বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বায়ান্নর দিনগুলো রচনাটির mcq অনেক গুরুত্বপূর্ণ HSC বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি এডমিশন পরীক্ষার জন্য।
বায়ান্নর দিনগুলো MCQ:
১. ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি কোন ধরনের ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট : ২০১৯-২০২০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৮-২০১৯]
(ক) প্রবন্ধ
(খ) স্মৃতি গল্প ✓
(গ) ছোট গল্প
(ঘ) রম্যরচনা
২. কোন ভাষারীতি অবলম্বন করে ‘বায়ান্নর দিনগুলো' লেখক রচনায় করেছেন? [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D Unit 2019-20]
(ক) সাধু ভাষা
(খ) উপভাষা
(গ) চলিত ভাষা ✓
(ঘ) মিশ্র ভাষা
৩. কোন গ্রন্থ থেকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি সংকলিত হয়েছে? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট, একাদশ- দ্বাদশ শ্রেণি যশোর বোর্ড, একাদশ- দ্বাদশ শ্রেণি দিনাজপুর বোর্ড]
(ক) অসমাপ্ত আত্মজীবনী ✓
(খ) আত্মস্মৃতি
(গ) আত্মচরিত
(ঘ) আত্মকথা
৪. ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি লেখক কে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট : 2019-2020 (group-2)]
(ক) আবুল মনসুর আহমেদ
(খ) মোতাহের হোসেন চৌধুরী
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ✓
(ঘ) কাজী আবদুল ওদুদ
৫. “বায়ান্নর দিনগুলো” গল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশন জেলের ভেতর কে ভাঙ্গিয়ে ছিল? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B Unit (Set code: L) 2021-22]
(ক) ডেপুটি জেলার
(খ) সিভির সার্জন
(গ) মহিউদ্দিন ✓
(ঘ) মোঃ আবুল হোসেন
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত সময় বঙ্গবন্ধুর সাথে কে ছিলেন? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা নন-ক্যাডার : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | ইন্সট্রাক্টর |( ১২.০১.২০১৮), পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল,কম্পিউটার,সিভিল,ও ইলেকক্ট্রনিক্স) টিটিসি | ১২.০১.২০১৮ সাধারণ জ্ঞান]
(ক) আবদুর রশিদ তর্কবাগীশ
(খ) মাওলানা ভাসানী
(গ) মহিউদ্দিন আহমদ ✓
(ঘ) খান সাহেব ওসমান আলী
৭. "বায়ান্নর দিনগুলো'তে বঙ্গবন্ধুর কারাগারে বসে অনশন করার কারণ কী- [উচ্চ-মাধ্যমিক স্তর (HSC)]
(ক) ভাষা সংগ্রাম
(খ) সরকারের দমন-পীড়ন
(গ) জেলারের দুর্ব্যবহার
(ঘ) বিনা বিচারে আটক রাখা ✓
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘বায়ান্নর দিনগুলো’র কারাবন্দি থেকে মুক্তি পেয়ে কয়দিন পর বাড়ি পৌছেছিলেন? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D ইউনিট-(সকাল)-২০২০-২০২১]
(ক) তিন দিন
(খ) পাঁচ দিন ✓
(গ) চার দিন
(ঘ) ছয় দিন
৯. শেখ মুজিবুর রহমানকে ‘বায়ান্নর দিনগুলো' শীর্ষক প্রবন্ধে জেলগেটে থেকে বাড়ি নেওয়ার জন্য কে এসেছিলেন? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D Unit 2018-19]
(ক) লেখকের বাবা
(খ) লেখকের স্ত্রী
(গ) লেখকের মা
(ঘ) লেখকের সহকর্মী ✓
১০. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় সুপারিনটেনডেন্ট-এর নাম কী ছিল ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) আমীর হোসেন ✓
(খ) মহিউদ্দিন
(গ) মোখলেচুর রহমান
(ঘ) শামসুল হক
১১. 'বায়ান্নর দিনগুলো' রচনার কথকের সত্তায় নিচের কোনটি লক্ষ্য করা যায়? [একাদশ- দ্বাদশ শ্রেণি সকল বোর্ড]
(ক) দৃঢ়চেতা মনোভাব ✓
(খ) পরোপকারের মানসিকতা
(গ) ক্ষমতার লোভ
(ঘ) আপোসকামিতা
১২. জেলখানায় অনশনকারীর সংখ্যা কত ছিল ’বায়ান্নর দিনগুলো’ অনুসারে ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) দুইজন ✓
(খ) তিনজন
(গ) চারজন
(ঘ) পাঁচজন
১৩. “বায়ান্নর দিনগুলো” গল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত মাস পরে তাঁর পুরানা জায়গায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে করছিলেন ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B Unit (Set code: I) 2021-22]
(ক) ষোল-সতের
(খ) সাতাশ আঠাশ ✓
(গ) বাইশ-তেইশ
(ঘ) প্রায় ছত্রিশ মাস
১৪. শেখ মুজিবুর রহমান জেলের ভিতরে বসে কয়টি চিঠি লিখেছিলেন? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C Unit (Set code: G) 2021-22]
(ক) ৫ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি ✓
(ঘ) ২ টি
১৫. 'যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে'- এই উক্তিটি কোন রচনার অন্তর্গত ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ২০২১-২০২২]
(ক) আমার পথ
(খ) অপরিচিতা
(গ) বায়ান্নর দিনগুলো ✓
(ঘ) নেকলেস
১৬. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' - সংলাপটি নিচের কোন রচনার অন্তর্গত- [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০১৮-২০১৯]
(ক) বায়ান্নর দিনগুলো ✓
(খ) রেইনকোটি
(গ) আহব্বান
(ঘ) মাসি-পিসি
১৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে “বায়ান্নর দিনগুলোর লেখক ছাত্র ছিলেন ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D ইউনিট : ২০১৮-২০১৯]
(ক) ইতিহাস
(খ) আইন ✓
(গ) রাষ্ট্রবিজ্ঞান
(ঘ) বাংলা
১৮. বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় এই 'অনেক কিছু' বলতে কী বুঝায় - [একাদশ- দ্বাদশ শ্রেণি ঢাকা বোর্ড, একাদশ- দ্বাদশ শ্রেণি কুমিল্লা বোর্ড]
(ক) যুদ্ধ
(খ) অভ্যুত্থান
(গ) স্বাধীনতা
(ঘ) যোগ্য নেতৃত্ব ✓
১৯. 'মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।এটি কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে – [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০২০-২০২১]
(ক) রেইনকোট
(খ) বায়ান্নর দিনগুলো ✓
(গ) নেকলেস
(ঘ) অপরিচিতা
২০. ফরিদপুর জেলের ভিতরে বসে কাকে কয়টি চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধু ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C Unit (Set Code: H) 2021-22]
(ক) বাবার কাছে ১ টি, রেণুর কাছে ১ টি, শহীদ সাহেবকে ১টি এবং মাওলানা ভাসানীকে ১ টি। ✓
(খ) দাদার কাছে ১ টি, রেণুর কাছে ২ টি, শেখ হাসিনাকে ২ টি এবং মাওলানা ভাসানীকে ১ টি।
(গ) চাচার কাছে ১টি, রেণুর কাছে ২টি, শেখ হাসিনাকে ১টি এবং শেখ রাসেলের কাছে ১ টি।
(ঘ) শেখ হাসিনাকে ১ টি, চাচার কাছে ১ টি, রেণুর কাছে ২ টি এবং দাদার কাছে ১ টি।
২১. ’আমার অনশন ভাঙব না’ যে রচনার উদ্ধৃতি ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) বায়ান্নর দিনগুলো ✓
(খ) চাষার দুক্ষু
(গ) একুশে ফেব্রুয়ারি
(ঘ) আমার পথ
২২. অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০২১-২০২২]
(ক) ৫টি
(খ) ২টি
(গ) ৪টি ✓
(ঘ) ১টি