সিরাজউদ্দৌলা নাটক mcq | বিগত সালের প্রশ্ন (৬৫+)

সিরাজউদ্দৌলা নাটক mcq

সিরাজউদ্দৌলা নাটক MCQ:

১. কত অঙ্কে 'সিরাজউদ্দৌলা' নাটক  বিন্যস্ত? [Bangladesh University of Professionals (BUP) Faculty of Arts and Social Science (FASS) 2021-2022, ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: গ ইউনিট ২০২০-২১]
(ক) তিন
(খ) পাঁচ
(গ) চার ✓
(ঘ) এক

২. সিরাজউদ্দৌলা নাটকের লেখক কে? [Bangladesh Bank সমন্বিত ৮ ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠান || সিনিয়র অফিসার (সাধারণ নিয়োগ পরীক্ষা ২০১৩, রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: C ইউনিট : 2017-18, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008-(রাজশাহী বিভাগ-03), পিএসসি কর্তৃক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার নিয়োগ পরীক্ষা -২০০৫]
(ক) দ্বিজেন্দ্রলাল রায়
(খ) নূরুল মোমেন
(গ) সিকান্দার আবুজাফর ✓
(ঘ) মুনীর চৌধুরী

৩. কত সালে ‘সিরাজউদ্দৌলা’ নাটক প্রকাশ হয় ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা: C Unit (Set Code: H) 2021-22, চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: D ইউনিট-(বিকেল) -২০২০-২১]
(ক) ১৯৬৩
(খ) ১৯৬৭
(গ) ১৯৬৫ ✓
(ঘ) ১৯৬৯

৪. কতটি দৃশ্য সিরাজউদ্দৌলা নাটকে রয়েছে? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা: D Unit 2019-20, কুমিল্লা বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট]
(ক) ১০টি
(খ) ১৪টি
(গ) ১২টি ✓
(ঘ) ১৬টি

৫. প্রথম সংলাপটি কার ছিলো 'সিরাজউদ্দৌলা' নাটকে ? [Bangladesh University of Professionals (BUP) Faculty of Security and Strategic Studies(FSSS) 2016-2017, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা: C Group]
(ক) নবাব সিরাজউদ্দৌলার
(খ) রাইসুল জুহালার
(গ) মীর জাফরের
(ঘ) ক্লেটনের ✓

৬. সিরাজ স্বয়ং “সিরাজউদ্দৌলা” নাটকের কয়টি দৃশ্যে  উপস্থিত ছিলেন ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা: B Unit (Set code: I) 2021-22]
(ক) ৯ টি
(খ) ৮ টি ✓
(গ) ৬ টি
(ঘ) ১১ টি

৭. সিরাজউদ্দৌলা নাটকে অশুভ বলে কোন পাখির ডাক  বিবেচিত করা হয়েছে ? [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা: D Unit 2018-19]
(ক) কাক
(খ) ফিঙ্গে
(গ) কোকিল
(ঘ) পেঁচা ✓

৮. 'দি ব্রেভেস্ট সোলজার' সিরাজউদ্দৌলা নাটকে কাকে আখ্যা দেওয়া হয়েছে- [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ২০২১-২২]
(ক) সাঁফ্রেকে
(খ) মিরমদানকে ✓
(গ) বদ্রিআলিকে
(ঘ) নারান সিংকে

৯. নিচের কোন চরিত্রটিকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকে বিশ্বাসঘাতক ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা: 'B'-ইউনিট(হালদা) ২০২০-২১]
(ক) মোহাম্মদী বেগ ✓
(খ) মোহন লাল
(গ) মীর মদন
(ঘ) সিনফ্রে

১০. প্রথম অঙ্কের প্রথম দৃশ্য ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কোন স্থান- [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: A ইউনিট (Group-2) মানবিক ২০২১-২২, কুমিল্লা বিশ্ব. ভর্তি পরীক্ষা: C ইউনিট]
(ক) ফোর্ট উইলিয়াম দূর্গ ✓
(খ) নবাবের দরবার
(গ) মিরজাফরের বাড়ি
(ঘ) ঘসেটি বেগমের বাড়ি

১১.  'স্ট্যান্ডিং লাইক পিলার্স' বলতে সিরাজউদ্দৌলা নাটকে কী বোঝানো হয়েছে - [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ২০২০-২১]
(ক) ইংরেজ সৈন্যদের
(খ) রাজকর্মচারীদের
(গ) নবাবের সৈন্যদের ✓
(ঘ) নিরাপত্তা প্রহরীদের

১২. ‘সিরাজউদ্দৌলা’ রসের দিক থেকে কোন শ্রেণির নাটক? [বেগম রোকেয়া বিশ্ব. ভর্তি পরীক্ষা: A ইউনিট]
(ক) বীর রসাত্মক
(খ) ব্যঙ্গ রসাত্মক
(গ) হাস্য রসাত্মক
(ঘ) করুণ রসাত্মক ✓

১৩. 'সিরাজউদ্দৌলা' কে কোন শ্রেণির নাটক বলা হয় ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ১৯৯৭-১৯৯৮]
(ক) ট্রাজেডি ✓
(খ) প্রহসন
(গ) কমেডি
(ঘ) গীতিনাট্য

১৪. কোন অঙ্কে দৃশ্যসংখ্যা ’সিরাজউদ্দৌলা’ নাটকে সবচেয়ে বেশি? [বেগম রোকেয়া বিশ্ব. ভর্তি পরীক্ষা: C ইউনিট ২০২২]
(ক) তৃতীয় ✓
(খ) চতুর্থ
(গ) দ্বিতীয়
(ঘ) প্রথম

১৫. নবাব সিরাজের ‘সিরাজউদ্দৌলা’ নাটকে  হত্যাকারী কে? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা: D Unit 2018-19, বেগম রোকেয়া বিশ্ব. ভর্তি পরীক্ষা: A ইউনিট]
(ক) মোহাম্মদী বেগ ✓
(খ) মিরন
(গ) মিরজাফর
(ঘ) ক্লাইভ

১৬. দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য সিরাজউদ্দৌলা নাটকে স্থান কোনটি? [চট্টগ্রাম বিশ্ব. কর্তৃক B ইউনিট এর ভর্তি পরীক্ষা : ২০১৯-২০]
(ক) ঘসেটি বেগমের বাড়ি
(খ) মীর জফরের আবাস
(গ) নবাবের দরবার ✓
(ঘ) লুৎফুন্নিসার কক্ষ

১৭. ‘ডেড হর্স’ বলতে  ‘আমি জানি হি ইজ অ্যা ডেড হর্স’ - এখানে কাকে বোঝানো হয়েছে- [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা: 'B'-ইউনিট(বিকাল) ২০২১-২২]
(ক) রাজবল্লভকে
(খ) সিরাজউদ্দৌলাকে ✓
(গ) জগৎশেঠকে
(ঘ) ক্লাইভকে

১৮. 'সিরাউদ্দৌলা' নাটকে কারা নবাব সিরাজউদ্দৌলার সাথে  বিশ্বাসঘাতকতা করেছেন ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট : ২০১৮-১৯]
(ক) মোহনলাল, মীরজাফর
(খ) সাঁফ্রে , মীরজাফর
(গ) রাইসুল জুহালা, ঘষেটি বেগম
(ঘ) উমিচাঁদ, মীরজাফর ✓

১৯. ‘We have come to earn money and not to get into politics'  ‘সিরাজউদ্দৌলা' নাটকে – সংলাপটি কার? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা: 'B'-ইউনিট(সকাল) ২০২১-২২]
(ক) ওয়াটস ✓
(খ) হলওয়েল
(গ) জর্জ
(ঘ) ক্লেটন

২০.  ‘সিরাজউদ্দৌলা’রস বিচারে একটি কী নাটক। [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা: F ইউনিট, ২০২২]
(ক) ট্র্যাজেডিধর্মী
(খ) সাংকেতিক ✓
(গ) ঐতিহাসিক
(ঘ) কোনোটিই নয়

২১. কে নবাব হলে সিরাজউদ্দৌলা নাটকে সবার উদ্দেশ্যই সফল হবে? [গুচ্ছ বিশ্ব.(GST) ভর্তি পরীক্ষা: B Unit : 2020 -2021]
(ক) মীরজাফর
(খ) ঘসেটি বেগম
(গ) মানিকচাঁদ
(ঘ) সওকত জঙ্গ ✓

২২. উমিচাঁদ যুগের সেরা বিশ্বাস ঘাতক'- সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার ? [ (BUP) Faculty of Security and Strategic Studies (FSSS) 2020-21]
(ক) ওয়ার্টসের
(খ) ক্লাইভের ✓
(গ) মীর জাফরের
(ঘ) রায়দুর্লভের

২৩. সিরাজউদ্দৌলা নাটকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেন কাকে নবাব সিরাজউদ্দৌলা ? [কুমিল্লা বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট ২০১৯-২০]
(ক) মানিক চাঁদ ✓
(খ) রাজবল্লভ
(গ) উমিচাঁদ
(ঘ) রায়দুর্লভ

২৪. “আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি”__ উক্তিটি করেছেন কে? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা: B Unit (Set code: L) 2021-22]
(ক) রাজবল্লভ
(খ) উমিচাঁদ
(গ) মিরজাফর ✓
(ঘ) সিরাজ

২৫. আপনাদের এই ছেলে 'শওকত জঙ্গ । সে নবাব হলে প্রকারান্তে আপনেরা এই দেশের মালিক হয়ে বসবেন।' উক্তিটি কার? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা: C ইউনিট, ২০২২]
(ক) জগৎশেঠ
(খ) ঘসেটি বেগম ✓
(গ) মিরজাফর
(ঘ) রায় দুর্লভ

২৬. “সবাই উচ্চাবিলাষী । সবাই সুযোগ খুঁজছে ” । ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে উক্তিটি কারেন? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: A ইউনিট (Group-1) মানবিক ২০২১-২২]
(ক) রাজবল্লভের ✓
(খ) মিরজাফরের
(গ) সিরাজউদ্দৌলার
(ঘ) মিরমর্দানের

২৭. ‘সিরাজউদ্দৌলা’ - নাটকে নবাবের প্রধান গুপ্তচর কে ? [চট্টগ্রাম বিশ্ব. এর ভর্তি পরীক্ষা A ইউনিট : ২০১৯-২০২০]
(ক) নারান সিং ✓
(খ) মদনলাল
(গ) নারান শেঠি
(ঘ) মোহন চাঁদ

২৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে, কাকে উদ্দেশ্য করে বলেছে ‘ইনি কি নবাব না ফকির’ ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা: 'B'-ইউনিট(হালদা) ২০২০-২১]
(ক) ক্লাইভ, মীরনকে
(খ) ওয়াটস, মীরনকে
(গ) ক্লাইভ, মীরজাফর ✓
(ঘ) ওয়াটস, মীরজাফরকে

২৯. নিজেকে ইংল্যান্ডের বীর সন্তান বলে পরিচয় দেয় কে? [বেগম রোকেয়া বিশ্ব. ভর্তি পরীক্ষা: B unit 2019-20, set-1, Shift-2nd]
(ক) ড্রেক
(খ) ওয়াটস
(গ) ক্লেটন ✓
(ঘ) ক্লাইভ

৩০.  সিরাজউদ্দৌলাকে কত টাকার বিনিময়ে  হত্যা করতে মোহাম্মদী বেগ রাজি হয়েছিল? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা: 'B'-ইউনিট(সকাল) ২০২১-২২]
(ক) ১০,০০০ ✓
(খ) ৭,০০০
(গ) ৮,০০০
(ঘ) ৫,০০০

৩১. কত তারিখে সিরাজউদ্দৌলা নাটকের চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য হয় - [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ১৯৯৭-১৯৯৮]
(ক) ১৭৫৭ সালের ২৫ জুন
(খ) ১৭৫৭ সালের ১০ জুন
(গ) ১৭৫৭ সালের ২৯ জুন ✓
(ঘ) ১৭৫৭ সালের ৩০ জুন

৩২. সিরাজউদ্দৌলা নাটকে কী হিসাবে নারান সিং-এর পরিচয় পাওয়া যায় ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: D ইউনিট : ২০১৮-১৯]
(ক) সিরাজউদ্দৌলার মন্ত্রী
(খ) সিরাজউদ্দৌলার গুপ্তচর ✓
(গ) সিরাজউদ্দৌলার সেনাপতি
(ঘ) নবাবের দেহরক্ষী

৩৩. 'সিরাজের পতন কে না চায়' উক্তিটি কার? [ইসলামী বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট, ২০২২]
(ক) রায়দুর্লভ
(খ) উমিচাঁদ
(গ) মীরজাফর
(ঘ) ঘসেটি বেগম ✓

৩৪. নিচের কে আত্মীয় ছিলেন নবাব সিরাজউদ্দৌলা'র ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: D ইউনিট-(সকাল) -১৯-২০]
(ক) মুর্শিদকুলি খাঁ
(খ) মীরজাফর আলি খান
(গ) মীরকাশেম
(ঘ) আলিবার্দি খাঁ ✓

৩৫. 'সিরাজউদ্দৌলা' নাটকটির প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো সংঘটন হয় কোন স্থান ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি, ২০২৩]
(ক) ফোর্ট উইলিয়াম দুর্গ
(খ) ঘসেটি বেগমের বাড়ি
(গ) ফোর্ট উইলিয়াম জাহাজ ✓
(ঘ) নবাবের দরবার

৩৬. কোথাকার 'মহারাণীর কথা সিয়াজউদ্দৌলা ' নাটকে উল্লেখ রয়েছে? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: E ইউনিট : 2018-19]
(ক) পুঠিয়ার
(খ) মুর্শিলাধাদের ✓
(গ) নাটোরের
(ঘ) চৌগ্রামের

৩৭. ‘সিরাজউদ্দোলা’ নাটকে সিরাজকে কোন অঙ্কের কোন দৃশ্যে  একজন  মানবিক গুনসম্পন্ন ও হৃদয়বান ব্যাক্তি হিসেবে দেখানো হয়েছে? [বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: G ইউনিট, ২০২৩]
(ক) দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য ✓
(খ) তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য
(গ) দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য
(ঘ) তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য

৩৮. ঘসেটি বেগমের পালিত পুত্রের নাম কি সিরাজউদ্দোলা নাটকে ? [গুচ্ছ বিশ্ব.(GST) ভর্তি পরীক্ষা: B Unit : 2021-22]
(ক) মীর মীরন
(খ) মানিক চাঁদ
(গ) মীর জুমলা
(ঘ) শওকত জং ✓

৩৯. কে নবাবের বিরুদ্ধে সিরাজউদ্দোলা নাটকে প্রকাশ্য শত্রুতায় লিপ্ত ছিলেন কে? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ১৯৯৭-৯৮]
(ক) মীরজাফর
(খ) উমিচাঁদ
(গ) জগৎশেঠ
(ঘ) ঘসেটি বেগম ✓

৪০. নবাব সিরাজউদ্দৌলার চরিত্র উপর নির্ভর করে কোন কবি নাটক রচনা করেছেন? [ঢাকা বিশ্ব. (কলা ও মানববিদ্যা) ভর্তি পরীক্ষা: 'বি'-ইউনিট(বিকাল) ২০২১-২২]
(ক) মোহাম্মদ আবু জাফর
(খ) আবু জাফর ওবায়দুল্লহ
(গ) সিকান্দার আবু জাফর ✓
(ঘ) আবু জাফর

৪১. সিরাজউদ্দৌলা নাটকে ‘দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড় । ’-  এই সংলাপটি কার? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা: 'B'-ইউনিট(বিকাল) ২০১৯-২০]
(ক) উমিচাঁদ ✓
(খ) রাজবল্লভ
(গ) ঘসেটি বেগম
(ঘ) মিরজাফর

৪২. “শুধু ঘুম নেই শেয়াল ও সিরাজউদ্দৌলার চোখে” --সিরাজউদ্দৌলা নাটকে উল্লেখিত এই উক্তিটি কার? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা: B Unit (Set code: L) 2021-22]
(ক) মোহনপার
(খ) মিরমর্দন
(গ) সিরাজ ✓
(ঘ) রায়দুর্লভ

৪৩. নিচের কাদের বিশ্বাসঘাতক বলে সিরাজউদ্দৌলা নাটকে চিহ্নিত করা হয়- [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি, ২০২৩]
(ক) রায়দুর্লভ, সাঁফ্রে, মিরজাফর
(খ) উমিচাঁদ, মোহনলাল, মিরজাফর
(গ) রাজবল্লভ, মিরজাফর, রাইসুল জুহালা
(ঘ) রায়দুর্লভ, উমিচাঁদ, মিরজাফর ✓

৪৪. ইতিহাসে অন্যতম একজন সামন্ত নবাব হয়েও সিরাজ চরিত্রের সিরাজুদ্দৌলা নাটকে কী ফুটে উঠেছে- [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ২০১৯-২০]
(ক) দেশপ্রেমিক নেতা ✓
(খ) লড়াকু বীর
(গ) ষড়যন্ত্র-জাল ছিন্নকারী
(ঘ) জনদরদি

৪৫. ৪র্থ অঙ্কের ২য় দৃশ্য  সিরাজউদ্দৌলা নাটকের কত সাল  ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: বিজ্ঞান ইউনিট।। (২০২২-২৩) ১ম শিফট]
(ক) ২৩ শে জুন ১৭৫৬
(খ) ২৯ শে জুন ১৭৫৭
(গ) ১৭ শে জুন ১৭৫৬
(ঘ) ২ রা জুলাই ১৭৫৭ ✓

৪৬. সুখী এবং সৌভাগ্যবতী হও এমন দোয়া করলে সেটা আমার পক্সে অভিশাপ হয়ে দাঁড়াবে। সিরাজউদ্দৌলা নাটকে  সংলাপটি কার? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ১৯৯৬-৯৭]
(ক) ঘসেটি বেগম ✓
(খ) লুৎফুন্নিসা
(গ) আমিনা বেগম
(ঘ) ইংরেজ মহিলা

৪৭. " এখন থেকে কারও শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না।"- সিরাজউদ্দৌলা নাটকে কে আশাবাদ ব্যাক্ত করেছেন - [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ২০২০-২১]
(ক) মিরজাফর ✓
(খ) মিরন
(গ) ক্লাইভ
(ঘ) উমিচাঁদ

৪৮. 'সিরাজউদ্দৌলা' নাটকে ওয়ানি খানের বাঙালি কাপুরুষ নয়' সংলাপে প্রকাশ পেয়েছে- [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি, ২০২৩]
(ক) স্বাজাত্যবোধ ✓
(খ) দেশপ্রেম
(গ) ইংরেজবিদ্বেষ
(ঘ) বীরত্ব

৪৯.  কোথায় গিয়ে  নবাব সিরাজউদ্দৌলা বন্দিদের বিচার করবেন? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি, ২০২৩]
(ক) পাটনায়
(খ) সুরাটে
(গ) কাশিমবাজারে
(ঘ) মুর্শিদাবাদে ✓

৫০. দেয়াল" কোথায় দেয়াল জাঁহাপনা ? উক্তিটি কার ? [রাজশাহী বিশ্ব. আইন বিভাগের ভর্তি পরীক্ষা: : 2016-2017]
(ক) লুৎফা ✓
(খ) মোহনলাল
(গ) সিরাজ
(ঘ) আমিনা বেগম

৫১. সিরাজ তাঁর চারপাশে 'দেয়াল' বলেছেন কোনটিকে? [কুমিল্লা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ইউনিট : B]
(ক) অধীনদের ষড়যন্ত্রকে
(খ) স্বপ্ন দেখার আকাঙ্ক্ষাকে
(গ) ইংরেজদের সহযোগিতাকে
(ঘ) আত্মীয়দের বিশ্বাসঘাতক তাকে ✓

৫২. ‘আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি।’ - কে ঘসেটি বেগমের উদ্দেশ্যে কথাটি বলেছিল- [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ২০১৮-১৯]
(ক) সিরাজ
(খ) লুৎফা ✓
(গ) রাইসুল জুহালা
(ঘ) আমিনা

৫৩. 'সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো ?' কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছেন ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ২০০০-০১]
(ক) মীরজাফর জগৎশেঠকে
(খ) উমিচাঁদ রায়দুর্ল্ভকে
(গ) মীরজাফর রাজবল্লভকে ✓
(ঘ) রায়দুর্ল্ভকে রাজবল্লভকে

৫৪. ‘ভীরু প্রতারকের দল চিরকালই পালায়' উক্তিটি কার ? [চট্টগ্রাম বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট : ২০২০-২১]
(ক) মোহনলালের
(খ) সিরাজউদ্দৌলার ✓
(গ) মিরমর্দনের
(ঘ) রবার্ট ক্লাইভের

৫৫. 'বিপদ আসন্ন দেখে কাপুরুষেয় মতো হাল ছেড়ে দিও না।' কথাটি কার ? [নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব. ভর্তি পরীক্ষা: D Unit 2019-20]
(ক) নবাব সিরাজউদ্দৌলা
(খ) হলওয়েল
(গ) মীর জাফর
(ঘ) ক্লেটন ✓

৫৬. ' হি মাস্ট বি এ স্পাই ' কথাটি কে বলেছেন ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ১৯৯৮-৯৯]
(ক) ক্লাইভ ✓
(খ) ওয়াটস
(গ) হল ওয়েল
(ঘ) ড্রেক

৫৭. 'তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারতে হবে ইন ইউর ওন ইন্টারেস্ট' সংলাপটি কে করেছেন ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা: C ইউনিট]
(ক) মিরন
(খ) রাইস
(গ) ড্রেক
(ঘ) ক্লাইভ ✓

৫৮. নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী ছিলেন ? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ১৯৯৬-১৯৯৭]
(ক) হাজী মোহাম্মদ
(খ) নওয়াজিশ আহমদ
(গ) জয়েন উদ্দিন ✓
(ঘ) হাজী আহম্মদ

৫৯. 'আমি তো আপনার রাইয়াত-আপনাকে নজরানা দেবো।' 'সিরাজউদ্দৌলা' নাটকে কে কাকে উদ্দেশ্য করে বলেছে? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ১৯৯৯-০০]
(ক) জগংশেট সিরাজকে
(খ) ওয়াটস মীরজাফরকে
(গ) ক্লাইভ মীরজাফরকে ✓
(ঘ) উমিচাঁদ সিরাজকে

৬০. সিরাজ-উদ্দৌলাকে মোহাম্মদী বেগ কিসের লোভে হত্যা করেছিল- [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ১৯৯৭-১৯৯৮]
(ক) অপমানের প্রতিশোধ নিতে
(খ) অর্থের লোভে ✓
(গ) শত্রুতাবশত
(ঘ) উজির হওয়ার আশ্বাসে

৬১. ’কেউ এক চুল নড়লে প্রাণ যাবে।’ উক্তিটি কে বলেছেন ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: B ইউনিট : 2016-2017]
(ক) রায়দুর্লভের
(খ) রাজভল্লবের
(গ) মানিকচাঁদের ✓
(ঘ) জগৎশেটের

৬২. 'চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো , কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওৎপেতে বসে আছে।' সংলাপটি কে করেছেন ? [জাহাঙ্গীরনগর বিশ্ব. ভর্তি পরীক্ষা: C ইউনিট]
(ক) জগৎশেঠ
(খ) মিরজাফর ✓
(গ) রাইস
(ঘ) রায় দুর্লভ

৬৩. এত ক্রুদ্ধ হবার কি আছে? আম্মা আছেন, আপনিও তাঁর সঙ্গেই প্রাসাদের থাকবেন । ' এই সংলাপটি কার? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: ঘ ইউনিট ১৯৯৬-১৯৯৭]
(ক) সিরাই -উ - দ্দৌলার ✓
(খ) মোহনলালের
(গ) মীর মদনের
(ঘ) মীরনের

৬৪. ' আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয় ....' - তাহলে সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে কিসের উপর ভরসা করতে চেয়েছিলেন? [ঢাকা বিশ্ব. ভর্তি পরীক্ষা: খ ইউনিট ২০১৭-১৮]
(ক) সাঁফ্রের সৈন্যদলের সাহসিকতার ওপর
(খ) মীরজাফর-রায়দুর্লভের স্বদেশপ্রেমের ওপর ✓
(গ) মোহনলাল-মীরমর্দানের বিচক্ষণতার ওপর
(ঘ) রের সৈন্যদলের দুর্বলতার উপর

৬৫. 'বাপের খেদানো মায়ে তাড়ানো" - সিরাজুদ্দোলা নাটকের কোন চরিত্র সাথে এই উক্তিটি  প্রযোজ্য ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: E ইউনিট : 2018-19]
(ক) ক্লাইভ
(খ) মীরজাফর ✓
(গ) ওয়াটস
(ঘ) হলওয়েল

৬৬. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ - সংলাপটি কে বলেছেন ? [চট্টগ্রাম বিশ্ব. কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা: 'B'-ইউনিট(সকাল) ২০২১-২২]
(ক) হলওয়ে
(খ) ক্লেটন ✓
(গ) ওয়ালিখান
(ঘ) ক্লাইভ

৬৭. ‘যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে’ । সিরাজউদ্দৌলা নাটকে সংলাপটি কে করেছেন ? [রাজশাহী বিশ্ব. ভর্তি পরীক্ষা: A ইউনিট (Group-1) মানবিক ২০১৯-২০]
(ক) আমিনা
(খ) মিরন
(গ) ঘসেটি ✓
(ঘ) মোহনলাল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url