের বিদ্রোহী কবিতার mcq প্রশ্ন ও উত্তরসমূহ দেওয়া হল।
১। "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? (দুদক সহকারী উপ-পরিদর্শক-২০০৪, ৩১ তম বিসিএস-১০১১, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-২০১৪, ( নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ -২০১৭)
অগ্নিবীণা ✓
বিষের বাঁশি
দোলন চাঁপা
বাঁধনহারা
বিষের বাঁশি
দোলন চাঁপা
বাঁধনহারা
২। "বিদ্রোহী" কবিতাটি রচনা করেন কে? (জুনিয়র ইনস্ট্রাক্টর-২০১৮)
মোহিত লাল মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুরী
কাজী নজ্রুল ইসলাম ✓
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুরী
কাজী নজ্রুল ইসলাম ✓
৩। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে? (সহকারী উপ-খাদ্য পরিদর্শক-২০১২, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের-২০১৮)
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম ✓
শামসুর রহমান
আল মাহমুদ
কাজী নজরুল ইসলাম ✓
শামসুর রহমান
আল মাহমুদ
৪। নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? (সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২, সহকারী জজ-২০১৪)
সাপ্তাহিক বিজলীতে ✓
মাসিক মোসলেম ভারতে
দৈনিক ছোলতানে
দৈনিক নবযুগে
মাসিক মোসলেম ভারতে
দৈনিক ছোলতানে
দৈনিক নবযুগে
৫। কবি নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতার মূল সুর কি? (প্রশাসনিক কর্মকর্তা-২০১৯)
বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
প্রকৃতি বন্দনা
স্বরাজ প্রতিষ্ঠা ✓
প্রেম
প্রকৃতি বন্দনা
স্বরাজ প্রতিষ্ঠা ✓
প্রেম
৬। বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থে সন্নিবেশিত ? (Bangladesh Bank- ২০০৪)
দোঁলনচাপা
যৌবনের গান
অগ্নিবীণা ✓
বিদ্রোহী
যৌবনের গান
অগ্নিবীণা ✓
বিদ্রোহী
৭। 'বিদ্রোহী' কবিতাটি কোন ছন্দে রচিত? (টেকনিক্যাল অফিসার-২০২৩)
মাত্রাবৃত্ত ✓
অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত
মুক্তক
অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত
মুক্তক
৮। "বিদ্রোহী" কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কোন সালে? (বিএসসি ইন নার্সিং-২০২৩)
২০১৯
২০২০
২০২১
২০২২ ✓
২০২০
২০২১
২০২২ ✓
৯। "হল" শব্দটি দিয়ে "বিদ্রোহী" কবিতায় কী বোঝানো হয়েছে?
লাঙল ✓
কাজের সমাপ্তি
হলাহল
কোনটিই নয়
কাজের সমাপ্তি
হলাহল
কোনটিই নয়
১০। "বিদ্রোহী" কবিতায় কবি কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী সত্তার উৎস কি? (FASS-২০২২/২০২৩)
পুরান
ঐতিহ্য
ইতিহাস
সবগুলো ✓
ঐতিহ্য
ইতিহাস
সবগুলো ✓
১১। আমি...., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।
ধূর্জটি ✓
ঝঞ্ঝা
হাম্বীর
চিরদুর্দম
ঝঞ্ঝা
হাম্বীর
চিরদুর্দম
১২। 'বিদ্রোহী' কবিতায় 'অর্ফিয়াস' এর পিতা কে ছিলেন?
জিউস
ইগ্রাস ✓
প্রমেথিউস
সিসিফাস
ইগ্রাস ✓
প্রমেথিউস
সিসিফাস
১৩। "বিদ্রোহী" কবিতায় বিশিষ্ট মুনি দুর্বাসার মায়ের নাম কী?
ইন্দ্রানী
তিয়াসা
পূরবী
অনসূয়া ✓
তিয়াসা
পূরবী
অনসূয়া ✓
১৪। 'বিদ্রোহী' কবিতায় প্রণবনাদ বলতে কী বুঝানো হয়েছে?
করুণ কান্না
ঐকতান
ওঙ্কার ধ্বনি ✓
মহাশব্দ
ঐকতান
ওঙ্কার ধ্বনি ✓
মহাশব্দ
১৫। "বিদ্রোহী" কবিতায় কবি নিজেকে কার শিষ্য হিসেবে পরিচয় দিয়েছেন?
প্রভঞ্জল
বিশ্বামিত্র ✓
দুর্বাশা
ইন্দ্রাণী
বিশ্বামিত্র ✓
দুর্বাশা
ইন্দ্রাণী
১৬। কাজী নজরুল ইলামের 'বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি ঠিক?
অগ্নি-বীণা: ১৯২২ ✓
বিষের বাঁশী: ১৯৪২
সাম্যবাদী: ১৯২৫
চক্রবাক: ১৯২৯
বিষের বাঁশী: ১৯৪২
সাম্যবাদী: ১৯২৫
চক্রবাক: ১৯২৯