ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা mcq | বিগত সালের প্রশ্ন (২০+)
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা MCQ:
১. কৃষ্ণচূড়া 'ফেব্রুয়ারি ১৯৬৯ ' কবিতায় কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ? [কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইউনিট : বি, ২০২৩]
(ক) স্বপ্নের
(খ) বেদনার
(গ) রক্তের
(ঘ) প্রেরণার ✓
(খ) বেদনার
(গ) রক্তের
(ঘ) প্রেরণার ✓
২. নিচের কোন কোন ভাষা শহিদদের নাম উল্লেখ আছে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ? [Bangladesh University of Professionals (BUP), (FASS) 2021-2022, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) জব্বার, শফিউর
(খ) বরকত, শফিউর
(গ) সালাম, জব্বার
(ঘ) সালাম, বরকত ✓
(খ) বরকত, শফিউর
(গ) সালাম, জব্বার
(ঘ) সালাম, বরকত ✓
৩. বর্ণমালাকে 'ফেব্রুয়ারি ১৯৬৯ ' কবিতায় কিসের সাথে তুলনা করা হয়েছে? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট (Group-2) মানবিক ২০২০-২০২১, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইউনিট (অ-বিজ্ঞান) ২০২০-২০২১, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা E ইউনিট : 2018-2019, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা E ইউনিট : ২০১৬-২০১৭, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট]
(ক) নক্ষত্র ✓
(খ) রক্ত
(গ) ফুল
(ঘ) রোদ্র
(খ) রক্ত
(গ) ফুল
(ঘ) রোদ্র
৪. ’ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটিতে সালামের মুখ দেখতে কি রকম ছিল ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) তরুণ শ্যামল পূর্ববাংলা ✓
(খ) উন্মখিত মেঘনা
(গ) বিমর্ষ
(ঘ) আলোকিত ঢাকা
(খ) উন্মখিত মেঘনা
(গ) বিমর্ষ
(ঘ) আলোকিত ঢাকা
৫. সালামের হাত থেকে নক্ষত্রের মতো করে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কী ঝরছে? [গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের (GST) ভর্তি পরীক্ষা বি ইউনিট: ২০২১-২০২২]
(ক) রক্ত
(খ) বন্দুকের গুলি
(গ) পতাকা
(ঘ) বর্ণমালা ✓
(খ) বন্দুকের গুলি
(গ) পতাকা
(ঘ) বর্ণমালা ✓
৬. একুশের চেতনার রং "ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কেমন ছিল - [ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা : ২০২২-২৩ ( কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট)]
(ক) পীত
(খ) কালো
(গ) নীল
(ঘ) লাল ✓
(খ) কালো
(গ) নীল
(ঘ) লাল ✓
৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি কৃষ্ণচূড়াকে কীসের সঙ্গে তুলনা করেছেন? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) বর্ণমালা
(খ) শহিদদের ঝলকিত রক্তের বুদ্বুদ ✓
(গ) গণঅভ্যুত্থান
(ঘ) নক্ষত্র
(খ) শহিদদের ঝলকিত রক্তের বুদ্বুদ ✓
(গ) গণঅভ্যুত্থান
(ঘ) নক্ষত্র
৮. “ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ব্যাবহৃত 'রক্তের বুদবুদ' শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে- [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০২০-২০২১]
(ক) রক্তের তেজ
(খ) অবিনাশী বর্ণমালা
(গ) শহিদের স্মৃতি ✓
(ঘ) কৃষ্ণচূড়া ফুল
(খ) অবিনাশী বর্ণমালা
(গ) শহিদের স্মৃতি ✓
(ঘ) কৃষ্ণচূড়া ফুল
৯. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কে বুক পাতে দিয়েছেন ঘাতকের থাবার সম্মুখে ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) সালাম
(খ) জনগণ
(গ) বিপ্লবী
(ঘ) বরকত ✓
(খ) জনগণ
(গ) বিপ্লবী
(ঘ) বরকত ✓
১০. ‘সালামের চোখ’ কে ’ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা F ইউনিট]
(ক) আলোচিত ঢাকা ✓
(খ) রাজপথ
(গ) পূর্ব বাংলা
(ঘ) কমলবন
(খ) রাজপথ
(গ) পূর্ব বাংলা
(ঘ) কমলবন
১১. 'ফেব্রুয়ারী ১৯৬৯' কবিতায় নিচের বৈশিষ্ট্য কোনটি? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৮-২০১৯]
(ক) অষ্টক ও ষটক বিভাজন
(খ) অন্ত্যমিল
(গ) গদ্যছন্দ ও প্রবহমান ভাষা ✓
(ঘ) পয়ার ছন্দ
(খ) অন্ত্যমিল
(গ) গদ্যছন্দ ও প্রবহমান ভাষা ✓
(ঘ) পয়ার ছন্দ
১২. কোন কাব্যগন্থ থেকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি নেওয়া হয়েছে? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B unit (২০২২-২০২৩)।। ৩য় শিফট (20-05-2023), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D ইউনিট-(সকাল)-২০১৯-২০২০]
(ক) রৌদ্র করোটিতে
(খ) নিজ বাসভূমে ✓
(গ) বিধ্বস্ত নীলিমা
(ঘ) বন্দী শিবির থেকে
(খ) নিজ বাসভূমে ✓
(গ) বিধ্বস্ত নীলিমা
(ঘ) বন্দী শিবির থেকে
১৩. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ‘সেই ফুল আমাদেরই প্রাণ' এখানে ‘ফুল’ বলতে কি বুঝানো হয়েছে? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট (অ-বাণিজ্য) ২০২০-২০২১ ]
(ক) কৃষ্ণচূড়া ফুল
(খ) ভাষা আন্দোলন
(গ) বাংলা ভাষা ✓
(ঘ) পদ্মবন
(খ) ভাষা আন্দোলন
(গ) বাংলা ভাষা ✓
(ঘ) পদ্মবন
১৪. কত জন ভাষা শহিদের নাম ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখ্য রয়েছে ? [কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) ১ জন
(খ) ৩ জন
(গ) ২ জন ✓
(ঘ) ৫ জন
(খ) ৩ জন
(গ) ২ জন ✓
(ঘ) ৫ জন
১৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কি ফুটেছিলো শহরের পথে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্'B'-ইউনিট(বিকাল) ২০২১-২০২২, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট ২০১৯-২০২০]
(ক) বকুল
(খ) কৃষ্ণচূড়া ✓
(গ) রজনীগন্ধা
(ঘ) গোলাপ
(খ) কৃষ্ণচূড়া ✓
(গ) রজনীগন্ধা
(ঘ) গোলাপ
১৬. শামসুর রাহমান রচিত 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় প্রতিফলন ঘটেছে কোন ঘটনাটি? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C2 ইউনিট : ২০১৬-২০১৭]
(ক) ভাষা আন্দোলন
(খ) যুক্তফন্ট নির্বাচন
(গ) ৬-দফা আন্দোলন
(ঘ) উনসন্তরের গণ-অভ্যুঙখান ✓
(ঙ) অসহযোগ আন্দোলন
(খ) যুক্তফন্ট নির্বাচন
(গ) ৬-দফা আন্দোলন
(ঘ) উনসন্তরের গণ-অভ্যুঙখান ✓
(ঙ) অসহযোগ আন্দোলন
১৭. ’একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং’-এই চরণটি নিচের কোন কবিতার ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট ২০১৬-২০১৭]
(ক) আমি কিংবদন্তির কথা বলছি
(খ) লোক-লোকান্তর
(গ) ফেব্রুয়ারী ১৯৬৯ ✓
(ঘ) রক্তে আমার অনাদি অস্থি
(খ) লোক-লোকান্তর
(গ) ফেব্রুয়ারী ১৯৬৯ ✓
(ঘ) রক্তে আমার অনাদি অস্থি
১৮. ‘একুশে কৃষ্ণচূড়া আমাদের- কিসের রং ।’ [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট (Group-4) মানবিক ২০২১-২০২২]
(ক) চেতনার
(খ) ন্যায়ের
(গ) চেতনারই ✓
(ঘ) মনুষ্যত্বের
(খ) ন্যায়ের
(গ) চেতনারই ✓
(ঘ) মনুষ্যত্বের
১৯. কোন ফুলের নাম ’ফেব্রুয়ারি ১৯৬৯ ‘ কবিতায় উল্লেখ আছে?
(ক) শিমুল
(খ) কৃষ্ণচূড়া ✓
(গ) পলাশ
(ঘ) বেলী
(খ) কৃষ্ণচূড়া ✓
(গ) পলাশ
(ঘ) বেলী
২০. “ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির লেখক কে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D3 ইউনিট : ২০১৬-২০১৭]
(ক) আহসান হাবীব
(খ) সুফিয়া কামাল
(গ) শামসুর রাহমান ✓
(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
(খ) সুফিয়া কামাল
(গ) শামসুর রাহমান ✓
(ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
২১. শূন্যস্থানে নিচের কোন শব্দটি বসবে "ফোটে ফুল বাস্তবের ___ চত্বরে” ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B Unit (Set code: L) ২০২১-২২]
(ক) বিশাল ✓
(খ) প্রত্যাশার
(গ) শ্যামল
(ঘ) অতৃপ্ত
(খ) প্রত্যাশার
(গ) শ্যামল
(ঘ) অতৃপ্ত