বায়ান্নর দিনগুলো mcq | বিগত সালের প্রশ্ন (২০+)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বায়ান্নর দিনগুলো রচনাটির mcq অনেক গুরুত্বপূর্ণ HSC বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি এডমিশন পরীক্ষার জন্য।
বায়ান্নর দিনগুলো MCQ:
১. ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি কোন ধরনের ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট : ২০১৯-২০২০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৮-২০১৯]
(ক) প্রবন্ধ
(খ) স্মৃতি গল্প ✓
(গ) ছোট গল্প
(ঘ) রম্যরচনা
(খ) স্মৃতি গল্প ✓
(গ) ছোট গল্প
(ঘ) রম্যরচনা
২. কোন ভাষারীতি অবলম্বন করে ‘বায়ান্নর দিনগুলো' লেখক রচনায় করেছেন? [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D Unit 2019-20]
(ক) সাধু ভাষা
(খ) উপভাষা
(গ) চলিত ভাষা ✓
(ঘ) মিশ্র ভাষা
(খ) উপভাষা
(গ) চলিত ভাষা ✓
(ঘ) মিশ্র ভাষা
৩. কোন গ্রন্থ থেকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি সংকলিত হয়েছে? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট, একাদশ- দ্বাদশ শ্রেণি যশোর বোর্ড, একাদশ- দ্বাদশ শ্রেণি দিনাজপুর বোর্ড]
(ক) অসমাপ্ত আত্মজীবনী ✓
(খ) আত্মস্মৃতি
(গ) আত্মচরিত
(ঘ) আত্মকথা
(খ) আত্মস্মৃতি
(গ) আত্মচরিত
(ঘ) আত্মকথা
৪. ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি লেখক কে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট : 2019-2020 (group-2)]
(ক) আবুল মনসুর আহমেদ
(খ) মোতাহের হোসেন চৌধুরী
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ✓
(ঘ) কাজী আবদুল ওদুদ
(খ) মোতাহের হোসেন চৌধুরী
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ✓
(ঘ) কাজী আবদুল ওদুদ
৫. “বায়ান্নর দিনগুলো” গল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশন জেলের ভেতর কে ভাঙ্গিয়ে ছিল? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B Unit (Set code: L) 2021-22]
(ক) ডেপুটি জেলার
(খ) সিভির সার্জন
(গ) মহিউদ্দিন ✓
(ঘ) মোঃ আবুল হোসেন
(খ) সিভির সার্জন
(গ) মহিউদ্দিন ✓
(ঘ) মোঃ আবুল হোসেন
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত সময় বঙ্গবন্ধুর সাথে কে ছিলেন? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা নন-ক্যাডার : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | ইন্সট্রাক্টর |( ১২.০১.২০১৮), পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল,কম্পিউটার,সিভিল,ও ইলেকক্ট্রনিক্স) টিটিসি | ১২.০১.২০১৮ সাধারণ জ্ঞান]
(ক) আবদুর রশিদ তর্কবাগীশ
(খ) মাওলানা ভাসানী
(গ) মহিউদ্দিন আহমদ ✓
(ঘ) খান সাহেব ওসমান আলী
(খ) মাওলানা ভাসানী
(গ) মহিউদ্দিন আহমদ ✓
(ঘ) খান সাহেব ওসমান আলী
৭. "বায়ান্নর দিনগুলো'তে বঙ্গবন্ধুর কারাগারে বসে অনশন করার কারণ কী- [উচ্চ-মাধ্যমিক স্তর (HSC)]
(ক) ভাষা সংগ্রাম
(খ) সরকারের দমন-পীড়ন
(গ) জেলারের দুর্ব্যবহার
(ঘ) বিনা বিচারে আটক রাখা ✓
(খ) সরকারের দমন-পীড়ন
(গ) জেলারের দুর্ব্যবহার
(ঘ) বিনা বিচারে আটক রাখা ✓
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘বায়ান্নর দিনগুলো’র কারাবন্দি থেকে মুক্তি পেয়ে কয়দিন পর বাড়ি পৌছেছিলেন? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D ইউনিট-(সকাল)-২০২০-২০২১]
(ক) তিন দিন
(খ) পাঁচ দিন ✓
(গ) চার দিন
(ঘ) ছয় দিন
(খ) পাঁচ দিন ✓
(গ) চার দিন
(ঘ) ছয় দিন
৯. শেখ মুজিবুর রহমানকে ‘বায়ান্নর দিনগুলো' শীর্ষক প্রবন্ধে জেলগেটে থেকে বাড়ি নেওয়ার জন্য কে এসেছিলেন? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D Unit 2018-19]
(ক) লেখকের বাবা
(খ) লেখকের স্ত্রী
(গ) লেখকের মা
(ঘ) লেখকের সহকর্মী ✓
(খ) লেখকের স্ত্রী
(গ) লেখকের মা
(ঘ) লেখকের সহকর্মী ✓
১০. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় সুপারিনটেনডেন্ট-এর নাম কী ছিল ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) আমীর হোসেন ✓
(খ) মহিউদ্দিন
(গ) মোখলেচুর রহমান
(ঘ) শামসুল হক
(খ) মহিউদ্দিন
(গ) মোখলেচুর রহমান
(ঘ) শামসুল হক
১১. 'বায়ান্নর দিনগুলো' রচনার কথকের সত্তায় নিচের কোনটি লক্ষ্য করা যায়? [একাদশ- দ্বাদশ শ্রেণি সকল বোর্ড]
(ক) দৃঢ়চেতা মনোভাব ✓
(খ) পরোপকারের মানসিকতা
(গ) ক্ষমতার লোভ
(ঘ) আপোসকামিতা
(খ) পরোপকারের মানসিকতা
(গ) ক্ষমতার লোভ
(ঘ) আপোসকামিতা
১২. জেলখানায় অনশনকারীর সংখ্যা কত ছিল ’বায়ান্নর দিনগুলো’ অনুসারে ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) দুইজন ✓
(খ) তিনজন
(গ) চারজন
(ঘ) পাঁচজন
(খ) তিনজন
(গ) চারজন
(ঘ) পাঁচজন
১৩. “বায়ান্নর দিনগুলো” গল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত মাস পরে তাঁর পুরানা জায়গায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে করছিলেন ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B Unit (Set code: I) 2021-22]
(ক) ষোল-সতের
(খ) সাতাশ আঠাশ ✓
(গ) বাইশ-তেইশ
(ঘ) প্রায় ছত্রিশ মাস
(খ) সাতাশ আঠাশ ✓
(গ) বাইশ-তেইশ
(ঘ) প্রায় ছত্রিশ মাস
১৪. শেখ মুজিবুর রহমান জেলের ভিতরে বসে কয়টি চিঠি লিখেছিলেন? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C Unit (Set code: G) 2021-22]
(ক) ৫ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি ✓
(ঘ) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি ✓
(ঘ) ২ টি
১৫. 'যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে'- এই উক্তিটি কোন রচনার অন্তর্গত ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ২০২১-২০২২]
(ক) আমার পথ
(খ) অপরিচিতা
(গ) বায়ান্নর দিনগুলো ✓
(ঘ) নেকলেস
(খ) অপরিচিতা
(গ) বায়ান্নর দিনগুলো ✓
(ঘ) নেকলেস
১৬. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' - সংলাপটি নিচের কোন রচনার অন্তর্গত- [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০১৮-২০১৯]
(ক) বায়ান্নর দিনগুলো ✓
(খ) রেইনকোটি
(গ) আহব্বান
(ঘ) মাসি-পিসি
(খ) রেইনকোটি
(গ) আহব্বান
(ঘ) মাসি-পিসি
১৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে “বায়ান্নর দিনগুলোর লেখক ছাত্র ছিলেন ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D ইউনিট : ২০১৮-২০১৯]
(ক) ইতিহাস
(খ) আইন ✓
(গ) রাষ্ট্রবিজ্ঞান
(ঘ) বাংলা
(খ) আইন ✓
(গ) রাষ্ট্রবিজ্ঞান
(ঘ) বাংলা
১৮. বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় এই 'অনেক কিছু' বলতে কী বুঝায় - [একাদশ- দ্বাদশ শ্রেণি ঢাকা বোর্ড, একাদশ- দ্বাদশ শ্রেণি কুমিল্লা বোর্ড]
(ক) যুদ্ধ
(খ) অভ্যুত্থান
(গ) স্বাধীনতা
(ঘ) যোগ্য নেতৃত্ব ✓
(খ) অভ্যুত্থান
(গ) স্বাধীনতা
(ঘ) যোগ্য নেতৃত্ব ✓
১৯. 'মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।এটি কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে – [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০২০-২০২১]
(ক) রেইনকোট
(খ) বায়ান্নর দিনগুলো ✓
(গ) নেকলেস
(ঘ) অপরিচিতা
(খ) বায়ান্নর দিনগুলো ✓
(গ) নেকলেস
(ঘ) অপরিচিতা
২০. ফরিদপুর জেলের ভিতরে বসে কাকে কয়টি চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধু ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C Unit (Set Code: H) 2021-22]
(ক) বাবার কাছে ১ টি, রেণুর কাছে ১ টি, শহীদ সাহেবকে ১টি এবং মাওলানা ভাসানীকে ১ টি। ✓
(খ) দাদার কাছে ১ টি, রেণুর কাছে ২ টি, শেখ হাসিনাকে ২ টি এবং মাওলানা ভাসানীকে ১ টি।
(গ) চাচার কাছে ১টি, রেণুর কাছে ২টি, শেখ হাসিনাকে ১টি এবং শেখ রাসেলের কাছে ১ টি।
(ঘ) শেখ হাসিনাকে ১ টি, চাচার কাছে ১ টি, রেণুর কাছে ২ টি এবং দাদার কাছে ১ টি।
(খ) দাদার কাছে ১ টি, রেণুর কাছে ২ টি, শেখ হাসিনাকে ২ টি এবং মাওলানা ভাসানীকে ১ টি।
(গ) চাচার কাছে ১টি, রেণুর কাছে ২টি, শেখ হাসিনাকে ১টি এবং শেখ রাসেলের কাছে ১ টি।
(ঘ) শেখ হাসিনাকে ১ টি, চাচার কাছে ১ টি, রেণুর কাছে ২ টি এবং দাদার কাছে ১ টি।
২১. ’আমার অনশন ভাঙব না’ যে রচনার উদ্ধৃতি ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) বায়ান্নর দিনগুলো ✓
(খ) চাষার দুক্ষু
(গ) একুশে ফেব্রুয়ারি
(ঘ) আমার পথ
(খ) চাষার দুক্ষু
(গ) একুশে ফেব্রুয়ারি
(ঘ) আমার পথ
২২. অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০২১-২০২২]
(ক) ৫টি
(খ) ২টি
(গ) ৪টি ✓
(ঘ) ১টি
(খ) ২টি
(গ) ৪টি ✓
(ঘ) ১টি